সংযুক্ত আরব আমিরাতের তীব্র গরমের কথা মাথায় রেখে বদলে ফেলা হলো এশিয়া কাপের খেলা শুরুর সময়। নতুন সূচিতে ৩০ মিনিট পিছিয়ে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা) শুরু হবে খেলা। তবে একটি ম্যাচ শুরু হবে আগের সূচিতেই।
ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদনে জানা গেছে এই খবর। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, টুর্নামেন্টের ১৯ ম্যাচের সবকটিই শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় রাত ৮টায়। এখন সেটি ৩০ মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে।
তবে আগামী ১৫ সেপ্টেম্বর আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাত ও ওমানের মধ্যকার ম্যাচটি আগের সূচিতেই বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে। এর বাইরে ফাইনালসহ বাকি ১৮টি ম্যাচই হবে সাড়ে ৮টায়।
আরও পড়ুন
ওভার কমলেই সিলেটে দেখা যাবে ক্রিকেটের নতুন নিয়ম |
![]() |
সংযুক্ত আরব আমিরাতে সাধারণত সেপ্টেম্বরে দিনের বেলা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে পৌঁছে যায় তাপমাত্রা। যা কিনা সন্ধ্যা হওয়ার পরও উত্তাপ ছড়াতে থাকে। তাই অংশগ্রহণকারী দেশগুলোর পক্ষ থেকে খেলা পিছিয়ে দেওয়ার অনুরোধ করা হয়।
অনুরোধটি মূলত করা হয় ব্রডকাস্টারদের কাছে। কারণ খেলা শুরুর সময়ের সঙ্গে ব্রডকাস্টাররা আরও অনেক আনুষঙ্গিক কাজ করে থাকেন। তাই তাদের কাছে অনুরোধ করা হয়। পরে তারা রাজি হওয়ায় ৩০ মিনিট পিছিয়ে দেওয়া সিদ্ধান্ত হয়েছে।
আবু ধাবিতে আগামী ৯ সেপ্টেম্বর আফগানিস্তান ও হংকং ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপের এবারের আসর। হংকংয়ে বিপক্ষে ১১ সেপ্টেম্বরের ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে বাংলাদেশ। পরে ১৩ তারিখে শ্রীলঙ্কা ও ১৬ তারিখে আফগানিস্তানের মুখোমুখি হবে তারা।
No posts available.
২০ অক্টোবর ২০২৫, ১১:২৩ এম
২০ অক্টোবর ২০২৫, ১২:২৩ এম
ঘরের মাঠে টেস্টে প্রতিপক্ষকে নাজেহাল করার মোক্ষম অস্ত্র হিসেবে স্পিনকেই কাজে লাগাচ্ছে পাকিস্তান। আর এই ঘূর্ণিতে দলকে নিয়মিত উইকেট এনে দিচ্ছেন ৩৯ বছর বয়সী নোমান আলি খান। এবার তাঁর সঙ্গে যোগ দিচ্ছেন আরেক ‘বুড়ো’ স্পিনার।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে পাকিস্তানের টেস্ট ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ বয়সী ক্রিকেটার হিসেবে অভিষেক হলো ৩৮ বছর বয়সী আসিফ আফ্রিদির। আজ রাওয়াপিন্ডিতে বাঁ হাতি এই স্পিনার জাতীয় দলের হয়ে প্রথম সাদা জার্সি গায়ে খেলার সুযোগ পেলেন।
আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্যাপ পাওয়া আফ্রিদির বয়স ৩৮ বছর ২৯৯ দিন। পেশাওয়ারের এই ক্রিকেটার এখন পর্যন্ত ৫৭টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন। ৯৫ ইনিংসে ১৯৮ উইকেট আসিফ আফ্রিদি। যার মধ্যে ১৩টি ফাইফার আছে তাঁর।
আরও পড়ুন
অস্ট্রেলিয়ার কাছে হারের পর ডিএলএস পদ্ধতির সমালোচনা গাভাস্কারের |
![]() |
পাকিস্তানের হয়ে টেস্ট অভিষেক হওয়া সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার হলেন মিরান বখশ। ১৯৫৫ সালের সালের ১৯ জানুয়ারি ৪৭ বছর ২৮৪ দিন বয়সে লাহোরে ভারতের বিপক্ষে লাল বলের ক্রিকেট অভিষেক হয় তাঁর।
দ্বিতীয় সর্বোচ্চ বয়সে অভিষেক হওয়া ক্রিকেটার আমির এলাহি। ৪৪ বছর ৪৫ দিন বয়সে পাকিস্তানের হয়ে অভিষেক হয় এই মিডিয়াম পেসারের। এর আগে ১৯৪৭ সালের ১২ ডিসেম্বর সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের হয়ে টেস্ট অভিষেক হয় আমির এলাহির।
সব দল মিলিয়ে এই রেকর্ডের মালিক জেমস সাউথার্টন। ইংল্যান্ডের এই ক্রিকেটার ১৮৭৭ সালের ১৫ মার্চ ৪৯ বছর ১১৯ দিন বয়সে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের হয়ে তার প্রথম টেস্ট খেলেছিলেন।
কন্ডিশনের সুবিধা ভালোভাবে কাজে লাগাতেই স্পিন শক্তি বাড়িয়েছে পাকিস্তান। একাদশে পরিবর্তন এনেছে দক্ষিণ আফ্রিকাও। অফস্পিনার প্রেনেলান সুরাইনের জায়গায় বাঁ হাতি স্পিনার কেশব মহারাজকে ফিরিয়েছে সফরকারীরা। পেশীর চোটের কারণে প্রথম টেস্টে ছিলেন না মহারাজ। প্রোটিয়াদের স্পিন বিভাগে আরও আছেন সাইমন হারমার এবং সেনুরান মুথুসামি। আর পেস আক্রমণে আছেন মার্কো ইয়েনসেন। উইয়ান মুলডারের জায়গায় একাদশে জায়গা পেলেন তিনি। প্রোটিয়াদের একাদশে অন্য পেসার কাগিসো রাবাদা।
দলের অভিজ্ঞ দুই ক্রিকেটার রোহিত শর্মা-বিরাট কোহলির ওয়ানডে দলে প্রত্যাবর্তন নিয়ে রোমাঞ্চিত ছিল অনেকেই। তবে সব রোমাঞ্চ আর উত্তেজনায় পানি ঢেলে দেয় অস্ট্রেলিয়া।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে গতকাল ফেরাটা রাঙাতে ব্যর্থ হন রোহিত-কোহলি। পার্থে তাদের ব্যর্থতার দিনে বৃষ্টি আইনে অজিদের কাছে ৭ উইকেটে হারে ভারত। তাতে আগামী বৃহস্পতিবার সিরিজ বাঁচাতে জিততেই হবে শুবমান গিলের দলকে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের এমন অসহায় আত্মসমর্পনের পর অবশ্য ডিএলএস পদ্ধতির সমালোচনা করছেন ভারতের সাবেক কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। তাঁর মতে অনেকেই এ নিয়ম বুঝে উঠতে পারে না। ডিএলএস পদ্ধতির জায়গায় ভারতের তৈরি ভিজেডি পদ্ধতি যুৎসই বলে মনে করছেন গাভাস্কার।
আরও পড়ুন
