বসুন্ধরা কিংসের অধিনায়ক হিসেবে আরও একটি ট্রফি জিতলেন তপু বর্মণ। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যালেঞ্জ কাপের শিরোপা জিতে কিংসরা। ম্যাচ শেষে টি স্পোর্টসকে তপু জানালেন আত্মবিশ্বাস ও মৌসুমের সব শিরোপা জেতার উচ্চাশা।
কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আজ মৌসুমের প্রথম ট্রফি জয়ের পর তপু বলেন,
'ম্যাচটা শুরুতে একটু কঠিন ছিল। এগিয়ে যাওয়ার পর আবার গোল হজম করি, এটা কঠিন ছিল। দ্বিতীয়ার্ধে আমাদের একজন কমে যায়, তবে এটা খেলার অংশ। তারপরও ম্যাচটা জিতেছি। এটা মৌসুমের প্রথম ট্রফি, আশা করি পাঁচটা শিরোপা জিতব, ইনশাআল্লাহ।'
আরও পড়ুন
‘বসুন্ধরা কিংসে যেন নিজের ঘরেই আছি’ |
![]() |
ম্যাচঘড়ির ৬৩ মিনিটে মোহামেডানের বদলি খেলোয়াড় মিনহাজুর আবেদিন বাল্লুকে ফাউল করে ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন সোহেল রানা সিনিয়র। এই মিডফিল্ডারের রেড কার্ড দেখলে ১০ জনের দলে পরিনত হয় বসুন্ধরা কিংস।
১০ জনের দল নিয়েই ৭১ থেকে ৮৬ মিনিটের মধ্যে তিনবার সাদা-কালোদের জাল কাঁপায় বসুন্ধরা কিংস। লাল কার্ড হজমের পর দলের পরিকল্পনা কি ছিল জানতে চাইলে তপু বলেন, 'লাল কার্ড হজমের পর কোচ ফরমেশনে পরিবর্তন আনেন, আমরা মাঠে সেটা বাস্তবায়ন করি।
আরও পড়ুন
আবারও চ্যালেঞ্জ কাপের শিরোপা জিতল ১০ জনের বসুন্ধরা কিংস |
![]() |
একজন খেলোয়াড় কম নিয়েও তপু, রাফায়েল আগুস্ত, ইমানুয়েল সানডেরা যে খেলা উপহার দিয়েছেন তা মনে ধরেছে কিংসের হেড কোচ মারিও গোমেজের,
'সোহেলের রেড কার্ড দেখার পর আমাদের জন্য সহজ ছিল না। কিন্তু ছেলেরা ১০ জনের মতো খেলেনি, তারা খেলেছে ১১ জনের মতো হয়ে। এটা ভবিষ্যতে কাজে দেবে। আমি খুবই খুশি, এখানে তারা সর্বোচ্চটা দিয়ে খেলেছে।’
No posts available.
২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৯ পিএম
২০ সেপ্টেম্বর ২০২৫, ৮:০৪ পিএম
শুরুতেই ০-২ গোলে পিছিয়ে পড়া। এরপর এক গোল শোধ করলেও হারই চোখ রাঙাচ্ছিল টটেনহ্যামকে। তবে ম্যাচের শেষ দিকে প্রতিপক্ষের এক ভুলে অন্তত এক পয়েন্ট ‘উপহার’ পেল তারা।
ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটনের বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-২ ব্যবধানে ড্র করেছে টটেনহ্যাম। এই ড্রয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে ওঠে থমাস ফ্রাঙ্কের দল। ৫ ম্যাচে ৩ জয় ও এক ড্রয়ে ক্লাবটির সংগ্রহ ১০ পয়েন্ট। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে ব্রাইটন।
আরও পড়ুন
৫ ম্যাচ, ৫ জয়, ৫ গোল—এমবাপে-রিয়ালের অদম্য যাত্রা চলছেই |
![]() |
ব্রাইটনের মাঠ আমেরিকান এক্সপ্রেস স্টেডিয়ামে শুরুতে গোলের দেখা পায় ব্রাইটন। মাত্র ৮ মিনিটে জর্জিনিও রুটারের নিখুঁত পাসে অফসাইড ফাঁকি দিয়ে ইয়ানকুবা মিন্তেহ গোলরক্ষক ভিকারিওকে কাটিয়ে গোল করেন। ভিএআর চেকে নিশ্চিত হয় গোলটি বৈধ ছিল। ২৩ মিনিট পর দূরপাল্লার দুর্দান্ত এক শটে ব্যবধান দ্বিগুণ করেন স্বাগতিক দলে মিডফিল্ডার ইয়াসিন আয়ারি।
