১০ জানুয়ারি ২০২৫, ৮:০৭ পিএম
আল হিলালে নেইমারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে ঘুরেফিরে আলোচনায় আসছে তার ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার সম্ভাবনার কথা। সম্প্রতি সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমার নিজেও আভাস দিয়েছেন লিওনেল মেসির দলে যোগ দেওয়ার। যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে গেলে তিনি আরও পাবেন পুরনো বন্ধু লুইস সুয়ারেজকেও। দুজনের সাথে আরও একবার খেলার ইচ্ছাটা যেমন তার রয়েছে, একই চাওয়া উরুগুয়ের অভিজ্ঞ স্ট্রাইকারেরও। তবে কাজটা মোটেও সহজ নয়, সেটাই মনে হচ্ছে মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানোর।
আগামী ১৩ জানুয়ারি থেকে প্রাক মৌসুম প্রস্তুতি পর্ব শুরু করবে মায়ামি। অন্যদিকে নেইমার আছে চোট কাটিয়ে আল হিলালের জার্সিতে ফেরার অপেক্ষায়। তবে চলতি মৌসুম শেষেই সৌদি ক্লাবটির সাথে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে সাবেক বার্সেলোনা ফুটবলারের। তার মধ্যেই নেইমার ইঙ্গিত দিয়েছেন আবারও মেসি, সুয়ারেজদের সাথে একসঙ্গে খেলার।
আরও পড়ুন
ভিনি আরও বড় শাস্তি পাবেন, আশায় ছিলেন বার্সা ডিফেন্ডার |
![]() |
সম্প্রতি এক সাক্ষাৎকারে নেইমারের সুরে তাল মিলিয়েছেন সুয়ারেজও। “সবাই জানে আমরা যখন একসাথে ছিলাম তখন কী করেছিলাম। এখানে আসলে সে দলকে যা দিতে পারে, তাতে আমাদের উপর প্রত্যাশাটা আরও বাড়বে।”
নেইমারের সেই সাক্ষাৎকারের পর সমর্থকরাও নতুন করে স্বপ্ন দেখছে এমএসএন ত্রয়ীকে একসাথে দেখার। যদিও বাস্তবতার বিচারে সেটা যে সম্ভব না তাই মনে করিয়ে দিয়েছেন মায়ামি কোচ মাচেরানো। “নেইমার দুর্দান্ত একজন ফুটবলার, বিশ্বের যে কোনো কোচই তাকে দলে পাইতে চাইবে। তবে আমাদের বেতন কাঠামোর হিসেবটা মাথায় রাখতে হবে। সে হিসেবে তাকে দলে টানা এখন অসম্ভব। তাই এই নিয়ে কথা না বলাই ভালো।”
২০২৩ সালে অক্টোবরে চোটে পড়েছিলেন নেইমার। এক বছরের বেশি সময় পর গেল অক্টোবরে ফিরলেও দুই ম্যাচ খেলে আবারও ছিটকে গেছেন। আছেন পুনর্বাসন প্রক্রিয়ায়। তবে কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়।
No posts available.