ভারতকে হারিয়ে বিশ্বকাপের সেমিতে ইংল্যান্ড |
![]() |
টসে হেরে ব্যাটিংয়ে নামা ভারতের ইনিংসে কয়েকবার বাগড়া দেয় বৃষ্টি। শেষ পর্যন্ত ম্যাচ নেমে আসে ২৬ ওভারে। স্কোরবোর্ডে ভারতের সংগ্রহ দাড়ায় ১৩৬। তবে ডিএলএস পদ্ধতিতে অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় ১৩১। আর সেই লক্ষ্য হেসেখেলেই তাড়া করে মিচেল মার্শেল দল।
ম্যাচের পর ডিএলএস পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে গাভাস্কার বলেন, ‘ ‘আমার মনে হয় খুব বেশি মানুষ এই পদ্ধতিটি বোঝে না, যদিও এটি অনেকদিন ধরে ব্যবহার হচ্ছে। একজন ভারতীয় ক্রিকেটার ভিজেডি পদ্ধতি তৈরি করেছিলেন, আমার মনে হয় সেটা অনেক ভালো। কারণ এটি দুই দলকেই সমান সুযোগ দেয়। বিসিসিয়াআইও ঘরোয়া ক্রিকেটে ভিজেডি পদ্ধতি ব্যবহার করে, এখন ঠিক নিশ্চিত নই।
গাভাস্কার আরও বলেন, ‘সম্ভবত এটি এমন একটি বিষয় যা তাদের (আইসিসি) খতিয়ে দেখা উচিত এবং নিশ্চিত করতে হবে যে, যখন বৃষ্টির কারণে খেলা থেমে যায়, তখন দুই দলই যেন মনে করে তাদের দেওয়া লক্ষ্য যথাযথ এবং ন্যায্য।’
ভারতীয় প্রাক্তন ক্রিকেটার ও পরিসংখ্যানবিদ ভি জয়দেবন ভিজেডি পদ্ধতি তৈরি করেন। উদ্দেশ্য ছিল ডিএলএস পদ্ধতির তুলনায় আরও ন্যায্য ও ভারসাম্যপূর্ণ লক্ষ্য নির্ধারণ করা, যাতে বৃষ্টির কারণে ম্যাচ ছোট হলে দুই দলের সুযোগ সমান থাকে।
দীর্ঘ বিরতির পর ভারতের ওয়ানডে দলে ফেরা রোহিত-কোহলির প্রথম ম্যাচের পারফরম্যান্স নিয়ে চিন্তিত নন গাভাস্কার। দ্রুতই দলের সিনিয়র দুই ব্যাটার ছন্দে ফিরবে বলে বিশ্বাস তাঁর, ‘ভারত সত্যিই একটি দারুণ দল। চার-পাঁচ মাস আগে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। রোহিত শর্মা এবং বিরাট কোহলি পরের দুই ম্যাচে বড় স্কোর করলে অবাক হব না। বিরতির পর তারা ফিরছেন, তাই নেটে আরও বেশি অনুশীলন এবং রিজার্ভ বোলারদের ভালো থ্রোডাউন করতে থাকলে তারা দ্রুত ছন্দে ফিরবেন। আর একবার তারা ফিরলেই ভারতের দলীয় রান হবে ৩০০–৩২০-এর বেশি।’
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ড দলে ফিরেছেন কেন উইলিয়ামসন। একদিনের ফরম্যাটে সর্বশেষ এশিয়া কাপে খেলেছিলেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। গত এক মাস ধরে ফেরার যুদ্ধে ছিলেন উইলিয়ামসন।
আজ এক বিজ্ঞপ্তিতে ১৪ সদস্যের দল ঘোষণা করে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। উইলিয়ামসন ছাড়াও দলে ফিরেছেন নাথান স্মিথ। জিম্বাবুয়ের সিরিজে চোটে পড়া এই পেস অলরাউন্ডারেরও দলে ডাক পড়েছে।