তবে ০-২ হোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি স্পারস। বিরতির ঠিক আগ মূহুর্তে ব্রাইটনের ভুল পাস থেকে দ্রুত কাউন্টার অ্যাটাকে যায় টটেনহ্যাম। বেন্টাঙ্কুর, কুদুস ও ওদোবার্টের যৌথ প্রচেষ্টায় বল পেয়ে রিচার্লিসন প্রথমে বাধা পেলেও দ্বিতীয় চেষ্টায় জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান উইঙ্গার। কুদুসের অ্যাসিস্টে এ মৌসুমে তার এটি তৃতীয় গোল।
আরও পড়ুন
ডার্বি জিতে লিভারপুলের পাঁচে পাঁচ |
![]() |
দ্বিতীয়ার্ধে টটেনহ্যাম আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে। বদলি নামা জাভি সিমন্স মাঠে নেমে দারুণ কিছু সুযোগ তৈরি করেন। তার একটি বাঁকানো শট অল্পের জন্য জালে জড়ায়নি।
শেষ দিকে ব্রাইটরে উপহার দেওয়া সমতাসূচক গোলটি পেয়ে যায় টটেনহ্যাম। ৮৩তম মিনিটে কুদুসর বাঁ দিক থেকে ক্রস করার পর ব্রাইটনের ডিফেন্ডার জান পল ফন হেকে বল ক্লিয়ার করতে গিয়ে ভুলবশত নিজেদের জালেই পাঠিয়ে দেন। আর তাতে ব্যবধান হয়ে যায় ২-২।
বাকি সময়ে দুই দলই জয়ের লক্ষ্যে আক্রমণ করতে থাকে। তবে ব্যবধান তৈরি করা গোলের দেখা পায়নি কেউই। তাতে পয়েন্ট ভাগাভাগিতেই শেষ হয় ম্যাচ। পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে টটেনহ্যাম।
রিয়াল মাদ্রিদ মাঠে নামবে আর কিলিয়ান এমবাপ্পে গোল পাবে না, সেটাও কি হয়? নতুন মৌসুমে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির হয়ে এই তারকা ফরোয়ার্ড যেমন গোল করেই যাচ্ছেন, তেমন টানা জয় পাচ্ছে তার ক্লাবও।
লা লিগায় আজ এস্পানিওলকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল। আর যথারীতি বল জালে পাঠিয়েছেন এমবাপে। অন্য গোলটি আসে এদের মিলিতাওয়ের নৈপুণ্যে। এ নিয়ে লিগে পাঁচ ম্যাচে পাঁচ গোল হলো এমবাপের। আর শতভাগ জয়ের ধারা ধরে রেখে শীর্ষে আরও পোক্ত হলো রিয়াল।
আরও পড়ুন
ফুটসাল অভিষেকে 'এক ডজন' গোল হজম বাংলাদেশের |
![]() |
৫ ম্যাচে ১৫ পয়েন্ট রিয়ালের। এক ম্যাচ কম খেলে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বি বার্সেলোনা। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে তিনে এস্পানিওল।
পুরো ম্যাচে রিয়ালের আধিপত্য ছিল চোখে পড়ার মতোই । নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে ২২ মিনিটে দূরপাল্লার এক চোখধাঁধানো শটে গোল করেন এদের মিলিতাও। ভালভের্দের সাদামাটা এক পাস থেকে ব্রাজিলিয়ান ডিফেন্ডারের দুর্দান্ত গোলটি এখন পর্যন্ত মৌসুমের সেরা গোলের তালিকায় সবার উপরে জায়গা পেতেই পারে।
আরও পড়ুন
ডার্বি জিতে লিভারপুলের পাঁচে পাঁচ |
![]() |
ম্যাচের ৩০ মিনিটে দারুণ এক মূহূর্ত উপহার দেন রিয়ালের আর্জেন্টাইন মিডফিল্ডার মাস্তানতুয়োনো। এস্পানিওলের বক্সে দারুণ ড্রিবলিংয়ে একজনকে কাটিয়ে ক্রস করেন তিনি। অবশ্য তার ক্রসটি কাজে লাগাতে পারেনি রিয়াল।