১৬ সেপ্টেম্বর ২০২৫, ৮:১৯ পিএম
১৬ সেপ্টেম্বর ২০২৫, ৩:২০ পিএম
হোটেল রুম ছাড়তে চাননি, খেলতে চাননি ম্যাচ । জোর জবরদস্তি ও অনিচ্ছা সত্ত্বেও ব্যথানাশক ইনজেকশন দিয়ে নামানো হয়েছে মাঠে। স্পেন ফরোয়ার্ড লামিন ইয়ামালের ইনজুরি এবং চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে ১৮ বর্ষী তারকার অনুপস্থিতি নিয়ে ভীষণ বিরক্ত বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক।
এরই মধ্যে আন্তর্জাতিক ক্রীড়া-সংবাদভিত্তিক ওয়েবসাইট গোল ডট কম তাদের প্রতিবেদনে জানিয়েছে, তুরস্কের বিপক্ষে ম্যাচের আগে থেকেই ব্যাক পেইনে ভুগছিলেন ইয়ামাল। পিঠের নিচের অংশে (কোমর) তীব্র ব্যথা ছিল তার। তা সত্ত্বেও কোচ তাকে খেলিয়েছেন এবং মাঠে দীর্ঘক্ষণ রেখেছেন।
আরও পড়ুন
বসুন্ধরা কিংসে ফিরলেন ট্রেইনার খলিল |
![]() |
স্পেনের জনপ্রিয় রেডিও কাদেনা এসইআরের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্প্যানিশ ফুটবল ফেডারেশন দাবি করেছিল ইয়ামাল কোনোপ্রকার শারীরিক সমস্যায় ভুগছেন না। তারা বার্সেলোনাকে জানিয়েছিল, ব্যথার কারণে ইয়ামালের মেরুদণ্ডে ইনজেকশন দিতে হয়েছে। যদিও পরিবর্তে জানা যায়, ইয়ামাল খেলতে চাননি তুরস্কের বিপক্ষের ম্যাচ।
আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের হয়ে দুটি ম্যাচ খেলার পর ক্লাবের হয়ে সহসা নামা হচ্ছে না ইয়ামালের। চ্যাম্পিয়নস লিগের নিজেদের প্রথম ম্যাচ থেকে ছিটকে পড়েছেন তিনি। ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচেও অংশ নেওয়া হয়নি তার। সবমিলিয়ে স্পেন ফুটবল ফেডারেশনের ওপর চড়া ফ্লিক।
আরও পড়ুন
জাতীয় ফুটসালে আইইউবির দুই সাবেক শিক্ষার্থী |
![]() |
৬০ বছর বয়সী স্পেন কোচ বলেছেন,
"ইয়ামালকে আমরা পাচ্ছি না। সে ব্যথা নিয়ে জাতীয় দলের হয়ে খেলতে গিয়েছিল, সেখানে তার দেখভাল ঠিকমতো হয়নি। তারা তাকে পেইন কিলার খাইয়ে খেলিয়েছে। দুটি ম্যাচের একটিতে ৭৩ মিনিট পর্যন্ত অন্যটিতে ৭৯ মিনিট পর্যন্ত খেলেছে সে। অথচ দুটি ম্যাচে স্পেন ভালো ব্যবধানে এগিয়ে ছিল।"
ইয়ামাল বার্সেলোনার বর্তমান ও ভবিষ্যৎ। তার ব্যাপারে একটু বেশিই সচেতন কাতালুনিয়ারা। ন্যু ক্যাম্প কর্তৃপক্ষ চাচ্ছে স্পেন ফুটবল ফেডারেশনের সঙ্গে তাদের চলমান বিরোধ কমিয়ে আনতে। মার্কা জানিয়েছে, বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ডেকো স্পেন ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর আইতোর কারাঙ্কার সঙ্গে শিগগিরই বৈঠক করবেন। এই বৈঠকে বেশ কিছু ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে।
ফিফায় অভিযোগ তুলে বসুন্ধরা কিংসেই ফিরলেন ট্রেইনার খলিল চাকরৌন। তিন দিন আগে ঢাকায় পৌঁছে দ্বিতীয় মেয়াদে কিংসের দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। মঙ্গলবার টি-স্পোর্টসকে বিষয়টি নিশ্চিত করেছেন খলিল নিজেই।
ফিফায় অভিযোগ জানিয়ে ফের কোনো বিদেশি কোচ কিংবা ফুটবলারের বাংলাদেশে ফিরে আসা অত্যন্ত বিরল ঘটনা। খলিল চাকরৌন সেই ব্যতিক্রমদের একজন হয়ে ইতিহাস গড়লেন।
খলিল বলেন,
