
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে দুটি ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ। শিলংয়ে গত মার্চে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র ম্যাচ এবং জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে ১-২ গোলে হারা ম্যাচে মাঠে নামা হয়নি জামাল ভূঁইয়ার। এই দুই ম্যাচের মাঝে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলেছিলেন এ মিডফিল্ডার।
দুটি প্রীতি ম্যাচ ২৩ সদস্যের বাংলাদেশ দল এখন নেপালে পথে। যাওয়ার আগে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন জামাল। দলের অধিনায়ক হওয়া সত্ত্বেও খেলতে না পারা, হামজাকে না পাওয়া এবং নেপালে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন তিনি।
এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের খেলা দুটি ম্যাচে না থাকায় যেমন খারাপ লাগা আছে, সঙ্গে বাস্তবতা মেনে নিয়ে সিদ্ধান্তটা কোচের সেটাও বলেছেন, 'আমার খারাপ লাগছে, এশিয়ান কাপ বাছাইয়ের দুইটা ম্যাচে খেলিনি। সবশেষ ম্যাচ ভুটানের সঙ্গে খেলছি আর সেই ম্যাচে আমরা জিতেছি। এটা অবশ্যই কোচের সিদ্ধান্ত, কে খেলবে, কে খেলবে না। তবে আমি খেলতে চাই, সব ম্যাচ খেলতে চাই।'
আরও পড়ুন
    
| নেপালের বিপক্ষে পাওয়া যাচ্ছে না হামজাকে |   | 
বাংলাদেশে অবশ্য সেরা স্কোয়াড নিয়ে নেপালে যেতে পারেনি। হামজা ছাড়াও নেই শমিত সোম ও ফাহামিদুল ইসলাম। ইতালি প্রবাসী ফাহমিদুল আছেন অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে ভিয়েতনামে। তাঁদেরকে মিস করবেন বললেন জামাল, 'অবশ্যই পাঁচ-ছয় জন খেলোয়াড় নেই, আমরা তাদের না থাকাটা অনুভব করব, বিশেষকরে হামজা নাই, তাকে মিস করব। আসলে গতকালও তার সঙ্গে আমার কথা হয়েছে, ওর একটা ছোটো-খাটো চোট হয়েছে, তবে বলেছে এটা সিরিয়াস কোনো চোট না। আমাকে বলেছে হংকং ম্যাচে সে আসবে।'
আগামী অক্টোবরের এক সপ্তাহের মধ্যে হোম অ্যান্ড অ্যাওয়ে হংকংয়ের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুটি ম্যাচে এশিয়ান কাপ বাছাইয়ের। সেই ম্যাচ দুটিতে ভালো করতেই নেপালের বিপক্ষে সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলতে গেল বাংলাদেশ। এই ম্যাচে বেশ কিছু খেলোয়াড় না থাকলেও জেতা সম্ভব বলে মনে করেন জামাল, 'জয় সম্ভব, আমার দিক থেকে বিশ্বাস করি আমাদের জেতা সম্ভব। যদিও আমরা জানি নেপাল একটা ভাল দল।'
আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে প্রীতি ম্যাচ দুটি খেলবে বাংলাদেশ। সবশেষ এ নেপালের বিপক্ষে ২০২২ সালে ৩-১ ব্যবধানে হেরেছিল হাভিয়ের কাবরেরা দল। নিজেদের প্রস্তুতির পাশাপাশি ওই হারের শোধটাও এবার নেওয়ার সুযোগ জামালদের।
নেপালের বিপক্ষে বাংলাদেশ দল:
সুজন হোসেন, মেহেদি হাসান শ্রাবণ, রহমত মিয়া, তপু বর্মণ, মোহাম্মদ রিদয়, জামাল ভূঁইয়া, তাজ উদ্দিন, আরিফ হোসেন, শাহরিয়ার ইমন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, আব্দুল্লাহ ওমর, মিতুল মারমা, তারিক কাজী, পাপন সিং, মোহাম্মদ সোহেল রানা, সোহেল রানা, ঈসা ফয়সাল, মোহাম্মদ ইব্রাহিম, সুমন রেজা, সৈয়দ শাহ কাজেম কিরমানি, সাদ উদ্দিন, পাপ্পু হোসেন।
No posts available.