প্রথামার্ধে রিয়ালের দাপটে তেমন সুযোগ তৈরি করতে পারেনি এস্পানিওল। তবে ৪৫ মিনিটে এস্পানিওরের ডিফেন্ডার কালেরোর দারুণ এক ফ্রি-কিক অল্পের জন্য জালে জড়ায়নি।
আরও পড়ুন
ফ্রান্স নয়, জিদানের ছেলে খেলবেন আলজেরিয়ার জার্সিতে |
![]() |
বিরতির পরপরই ব্যবধান ২-০ করেন এমবাপে। দূরপাল্লার এক জোরালো শটে জাল কাঁপান ফরাসি ফরোয়ার্ড। সেরা গোলের প্রতিযোগিতায় মিলিতাওয়ের প্রথম গোলটিকে জোর টেক্কা দেওয়ার মতোই ছিল এমবাপের গোলটি। তারকা ফরোয়ার্ডের নেওয়া শট এস্পানিওলর গোলরক্ষক যেন দেখতেই পেলেন না। ফরাসি তারকার মিসাইল শট দাঁড়িয়ে দাঁড়েয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না তার।
ম্যাচের বাকি সময় আরো কিছু গোলের সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে পারেনি রিয়াল। অন্যদিকে পুরো ম্যাচে মাত্র একবারই লক্ষ্যে শট রাখে এস্পানিওল।
মালয়েশিয়ায় চলছে ফুটসাল এশিয়ান কাপ বাছাই। প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক ফুটসালে অভিষেক হলো বাংলাদেশের। তবে ঐতিহাসিক ম্যাচটা একদমই সুখকর হলো না তাদের। আজ এশিয়ার ১৩ বারের চ্যাম্পিয়ন ইরানের বিপক্ষে ১২ গোলে হেরেছে বাংলাদেশ।
টুর্নামেন্টে বাংলাদেশ খেলছে ‘জি’ গ্রুপে। তাদের সঙ্গে একই গ্রুপের দুই প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত ও স্বাগতিক মালয়েশিয়া।
২২ সেপ্টেম্বর বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে মালয়েশিয়ার বিপক্ষে। শেষ ম্যাচ ২৪ সেপ্টেম্বর, প্রতিপক্ষ আরব আমিরাত।
ফুটসালের অভিষেক টুর্নামেন্টের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জাতীয় দলের দায়িত্ব দিয়েছে ইরানের কোচ সাঈদ খোদারাহমিরকে।
বাছাইপর্ব হচ্ছে আট গ্রুপে ভাগ হয়ে। গ্রুপসেরা আট দল ও সেরা সাত রানার্সআপ দল উঠবে উঠবে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে।
স্বাগতিক ইন্দোনেশিয়া খেলবে সরাসারি। আগামী বছর ২৭ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি হবে ফুটসাল এশিয়ান কাপ।
ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা ধরে রাখার মিশনে আরও একটি জয় তুলে নিল লিভারপুল। ম্যাড়ম্যাড়ে এক ম্যাচে এভার্টনকে ২-১ গোলে হারিয়েছে আর্নে স্লটের দল। রায়ান খাফেনবেখ ও হুগো একিতিকের গোলে ‘মার্সিসাইড ডার্বি’ জিতল অল রেডরা।
ঘরের মাঠ অ্যান ফিল্ডের জয়টা অবশ্য ঠিক লিভারপুল সুলভ ছিল না। ৫৮ শতাংশ বল দখলে রেখে ১১টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখে স্বাগতিকরা। অন্যদিকে ৯টি শট নেওয়া এভার্টন গোলমুখে রাখতে পেরেছে দু’টি।
দ্বিতীয়ার্ধে ইদ্রিসা গেয়ির গোলে এভার্টন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। তবে শেষ পর্যন্ত পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিক লিভারপুল। এই জয়ে ইংলিশ লিগটির একমাত্র দল হিসেবে সবক’টি ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষ স্থান আরও পোক্ত করল লিভারপুল।
