
ভেনেজুয়েলার বিপক্ষে জোড়া গোল করে নিজে দেশের মাঠে সম্ভাব্য বিদায়ী ম্যাচ খেললেন লিওনেল মেসি। তবে ম্যাচের পর তাঁর আবেগঘন বার্তায় ২০২৬ বিশ্বকাপে খেলার ব্যাপারে ধোঁয়াশা রেখেছেন। সেই আবহে ইন্টার মায়ামির মালিক ও ইংল্যান্ডের কিংবদন্তি ডেভিড বেকহ্যাম মেসিকে নিয়ে দিলেন বিশেষ বার্তা। ইঙ্গিত দিলেন মেসির ভবিষ্যৎ প্রসঙ্গে।
গতকাল বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা। মেসি ছিলেন ম্যাচের মূল আকর্ষণ। তবে খেলা শেষে সামাজিক যোগযোগমাধ্যমে এই মহাতারকা লিখলেন, ‘ভবিষ্যতে কী হবে, সেটা শুধু ঈশ্বরই জানেন।’
মেসি আরও বলেছিলেন, ম্যাচ ধরে ধরে এগোতে চান। তবে একবারও স্পষ্ট করেননি ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না। আগামী বছরের যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় হতে যাওয়া বিশ্বকাপে তাই মেসির খেলা নিয়ে কিছুটা সংশয় থেকেই গেছে।
আরও পড়ুন
| হেনরিকে স্পর্শ করে গর্বিত এমবাপে |
|
মেসির ক্লাব ইন্টার মায়ামির সহ-স্বত্বাধিকারী বেকহ্যামও এ আলোচনায় যোগ দিলেন ইনস্টাগ্রাম পোস্টে। তিনি লিখেছেন,
‘একজন বিশেষ মানুষের জন্য বিশেষ রাত। সবকিছু তিনি অর্জন করেছেন, তবুও সে আরও কিছু চান। নিজের জন্য নয়, দেশের জন্য। গত রাতে আর্জেন্টিনা লিওকে যেভাবে সম্মান জানিয়েছে, সেটিই তাঁর প্রাপ্য ছিল…। অভিনন্দন লিও।’
২০০৫ সালে অভিষেকের পর থেকে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন মেসি। জাতীয় দলের হয়ে ১৯৪ ম্যাচে করেছেন ১১৪ গোল। বিশ্বকাপসহ জিতেছেন চারটি বড় শিরোপা।
আগামী বুধবার ইকুয়েডরের বিপক্ষে বাছাইপর্বের শেষ ম্যাচে থাকছেন না মেসি। এরপরই ফিরবেন ক্লাব ফুটবলে, ১৪ সেপ্টেম্বর ইন্টার মায়ামি এমএলএসে খেলবে শার্লটের বিপক্ষে।
No posts available.
২ নভেম্বর ২০২৫, ১২:৫৮ পিএম

নির্ধারিত ৯০ মিনিট পার হয়ে ততক্ষণে অতিরিক্ত যোগ করা সময়ের খেলাও প্রায় শেষ দিকে। খেলায় তখন ১-১ সমতা কিছুক্ষণ পরই বাজবে ম্যাচ শেষের বাঁশি। তখনই পেনাল্টি পেয়ে গেল আল নাসর। প্রবল উত্তেজনার ওই সময়ে ওই স্পট কিকটি নিতে গিয়ে হার্ট বিট বেড়ে গিয়েছিল ক্রিস্তিয়ানো রোনালদোর।
সৌদি প্রো লিগে শনিবার রাতে নিজেদের ঘরের মাঠে আল ফায়হাকে ২-১ গোলে হারিয়েছে আল নাসর। দলের জয়ে দুটি গোলই করেছেন রোনালদো। ম্যাচের ৩৭ মিনিটে দলকে সমতায় ফেরান পর্তুগিজ সুপারস্টার।
এরপর ১-১ অবস্থায় প্রায় শেষ হয়ে যাচ্ছিল ম্যাচ। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত যোগ করা সময়ে ডি-বক্সের মধ্যে ফাউলের শিকার হন আব্দুল্লাহ আল আমরি। লম্বা সময় ধরে ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান ম্যাচের রেফারি।
আরও পড়ুন
| রোনালদোর ইনজুরি টাইমে'র পেনাল্টিতে দলের সাতে সাত |
|
ধীর পায়ে পেনাল্টি নেওয়ার জন্য এগিয়ে যান রোনালদো। তখন হয়তো তার মাথায় ঘুরছিল গত কয়েক ম্যাচে জাতীয় দল ও ক্লাবের হয়ে একাধিক পেনাল্টি মিস করার কথা। তাই তো একদম শেষ মুহূর্তে ওই পেনাল্টি শট নেওয়ার সময় হার্ট বিট বেড়ে গিয়েছিল ৪০ বছর বয়সী তারকার।