৩০ অক্টোবর ২০২৫, ৭:০১ পিএম

লিগ ওয়ানের ২০২৪-২৫ সেশনে মার্শেই থেকে ১৯ পয়েন্ট এগিয়ে রেস শেষ করেছিল প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। নতুন মৌসুমেও ফরাসি জায়ান্টরা টেবিলের শীর্ষে অবস্থান করছে।বর্তমানে দ্বিতীয় স্থানে থাকা মোনাকো থেকে পিএসজি মাত্র এক পয়েন্ট এগিয়ে, আর তৃতীয় থেকে ষষ্ঠ স্থানে থাকা মার্শেই, স্ট্রাসবার্গ, লিঁও ও লঁস থেকে দুই পয়েন্টের ব্যবধান বজায় রেখেছে লুইস এনরিকের দল।
চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত প্রতাপে ছুটছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আতালান্তা, বার্সেলোনার পর সবশেষ বায়ার লেভারকুজেনকে হারিয়েছে তারা। তবে ঘরোয়া লিগ লিগ আঁয়তে ভুগছে দলটি। সবশেষ পাঁচ ম্যাচের তিনটিতেই ড্র করেছে ফরাসি জায়ান্টরা।
গতকাল লরিয়ঁর অতিথি হয়েছিল পিএসজি। ম্যাচটিতে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে দু’দলকে। ৪৯তম মিনিটে নুনো মেন্দেসের গোলে এগিয়ে যাওয়ার দুই মিনিটের মধ্যে গোল হজম করে পিএসজি। ইগর সিলভার গোলে পয়েন্ট পায় লরিয়ঁ। এর কিছুক্ষণ পর পায়ে চোট পাওয়ায়, ৬১তম মিনিটে স্ট্রেচারে মাঠ ছাড়তে বাধ্য হন ফরাসি ফরোয়ার্ড দেজিরে দুয়ে। পরবর্তীতে তাঁকে হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন তিনি।
দুয়ের চোট কতটা গুরুতর, জানেন না পিএসজি কোচ লুইস এনরিকে। বরং চিন্তায় পড়েছেন ৫৫ বর্ষী এই কোচ। কারণ চোটটা তাঁর কাছে বেশ অদ্ভুত লেগেছে,
‘চোটটা বেশ অদ্ভুত ধরনের। তার অবস্থা কী, এখনও আমি জানি না। আশা করি, গুরুতর কিছু নয়। আমাদের অপেক্ষা করতে হবে, দেখা যাক।’
একে তো মৌসুমের প্রারম্ভিক মুহূর্ত। এগিয়ে যেতে এই সময়টাকে টার্গেট করে ক্লাবগুলো। তার মধ্যে সম্প্রতি ফাবিয়ান রুইজ পড়েছেন চোটে, লি কাং-ইন ফেরার লড়াইয়ে। যেখানে নতুন সংযোজন দুয়ে। তার চোটের পরই নতুন করে প্রশ্ন উঠেছে ফুটবলারদের টাইম ম্যানেজম্যান্ট নিয়ে।
পিএসজি রাইট উইঙ্গার সবশেষ ১৮ দিনে ১৮৫ মিনিট মাঠে ছিলেন। যা তাঁকে চোটে ফেলেছে, গেইম টাইমের প্রতি একপ্রকার অনীহা তৈরি করেছে, হাঁটতে বাধ্য করেছে অনিশ্চিত ভবিষ্যতের দিকেও।
আজ ফরাসি ফুটবল সাপ্তাহিক জানিয়েছে, গত তিন মাসে ৮ জন ফুটবলার ৩৫টি অফিসিয়াল ম্যাচ মিস করেছে ইনজুরির কারণে। মার্কিনিয়োস, জোয়াও নেভেস, ফাবিয়ান রুইজ, মায়ুলু, বারকোলা, দেম্বেলের পর এবার সেই ‘কালো তালিকা’তে নাম উঠল দেজিরে দুয়েরও।


