
নারী ওয়ানডে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ভারত। তবে দলে জায়গা হয়নি তারকা ক্রিকেটার শেফালি ভার্মার। চোটে পড়ে লম্বা সময় দলের বাইরে ছিলেন পেসার রেনুকা ঠাকুর। তাঁকে ফেরানো হয়েছে দলে।
গত মার্চে নারী আইপিএলে পায়ের চোটে পড়েন রেনুকা। ছিটকে গিয়েছিলেন শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ থেকে। তারপর থেকে আর আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি তিনি। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেপ্টেম্বরের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়েই ফিরবেন এই পেসার।
আরও পড়ুন
| ফর্ম নয়, তীব্র প্রতিযোগিতায় বাদ পড়লেন জয়সওয়াল-শ্রেয়াস |
|
অলরাউন্ডার অমনজ্যোত কৌরকেও রাখা হয়েছে বিশ্বকাপ দলে। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে তাঁকে, যাতে বিশ্বকাপের আগে ফিটনেস নিয়ে প্রস্তুতি থাকতে পারেন।
আগামী সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবেন হরমনপ্রীতরা। প্রথম দুটি ওয়ানডে হবে মুল্লানপুরের নিউ চণ্ডিগড়ে। ম্যাচ দুটি হবে ১৪ ও ১৭ সেপ্টেম্বর। সিরিজের শেষ ওয়ানডে হবে দিল্লিতে ২০ সেপ্টেম্বর। তারপর ৩০ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে ভারতের বিশ্বকাপ মিশন।
২০২৫ নারী বিশ্বকাপের জন্য ভারতের দল:
হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মন্ধানা (সহ-অধিনায়ক), প্রতিকা রাওয়াল, হারলিন দেওল, জেমিমাহ রদ্রিগেজ, রিচা ঘোষ (উইকেটরক্ষক), ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক), দীপ্তি শর্মা, স্নেহ রানা, অমনজ্যোত কৌর, রাধা যাদব, শ্রী চরনী, ক্রান্তি গৌড়, অরুন্ধতী রেড্ডি, রেনুকা ঠাকুর।
স্ট্যান্ডবাই:
তেজাল হাসাবনিস, প্রেমা রাওয়াল, প্রিয়া মিশ্র, উমা চেত্রী, মনু মণি, সায়ালি সাতঘারে।
No posts available.
১১ জানুয়ারি ২০২৬, ১২:৫৬ পিএম

সেঞ্চুরি থেকে মাত্র ৩ রান দূরে দাঁড়িয়ে তাওহিদ হৃদয়। তবে ইনিংসের বাকি শুধু এক বল। জিমি নিশাম করলেন ইয়র্কার লেংথ ডেলিভারি। সোজা বোলারের হাতেই খেললেন হৃদয়। নিতে পারলেন না কোনো রান। তিন অঙ্ক ছুঁতে না পারায় নিজের ওপরই রাগ ঝাড়লেন হৃদয়।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার সেঞ্চুরি করতে না পারলেও, ৬ ছক্কার ঝড়ে ৯৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন রংপুর রাইডার্সের ২৫ বছর বয়সী ব্যাটার। ওপেনিংয়ে নেমে ৫৬ বলের ইনিংসে ৬ ছক্কার সঙ্গে ৮টি চার মারেন তিনি।
হৃদয়ের ঝড়ো ইনিংসে ভর করে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে বদলা নেওয়ার মিশনে ৪ উইকেটে ১৭৮ রান করেছে রংপুর। রাজশাহীর সামনে তাই এখন কঠিন চ্যালেঞ্জ।
টস হেরে ব্যাট করতে নেমে এদিন শুরুতেই চমক দেখায় রংপুর রাইডার্স। কাইল মেয়ার্সের সঙ্গে ইনিংস সূচনা করতে নামেন হৃদয়। এসএম মেহেরব হাসানের করা প্রথম ওভারের প্রথম তিন বলে বাউন্ডারি মেরে নিজের ইন্টেন্ট পরিষ্কার করে দেন হৃদয়।
অন্য প্রান্ত থেকে অবশ্য তেমন সঙ্গ পাননি ২৫ বছর বয়সী ব্যাটার। মেয়ার্স ৬ বলে ৮, লিটন কুমার দাস ১৪ বলে ১১ ও ইফতিখার আহমেদ ১৫ বলে মাত্র ৮ রান করে ফিরে গেলে একপর্যায়ে ১৩ ওভারে মাত্র ৮০ রানে দাঁড়ায় রংপুর।
এরপর শুরু হয় হৃদয় ও খুশদিল শাহর ঝড়। দুজন মিলে চতুর্থ উইকেট জুটিতে মাত্র ৫১ বলে যোগ করেন ১০৫ রান। এতেই বড় সংগ্রহে পৌঁছে যায় রংপুর। শুরু থেকে চমৎকার ব্যাটিং করে ৩৯ বলে ফিফটি পূর্ণ করেন হৃদয়।
পঞ্চাশ করার পর উত্তাল ব্যাটিং করেন রংপুর ওপেনার। পরের ১৭ বলে তার ব্যাট থেকে আসে ৪৭ রান। শেষ পর্যন্ত ৯৭ রানে অপরাজিত থাকেন হৃদয়। বিপিএলে এ নিয়ে দ্বিতীয়বার ৯০ পেরিয়েও শতরানের আগে অপরাজিত রইলেন তিনি।
সবচেয়ে বেশি ঝড় বয়ে যায় রিপন মন্ডলের ওপর। ১৯তম ওভারে হৃদয় ও খুশদিলের কাছে ২টি করে ছক্কা হজম করেন তরুণ পেসার। সব মিলিয়ে ওই ওভারে তিনি দেন ২৮ রান। ৪ চারের সঙ্গে ৩ ছক্কায় ২৯ বলে ৪৪ রানের ইনিংস খেলেন খুশদিল।
সংক্ষিপ্ত স্কোর
রংপুর রাইডার্স: ২০ ওভারে ১৭৮/৪ (হৃদয় ৯৭*, মেয়ার্স ৮, লিটন ১১, ইফতিখার ৮, খুশদিল ৪৪, সোহান ১*; মেহেরব ১-০-১৩-০, সাকিব ৪-০-৩৫-১, রিপন ৪-০-৫৬-১, নিশাম ৩-০-২৭-১, লামিচানে ৪-০-২১-১, সাকলাইন ৪-০-২২-০)