থামানিয়া স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো নিজেই জানান এই কথা।
“(পেনাল্টি নেওয়ার সময়) আজকে আমার হৃদস্পন্দন অন্য সময়ের চেয়ে কিছুটা বেশি ছিল। তবে এটাই ফুটবল। এটাই আমার জীবন। ২২ বছর ধরে এর সঙ্গে। তাই আমি খুব খুশি।”
নতুন মৌসুমে লিগের শুরুটা দুর্দান্ত করেছে আল নাসর। সাত ম্যাচের সবকটি জিতে পূর্ণ ২১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। এই সাত ম্যাচে মোট ৮টি গোল করেছেন রোনালদো।
পর্তুগিজ মহাতারকার লক্ষ্য এখন ক্যারিয়ারের প্রথম সৌদি প্রো লিগ শিরোপা জেতা।
“আমরা টেবিলের শীর্ষে আছি। তবে আমাদের এটি ধরে রাখতে হবে। মৌসুম অনেক লম্বা। আমাদের ধাপে ধাপে যেতে হবে। এই মুহূর্তে আমরা লিগে ভালো অবস্থায় আছি।”
“গোল করতে সবসময়ই ভালো। দলের জয়ে সাহায্য করতে পেরে আমি খুব খুশি। আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার হলো আমরা জিতেছি। আমরা একটি দল। তাই ব্যক্তিগত পুরস্কার এখানে কিছু নয়। আমি চাই লিগটা জিততে।”

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচ হারের পর অবশেষে জয়ের দেখা পেলো লিভারপুল। শনিবার রাতে অ্যাস্টন ভিলাকে ২-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
লিভারপুলের জয়ে গোল করেছেন মোহাম্মদ সালাহ ও রায়ান গ্র্যাভেনবার্চ। ক্লাবের হয়ে সালাহর এটি ২৫০তম গোল। জয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠে এসেছে অল রেডরা।
ঘরের মাঠ এনফিল্ডে ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় লিভারপুল। তবে প্রথমার্ধে কয়েকটি সুযোগ তৈরি করেও গোলের দেখা পাচ্ছিল না দলটি।
আরও পড়ুন
| মেসির গোলের পরও জিততে পারল না মায়ামি |
|
বিরতির ঠিক আগে প্রথমার্ধের অতিরিক্ত যোগ করা সময়ে ভিলার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের ভুলে গোলের সুযোগ পান সালাহ। সহজ সুযোগ হাতছাড়া না করে জালে বল জড়ান।
লিভারপুলের হয়ে এটি মিসরীয় ফরোয়ার্ডের ২৫০তম গোল। ইয়ান রাশ (৩৪৬) ও রজার হান্টের (২৮৫) পর ক্লাবের তৃতীয় খেলোয়াড় হিসেবে আড়াইশ গোলের মাইলফলক স্পর্শ করলেন সালাহ।
দ্বিতীয়ার্ধে আরেকটি গোল পায় লিভারপুল। ৫৮ মিনিটে রায়ান গ্র্যাভেনবার্চের দারুণ শটে ২-০ হয় স্কোরলাইন। বাকি সময় আর কোনো গোল না হলেও সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে আর্নে স্লটের দল।
ম্যাচের পর সালাহর প্রশংসা করে লিভারপুল কোচ আর্নে স্লট বলেন, ‘এক ক্লাবের হয়ে ২৫০ গোল করা অবিশ্বাস্য। আজ সে শুধু আক্রমণেই না, রক্ষণেও দারুণ খেলেছে।’
চার ম্যাচের হতাশা কাটিয়ে জয়ে সালাহ নিজেও ছিলেন উচ্ছসিত, ‘জয়টা খুব দরকার ছিল। আমরা কিছু ম্যাচ হেরেছি।এখন আবার জয়ের পথে ফিরেছি। লিভারপুলের মতো ক্লাবের হয়ে ২৫০ গোল করা সত্যিই গর্বের।’
আরও পড়ুন
| মেসির গোলের পরও জিততে পারল না মায়ামি |
|
এই জয়ে ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে লিভারপুল। শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে সাত পয়েন্ট পিছিয়ে তারা।