হাতের তালুর মতো চেনা প্রিয় অ্যানফিল্ডে গতকাল কারাবাও কাপে খেলতে নেমেছিল লিভারপুল। প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ফেভারিট ছিল আর্নে স্লটের দল। গ্যালারিতে উপস্থিত প্রায় ৬০ হাজার দর্শকের অধিকাংশই গলা মেলালেন সেই চিরচেনা ক্লাব অ্যান্থেমে— “ইউ উইল নেভার ওয়াক অ্যালোন”।
সমর্থকদের সেই পূর্ণ সমর্থনও জয়ে রূপ নিতে পারেনি। চিয়েসা ও ম্যাক অ্যালিস্টারদের অনুপ্রাণহীন পারফরম্যান্সে শেষ আটে ওঠার ম্যাচে ০–৩ ব্যবধানে হেরেছে লিভারপুল। অ্যানফিল্ডে এই হার শুধু বিদায়ই নয়, ৯১ বছর পর ঘরের মাঠে এমন লজ্জার স্মৃতি বয়ে আনল ঐতিহ্যবাহী ক্লাবটির জন্য।
বুধবার রাতে ইংলিশ লিগ কাপের চতুর্থ রাউন্ড থেকেই ছিটকে পড়ার দিনে টুর্নামেন্টের রেকর্ড ১০ বারের চ্যাম্পিয়ন দলটি স্মরণে এনেছে ৯১ বছর আগের ইতিহাস। সবশেষ ঘরের মাঠে সেই ১৯৩৪ সালের ফেব্রুয়ারিতে এফএ কাপে বোল্টন ওয়ান্ডারার্সের কাছে ৩-০ গোলে হেরেছিল তারা।
অ্যানফিল্ডে প্রথমার্ধে দুই গোল হজম করা লিভারপুল শেষ অর্ধে আরও একটা গোল হজম করে। বারবার চেষ্টা করেও সমতা কিংবা ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি স্বাগতিকদের। দলের এমন বাজে অবস্থা দেখে বেজায় অসন্তুষ্ট কোচ স্লট। ম্যাচ শেষে বলেছেন, এমন হার লিভারপুলের সঙ্গে যায় না।
তিনি বলেন,
‘ফুটবলে যে কোনো ম্যাচই হেরে যাওয়া বড় ধাক্কা, বিশেষ করে সেটি যদি টুর্নামেন্ট থেকে ছিটকে দেয়। তবে গত মৌসুমে লিগ কাপের এই রাউন্ডগুলোর ম্যাচে যেমন দল বেছে নিতাম, আজকেও তেমনই নিয়েছি।’
পরবর্তী কথাগুলো বলতে গিয়ে একটু মন খারাপ করে বসেন নেদারল্যান্ডস। তিনি বলেন,
‘সাত ম্যাচের মধ্যে ছয় পরাজয় অবশ্যই লিভারপুলের সঙ্গে যায় না। সাত ম্যাচে ছয় পরাজয়ের নানা কারণও আছে। তবে এত হারের পেছনে কোনো কারণই আসলে গ্রহণযোগ্য নয়। তাই কোনো যুক্তি আমি দেখাতে পারি বা কারণ তুলে ধরতে পারি না, কিন্তু কোনোটিই যথেষ্ট হবে না। কারণ লিভারপুলের মতো দলের জন্য ছয় ম্যাচে পাঁচ হার বা সাত ম্যাচে ছয় হার মানে অনেক বেশিই।’


