ফুটবল

রিয়ালের জেতা উচিত ছিল, মনে করেন আনচেলত্তি

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

৬ এপ্রিল ২০২৫, ১:৫৫ পিএম

news-details

সুযোগ ছিল বার্সেলোনার সাথে ব্যবধান কমিয়ে আনার। তবে ভ্যালেন্সিয়ার সাথে মলিন পারফরম্যান্স দেখিয়ে হেরে আরও পিছিয়ে গেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচে গোলের সামনে কার্লো আনচেলত্তির দলকে দেখা যায়নি সেরা ছন্দে। তবে কোচ কার্লো আনচেলত্তির রয়েছে ভিন্ন মত। তার মতে, জেতার মতোই খেলেছিল রিয়াল।

গত শনিবার রাতে লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়ার গোলপোস্টের নিচে প্রাচীর হয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন গোলরক্ষক জিয়েরগি মামারদাশভিলি। ভিনিসিয়ুস জুনিয়রের পেনাল্টি ঠেকিয়ে দেওয়া সহ উপহার দেন দুর্দান্ত কিছু সেভ। ইনজুরি টাইমের গোলে ২-১ ব্যবধানে জয় নিয়েই শেষ পর্যন্ত মাঠ ছাড়ে ভ্যালেন্সিয়া। ৮ রাউন্ড বাকি থাকতে বার্সেলোনার চেয়ে দুইয়ে থাকা রিয়াল পিছিয়ে আছে চার পয়েন্টে।


আরও পড়ুন

লিগ জয়র পর অমরত্বের দিকে চোখ এনরিকের লিগ জয়র পর অমরত্বের দিকে চোখ এনরিকের


হতাশাজনক ফলাফলের পরও আনচেলত্তি অবশ্য খুব একটা বিচলিত নন।

“এই ম্যাচে জয় পরাজয় আমাদের প্রাপ্য পরাজয় ছিল না। আমরা কি আরও ভাল খেলতে পারতাম? অবশ্যই। তবে এটি লড়াকু মানসিকতার অভাব নয়। আমরা জয়ের যোগ্য ছিলাম এবং ছোট ছোট বিষয়গুলো পার্থক্য গড়ে দিয়েছে।”


আনচেলত্তি যা বলেছেন, তা খুব একটা ভুল নয়। কারণ, ভ্যালেন্সিয়া গোলরক্ষক মামারদাশভিলি এই ম্যাচে ছিলেন সেরা ফর্মেই। বিরতির আগে ভিনিসিয়ুসের পেনাল্টি ঠেকানো ছাড়াও বেশ কয়েকবার হতাশ করেন রিয়ালের খেলোয়াড়দের। ফলে দারুণ কিছু সুযোগ তৈরি করলেও একরাশ হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় স্প্যানিশ চ্যাম্পিয়নদের।


আনচেলত্তি তাই মনে করছেন, তার দল ভালোই খেলেছে। 

“আমি মনে করি আমরা একটি ভাল ম্যাচ খেলেছি, আমরা অনেক সুযোগ তৈরি করেছি এবং গোল করার খুব কাছাকাছি চলে গিয়েছিলাম। এটি হতাশাজনক। আমাদের এগিয়ে যেতে হবে।”


এই হারের ধাক্কা সামলে চলতি মাসে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে আর্সেনালের বিপক্ষে খেলতে হবে রিয়ালকে। এছাড়াও মাসের শেষের দিকে রয়েছে বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রের ফাইনাল।


আরও পড়ুন

বায়ার্নই চুক্তি নবায়নের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে : মুলার বায়ার্নই চুক্তি নবায়নের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে : মুলার


এই ম্যাচগুলোতে ভিন্ন এক রিয়ালকে দেখা যাবে বলেই মত আনচেলত্তির।

“(আর্সেনাল ও বার্সেলোনা) আরও বেশি আগ্রাসী হবে এবং ম্যাচের চিত্রপট অনেক আলাদা হবে। অবশ্যই আমাদের ডিফেন্সে আরও ভাল হতে হবে এবং সামনেও কার্যকর হতে হবে। তবে মনোযোগ হারানো যাবে না।”


No posts available.

bottom-logo

ফুটবল

২০২৬ বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি, চ্যাম্পিয়ন পাবে কত

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

১৮ ডিসেম্বর ২০২৫, ৯:২৮ এম

news-details

দলের সংখ্যা থেকে ম্যাচের সংখ্যা এমনকি প্রাইজমানির অঙ্কও বেশ বেড়েছে ২০২৬ বিশ্বকাপে। ৪৮ দলের বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। 


যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে আসন্ন বিশ্বকাপে মোট ৬৫৫ মিলিয়ন ডলার বিশ্বকাপের পুরস্কার তহবিল ঘোষণা করেছে ফিফা। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৯৯৮ কোটি ৯৩ লাখ ৬ হাজার টাকা। ২০২২ কাতার বিশ্বকাপের থেকে ৫০ শতাংশ বেড়েছে আর্থিক পুরস্কার। আর চ্যাম্পিয়ন দল পাবে ৫০ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৬১০ কোটি টাকা)।


তিন বছর আগে আজকের এদিনেই তৃতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। ফ্রান্সের বিপক্ষে মহাকাব্যিক সেই ফাইনাল জিতে লিওনেল মেসিরা ৪২ মিলিয়ন ডলার (৫০০ কোটি টাকা) পুরস্কার পেয়েছিল। ফ্রান্স রানার্সআপ হয়ে পেয়েছিল ৩০ মিলিয়ন ডলার বা ৩৬৬ কোটি টাকা। এবার চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি ১১০ কোটি টাকা বাড়িয়েছে ফিফা।


রানার্স আপ পাবে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০২ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার টাকা। তৃতীয় হওয়া দল পাবে প্রায় ৩৫৪ কোটি ১৫ লাখ ১৫ হাজার টাকা। চতুর্থ স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করা দল ৩২৯ কোটি ৭২ লাখ ৭৩ হাজার টাকা পাবে। 


আরও পড়ুন

পিএসজির ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ জয়ের নায়ক সাফোনভ পিএসজির ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ জয়ের নায়ক সাফোনভ


কোয়ার্টার ফাইনালে বাদ পড়া প্রত্যেক দল পাবে প্রায় ২৩২ কোটি ৩ লাখ ৩ হাজার টাকা। শেষ ষোলো থেকে বাদ পড়া প্রত্যেক দলের জন্য বরাদ্দ ১৮৩ কোটি ১৮ লাখ ১৮ হাজার টাকা। অন্যদিকে রাউন্ড অফ ৩২ থেকে বাদ পড়া প্রত্যেক দল পাবে প্রায় ১৩৪ কোটি ৩৩ লাখ ৩৩ হাজার টাকা। 


এ ছাড়া গ্রুপ পর্বেই বাদ পড়া প্রত্যেক দল পাবে প্রায় ১০৯ কোটি ৯০ লাখ ৯০ হাজার টাকা।


আগামী ১২ জুন পর্দা উঠবে বিশ্বকাপের ২৩তম আসরের। ৪৮ দলের বিশ্বকাপে এখনো টিকিট নিশ্চিত হয়নি ছয়টি দল। আগামী মার্চে আন্তঃমহাদেশীয় প্লে-অফ থেকে বিশ্বকাপ খেলবে দুটি দল আর ইউরোপীয় প্লে-অফ থেকে চারটি স্পট।

ফুটবল থেকে আরও পড়ুন

bottom-logo

ফুটবল

পিএসজির ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ জয়ের নায়ক সাফোনভ

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

১৮ ডিসেম্বর ২০২৫, ৯:২০ এম

news-details

ফিফার বর্ষসেরা গোলকিপারকে ছাড়াই শিরোপার লড়াইয়ে নামে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। জিয়ানলুইজি দোন্নরুম্মাকে বিশ্রামে রেখে মাতভেই সাফোনভকে গোলপোস্ট সামলানোর দায়িত্ব দেন কোচ লুইস এনরিকে। আর সেই দায়িত্ব কি দারুণভাবেই না পালন করলেন রুশ এই গোলকিপার। একটি কিংবা দু’টি নয়, গুনে গুনে চারবার প্রতিপক্ষের শট ঠেকিয়ে দিয়ে পিএসজির শিরোপা জয়ের নায়ক বনে গেলেন সাফোনভ।


ফ্ল্যামেঙ্গোকে হারিয়ে প্রথমবারের মতো ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতল পিএসজি। কাতারের আহমেদ বিন আলি স্টেডিয়ামে গতকাল রাতে ফাইনালে ব্রাজিলের ক্লাবটির বিপক্ষে অতিরিক্ত সময়ে ১-১ ড্রয়ের পর টাইব্রেকারে ২-১ ব্যবধানে জিতেছে ফরাসি ক্লাব।