উইলিয়ামসন ও নাথানের দলে ফেরা নিয়ে নিউজিল্যান্ডের কোচ রব ওয়াল্টার বলেন, ‘কেন ও নাথান তাদের নিজ নিজ চোট এবং অসুস্থতা কাটিয়ে উঠতে কঠোর পরিশ্রম করেছে। আর নাথান এখনও আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রাথমিক পর্যায়ে থাকলেও, তার অলরাউন্ড দক্ষতা এবং মাঠে পারফরম্যান্স আমাদের মুগ্ধ করেছে।’
আগামী ২৬ অক্টোবরের প্রথম ম্যাচের দুই দিন আগে টাওরাঙ্গায় পৌঁছাবে নিউজিল্যান্ড। ২৯ অক্টোবর হ্যামিলটনে দ্বিতীয় ওয়ানডে। সিরিজের শেষ ম্যাচ ১ নভেম্বর ওয়েলিংটনে।
নিউজিল্যান্ড ওয়ানডে স্কোয়াড:
মিচেল স্যান্টনার (ক্যাপ্টেন), মাইকেল ব্রেইসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জেকব ডাফি, জ্যাক ফোলকস, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম লাথাম (ওয়িকেটকিপার), ড্যারিল মিচেল, রচিন রবিন্দ্র, নাথান স্মিথ, কেন উইলিয়ামসন ও উইল ইয়ং।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ( বিপিএল) আয়োজনের সত্ব ইভেন্ট ম্যানেজমেন্টের হাতে তুলে দিলে এই আসর থেকে প্রত্যাশিত অর্থ আয়ের সম্ভাবনা আছে। বিপিএলের প্রথম দুই সংস্করনে গেম অন স্পোর্টস ম্যানেজমেন্টের কাছ থেকে ৬৬ কোটি ৫০ লাখ ২৭ হাজার ৯৪৩ টাকা পেয়ে তা জেনে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে মেয়াদ পূর্ণ করতে দেয়নি বিসিবি গেম অন স্পোর্টস ম্যানেজমেন্টকে। ৬ বছরের জন্য বিপিএল আয়োজনের সত্ব গেম অন স্পোর্টস-এর কাছে বিক্রি করে তৃতীয় সংস্করনকে সামনে রেখে সেই চুক্তি বাতিল করেছে বিসিবি।
অধিক মুনাফার আশায় বিপিএলে আয়োজনের পুরো কর্তৃত্ব বিসিবি নিয়েছিল ঠিকই, তবে এই সিদ্ধান্তে বুমেরাং হয়েছে। ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে আকর্ষনীয় আসর বিপিএল আয়োজনে পুরো কর্তৃত্ব নিজেদের হাতে নিয়ে প্রত্যাশিত আয়ের সম্ভাবনা নেই, সর্বশেষ ৯টি সংস্করণে তা হাড়ে হাড়ে টের পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে কারণেই অতীতের মতো বিপিএল আয়োজনে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানকে সর্ম্পৃক্ত করার সিদ্ধান্ত নিয়েছিলেন বিসিবির সাবেক পরিচালক এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের সাবেক চেয়ারম্যান মাহবুব আনাম। গত ১ সেপ্টেম্বরে সিলেটে অনুষ্ঠিত বিসিবি পরিচালনা পরিষদের সভায় আইএমজি স্পোর্টস মার্কেটিং কনসালটিং ফার্মকে বিপিএলের পরবর্তী তিনটি সংস্করণের (১২, ১৩ ও ১৪তম আসর) জন্য বেছে নিয়েছে।
এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইওআই) এ অংশ নেয়া ৫টি প্রতিষ্ঠানের (এপেক্স স্পোর্টস কনসালটিং, আইএমজি, রিয়েল ইমপ্যাক্ট এন্ড অ্যাবসলুট লিজেন্ড স্পোর্টস, দ্য আইপিজি গ্রুপ এন্ড মাইন্ট ট্রি লিমিটেড এবং ট্রান্স গ্রুপ) মধ্য থেকে আইএমজির প্রস্তাব বিসিবির কাছে বিবেচ্য হয়েছে। ইতোমধ্যে আইএমজিকে বিপিএলের পরবর্তী ৩ সংস্করণের জন্য চূড়ান্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