অন্যদিকে ১৫ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে নেমে গেছে অ্যাস্টন ভিলা। আগামী মঙ্গলবার ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলবে লিভারপুল।

নির্ধারিত ৯০ মিনিটের পর যোগ করা হলো অতিরিক্ত ৬ মিনিট। এরমাঝেও আরও বিরতির কারণে সেটি গিয়ে ঠেকল ১৫ মিনিটে। যেখানে একদম শেষ মুহূর্তের পেনাল্টিতে আল নাসরকে দারুণ এক জয় এনে দিলেন ক্রিস্তিয়ানো রোনালদো।
সৌদি প্রো লিগের ম্যাচে নিজেদের ঘরের মাঠে শনিবার রাতে আল ফায়হাকে ২-১ গোলে হারিয়েছে আল নাসর৷ লিগে এ নিয়ে সাত ম্যাচে টানা সাত জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও সুসংহত করেছে সৌদি ফুটবলের জায়ান্ট ক্লাবটি।
ম্যাচ জুড়ে দাপট দেখিয়ে খেলে আল নাসর। প্রায় ৬৬ শতাংশ সময় বলের দখল নিজেদের কাছেই রাখে তারা। গোলের জন্য করে মোট ১৪টি শট। এর ৫টি ছিল লক্ষ্য বরাবর।
তবে ম্যাচের প্রথম গোলটি করে আন্ডারডগ হিসেবে খেলতে নামা আল ফায়হাই। স্বাগতিক দর্শকদের চমকে দিয়ে ১৩তম মিনিটে দারুণ দক্ষতায় ফায়হাকে এগিয়ে দেন ডেভিড রেমেসেইরো (জেসন নামে অধিক পরিচিত)।
মিনিট পাঁচেক পর ফায়হার জাল কাঁপান কিংসলে কোম্যান৷ কিন্তু অফসাইডের কারণে বাতিল হয় আল নাসর তারকার এই গোল।
তবে ৩৭ মিনিটে ভুল করেননি রোনালদো। হোয়াও ফেলিক্স ও কোম্যানের দারুণ মেলবন্ধনের পর কোম্যানের পাস থেকে ম্যাচে সমতা ফেরান পর্তুগিজ সুপারস্টার।
আরও পড়ুন
| মেসির গোলের পরও জিততে পারল না মায়ামি |
|
এরপর গোলের একাধিক সুযোগ পায় দুই দলই। কিন্তু ম্যাচের স্কোরলাইন বদলাতে পারছিল না তারা। অবশেষে দ্বিতীয়ার্ধের অতিরিক্ত যোগ করা সময়ে খুলে যায় আল নাসরের ভাগ্য।
আব্দুল্লাহ আল আমরি ডি-বক্সের মধ্যে ফাউলের শিকার হলে লম্বা সময় ধরে ভিএআর চেক করে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
অতিরিক্ত যোগ করা সময়ের ১৫তম মিনিটে সেই পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে দলকে জেতান রোনালদো৷ জোড়া গোল করে তিনিই জেতেন ম্যাচ সেরার পুরস্কার।

লিওনেল মেসির শেষ সময়ের গোলেও রক্ষা হলো না ইন্টার মায়ামির। রোববার বাংলাদেশ সময় ভোরে মেজর লিগ সকার (এমএলএস) কাপ প্লে অফের প্রথম রাউন্ডের দ্বিতীয় লেগে ন্যাশভিল এফসির কাছে ২-১ গোলে হেরেছে মায়ামি।
২০২১ সালের পর এটাই ন্যাশভিলের প্রথম প্লে-অফ জয়। সেবারও তারা প্রথম রাউন্ডে ২-১ গোলে হারিয়েছিল অরল্যান্ডোকে।
ন্যাশভিলের মাঠ জিওডিস পার্কে নবম মিনিটেই পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন স্যাম সারিজ। মায়ামির গোলরক্ষক রোকো রিওস নভো ভুল দিকে ঝাঁপ দিলে সহজেই গোল করেন তিনি।
আরও পড়ুন
| অপ্রতিরোধ্য আর্সেনাল, হোঁচট খেল ইউনাইটেড |
|
প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করে ন্যাশভিল। হানি মুকতারের কর্নার থেকে দুর্দান্ত হেডে ব্যবধান দ্বিগুণ করেন জশ বাওয়ার।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে মায়ামি। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল দলটি। শেষ পর্যন্ত ৯০ মিনিটে গোল করেন আর্জেন্টাইন তারকা মেসি। রদ্রিগো দে পলের পাস থেকে বাঁ পায়ের জোরালো শটে ব্যবধান কমান তিনি।