২০২৫ সালে এ নিয়ে ছয়টি ট্রফি জিতে পিএসজি নাম লিখল এক এলিট ক্লাবে। এর আগে ইউরোপীয় ফুটবলে কেবল বায়ার্ন মিউনিখ আর বার্সেলোনাই এক বছরে হাফ-ডজন শিরোপা জয়ের অমৃত স্বাদ পেয়েছে।  লিগ আঁ, কোপ দ্য ফ্রান্স ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর লুইস এনরিকের দল ট্রফে দে চ্যাম্পিয়নস, উয়েফা সুপার কাপ এবং সবশেষ ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতে স্বপ্নের এক বছর শেষ করল। ষষ্ঠ ট্রফি জয়ের পর পিএসজি কোচ লুইস এনরিকে ক্লাবের জন্য ২০২৫ সালকে ‘অবিস্মরণীয় বছর’ বলে আখ্যা দেন।


ইন্টারকন্টিন্টাল কাপের প্রথমার্ধ শেষ হওয়ার সাত মিনিট আগে পিএসজিকে এগিয়ে দেন খাভিচা কাভারস্কেলিয়া। এরপর পেনাল্টি থেকে জর্জিনিওর গোলে ফ্লামেঙ্গো সমতায় ফিরে ৬২ মিনিটে। নির্ধারিত সময় ও অতিরিক্ত ৩০ মিনিটেও দুই দল জয়সূচক গোল না পেলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই জাদু দেখান সাফোনভ। তাঁর অবিশ্বাস্য গোলকিপিংয়ে কোপা লিবার্তাদোরেস চ্যাম্পিয়ন ফ্ল্যামেঙ্গোকে হারায় পিএসজি।


পেনাল্টি শুট আউটের রোমাঞ্চ নিজেদের প্রথম শটে দুই দলই জালে বল জড়ায়। এরপর ফ্লামেঙ্গোর আর কোনো খেলোয়াড়ই সাফোনভ নামক বাঁজপাখিকে পরাস্ত করতে পারেননি। সাউল নিগেসের শট ডান দিকে ঝাঁপিয়ে রুখে দেন সাফানভ। 

পিএসজি এগিয়ে যাওয়ার সুযোগ অবশ্য কাজে লাগাতে পারেননি ওসমান দেম্বেলের উড়িয়ে মারা শটের কারণে। ফ্ল্যামেঙ্গোর দ্বিতীয় শুটার পেদ্রোর প্রচেষ্টাও সাফানভ ডানদিকে ঝাঁপিয়ে আটকে দেন। এরপর নুনো মেন্দেস সফল হলে ২-১ এ এগিয়ে যায়।


পিএসজির তৃতীয় শট নেওয়া ব্র্যাডলি বার্কোলার প্রচেষ্টা ঠেকিয়ে লড়াই আবার জমিয়ে তুলেন ফ্ল্যামেঙ্গোর গোলকিপার। তবে, পিএসজির আস্থার প্রতীক হয়ে যাওয়া বিকল্প গোলকিপার আবারও এগিয়ে এলেন। লিও পেরেইরার সোজাসুজি শট রুখে দেওয়ার পর, সাফানভ ডানদিকে ঝাঁপিয়ে লুইস আরাউহোর শট ঠেকিয়ে দিতেই শিরোপা জয়ের বাঁধনহারা উচ্ছাসে মাতে ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজি।


এর আগে ম্যাচের প্রথম মিনিট থেকে প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করে পিএসজি। ম্যাচর ৯ মিনিটে ফাঁকা পোস্ট পেয়ে দূরপাল্লার শটে বল জালেও পাঠান ফাবিয়ান রুইস। তবে এর আগেই বল বাইলাইন পার হয়ে যাওয়ায় ভিএআরের সাহায্যে কর্নার দেন রেফারি।


প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান ১-০ করে পিএসজি। ডান দিক থেকে দেসিরে দুয়ের শট ফ্লামেঙ্গোর গোলকিপার ঝাঁপিয়ে আটকালেও বক্সে বল পেয়ে যান কাভারস্কেলিয়া। সহজ শটেই দলকে এগিয়ে নেন জর্জিয়ান ফরোয়ার্ড।