৩০ অক্টোবর ২০২৫, ৩:৩৬ পিএম

সময় বড্ড নিষ্ঠুর। সময় নামক বাস্তবতা এড়ানোর সুযোগ নেই কারও। ফুটবল ক্যারিয়ারের অন্তিম লগ্নে এসে লিওনেল মেসি সেটা ভালোভাবেই টের পাচ্ছেন। বর্ণাঢ্য ক্যারিয়ারের সিংহভাগ যাদের সঙ্গে কাটিয়েছেন, অনেকেই বুটজোড়া তুলে রেখেছেন, কেউবা ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন বিদায়ের।
সতীর্থদের করুণ বিদায়ের সুর প্রবলভাবেই ধাক্কা দিচ্ছে মেসিকে। স্বরণ করিয়ে দিচ্ছে সময় ফুরিয়ে আসছে।
অবসরের প্রসঙ্গ আসলে কমবেশি সব খেলোয়াড়াই খানিকটা আবেগতাড়িত হয়ে পড়েন। বিস্ময়ের আতিশয্যায় অনেকে যাকে এলিয়েন বা ভিনগ্রহের প্রাণী মনে করেন সেই মেসি তো আসলে রক্তমাংসের মানুষই। বাকি আট-দশ জন ফুটবলারের মতো আর্জেন্টাইন মহাতারকাও অবসরের কথা উঠলে একটু অন্যমনস্ক হয়ে পড়েন।
অ্যাপল টিভিকে ফ্যাব্রিজিও রোমানোকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি কথা বলেন অবসর নিয়ে। বার্সেলোনার পর ইন্টার মায়ামির দুই সতীর্থ সার্জিও বুসকেতস ও জর্দি আলবার অবসরের ঘোষণা নিয়ে জিজ্ঞেস করা হয় আটবারের ব্যালন ডি’অরকে। সতীর্থদের অবসর নিজের আসন্ন বিদায়ের কথাও মনে করিয়ে দেয় মেসিকে, ‘সত্যি বলতে, এটা খুব কঠিন। কারণ প্রথমেই বুঝতে পারবেন— আপনি পুরো পেশাজীবনটা ফুটবলেই কাটিয়ে দিয়েছেন, তারপর দেখবেন আপনার চারপাশের মানুষগুলো একে একে বিদায় নিচ্ছে, আর তখন বুঝতে পারবেন, নিজের সময়ও খুব দূরে নয়।’
ইন্টার মায়ামির মৌসুম শেষ হলেই বিদায় নেবেন বুসকেতস ও আলবা। বার্সেলোনায় একসঙ্গে কাটানো ঐতিহাসিক সময়ের পর মায়ামিতেও পথ আলাদা হয়ে যাচ্ছে— এবার স্থায়ীভাবে।
মেসি আরও যোগ করেন, ‘মাঠে এবং মাঠের বাইরে সবসময় দারুণ বোঝাপড়া ছিল আমাদের। পরিবারের সঙ্গেও অনেক কিছু ভাগ করে নিয়েছি। তাই এটা আসলে বন্ধুদের হারানোর মতোই— মাঠেও, মাঠের বাইরেও। আর অবশ্যই, তাদের জন্যও এটা কঠিন সময়, কারণ যেটাকে তুমি এত ভালোবেসে বড় হয়েছ, সেটা ছেড়ে যাওয়া কখনোই সহজ কিছু নয়।’
ইন্টার মায়ামির হয়ে লিওনেল মেসি এখন এক গুরুত্বপূর্ণ সময় পার করছেন। আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী মহাতারকা সম্প্রতি ক্লাবটির সঙ্গে নিজের চুক্তি ২০২৮ সাল পর্যন্ত বাড়িয়েছেন। ২০২৫ এমএলএস কাপ প্লে-অফে লড়ছেন। নেশভিল এফসির বিপক্ষে তিন ম্যাচের সিরিজে প্রথম রাউন্ড মেসির দল জিতেছে ৩-১ গোলে। আগামী রোববার দ্বিতীয় ম্যাচে তাদের বিপক্ষে জয় পেলেই প্লে অফের বাধা উতরাবে মায়ামি


গোল করেছেন হ্যারি কেইন, জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। চলতি মৌসুম আর যাই হোক, এই ঘটনার কোনো হেরফের হচ্ছে না। সূর্যের উদয়-অস্তের মতোই যেন নিয়ম হয়ে গেছে কেইনের গোল আর বাভারিয়ানদের জয়।
জার্মান কাপের দ্বিতীয় রাউন্ডে গতকাল রাতে কোলোনিকে ৪-১ গোলে হারিয়েছে বায়ার্ন। বড় জয়ের ম্যাচে জোড়া গোল করেন কেইন। এই জয় ২০২৫-২৬ মৌসুমের সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৪ ম্যাচ জিতে নতুন করে ইতিহাস লিখল ভিনসেন্ট কোম্পানির দল।
আরও পড়ুন
    
