এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে অক্টোবরে হংকংয়ের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ঘরের মাঠ জাতীয় স্টেডিয়ামে হোম ম্যাচ ৯ অক্টোবর; অ্যাওয়ে ম্যাচটি ১৪ তারিখ। এই দুই ম্যাচ খেলার জন্য আসছেন হামজা চৌধুরী ও শমিত সোম।
হংকং ম্যাচের জন্য জাতীয় দলের হেড কোচ হাভিয়ের কাবরেরা অনুশীলন শুরু করবেন এ মাসের ২৯ অথবা ৩০ তারিখ। ক্যাম্পের খেলোয়াড় তালিকা চূড়ান্ত হবে ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ড শেষ হওয়ার পর। তবে ক্যাম্পের শুরু থেকেই হামজা ও শমিতকে পাচ্ছেন না কোচ কাবরেরা। এ্ মাসেই নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আসেননি দুই প্রবাসী বাংলাদেশী ফুটবলার।
আরও পড়ুন
পাকিস্তানী উইঙ্গারদের নিয়ে সতর্ক বাংলাদেশ |
![]() |
ইংল্যান্ডে হামজার ক্লাব লেস্টার সিটির ম্যাচ আছে ৪ অক্টোবর এবং শমিতের ক্লাব কাভালরি এফসির ম্যাচ আছে ৫ অক্টোবর। যে কারণে হামজা ক্যাম্পে যোগ দেবেন ৬ অক্টোবর ও শমিত ৭ অক্টোবর। আরেক প্রবাসী বাংলাদেশী ফুটবলার ফাহামিদুল ইসলামও খেলেননি নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে। ওই সময় অবশ্য অনূর্ধ্ব-২৩ দলের হয়ে এএফসি এশিয়ান কাপ বাছাই ম্যাচ খেলতে ভিয়েতনামে ছিলেন তিনি।
বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে তাকে প্রথম দিন থেকেই যোগ দিতে বলা হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) থেকে। তবে ক্লাবের সঙ্গে আলোচনা করে দুই-একদিনের মধ্যে ফাহামিদুল জানাবেন কবে আসতে পারবেন। সেভাবেই বাফুফে তার বিমানের টিকিট পাঠাবে বলে জানা গেছে।
আরও পড়ুন
বোয়েটেংয়ের হ্যাটট্রিকে জয় দিয়ে ফেডারেশন কাপ শুরু মোহামেডানের |
![]() |
এশিয়ান কাপ বাছাইয়ে দুই ম্যাচ খেলে ১ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। গত ২৫ মার্চ শিলংয়ে হামজার অভিষেকের ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। ঘরের মাঠে ১০ সিঙ্গাপুরের কাছে লাল-সবুজের পরাজয় ছিল ২-১ গোলে। হংকংয়ের ম্যাচের পর বাংলাদেশ পরের ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে ঢাকায় ১৮ নভেম্বর।
আগামী বছর ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে শেষ হবে বাংলাদেশের বাছাইয়ের মিশন। ’সি’ গ্রুপে দুই ম্যাচে ৪ পয়েন্ট পেয়ে শীর্ষে আছে সিঙ্গাপুর। সমান পয়েন্ট পেয়ে দুইয়ে হংকং। বাংলাদেশ ও ভারতের ১ পয়েন্ট করে। গোল গড়ে এগিয়ে থাকায় এই তালিকায় বাংলাদেশ আছে ৩ নম্বরে, চারে ভারত।
No posts available.
