বার্সেলোনাকে যে দলটি সেমিফাইনালে হারের দুয়ার থেকে ঘুরে দাঁড়িয়ে হারিয়ে দিতে পারে, ফাইনালে তাদের কাছ থেকে তো প্রত্যাশা বেশিই থাকবে। তবে বিস্ময়করভাবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মৌসুমে নিজেদের সবচেয়ে বাজে ফুটবল খেলে পিএসজির কাছে স্রেফ উড়ে গেছে ইন্তার। হতাশ কোচ সিমোনে ইনজাগি বললেন, হারলেও খেলোয়াড়দের নিয়ে গর্ব হচ্ছে তার।
২০২৩ সালেও ফাইনালে খেলেছিল। সেবার মাত্র ১-০ গোলে হেরেছিল ইন্তার, সাথে উপহার দিয়েছিল দারুণ লড়াই। তবে এবারের ফাইনালে পিএসজির সামনে পাত্তাই পায়নি ইতালিয়ান ক্লাবটি। ২০ মিনিটে ২ গোল হজমের পর শেষ পর্যন্ত হেরেছে ৫-০ গোলে। ভাগ্য খারাপ হলে ব্যবধান আরও বড় হতেও পারত।
আরও পড়ুন
পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর ফ্রান্সে সহিংসতা, নিহত ২ |
![]() |
ম্যাচের পর ইনজাগির কণ্ঠে ফুটে উঠল সেরা না খেলার আক্ষেপ।
“যোগ্য দল হিসেবেই পিএসজি এই ম্যাচ এবং ট্রফি জিতেছে। আমরা হতাশ, তবে এই পর্যন্ত আসার পথটাও দুর্দান্ত ছিল। আমি আমার খেলোয়াড়দের নিয়ে গর্বিত। ম্যাচে আমাদের পারফরম্যান্স ভালো ছিল না। প্যারিস বারবার বলের দখল নিয়েছিল। আমরা কোনো ট্রফি জিতিনি, কিন্তু এই দলের কোচ হতে পেরে আমি গর্বিত।”
ইন্তার এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৮টি ম্যাচ খেলেছে ইন্তার। সেরি আয় শেষ দিন পর্যন্ত লড়তে হয়েছে সেরা চারে থাকার জন্য। অন্যদিকে পিএসজি অনেক আগেই লিগ ওয়ান জিতে যাওয়ায় নিজেদের শেষের দিকে ম্যাচে খেলোয়াড়দের বাড়তি বিশ্রাম দিতে পেরেছিল।
ইনিজাগি মনে করেন, খেলোয়াড়দের চেষ্টার কোনো কমতি ছিল না তার দলের।
“আমরা এখানে আসার জন্য যা যা করার দরকার ছিল, তার সবটাই ঢেলে দিয়েছি। আমরা দুঃখিত, হতাশ। তবে খেলোয়াড়রা মাঠে নিজেদের সবটুকু উজাড় করে দিয়েছে। আমাদের এই পরাজয় থেকে শিক্ষা নিয়ে আরও শক্তভাবে ফিরে আসতে হবে।”
২০ জুন ২০২৫, ১২:১৮ পিএম
১৯ জুন ২০২৫, ৭:৫১ পিএম
১৮ জুন ২০২৫, ৭:২৬ পিএম
১৭ জুন ২০২৫, ২:৪১ পিএম