পাঁচ ম্যাচে মোহাম্মাদ সালাহদের অর্জন পুরো ১৫ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল। আর পাঁচ ম্যাচে ২ জয়, ২ হার ও এক ড্রয়ে সাত পয়েন্ট নিয়ে ৭ নম্বরে এভার্টন।
শুরু থেকেই ম্যাচে দাপট দেখিয়ে খেলার চেষ্ট করে লিভারপুল। তাতে ফলও আসে দ্রুতই। ১০ মিনিটে মোহামেদ সালাহর পাসে দারুণ ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন রায়ান খাফেনবেখ। ডি-বক্সে দুর্দান্ত এক কোনাকুনি শটে ব্যবধান ১-০ করেন এই ডাচ মিডফিল্ডার।
২৯ মিনিটে এবার গোলের জোগানদাতা খাফেনবেখ। তার নিখুঁত পাস থেকে নিচু শটে লক্ষ্যভেদ করেন হুগো একিতিকে। জুলাইয়ে লিভারপুলে যোগ দেওয়া এই ফরাসি ফরোয়ার্ড এরই মধ্যে প্রিমিয়ার লিগ তিন নম্বর গোল করলেন।
প্রথমার্ধে খুব একটা সুযোগ তৈরি করতে না পারা এভার্টন দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে। ৫৮ মিনিটে তারা ব্যবধান কমায় দুর্দান্ত এক আক্রমণে। সতীর্থের ব্যাক পাস পেয়ে বক্সের বাইরে থেকে বুলেট গতির এক শটে লিভারপুলের গোলরক্ষক আলিসনকে পরাস্ত করেন সেনেগালের মিডফিল্ডার ইদ্রিসা গানা গেয়ি।
গোল হজমের পর দলে জোড়া পরিবর্তন আনেন কোচ আর্নে স্লট। কোডি গাকপো ও আলেক্সিস মাক এলিস্টারকে পরিবর্তে মাঠে নামেন ফ্লোরিয়ান ভিৎজ ও কার্টিস জোন্স।
এরপর অবশ্য আর লিভারপুলের ভোঁতা আক্রমণ গোলসংখ্যা বাড়াতে পারেনি। শেষ বাঁশি বাজা পর্যন্ত আর কোনো উল্লেখযোগ্য সুযোগ তৈরি হয়নি।
আগামী মঙ্গলবার লিভারপুলের পরের ম্যাচ সাউথ্যাম্পটনের বিপক্ষে।
ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান শেকড়ের টানে বেছে নিলেন আলজেরিয়ার জার্সি। ফিফার আনুষ্ঠানিক অনুমোদনের পর ২৭ বছর বয়সী এই গোলরক্ষক আন্তর্জাতিক ফুটবলে ফ্রান্সের বদলে আলজেরিয়ার হয়ে খেলবেন।
ফ্রান্সের মার্শেইয়ে জন্ম নেওয়া লুকা ফ্রান্সের বয়সভিত্তিক দলের নিয়মিত মুখ ছিলেন। কিন্তু শেকড়ের টান এবং পরিবারের ঐতিহ্যই শেষ পর্যন্ত তাঁকে টেনে নিল দাদা-দাদির জন্ম ভূমিতে। আগামী মাসে সোমালিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে জয় পেলে আলজেরিয়া ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নেবে, আর তখনই বাবার মতোই বিশ্বমঞ্চে আলো ছড়ানোর সুযোগ পাবেন লুকা।
রিয়াল মাদ্রিদের একাডেমি থেকে উঠে আসা চার ভাইয়ের মধ্যে দ্বিতীয় লুকা। সিনিয়র দলে দুটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন রিয়ালের হয়ে। এরপর লা লিগায় রায়ো ভায়েকানোর জার্সিতেও দেখা গেছে তাঁকে। ২০২২ সালে স্পেনের সেকেন্ড ডিভিশনে এইবারের হয়ে খেলার পর বর্তমানে গ্রানাডার গোলপোস্ট সামলাচ্ছেন তিনি।
জিদান পরিবারের শিকড় আলজেরিয়ার কাবাইলি অঞ্চলে। সেখান থেকেই আলজেরিয়ার হয়ে খেলার পথ তৈরি হয়েছে লুকার। আর এভাবেই বাবা-ছেলের নাম এবার ভেসে উঠল দুই ভিন্ন জার্সিতে।
জিনেদিন জিদান ফ্রান্স ফুটবলের ইতিহাসের সর্বকালের সেরাদের একজন। ১৯৯৮ সালের বিশ্বকাপ ফাইনালে ব্রাজিলের বিপক্ষে তাঁর দুই গোল ফ্রান্স প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন করে।