২৬ সেপ্টেম্বর ২০২৫, ৬:৩৫ পিএম
২৬ সেপ্টেম্বর ২০২৫, ৫:২৭ পিএম
চীনের হেনান প্রদেশের এক্সপেরিমেন্টাল হাই স্কুলকে ৪-০ গোলে হারিয়ে তিয়ানউ লিউফাং কাপের ফাইনালে ওঠেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) একাডেমি দল। শিরোপার মঞ্চে দেশের প্রতিনিধিদের প্রতিপক্ষ উহান অনুর্ধ্ব-১৭ দল। আগামীকাল বাংলাদেশ সময় দুপুর ১টা মাঠে গড়াবে এই ম্যাচ।
ম্যাচের প্রথমার্ধেই গোলের ঢেউয়ে চমক দেখিয়েছে বাংলাদেশের তরুণরা। ১৩ মিনিটে রায়হানুল ইসলাম রবিন, ১৭ মিনিটে তাহসান খাঁ, আর বিরতির আগে স্বপন হোসেন গোল করেন।
দ্বিতীয়ার্ধে মোহাম্মদ হেদায়েতুল্লাহ ব্যবধান ৪-০ করেন। বাকী সময়ে চীনের দল রক্ষণে মনোযোগী ছিল। ফলে ৪-০ গোলে শেষ হয় ম্যাচ।
চোটের মিছিল কেবলই দীর্ঘ হচ্ছে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি)। সদ্য বর্ষসেরা নির্বাচিত হওয়া ক্লাবটির ব্যালন ডি’অর জয়ী ওসমান দেম্বেলে ভুগছেন হ্যামস্ট্রিংয়ের চোটে। এ ছাড়া আক্রমণভাগে দেজিরে দুয়ে, ব্র্যাডলি বারকোলাও আছেন চোটে। এবার ফরাসি ক্লাবটির চোটের সবশেষ সংযোজন মার্কিনিয়োস।
আগামী ২ অক্টোবর চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার মুখোমুখি হবে পিএসজি। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে একের পর এক চোট কোচ লুইস এনরিকের কপালে চিন্তার ভাঁজই ফেলছে।
গত সোমবার মার্শেইয়ের বিপক্ষে ক্লাসিকো ম্যাচে অস্বস্তি নিয়েই খেলেছিলেন পিএসজির অধিনায়ক মার্কিনিয়োস। পরে স্ক্যানে দেখা যায়, বাঁ উরুর চোটে ভুগছেন এই ডিফেন্ডার। তাতে কয়েক সপ্তাহের জন্য তাকে মাঠের বাইরে থাকলে হবে বলে জানিয়েছে ফরাসি ক্লাবটি।
এর আগে ইউক্রেনের বিপক্ষে চোট পান দেম্বেলে। অক্টোবরে আন্তর্জাতিক বিরতির আগে এই ব্যালন ডি’অর জয়ী উইঙ্গারের ফেরার সম্ভাবনাও ক্ষীণ।
অনুশীলনে ফেরেননি দেম্বেলের আক্রমণভাগের সঙ্গী দেজিরে দুয়ে। এ ছাড়া পিএসজির মিডফিল্ডার নেভেসকে নিয়েও সংশয় রয়েছে। চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে আটালান্তার বিপক্ষে চোট পাওয়া এই পর্তূগিজ ফুটবলারের পূনর্বাসন প্রক্রিয়া চলছে। যদিও তাকে বার্সার বিপক্ষে ম্যাচ থেকে আনুষ্ঠানিকভাবে ছিটকে যাননি তিনি।
২০২৬ বিশ্বকাপ যতই ঘনিয়ে, নানা ইস্যুতে বাড়ছে আলোচনা। কোনো না কোনো খবর প্রায় প্রতিদিনই সংবাদের শিরোনাম। গত কয়েকদিন ইসরায়েলের অংশগ্রহণ নিয়ে পক্ষে-বিপক্ষে কথা হচ্ছে বেশ।
বিশ্বকাপে ইসরায়েলের নিষেধাজ্ঞা নিয়ে সরাসরি কথা বলেছে স্পেন। গাজায় গণহত্যাকারীদের বিশ্বমঞ্চে দেখতে চায় না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। যদিও ট্রাম্প প্রশাসন জানিয়েছে, তাদের মিত্রদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত এলে তা প্রতিহতের সর্বোচ্চ চেষ্টা করবে তারা।
বৃহস্পতিবার বিবিসি স্পোর্টকে দেওয়া ট্রাম্প প্রশাসনের এক মুখপাত্র বলেছেন,
‘‘ইসরায়েলের জাতীয় ফুটবল দলকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করার কোনো চেষ্টা যেন সফল না হয়, সে জন্য আমরা অবশ্যই কাজ করব।’’