৫৯ মিনিটে ডি-বক্সে দে আরাসকায়েতাকে পিএসজি ডিফেন্ডার মার্কিনিয়োস ফাউল করলে পেনাল্টি পায় ফ্ল্যামেঙ্গো। ভিএআর দেখে পরে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে সমতা টানেন ইতালিয়ান ডিফেন্সিভ-মিডফিল্ডার জর্জিনিয়ো। এরপর কোনো দল আর গোল না পাওয়ায় ম্যাচের বাকি অংশের নায়ক বনে যান পিএসজির গোলকিপার সাফোনভ।

bottom-logo

ফুটবল

ম্যাচ শেষে ফেরার পথে প্রাণ হারালেন ইংলিশ ফুটবলার

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

১৭ ডিসেম্বর ২০২৫, ১০:০৯ পিএম

news-details

জয় নিয়ে ফিরছিলেন। উৎসব আমেজ। ফুরফুরে মন। নিজেই গাড়ি হাঁকাচ্ছিলেন ম্যাকলেসফিল্ড ক্লাব ফরোয়ার্ড ইথান ম্যাকলিওড। কে জানত এ আনন্দ রূপ নেবে বিষাদে। ম্যাকলেসফিল্ডের জয়ের কিছুক্ষণ পরই প্রাণ হারান ম্যাকলিওড। বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ২১ বছর বয়সী ফরোয়ার্ড ।


ইংল্যান্ডের ন্যাশনাল লিগ নর্থে গতকাল বেডফোর্ড টাউনের বিপক্ষে ২-১ গোলের জয় পায় ম্যাকলেসফিল্ড। ওই ম্যাচে বদলি তালিকায় নাম ছিল ইথানের।  তবে ম্যাচে নামানো হয়নি তাঁকে।  


ফেরার পথে গাড়ি চালাচ্ছিলেন ইথান নিজেই। স্থানীয় সময় রাত প্রায় ১০টা ৪০ মিনিটে নর্থ্যাম্পটনের কাছে তাঁর চালানো মার্সিডিজ গাড়ি সড়কের ব্যারিয়ারের সঙ্গে ধাক্কা খায়।


এক বিবৃতিতে ম্যাকলেসফিল্ড ক্লাব জানায়, 

‘ইথানের মৃত্যু আমাদের পুরো ক্লাবকে ভেঙে দিয়েছে। আমরা গভীরভাবে শোকাহত। এই ক্ষতির অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো কোনো শব্দ আমাদের নেই।’


বার্মিংহামে জন্ম নেওয়া ইথান কিশোর বয়সে ১০ বছর উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের (ওলভস) একাডেমিতে কাটান। ক্লাবটির অনূর্ধ্ব-২১ দলের হয়ে ইএফএল ট্রফিতে খেললেও মূল দলে অভিষেক হয়নি তাঁর।


গতির জন্য পরিচিত ইথান উলভারহ্যাম্পটন ছাড়ার পর ধারে খেলেন সাউদার্ন লিগের ক্লাব আলভেচার্চে। পরে রাশাল অলিম্পিক ও স্টোরব্রিজেও স্বল্প সময়ের জন্য খেলেন। সফল ট্রায়ালের পর চলতি বছরের জুলাইয়ে ম্যাকলেসফিল্ডে যোগ দেন তিনি।


সিল্কম্যানদের জার্সিতে পাঁচ ম্যাচ খেলেছেন ইথান। সবশেষ ১০ ডিসেম্বর কিংস লিন টাউনের বিপক্ষে ১-১ ড্র ম্যাচে গোল করেন তিনি। ক্লাবের হয়ে এটি তাঁর দ্বিতীয় গোল ছিল।


ম্যাকলেসফিল্ডের পরবর্তী লিগ ম্যাচ শনিবার আলফ্রেটন টাউনের বিপক্ষে। তবে ম্যাচটি অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি ক্লাবটি।

bottom-logo

ফুটবল

নতুন স্টেডিয়াম কিনল বায়ার্ন

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

১৭ ডিসেম্বর ২০২৫, ৭:৩০ পিএম

news-details

প্রায় ১৫ হাজার দর্শক ধারণক্ষমতার স্পোর্টপার্ক উন্টারহাখিং স্টেডিয়াম কিনে নিয়েছে জার্মান ফুটবল জায়ান্ট বায়ার্ন মিউনিখ। এই স্টেডিয়ামটি বায়ার্নের নারী দলের স্থায়ী হোম ভেন্যু হিসেবে ব্যবহার হবে।


বায়ার্ন নারী দলের ট্রেনিং কমপ্লেক্স মাত্র ২,৫০০ দর্শক ধারণক্ষমতাসম্পন্ন। নতুন স্টেডিয়াম কেনার মাধ্যমে নারী ফুটবলের অবকাঠামোগত উন্নয়নে বড় পদক্ষেপ নিল ক্লাবটি।


২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে স্টেডিয়ামটির মালিকানা যাবে বায়ার্নের সহযোগী প্রতিষ্ঠান আলিয়াঞ্জ অ্যারেনার হাতে। স্টেডিয়ামটি কিনতে বায়ার্নের খরচ হয়েছে ৭৫ লাখ ইউরো। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০৮ কোটি টাকা।