ন্যাশভিলের বিপক্ষে এটি তার তিন ম্যাচে ষষ্ঠ গোল। তবুও শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় মায়ামিকে। পুরো ম্যাচে মায়ামির শট ছিল ১০টি, ন্যাশভিলের ৯টি। তবে অন টার্গেটে এগিয়ে ছিল ন্যাশভিল ৫-৩ ব্যবধানে।
এই জয়ে তিন ম্যাচের এই প্লে অফ সিরিজে সমতা ফেরাল ন্যাশভিল। এখন সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচটি হবে ৮ নভেম্বর, মায়ামির মাঠ ফোর্ট লডারডেলে।
সিরিজের বিজয়ী দল উঠবে কনফারেন্স সেমিফাইনালে, যেখানে প্রতিপক্ষ হবে সিনসিনাটি বা কলম্বাস ক্রু।

শুক্রবার ইউরোপের শীর্ষ লিগগুলোর সর্বোচ্চ গোলদাতা হিসেবে গত মৌসুমের গোল্ডেম বুট জিতেছেন কিলিয়ান এমবাপে। এর পরদিনই জোড়া গোলে যেন জানান দিলেন নতুন মৌসুমের জন্যও প্রস্তুত তিনি।
রিয়াল মাদ্রিদের হয়ে চলতি মৌসুমেও দুর্দান্ত ছন্দে রয়েছেন এই তারকা। তার নৈপুণ্যে লা লিগায় বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে নিজেদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে হারিয়েছে তারা।
রিয়ালের হয়ে জোড়া গোল করেছেন এমবাপে। এ নিয়ে চলতি মৌসুমে লা লিগায় ১১ ম্যাচে তার গোল এখন ১৩টি। দলের বাকি দুটি গোল করেছেন জুড বেলিংহাম ও আলভারো কারেরাস।
আরও পড়ুন
| অপ্রতিরোধ্য আর্সেনাল, হোঁচট খেল ইউনাইটেড |
|
এই জয়ের ফলে দ্বিতীয় স্থানে থাকা ভিয়ারিয়ালের চেয়ে সাত পয়েন্টে এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ।
ম্যাচের ১৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন এমবাপে। ৩১ মিনিটে আরদা গুলারের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন এই ফরোয়ার্ড।
এরপর আরও একটি পেনাল্টির সুযোগ পেয়েছিল রিয়াল। তবে ভিনিসিয়ুস জুনিয়রের শট রুখে দেন ভ্যালেন্সিয়ার গোলরক্ষক।
এক মিনিট পরই বিরতির ঠিক আগ মূহুর্তে গোল করেন বেলিংহাম। বক্সের বাইরে থেকে দারুণ এক শটে বল জালে পাঠান ইংলিশ তারকা। প্রথমার্ধ শেষে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল।
দ্বিতীয়ার্ধে পুরো সময় নিয়ন্ত্রণে রেখেও গোল পাচ্ছিল না রিয়াল। শেষ পর্যন্ত ৮২ মিনিটে দারুণ এক শটে গোল করেন কারেরাস, ৪-০ ব্যবধানে জয় নিশ্চিত হয় রিয়ালের।
গত সপ্তাহে এল ক্লাসিকোতে বদলি হিসিবে ম্যাচ থেকে উঠানোর কারণে ক্ষোভ প্রকাশ করেন ভিনিসিয়ুস। তবে এই ম্যাচে শুরু থেকেই খেলেছেন তিনি।
আরও পড়ুন
| প্রেমিকার সঙ্গে বিচ্ছেদের ঘোষণা ইয়ামালের |
|
এই জয়ে ১১ ম্যাচে ১০ জয় ও ৩০ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে রিয়াল মাদ্রিদ। এনফিল্ডে আগামী মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের ম্যাচে লিভারপুলের মুখোমুখি হবে তারা।
দিনের অন্য ম্যাচে রায়ো ভায়েকানোকে ৪-০ গোলে হারিয়ে বার্সেলোনাকে হটিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভিয়ারিয়াল। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ২৩। ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে বার্সেলোনা।