‘‘দু’পক্ষের মধ্যে নতুন চুক্তি হয়েছে। বিগত সমস্যা নিয়ে একটা মধ্যস্থতায় পৌঁছেছি। আমার আইনজীবীকে ফিফায় অভিযোগ প্রত্যাহারের জন্য বলেছি। তিনি ইতোমধ্যে ফিফায় অবহিত করেছেন।’’
আরও পড়ুন
জাতীয় ফুটসালে আইইউবির দুই সাবেক শিক্ষার্থী |
![]() |
বাংলাদেশ প্রিমিয়ার লিগের টানা পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। যদিও সর্বশেষ মৌসুমে তারা লিগ শিরোপা হারায়। তবে আবাহনীকে হারিয়ে জিতে নেয় ফেডারেশন কাপের ট্রফি। এছাড়া মৌসুমের শুরুতে বাংলাদেশ চ্যালেঞ্জ কাপে মোহামেডানকে হারিয়ে শিরোপা উল্লাস করে বসুন্ধরা কিংস।
এছাড়া, এএফসি চ্যালেঞ্জ লিগে প্রিলিমিনারি রাউন্ড পার করে বসুন্ধরা কিংস এখন গ্রুপ পর্বে খেলার অপেক্ষায়।
আগামী শুক্রবার ঘরোয়া মৌসুমের প্রথম টুর্নামেন্ট চ্যালেঞ্জ কাপে কুমিল্লায় কিংসকে মোকাবিলা করবে মোহামেডান।
প্রথমবারের মতো এএফসি ফুটসাল এশিয়ান কাপ ২০২৬-এর বাছাই পর্বে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। স্বপ্নযাত্রায় জায়গা করে নিয়েছেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) দুই সাবেক শিক্ষার্থী-ইনতিশার মোস্তফা চৌধুরী ও ফয়েজ আহমেদ পিয়াস। দলের সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন ইনতিশার।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) তত্ত্বাবধানে তিন ধাপে অনুষ্ঠিত জাতীয় বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ৬৩০ জনের বেশি খেলোয়াড়ের মধ্য থেকে ১৪ জনের চূড়ান্ত স্কোয়াড গঠন করা হয়েছে। মিডফিল্ডার ইনতিশার আইইউবির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের এবং ফরোয়ার্ড পিয়াস ফাইন্যান্স বিভাগের সাবেক শিক্ষার্থী। আইইউবির অ্যাকাউন্টিং বিভাগের বর্তমান শিক্ষার্থী মেহরাব হোসেন অপি বাছাইয়ের দ্বিতীয় ধাপ পর্যন্ত পৌঁছালেও মূল দলে সুযোগ পাননি।
আরও পড়ুন
পর্তুগাল কোচের বার্তা, ‘যত দিন ইচ্ছা, খেলে যাবে রোনালদো’ |
![]() |
ইনতিশার, পিয়াস ও অপি-তিনজনই আইইউবির অধীনে দেশ-বিদেশের বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিয়েছেন এবং সাফল্য অর্জন করেছেন। এর মধ্যে অন্যতম বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ, ফুটসাল প্রিমিয়ার লিগ, ফিফকো কর্পোরেট প্রিমিয়ার লিগ, এনএসইউ স্পোর্টস কার্নিভাল, উইংস ইউনিভার্সিটি ফুটসাল ও আইইউটি ওআইসি ফুটবল টুর্নামেন্ট। ২০২৪ সালে ইংল্যান্ডের ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যানচেস্টার সিটি কর্পোরেট কাপে রানার্স আপ হয়েছিলেন ইনতিশার ও পিয়াস। এছাড়া, তিনজনই বাংলাদেশ ফুটসাল প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন।
অর্জন নিয়ে ইনতিশার বলেন,
“বিশ্ববিদ্যালয় ও কর্পোরেট পর্যায়ে বছরের পর বছর ধরে খেলা ও অভিজ্ঞতা অর্জনের ফল এই সাফল্য।”
পিয়াস বলেন,
“আইইউবি ফুটবল ক্লাবের মাধ্যমে প্রশিক্ষণ, টুর্নামেন্টে অংশগ্রহণ এবং সুযোগ-সুবিধার ব্যবস্থা – সব মিলিয়ে আইইউবির সহযোগিতা আমাদের সামনে এগিয়ে যাওয়ার পথ অনেকটা পথ সহজ করেছে।”
আরও পড়ুন
৩১ বছরেই অবসরে ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা |
![]() |
আইইউবির উপাচার্য অধ্যাপক ম. তামিম বলেন,
