৬ জুলাই ২০২৫, ৯:০২ পিএম
নানা কারণে আলোচিত-সমালোচিত ক্লাব বিশ্বকাপের টিকিটের চড়া মূল্য থেকেই ক্ষোভ জানিয়ে আসছেন দর্শকরা। সেই চাপেই কিনা, চেলসি ও ফ্লুমিনেন্সের সেমিফাইনাল ম্যাচের টিকিট মূল্য উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছে ফিফা। প্রথমে এই ম্যাচের টিকিট মূল্য রাখা হয়েছিল ৪৭৩.৯০ ডলার, যা এখন কমিয়ে আনা হয়েছে মাত্র ১৩.৪০ ডলারে!
বলা হচ্ছে, ফিফার এই পদক্ষেপ তাদের ‘ডাইনামিক প্রাইসিং স্ট্র্যাটেজি’ বা গতিশীল মূল্য নির্ধারণ কৌশলের একটি অংশ, যার মাধ্যমে তুলনামূলক কম দর্শক উপস্থিতির ম্যাচগুলোতে টিকিটের মূল্য কমিয়ে দর্শক বাড়ানোর একটা চেষ্টা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত মেটলাইফ স্টেডিয়ামে আগামী ৯ জুলাই খেলবে চেলসি ও ফ্লুমিনেন্স। স্বাভাবিকভাবেই দর্শকদের মাঝে এই ম্যাচ নিয়ে নেই বাড়তি আগ্রহ। আর সেই কারণেই ফিফা বাধ্য হয়েছে টিকিটের মূল্য কমাতে।
আরও পড়ুন
চোটের শিকার মুসিয়ালার সুস্থতার প্রার্থনা নেইমারের |
![]() |
তবে একই দিনে নিউ জার্সিতেই অনুষ্ঠিত অপর সেমিফাইনাল ম্যাচে কিন্তু চড়া মূল্যই থাকবে টিকিটের। এই ম্যাচে মুখোমুখি হবে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ও স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ, যাদের যুক্তরাষ্ট্রে রয়েছে বিশাল জনপ্রিয়তা। সেটা কাজে লাগিয়ে টিকিটের মূল্য শুরু হচ্ছে ১৯৯.৬০ ডলার থেকে।
এক সেমিফাইনালে ফিফার এই অবিশ্বাস্য মূল্য হ্রাসের মূল কারণ হিসেবে ধারণা করা হচ্ছে বেশিরভাগ ম্যাচে দর্শকসংখ্যার হতাশাজনক উপস্থিতি। ব্যতিক্রম ছিল কেবল রিয়াল মাদ্রিদের ম্যাচগুলোই, যেখানে তাদের প্রতিটি ম্যাচে ৬০ হাজারের বেশি দর্শক উপস্থিত ছিলেন। বিশেষ করে নিউ জার্সিতে শনিবারের কোয়ার্টার ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে রিয়ালের ৩-২ গোলে জয়ের ম্যাচটি দেখতে রেকর্ড ৭৬ হাজার ৬১১ দর্শক মাঠে হাজির হয়েছিলেন।
সেমিফাইনালের আগে কোয়ার্টার ফাইনালের সময়েও ফিফা টিকিট মূল্য কমিয়েছিল, যা নেমে এসেছিল মাত্র ১১.১৫ ডলার পর্যন্ত। ম্যাচগুলো ছিল অরল্যান্ডোতে (ফ্লুমিনেন্স-আল হিলাল) এবং ফিলাডেলফিয়ায় (চেলসি- পালমেইরাস)।
ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারছে না ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিপক্ষের ভুলে আত্মঘাতী গোল পেয়ে এগিয়ে যাওয়ার পরও ম্যাচ জিততে পারল না ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাবটি। ফুলহ্যামের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করেছে তারা।
ফুলহ্যামের মাঠে রোববার রাতের ম্যাচটি শেষ হয়েছে ১-১ সমতায়। এ নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম দুই রাউন্ড শেষেও জয়শূন্য ইউনাইটেড। প্রথম ম্যাচে তারা হেরেছিল আর্সেনালের কাছে।
ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারেননি ব্রুনো ফার্নান্দেস। ভিএআর দেখে দেওয়া পেনাল্টিটি বারের অনেক ওপর দিয়ে মারেন ইউনাইটেড অধিনায়ক।
আরও পড়ুন
এমবাপে-ভিনিসিউসের গোলে জিতল রিয়াল মাদ্রিদ |
![]() |
দ্বিতীয়ার্ধে ফুলহ্যামের ভুলে এগিয়ে যায় ইউনাইটেড। লেনি ইয়োরোর হেড ফুলহ্যামের রদ্রিগো মুনিজের গায়ে লেগে জড়ায় জালে।
কিন্তু ১৫ মিনিটের মধ্যে সমতা ফেরায় ফুলহ্যাম। বদলি হিসেবে নামার দেড় মিনিটের মাথায় দারুণ এক গোল করেন এমি স্মিথ রো। এরপর জালের দেখা পায়নি দুই দল।
টানা দুই ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে ফুলহ্যাম। আর্সেনালের বিপক্ষে হার দিয়ে আসর শুরু করা ইউনাইটেডের অবস্থান ১ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে।
নতুন মৌসুমের শুরুতে দারুণ ছন্দে কিলিয়ান এমবাপে। পরপর দুই ম্যাচে পেলেন গোলের দেখা। এবার তার সঙ্গে যোগ দিলেন ভিনিসিউস জুনিয়র। নবাগত ওভেইদোর বিপক্ষে রিয়াল মাদ্রিদ পেল সহজ জয়।
স্প্যানিশ লা লিগায় প্রতিপক্ষের মাঠে রোববার রাতে ৩-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। এমবাপে একাই করেছেন দুই গোল আর অন্যটি ভিনিসিউসের।
২৪ বছর পর লা লিগায় ফেরা ওভেইদো নিজেদের ঘরের মাঠে তেমন লড়াই করতেই পারেনি। সহজেই ম্যাচের ফল নিজেদের দিকে এনেছে রিয়াল।
রিয়ালের জয়ের ব্যবধান বাড়তে পারত আরও। কখনও ভাগ্য, কখনও নিজেদের ব্যর্থতায় গোলবঞ্চিত হয় তারা। ম্যাচের গোলের জন্য ২৬টি শট করে রিয়াল। এর মধ্যে লক্ষ্য বরাবর থাকে ১০টি।
আরও পড়ুন
উপহার পাওয়া গোলের পরও জিততে পারল না ইউনাইটেড |
![]() |
ম্যাচের তৃতীয় মিনিটেই গোল পেতে পারত রিয়াল। অল্পের জন্য জালে বল ঢোকাতে পারেননি রদ্রিগো। সেই গোলের অপেক্ষার শেষ হয় ৩৭ মিনিটে। আর্দা গুলেরের কাছ থেকে বল পেয়ে চমৎকার ফিনিশিংয়ে গোল করেন এমবাপে।
দুই আসর মিলিয়ে লা লিগায় টানা ১৮ ম্যাচে গোল করল রেয়াল। টানা দুই ম্যাচে জালের দেখা পেলেন এমবাপে। ওসাসুনার বিপক্ষে রেয়ালের জয় এসেছিল তার গোলেই।
পরের গোলের জন্য আবার দীর্ঘ অপেক্ষা। ম্যাচের ৮৩ মিনিটের সময় ব্যবধান দ্বিগুণও করেন এমবাপে। আর অতিরিক্ত যোগ করা সময়ের শেষ মিনিটে স্কোরলাইন ৩-০ করে মাঠ ছাড়েন ভিনিসিউস।
দুই ম্যাচে জিতে ৬ পয়েন্ট নিয়ে তিনে রিয়াল মাদ্রিদ। সমান পয়েন্ট নিয়ে গোলের হিসেবে এগিয়ে শীর্ষে ভিয়ারিয়াল ও দুইয়ে বার্সেলোনা।
জয় দিয়ে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ শুরু করেছিল বাংলাদেশের মেয়েরা। তবে দ্বিতীয় ম্যাচেই তারা হেরে বসে ভারতের বিপক্ষে। সেই হারের ধাক্কা কাটিয়ে নিজেদের তৃতীয় ম্যাচে অসাধারণ জয় পেয়েছে আজ। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে নেপালকে ৩-০ গোলে হারিয়েছে মাহবুবুর রহমান লিটুর দল।
ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। প্রীতি-থুইনুই মারমাদের নৈপুণ্যে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে আরেকটি গোল করেন রিয়া।
বল দখলে নিয়ে খেললেও গোলের দেখা পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ৪১ মিনিট পর্যন্ত। শুরুতে উম্মে কুলসুম ও আলপি আক্তার সুযোগ কাজে লাগাতে পারেননি। তবে ৪১ মিনিটে ম্যাচের ডেডলক ভাঙেন থুইনুই। মামনি চাকমার আড়াআড়ি পাস থেকে ফাঁকা পোস্টে নিখুঁত শটে গোল করেন তিনি। বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করেন সুরভী আকন্দ প্রীতি। গোলকিপারকে কাটিয়ে সহজে বল জালে জড়িয়ে দেন তিনি।
আরও পড়ুন
জাতীয় নারী হ্যান্ডবলের ফাইনালে আনসার ও পুলিশ |
![]() |
দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণে নেপালের ডিফেন্সে চাপ বাড়ায় বাংলাদেশ। তবে প্রীতির দুটি শট ও থুইনুইয়ের একটি শট পোস্টে লেগে ফিরে আসে। ৯০ মিনিটে বদলি রিয়া যোগ করা সময়ে গোলকিপারকে কাটিয়ে নিশ্চিত করেন দলের বড় জয়।
ডাবল লেগ পদ্ধতির টুর্নামেন্টে আগামী বুধবার নেপালের বিপক্ষে ফিরতে লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ। শুক্রবার আবার ভুটানের ও আগামী রোববার শেষ ম্যাচে ভারতের মুখোমুখি তারা।
নেপালকে হারিয়ে ৩ ম্যাচ থেকে ৬ পয়েন্ট অর্জন করে পয়েন্ট টেবিলের দুই নম্বরে বাংলাদেশ। সমানসংখ্যক ম্যাচে সবকটি জিতে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত।
শুরুতে জিয়ানলুইজি দোনারুম্মাকে দলে টানার লড়াইয়ে থাকলেও শেষ সময়ে এসে পিছিয়ে পড়েছে ইন্তার মিলান। ইতালিয়ান সংবাদমাধ্যম এফসিআইন্টারনিউজের দাবি, ম্যানচেস্টার সিটির সঙ্গে পাঁচ বছরের চুক্তির বিষয়ে সমঝোতায় পৌঁছে গেছেন পিএসজি গোলরক্ষক।
২৬ বছর বয়সী ইতালিয়ান এই গোলরক্ষক আগামী বছরের জুন পর্যন্ত পিএসজির সাথে চুক্তিবদ্ধ আছেন। কয়েক দফা চেষ্টার পরও চুক্তি নবায়ন নিয়ে কোনো অগ্রগতি হয়নি দুই পক্ষের।
আগামী মৌসুমে তাই দোনারুম্মাকে ফ্রি এজেন্ট হিসেবে হাতছাড়া না করার লক্ষ্যে এই গ্রীষ্মেই বিক্রি করতে প্রস্তুত পিএসজি। ঝুঁকি এড়াতে ফরাসি ক্লাবটি তাকে তুলে দিয়েছে দলবদলের বাজারে। ইতালি জাতীয় দলের গোলরক্ষকের জন্য ৫০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি চাইছে তারা।
আর তাই সাম্প্রতিক সময়ে মূল দল থেকে দোনারুম্মাকে সরিয়ে রেখেছে পিএসজি। অনুশীলনও করছেন আলাদা। ফলে এটা এখন স্পষ্ট যে, এই গ্রীষ্মে তার ক্লাব ছাড়াটা নিশ্চিতই।