১৯৯২ সালে উদ্বোধন হওয়া স্পোর্টপার্ক উন্টারহাখিং স্টেডিয়ামটি উন্টারহাখিং শহরের উপকণ্ঠে অবস্থিত। ২০২০ সালে জার্মানির চতুর্থ স্তরের লিগ রিজিওনালিগার ক্লাব এসপিভিজিজি উন্টারহাখিং স্টেডিয়ামটি কিনে নেয়।


প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন শেষে উন্টারহাখিং স্টেডিয়ামেই বায়ার্ন নারী দলের ম্যাচ ও অনুশীলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বায়ার্ন। পাশাপাশি ২০২৬-২৭ মৌসুম থেকে নারী চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলোও এই স্টেডিয়ামেই আয়োজন করা হবে।

bottom-logo

ফুটবল

এক বছরের জন্য ছিটকে গেলেন বার্সেলোনার বিস্ময়বালক

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

১৭ ডিসেম্বর ২০২৫, ৫:৫৪ পিএম

news-details

গুরুতর চোটে প্রায় এক বছরের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন বার্সেলোনার বিস্ময়বালক সামা নোমোকো। উয়েফা ইয়ুথ লিগে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে ম্যাচে গুরুতর হাঁটুর চোটে পড়েন ১৭ বছর বয়সী এই উইঙ্গার।


গত সপ্তাহে এস্তাদি ইয়োহান ক্রুইফে ম্যাচের প্রথমার্ধের মাঝামাঝি সময়ে চোট পান নোমোকো। একটি লুজ বলের দখল নিতে গিয়ে প্রতিপক্ষ ডিফেন্ডার ইয়ানিস আহুয়ান্নুর সঙ্গে সংঘর্ষে পড়ে অস্বাভাবিকভাবে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তীব্র যন্ত্রণায় কাতর নোমোকোকে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়। দুই দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা তখন দাঁড়িয়ে করতালি দিয়ে তাঁকে সমর্থন জানান।


প্রাথমিক শঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হয়েছে। বার্সেলোনা এক বিবৃতিতে জানিয়েছে, নোমোকোর ডান হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে গেছে। একই সঙ্গে হাঁটুর দুটি মেনিস্কাসেও চোট রয়েছে। অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হলেও সম্পূর্ণ সেরে উঠতে তাঁর প্রায় ১২ মাস সময় লাগবে বলে জানিয়েছে ক্লাবটি। ফলে চলতি মৌসুম তো বটেই, পরের মৌসুমেরও বড় একটা সময় তাঁর খেলা অনিশ্চিত।


বার্সেলোনার বিবৃতিতে বলা হয়, ক্লাবের মেডিকেল বিভাগের তত্ত্বাবধানে বার্সেলোনা হাসপাতালে অস্ত্রোপচার সম্পন্ন করেছেন ডা. জোয়ান কার্লেস মনলাউ। পুনর্বাসন প্রক্রিয়া দীর্ঘমেয়াদি হবে।


চোট পাওয়ার আগে দারুণ সময় কাটাচ্ছিলেন নোমোকো। মাত্র ১৭ বছর বয়সেই বার্সা বি দল (রিজার্ভ বেঞ্চ) দলে নিয়মিত হয়ে উঠেছিলেন তিনি। রিজার্ভ দলের হয়ে ১৪টি লিগ ম্যাচেই খেলেন এই উইঙ্গার। করেছেন দুটি গোল ও চারটি অ্যাসিস্ট। মাঠে তাঁর গতি, ড্রিবলিং ও আক্রমণভাগে প্রভাব বার্সেলোনার কোচিং স্টাফদের নজর কেড়েছিল। লা মাসিয়া থেকে উঠে আসা পরবর্তী বড় প্রতিভা হিসেবে তাঁকে দেখা হচ্ছিল, এমনকি প্রথম দলে সুযোগ পাওয়াও সময়ের ব্যাপার বলেই মনে করা হচ্ছিল।


নোমোকোর চোটের ধাক্কা সত্ত্বেও সেদিন ম্যাচে দারুণ প্রত্যাবর্তন করে বার্সেলোনার অনূর্ধ্ব–১৯ দল। ৩–১ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৪–৩ ব্যবধানে জয় পায় তারা। তবে ম্যাচের ফলাফলের চেয়ে সতীর্থের গুরুতর চোটই সবার মনে বেশি প্রভাব ফেলেছে।

bottom-logo