“জাতীয় ফুটসাল দলে সুযোগ পাওয়ায় ইনতিশার ও পিয়াসকে আন্তরিক অভিনন্দন। এই অর্জন তাদের পরিশ্রম ও খেলাটির প্রতি ভালোবাসার ফসল। একটি বিশ্ববিদ্যালয় মানে শুধু তো পড়াশোনা নয়, বরং শেখা, খেলা এবং প্রতিযোগিতার মধ্য দিয়ে নিজের সেরাটা দেওয়ার একটা সুযোগ। আইইউবিতে আমরা চেষ্টা করি যাতে প্রতিটি শিক্ষার্থী ক্লাসরুমের বাইরেও নিজের প্রতিভা বিকাশের সব রকমের সুযোগ পায়।”
উল্লেখ্য, এএফসি ফুটসাল বাছাইয়ের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মালয়েশিয়ায়, ১৬ থেকে ২৪ সেপ্টেম্বর। গ্রুপ ‘জি’-তে বাংলাদেশের সঙ্গী ইরান, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত।
বয়স এরই মধ্যে পেরিয়েছে চল্লিশের ঘর। তবে ফিটনেস ও পারফরম্যান্সে নেই এর কোনো ছাপ। এখনও জাতীয় দল ও ক্লাবে সমান দাপটে খেলে চলেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। তারকা এই স্ট্রাইকার কবে অবসর নেবেন সেই প্রশ্ন ঘুরপাক খায় অনেকের মনেই।
তবে রোনালদোর খেলা চালিয়ে যাওয়া বিষয়ে আশাবাদী তার সাবেক সতীর্থ ও পর্তুগাল দলের সহকারী কোচ রিকার্ডো কারভালহো। তার পরিষ্কার বার্তা, রোনালদো যতদিন চান ততদিন পর্তুগালের হয়ে খেলবেন।
পর্তুগিজ টেলিভিশন চ্যানেল আ বোলা’কে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন কারভালহো।
আরও পড়ুন
৩১ বছরেই অবসরে ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা |
![]() |
"আমার মনে হয়, যতদিন সে (রোনালদো) চাইবে ততদিন (ফুটবল খেলতে) থাকবে। সত্যি বলতে, এত বছর ধরে সে অনেক কৃতিত্ব অর্জন করেছে... এবং এখনও সে ভালো করছে, যা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।"
রোনালদোর নেতৃত্বে ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বে দারুণ শুরু করেছে পর্তুগাল। আর্মেনিয়ার বিপক্ষে ৫-০ গোলের জয় দিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের অভিযান শুরু করেছে পর্তুগাল। সেই ম্যাচে রোনালদো নিজেও করেছেন জোড়া গোল।
রোনালদোর নেতৃত্বে তাই খুশি পর্তুগালের সহকারী কোচ।
"আমি জানি না, সে কতদিন খেলতে পারবে বা এই বিষয়ে তার কোনো সীমা আছে কি না, কিন্তু আমরা সবাই খুশি যে সে আমাদের অধিনায়ক এবং দলকে যেভাবে নেতৃত্ব দিচ্ছে, সত্যিই প্রশংসনীয়।"
৪০ বছর বয়সেও রোনালদোকে এখনও এত গুরুত্বপূর্ণ ভূমিকায় রাখা উচিত কি না, এ নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। তবে এ নিয়ে কারভালহোর কোনো সন্দেহ নেই।
"আমাদের দলে ভালো নেতারা রয়েছে। ক্রিস্তিয়ানো জানে, সময়ের সঙ্গে হয়তো একদিন পেরে উঠবে না। তবে সে এখনও ভালো অনুভব করছে। দলের খুবই গুরুত্বপূর্ণ অংশ সে। আমার মনে হয়, সে এখন ম্যাচ বাই ম্যাচ চিন্তা করছে।"
আরও পড়ুন
আমোরিমের ওপর আরও আস্থা রাখতে চায় ইউনাইটেড |
![]() |
সবকিছু ঠিক থাকলে ৪০ বছর বয়সী রোনালদোকে ২০২৬ বিশ্বকাপে আবারও নেতৃত্ব দিতে দেখা যেতে পারে। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদো এরই মধ্যে ২২৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলে পর্তুগালের হয়ে ১৪১ গোল করেছেন।