| ভয়াবহ চোটে পড়া আয়ারের মাঠে ফেরার সময় জানাল বিসিসিআই |   | 
সবশেষ ১৯৯২-৯৩ মৌসুমে টানা ১৩ ম্যাচ জিতেছিল ইতালির বনেদি ক্লাব এসি মিলান। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এতদিন পর্যন্ত অক্ষত ছিল এই রেকর্ড। উড়তে থাকা বায়ার্ন এবার সেই রেকর্ড নিজেদের করে নিল।
প্রতিপক্ষের মাঠে শুরুতে পিছিয়ে পড়ে বায়ার্ন। ৩১ মিনিটের পিছিয়ে পড়ার পাঁচ মিনিট পরই বায়ার্নকে সমতায় ফেরান লুইস দিয়াজ। এরপর ৩৮ ও ৬৪ মিনিটে জোড়া গোল করে ব্যবধান ৩-১ করেন কেইন। চলতি মৌসুমে জার্মান জায়ান্টদের হয়ে ১৪ ম্যাচে ২২ গোল হলো ইংলিশ ফরোয়ার্ডের। ৭২ মিনিটে দলের শেষ গোলটি আসে মাইকলে ওলিসের নৈপণ্যে।
আগামী শনিবার বায়ার্ন মিউনিখের পরের ম্যাচ বুন্দেসলিগায় লেভারকুসেনের বিপক্ষে।


শ্রেয়াস অবস্থা এখন স্থিতিশীল। গত শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে গুরুতর চোট পান আইয়ার। সিডনির এক হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা নিতে হয় আইয়ারকে। আজ সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একা পোস্টে নিজের শারীরিক অবস্থার কথা জানালেন আয়ার।
৩০ বছর বয়সী ভারতীয় ক্রিকেটার লিখেছেন, ‘আমি বর্তমানে পুর্নবাসন প্রক্রিয়ায় আছি এবং প্রতিদিন ধীরে ধীরে সুস্থ হওয়ার পথে আছি। ভক্ত-সমর্থকদের ভালোবাসা ও শুভেচ্ছার জন্য গভীরভাবে কৃতজ্ঞ — এটা সত্যিই অনেক অর্থ বহন করে। ধন্যবাদ, আমাকে আপনার হৃদয়ে রাখার জন্য।’
বিসিসিআইয়ের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম ‘এনডিটিভি’ জানিয়েছেন অন্তত দুই মাস মাঠের বাইরে থাকতে হবে শ্রেয়াস আইয়ারকে, ‘আমরা শ্রীয়াসের পরিস্থিতি নজরে রাখছি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত মনে হচ্ছে তিনি জানুয়ারিতে মাঠে ফিরতে সক্ষম হবেন। যতক্ষণ পর্যন্ত তিনি বিমানে উড়ার উপযুক্ত হবেন না, আমরা তাকে সিডনিতেই রাখব।’
আরও পড়ুন
    
| প্রিমিয়ার লিগে সর্বকালের সেরাদের তালিকায় হ্যাজার্ড |   | 
এর আগে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়ার সই করা এই বিবৃতিতে বলা হয়, ‘২৫ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে শ্রেয়াস আইয়ার তলপেটে চোট পান। এতে তার প্লীহা কেটে যায় এবং অভ্যন্তরীণ রক্তপাত হয়। আঘাতটি দ্রুত শনাক্ত করা হয় এবং তাৎক্ষণিক চিকিৎসার মাধ্যমে রক্তপাত বন্ধ করা হয়। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল এবং তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।’
গত ২৫ অক্টোবর সিডনির এসসিজিতে অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারির ক্যাচ নিতে গিয়ে মাটিতে পড়ে যান আইয়ার। প্রথমে চোট গুরুতর মনে না হলেও হাসপাতালে নেওয়ার পর ভেতরের ক্ষতটা পরীক্ষায় ধরা পড়ে। আইয়ার বর্তমানে ভারতের শুধু ওয়ানডে দলেই খেলছেন। ভারতের পরবর্তী ওয়ানডে সিরিজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আগামী ৩০ নভেম্বর রাঁচিতে হবে এই সিরিজ।