সিটি দোনারুম্মার সঙ্গে পাঁচ বছরের চুক্তিতে মৌখিক সম্মতিতে চলে গেলেও এখনও কাজ বাকি রয়ে গেছে কিছুটা। কারণ স্কোয়াড বা একাদশে তাকে জায়গা তৈরি করে দিতে হলে প্রথমে তাদের বিদায় জানাতে হবে এক নম্বর গোলরক্ষক এদারসনকে। গুঞ্জন রয়েছে, এই ব্রাজিলিয়ানের প্রতি আগ্রহ দেখাচ্ছে তুর্কি জায়ান্ট গালাতাসারাই।
নির্ধারিত সময়ের খেলা তখন শেষ। চতুর্থ রেফারি তার বোর্ডে দেখালেন, অতিরিক্ত খেলা হবে আরও ৭ মিনিট। প্রথম মিনিটেই উনাই এলগেসাবালের ভুল। আত্মঘাতী গোলে এগিয়ে গেল বার্সেলোনা। তাতেই পেল দারুণ এক জয়।
স্প্যানিশ লা লিগায় রোববারের ম্যাচে লেভান্তেকে ৩-২ গোলে হারায় বার্সেলোনা। প্রায় তিন বছর পর লিগে ফেরা প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়া কাতালান ক্লাবটি দ্বিতীয়ার্ধে পায় তিন গোল।
আরও পড়ুন
জয়ে ফেরার চ্যালেঞ্জ, আজ মেয়েদের সামনে নেপাল |
![]() |
চমক জাগিয়ে প্রথমার্ধে লেভান্তেকে ২-০ গোলে এগিয়ে দেন ইভান রোমেরো ও হোসে লুইস মোরালেস। ম্যাচের দ্বিতীয়ভাগে ফেররান তোরেস ও পেদ্রির গোলে শুরুতেই সমতায় ফেরে বার্সেলোনা। পরে আত্মঘাতী গোলে পেয়ে যায় জয়।
ম্যাচ জুড়ে অবশ্য বার্সেলোনারই ছিল একক আধিপত্য। পুরো ম্যাচে ৮৩ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ ছিল লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের কাছে। গোলের জন্য মোট ২৬টি শট করে তারা। এর মধ্যে ১০টি লক্ষ্যে।
আক্রমণাত্মক শুরু করা বার্সেলোনা একের পর এক হতাশায় গোলবঞ্চিত হয়। খেলার ধারার বিপরীতে ১৫ মিনিটে লেভান্তেকে এগিয়ে দেন ইভান রোমেরো।
এরপর বেশ কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি পেদ্রি, লামিন ইয়ামালরা৷ উল্টো প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান মোরালেস। ডি-বক্সের ভেতরে বালদে হ্যান্ড-বল করায় পেনাল্টিটি পায় লেভান্তে।
আরও পড়ুন
রোনালদোর বিরল রেকর্ডের দিনে শিরোপা হাতছাড়া আল নাসরের |
![]() |
দ্বিতীয়ার্ধে ফিরে ম্যাচে সমতা আনতে সময় লাগেনি বার্সেলোনার। ডি-বক্সের বাইরে ইয়ামালের পাস পেয়ে ২৫ গজ দূর থেকে লক্ষ্যভেদ করেন পেদ্রি। তিন মিনিট পর রাফিনহার কর্নারে দারুণ ভলিতে গোল করেন তোরেস।
এরপর দীর্ঘ অপেক্ষা। বেশ কিছু সুযোগ এলেও গোলের দেখা পায়নি বার্সেলোনা। পরে অতিরিক্ত যোগ করা সময়ে বক্সের ভেতরে ইয়ামালের ক্রস ক্লিয়ার করতে গিয়ে উল্টো হেড দিয়ে জালে জড়ান লেভান্তের ডিফেন্ডার এলগেসাবাল।
লিগ শিরোপা ধরে রাখার অভিযানে প্রথম দুই ম্যাচের দুটিই জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। লেভান্তে হারল প্রথম দুই ম্যাচেই।
৮ ঘণ্টা আগে
৮ ঘণ্টা আগে
৮ ঘণ্টা আগে
২ দিন আগে
২ দিন আগে
৪ দিন আগে
৪ দিন আগে
৪ দিন আগে
৬ দিন আগে
৬ দিন আগে
৬ দিন আগে
৭ দিন আগে
৮ দিন আগে
৮ দিন আগে
৮ দিন আগে