বিগ ব্যাশ লিগে প্রথমবারের মতো খেলতে গিয়ে দারুণ সময় পার করছেন বাংলাদেশের লেগস্পিনার রিশাদ হোসেন। এরই মধ্যে এক ম্যাচ বাকি রেখেই প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে তার দল হোবার্ট হারিকেন্স।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জয় ছাড়াই রোববার প্লে-অফ নিশ্চিত করেছে হারিকেন্স। সিডনিতে টস জিতে প্রথম বোলিংয়ের সিদ্বান্ত নেয় তারা। সিডনি পাঁচ ওভারে বিনা উইকেটে ৩২ রান করার পরই শুরু হয় বৃষ্টি। টানা বৃষ্টিতে শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।
এক পয়েন্ট করে ভাগাভাগি করে হারিকেন্স ও সিডনি। এতেই টুর্নামেন্টের প্রথম দল হিসেবে প্লে-অফে জায়গা করে নেয় হারিকেন্স। ৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের সবার ওপরে তারা।
এই সাফল্যে বড় অবদান রিশাদের। ৯ ম্যাচে ১১ উইকেট নিয়ে দলটির সর্বোচ্চ উইকেটশিকারি তরুণ এই লেগ স্পিনার। চলতি মৌসুমের বিগ ব্যাশে এখন পর্যন্ত স্পিনারদের মধ্যে উইকট নেওয়ার তালিকায় সবার ওপরে রিশাদ।
বিগ ব্যাশে রিশাদের আগে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার ছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড ভেঙে দিয়েছেন দিয়েছেন।
সাকিব আল হাসান তার দুই মৌসুমের বিগ ব্যাশ ক্যারিয়ারে মোট ৯ উইকেট পেয়েছিলেন। নিজের প্রথম মৌসুমেই সাকিবকে ছাড়িয়ে গেলেন এই লেগস্পিনার।

পিএসএলের আগে বড় সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মুলতান সুলতানস ফ্র্যাঞ্চাইজিকে নিলামে তোলার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে তারা। পিসিবি সূত্রের বরাতে এই প্রতিবেদন করেছে সামা টিভি।
সূত্র জানায়, পিএসএলের বাকি দুই ফ্র্যাঞ্চাইজির সফল দরপত্র সম্পন্ন হওয়ার পরই মুলতান সুলতানসকে নিলামে তোলার সিদ্ধান্ত নেয় পিসিবি। খুব শিগগিরই ফ্র্যাঞ্চাইজিটির নিলাম প্রক্রিয়ার জন্য আনুষ্ঠানিক বিজ্ঞাপন প্রকাশ করা হবে।
সম্প্রতি পিএসএলের দুটি ফ্র্যাঞ্চাইজি রেকর্ড দামে বিক্রি হওয়া এবং বিদেশি বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহের পর মুলতান সুলতানসকে উন্মুক্ত নিলামে তোলার পথে হাঁটে পিসিবি। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, ওপেন অকশন পদ্ধতিতেই ফ্র্যাঞ্চাইজিটি বিক্রি করা হবে।
নিলামে অংশ নেওয়ার ক্ষেত্রে আগ্রহী সব প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীর জন্য দরপত্র দেওয়ার সুযোগ থাকবে। অন্যান্য দুটি ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রে যে প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল, মুলতান সুলতানসের নিলামেও একই পদ্ধতি অনুসরণ করা হতে পারে বলে জানা গেছে। পিসিবির প্রত্যাশা, নতুন স্বত্বাধিকারীর অধীনেই পিএসএলের একাদশ সংস্করণে অংশ নেবে মুলতান সুলতানস।
এর আগে পিসিবি ঘোষণা দিয়েছিল মুলতান সুলতানস ফ্র্যাঞ্চাইজিটি বোর্ড নিজেই পরিচালনা করবে। তবে পরিবর্তিত পরিস্থিতিতে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে এবার নিলামের মাধ্যমে মালিকানা হস্তান্তরের পথে যাচ্ছে পিসিবি।

জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ মুহূর্তের তালগোল পাকিয়ে সুপার ওভারে রাজশাহী ওয়ারিয়র্সের কাছে হেরেছিল রংপুর রাইডার্স। এবার সেই পরাজয়ের বদলা নেওয়ার সুযোগ বিপিএলের সফল দলটির সামনে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার রাজশাহীর বিপক্ষে ফিরতি লড়াইয়ে টস হেরে আগে ব্যাটিং পেয়েছে রংপুর। দুই দলের জন্যই এটি জয়ের ফেরার লড়াই।
নিজেদের আগের ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের কাছে হেরেছে রংপুর। আর চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে শেষ ওভারের নাটকীয়তায় জিততে পারেনি রাজশাহী।
জয়ে ফেরার মিশনে নিজেদের একাদশে ৩টি পরিবর্তন এনেছে রংপুর। আগের ম্যাচে হ্যাটট্রিক করলেও খরুচে বোলিং করা মৃত্যুঞ্জয় চৌধুরি জায়গা হারিয়েছেন। এছাড়া বাদ পড়েছেন দাভিদ মালান ও সুফিয়ান মুকিম।
এই তিনজনের জায়গায় কাইল মেয়ার্স, আকিফ জাভেদ ও আলিস আল ইসলামকে দলে নেওয়া হয়েছে।
রাজশাহী একাদশে পরিবর্তন এসেছে ২টি। বাদ পড়ে গেছেন আকবর আলি ও বিনুরা ফার্নান্দো। তাদের জায়গায় এসেছেন আব্দুল গাফফার সাকলাইন ও জিমি নিশাম।
রংপুর রাইডার্স একাদশ
নুরুল হাসান সহান (অধিনায়ক, উইকেটরক্ষক), লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, নাহিদ রানা, আলিস আল ইসলাম, কাইল মেয়ার্স, খুশদিল শাহ, ইফতিখার আহমেদ, আকিফ জাভেদ
রাজশাহী ওয়ারিয়র্স একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), এসএম মেহেরব হাসান, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, আব্দুল গাফফার সাকলাইন, মোহাম্মদ ওয়াসিম, সন্দীপ লামিচানে, রায়ান বার্ল, জিমি নিশাম

চোট যেন কিছুতেই পিছু ছাড়ছে না রিশাভ পান্তের। চোটের কারণে একদম শেষ মুহূর্তে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকেই গেছেন ভারতের এই উইকেটকিপার-ব্যাটার। তার বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে ধ্রুব জুরেলকে।
বারোডা ক্রিকেট অ্যাসোসিয়েশনে স্টেডিয়ামে অনুশীলনে ব্যাটিং করতে গিয়ে অস্বস্তি অনুভব করেন পান্ত। পরে এমআরআই করানো হলে তার সাইড স্ট্রেইন ধরা পড়ে বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
চিকিৎসক ও বিশেষজ্ঞদের পরামর্শের পর পান্তকে পুরো ওয়ানডে সিরিজ থেকে বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি পান্ত ভালো ফর্মে ছিলেন। বিজয় হাজারে ট্রফিতে দিল্লির অধিনায়কত্ব করেন এবং ছয় ইনিংসে দুটি ফিফটিও করেন।
পান্তের জায়গায় দলে ডাক পাওয়া ধ্রুব জুরেল এখনও ওয়ানডে অভিষেকের অপেক্ষায়। সাম্প্রতিক সময়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে ভালো পারফরম্যান্স করেছেন তিনি। শেষ সাত ইনিংসে ছয়বারই পঞ্চাশের বেশি রান করেছেন, যার মধ্যে দুটি ছিল শতক।
রোববার দুপুর দুইটায় নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে ভারত।