বিপিএলের পূর্ববর্তী কমিটির সিদ্ধান্তের আলোকে আগামী সপ্তাহে চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন নব গঠিত বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু-' আইএমজি যুক্তরাষ্ট্রের নামকরা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানী। ওদের ক্লিন ইমেজ আছে। আইপিএলের প্রথম ৭ সংস্করণের দায়িত্ব ছিল তাদের। বিশ্বসেরা গলফার টাইগার উডসের টুর্নামেন্ট আয়োজন করে ওরা। ফ্রাঞ্চাইজি ক্রিকেটে আবার ফিরতে চাইছে আইএমজি। বিপিএলের লোগো বদলে ফেলবে, সব কটি ভেন্যু ব্রান্ডিং করতে চায় আইএমজি। স্পন্সর ডিনার করে স্পন্সর প্রতিষ্ঠানসমূহকে আকৃষ্ট করার পরিকল্পনা আছে ওদের। এমন একটা প্রতিষ্ঠানকে বেছে নেয়ায় বিপিএলের ইমেজ ব্রান্ডিং করতে পারবে বিসিবি।'
শর্ত অনুযায়ী কনসালটিং এবং স্ট্যাটেজিক সার্ভিস ফি এবং কমিশন ফি পাবে আইএমজি। কনসালটিং এবং স্ট্র্যাটেজিক সার্ভিস ফি হিসেবে বিপিএলের দ্বাদশ সংস্করণের জন্য ১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, ত্রয়োদশ আসরের জন্য ১ লাখ ৬৫ হাজার মার্কিন ডলার এবং চতুর্দশ আসরের জন্য ১ লাখ ৮১ হাজার ৫০০ মার্কিন ডলার দেওয়া হবে আইএমজিকে। প্রতিটি সংস্করণের কনসালটিং ফি ৩ থেকে ৪ কিস্তির মধ্যে পরিশোধ করতে হবে বিসিবিকে। এর বাইরে চুক্তির মেয়াদকালে বিদেশী ফ্রাঞ্চাইজি এবং মিডিয়া রাইটস বিক্রি থেকে কমিশনের সুযোগ থাকছে আইএমজির। বিদেশি কোনো ফ্রাঞ্চাইজিকে বিপিএলে আনতে পারলে ওই ফ্রাঞ্চাইজি বিক্রির সত্ব থেকে ৪% পাবে আইএমজি। মিডিয়া রাইটস বিক্রির ক্ষেত্রেও কমিশনের সুযোগ থাকছে আইএমজির।
বিপিএলের কোনো সংস্করণে ১ মিলিয়ন ডলারের নিচে মিডিয়া রাইটস বিক্রি হলে এক কানাকড়িও পাবে না আইএমজি। তবে ১ থেকে ২ মিলিয়ন ডলারের মধ্যে মিডিয়া রাইটস বিক্রি হলে সেক্ষেত্রে দ্বাদশ সংস্করণের জন্য ১০%, ত্রয়োদশ সংস্করণে ৭.৫০% চতুর্দশ সংস্করনে ৫% হারে কমিশন পাবে আইএমজি। একটি সংস্করণে মিডিয়া রাইটস ২ থেকে ৩ মিলিয়ন ডলারে বিক্রি হলে দ্বাদশ সংস্করণে ১৫%, ত্রয়োদশ সংস্করণে ১১.২৫%, চতুর্দশ সংস্করনে ৭.৫০% কমিশন মানি বরাদ্দ থাকবে আইএমজির। মিডিয়া রাইটস ৩ মিলিয়ন ডলারের উপরে বিক্রি করতে পারলে দ্বাদশ সংস্করণে ২০%, ত্রয়োদশ সংস্করণে ১৫%, চতুর্দশ সংস্করণে ১০% কমিশন মানি পাবে আইএমজি।