সম্প্রতি সৌদি প্রো লিগের দল আল-নাসরের সঙ্গে দুই বছরের নতুন চুক্তি করেছেন পর্তুগিজ সুপারস্টার। ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ মাঠে নামলে এটি তার ষষ্ঠ বিশ্বকাপ হবে।
ফ্রান্সের বিশ্বকাপজয়ী ও বার্সেলোনার সাবেক তারকা ডিফেন্ডার সামুয়েল উমতিতি ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ৩১ বছর বয়সী এই সেন্টার-ব্যাক নিজেই অবসরের সিদ্ধান্তের কথা জানালেন।
উমতিতি সবশেষ ফ্রান্সের লিগ ওয়ানের ক্লাব লিলের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন। তবে গত দুই মৌসুমে চোটের কারণে মাত্র ১৩ ম্যাচ খেলতে পেরেছেন তিনি। হাঁটুর কার্টিলেজ ক্ষতির কারণে ক্যারিয়ারের শেষভাগটা কাটাতে হয়েছে চরম ভোগান্তিতে।
অবসর প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে উমতিতি লিখেছেন, ‘উত্থান-পতনে ভরা এক ক্যারিয়ারের পর বিদায় বলার সময় এসেছে। আমি সর্বোচ্চটা দিয়েছি আবেগ দিয়ে, কোনো আক্ষেপ নেই।’
আরও পড়ুন
আমোরিমের ওপর আরও আস্থা রাখতে চায় ইউনাইটেড |
![]() |
২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন বাঁ-পায়ের ডিফেন্ডার উমতিতি। বেলজিয়ামের বিপক্ষে সেমিফাইনালে একমাত্র গোলটি করেছিলেন তিনি, যা ফাইনালের পথ খুলে দেয় দিদিয়ের দেশমের দলের সামনে। টুর্নামেন্টে ছয় ম্যাচ খেলেছিলেন তিনি। সব মিলিয়ে জাতীয় দলের হয়ে খেলেছেন ৩১ ম্যাচ।
ক্লাব ফুটবলে ২০১৬ সালে লিওঁ থেকে বার্সেলোনায় যোগ দেন উমতিতি। কাতালান ক্লাবের হয়ে সাত মৌসুমে ১৩৩ ম্যাচ খেলেছেন, জিতেছেন দুই লা লিগাসহ সাতটি শিরোপা। তবে ২০১৭-১৮ মৌসুমেই শুরু হয় হাঁটুর সমস্যা। অস্ত্রোপচার না করে খেলে যান তিনি, সেই বছরই লা লিগা জেতার পর ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতেন। পরে এক সাক্ষাৎকারে উমতিতি বলেছিলেন, ‘আমি দাঁতে দাঁত চেপে খেলেছি, যতটুকু সম্ভব নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।’
বিশ্বকাপের পর আর কোনো মৌসুমে ১৮ ম্যাচের বেশি খেলতে পারেননি উমতিতি। চিকিৎসা, প্লাজমা থেরাপি নিয়েও চোটের সঙ্গে লড়াই চালিয়ে যান। সীমিত খেলার সুযোগ আর ক্লাবের আর্থিক সমস্যার কারণে ২০২২-২৩ মৌসুমে ইতালিয়ান ক্লাব লেচেতে ধারে পাঠায় বার্সেলোনা। ২০২৩ সালে পারস্পরিক সম্মতিতে চুক্তি বাতিল করে বার্সেলোনা, তখনো উমতিতির তিন বছরের চুক্তি বাকি ছিল কাতালানদের সঙ্গে।
তারপর ফ্রান্সের হয়ে মাত্র ছয় ম্যাচ খেলতে পারেন উমতিতি। গত বছর কোচ দিদিয়ের দেশম তাঁকে ধন্যবাদ জানিয়ে বলেছিলেন, ‘আমরা বিশ্বচ্যাম্পিয়ন হতে পেরেছি, তার জন্য উমতিতিকে ধন্যবাদ জানাতেই হবে। এরপর তার ক্যারিয়ার কঠিন সময়ের মধ্যে গেছে, কিন্তু জাতীয় দলে তিনি অনেক ত্যাগ স্বীকার করেছেন।’
আরও পড়ুন
'আমি বেঁচে আছি', মৃত্যুর গুজবের জবাবে আবিদাল |
![]() |
লিওঁর একাডেমি থেকে উঠে আসা উমতিতি ২০১২ থেকে ২০১৬ পর্যন্ত ক্লাবটির হয়ে ১৭০ ম্যাচ খেলেন। সেখান থেকেই বার্সেলোনায় যোগ দেন ২২ বছর বয়সে। ফ্রান্সের হয়ে অভিষেক হয়েছিল ২০১৬ ইউরোয় কোয়ার্টার ফাইনালে আইসল্যান্ডের বিপক্ষে।
৩১ বছর বয়সেই বাধ্য হয়ে বিদায় নিতে হলো সামুয়েল উমতিতিকে, তবে বিশ্বকাপ জয় আর বার্সেলোনার সোনালি সময়ে অবদান রেখে তিনি জায়গা করে নিয়েছেন ফুটবল ইতিহাসে।