নারী বিশ্বকাপে অপরাজিত থেকে সেমিফাইনাল নিশ্চিত করলো ইংল্যান্ড নারী ক্রিকেট দল। ভারতের বিপক্ষে ৪ রানে জিতে তৃতীয় দল হিসেবে শেষ চারে পৌঁছাল সাবেক চ্যাম্পিয়নরা। এর আগে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে দুই হেভিওয়েট—অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।
ভারতের ইন্দোরে আজ হারমানপ্রীত কৌরদের বিপক্ষে সহজ সমীকরণ মাথায় রেখে মাঠে নামে ইংল্যান্ড। আসরে এখন পর্যন্ত কোনো ম্যাচে না হারা দলটির হাতে ছিল তিনটি ম্যাচ। যেকোনো একটি জিতলেই শেষ চার নিশ্চিত হয়ে যেত ইংলিশ মেয়েদের। আর সব ম্যাচ হারলে প্রার্থনা করতে হতো ভারত বা নিউজিল্যান্ড ৭ পয়েন্টের বেশি না পায় তার জন্য। এতকিছুর প্রয়োজন পড়েনি তাদের। বেশ স্বাচ্ছন্দেই সেমিতে উঠেছে ন্যাট সিভার-ব্রান্টরা।
এদিন টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক ন্যাট সিভার। তার সিদ্ধান্ত নেহায়েত খারাপ ছিল না তা দলীয় স্কোরবোর্ড সাক্ষ্য দেয়। দলীয় শতকের আগে দুই ব্যাটসম্যানকে হারিয়ে দলকে ২৮৮ রানের পুঁজি দেন হিদার নাইট।
বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ৭৯ রানের ইনিংস খেলার পর আজ ইংল্যান্ড নারী দলের এই স্পিন অলরাউন্ডার পেলেন বিশ্বকাপে প্রথম শতকের দেখা। একই সঙ্গে রান সংগ্রহকারীদের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন তিনি। এদিন ৯১ বল মোকাবিলা করে ১০৯ রান করেন হিদার, যার মধ্যে ছিল ১৫টি বাউন্ডারি ও ১টি ছক্কা।
হিদারের সেঞ্চুরি ছাড়াও দ্বিতীয় সর্বোচ্চ রান করেন অ্যামি জোন্স। তিনি ৬৮ বলে ৫৬ রান করেন, যার মধ্যে ছিল ৮টি বাউন্ডারি।
২৮৯ রানের টার্গেটে নেমে শেষ ওভার পর্যন্ত স্বপ্ন দেখিয়েছে ভারতের মেয়েরা। স্মৃতি মন্ধানা, হারমান ও দ্বিপ্তী শর্মা—এই তিনজনই অর্ধশতকের দেখা পেয়েছেন। সর্বোচ্চ ইনিংস ছিল ওপেনার স্মৃতির, যিনি ৮৮ রান করেন।
রানের সঙ্গে পাল্লা দিয়ে সঠিক পথেই ছিল ভারত। দলীয় ১৩ রানে প্রাতিকা রাওয়ালকে হারানোর পর হারলিন দেওল ফেরেন ৪২ রানে। তাতে সমস্যা হয়নি। স্মৃতি ও হারমানের শতরান (১২৫ রানের জুটি) দলকে বিপদমুক্ত করেছে এবং আশা দেখিয়েছে।
ন্যাট সিভার-ব্রান্টের বলে ক্যাচ তুলে ব্যাক্তিগত ৭০ রানে হারমান ফিরলে নতুন করে ভারতীয়দের মনে আশা জাগায় স্মৃতি ও দ্বিপ্তী। তাদের জুটি ভেঙে যায় দলীয় ২৩৪ রানে। এরপর দ্রুত রিচা ঘোষ ও দ্বিপ্তীর উইকেট পড়ায় দল কিছুটা ব্যাকফুটে চলে যায়।
শেষ পর্যন্ত স্বপ্ন দেখেছিল অমানজোত কৌর ও স্নেহা রানা। শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল ৯ রান। স্মৃতি একবার আটকে দিলেও সিঙ্গেল-ডাবলসে এগিয়ে যায় তারা। শেষ বল আমানজোত বাউন্ডারি হাঁকালেও হার দেখতে হয় ভারতকে।