আজ ট্রাম্প নিজেই কথা বলেছেন বিশ্বকাপ ইস্যুতে। ৪৮ দলের বিশ্বকাপের ম্যাচ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি যে-সব শহরকে অনিরাপদ মনে করবেন সেখান থেকে অন্যত্র সরিয়ে নেবে ম্যাচ।
বিশ্বকাপের ২৩তম আসরের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। আসরের ১০৪ ম্যাচের ৭৮টি হবে যুক্তরাষ্ট্র। দেশটির ১১টি শহর- আটলান্টা, বোস্টন, ডালাস, হিউস্টন, কানসাস সিটি, লস অ্যাঞ্জেলেস, মায়ামি, নিউইয়র্ক/নিউ জার্সি, ফিলাডেলফিয়া, সান ফ্রান্সিসকো এবং সিয়াটলে হবে ম্যাচগুলো। বিশেষত ফিফা ও আয়োজক শহর ভেন্যু বাছাইয়ের দায়িত্বে থাকেন। হুট করে ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্তে লজিস্টিক বা বাস্তবায়নজনিত চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে।
ট্রাম্পের এসব পরিবর্তন আনার ক্ষমতা আছে কি না, তা-ও স্পষ্ট নয়। তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং তিনি বিশ্বকাপ টাস্কফোর্সের প্রধান। ট্রাম্প বলেছেন,
‘বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্র নিরাপদ। তবে আমি যদি মনে করি কোনো শহর নিরাপদ নয়, তবে ভিন্ন শহরে ভেন্যু নেওয়ার চেষ্টা করবো। ’’
আজ ট্রাম্পকে বিশেষভাবে জিজ্ঞাসা করা হয়েছিল ডেমোক্র্যাটদের পরিচালিত শহর সিয়াটল ও সান ফ্রান্সিসকোতে ম্যাচ নিয়ে। উভয় শহরেই ছয়টি করে খেলা অনুষ্ঠিত হওয়ার কথা। ট্রাম্প বলেছেন,
‘‘বিশ্বকাপ কিংবা অলিম্পিক; যদি আমি মনে করি কোনো ভেন্যু অনিরাপদ। সেখানে খেলা হতে দেব না। আমরা সেটিকে কিছুটা এদিক-ওদিক সরিয়ে নেব।”
আগামী বছরের জুনে শুরু হবে বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। তার আগে ৩ ডিসেম্বর ওয়াশিংটন ডিসিতে গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হবে।
গাজায় চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল থেকে সাময়িক বহিষ্কারের বিষয়ে ভোটের দিকে এগোচ্ছে ইউরোপীয় ফুটবল সংস্থা (ইউয়েফা)। অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইউয়েফার একাধিক ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে।
২০ সদস্যের ইউয়েফা নির্বাহী কমিটির অধিকাংশ সদস্যই ইসরায়েলকে বহিষ্কারের প্রস্তাবের পক্ষে থাকতে পারেন বলে জানানো হয়েছে। প্রস্তাব পাস হলে ইউরোপিয়ান প্রতিযোগিতা এবং বিশ্বকাপে ইসরায়েলের জাতীয় ও ক্লাব দলগুলোর অংশগ্রহণ বন্ধ হয়ে যাবে। এ অবস্থায় বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েল পুরুষ দল আগামী সপ্তাহে নরওয়ে ও ইতালির বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে।
আরও পড়ুন
রিয়াল ছাড়বেন রুডিগার-আলাবা |
![]() |
এ ব্যাপারে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বিশ্বকাপ আয়োজনে মার্কিন সহায়তার বিষয়টি সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর এরই মধ্যে জানিয়েছে, তারা ইসরায়েলকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করার যেকোনো উদ্যোগের বিরোধিতা করবে।
সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার পরিষদের তদন্তে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ তোলা হয়েছে। এ প্রেক্ষিতে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজসহ ইউরোপের বিভিন্ন দেশের রাজনীতিক ও ফুটবল কর্মকর্তারা ইসরায়েলকে আন্তর্জাতিক ক্রীড়া থেকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ মানবাধিকার পরিষদের অধীনে কাজ করা সাতজন স্বাধীন বিশেষজ্ঞ ফিফা ও ইউয়েফাকে ইসরায়েলকে বহিষ্কারের আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন
অবসরের ঘোষণা দিলেন বুসকেটস |
![]() |
২০২২ সালে ইউক্রেন আক্রমণের কারণে রাশিয়াকে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন থেকে নিষিদ্ধ করা হয়েছিল। তখন ইউরোপের একাধিক দেশ রুশ দলের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানায়। তবে এখন পর্যন্ত কোনো দেশ ইসরায়েলের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নেয়নি।
তবে নরওয়ে ও ইতালির ফুটবল ফেডারেশন এই ইস্যুতে উদ্বেগ প্রকাশ করেছে। নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছে, ১১ অক্টোবর ইসরায়েলের বিপক্ষে ম্যাচ থেকে আয়কৃত অর্থ গাজায় মানবিক সহায়তার জন্য দান করা হবে 'ডক্টরস উইদাউট বর্ডারস' সংস্থাকে।
আরও পড়ুন
পিছিয়ে পড়েও দুর্দান্ত জয় বার্সেলোনার |
![]() |
ইসরায়েলের ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রী মিকি জোহার, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও ইসরায়েল ফুটবল ফেডারেশনের প্রধান মোশে জুয়ারেস ইউয়েফা থেকে বহিষ্কার ঠেকাতে সক্রিয়ভাবে কাজ করছেন বলে জানিয়েছে এপি।
আগামী সপ্তাহেই ফিফার ৩৭ সদস্যবিশিষ্ট কাউন্সিলের বৈঠক বসছে সুইজারল্যান্ডের জুরিখে। সেখানে ইউয়েফার আটজন প্রতিনিধি রয়েছেন। বৈঠকে ইসরায়েল ইস্যুতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আন্তেনিও রুডিগার ও ডেভিড আলাবা আগামী গ্রীষ্মে রিয়াল মাদ্রিদ ছাড়তে পারেন বলে জানিয়েছে ইএসপিএন। চলতি মৌসুম শেষেই তাঁদের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে।
৩২ বছর বয়সী জার্মান ডিফেন্ডার রুডিগারের নাম সৌদি প্রো লিগের সঙ্গে জড়িয়েছে, আর মাদ্রিদ যদি তাঁর চুক্তি নবায়ন না করে তবে তিনি ফ্রি ট্রান্সফারে ক্লাব ছাড়তে পারবেন। চোটপ্রবণ ও বয়স বিবেচনায় নতুন চুক্তি না হওয়ার সম্ভাবানাই বেশি বলে ধারণা করা হচ্ছে।
রুডিগারের তারকার মতো মৌসুম শেষে আলাবাও বিদায় নিতে পারেন। রুডিগার ও আলাবার ভবিষ্যৎ অনিশ্চিত হওয়ায়, রিয়াল মাদ্রিদ তাদের রক্ষণভাগ পুনর্গঠনের পরিকল্পনা নতুন করে ভাবছে। লস ব্লাঙ্কোস দীর্ঘমেয়াদি বিকল্প খুঁজছে এই দুই অভিজ্ঞ ডিফেন্ডারের জায়গায়।
আরও পড়ুন
অবসরের ঘোষণা দিলেন বুসকেটস |
![]() |
আর্সেনালের সেন্টার-ব্যাক উইলিয়াম সালিবার প্রতি মাদ্রিদের দীর্ঘদিনের আগ্রহ ছিল, তারা সর্বোচ্চ চেষ্টা করেছিল তাঁকে এমিরেটসে নতুন চুক্তি সই করতে দেরি করানোর জন্য। তবে এখন ধারণা করা হচ্ছে, এই ফরাসি ডিফেন্ডার গানারদের সঙ্গে দীর্ঘমেয়াদি নতুন চুক্তি করবেন, ফলে তাঁর ভবিষ্যৎ নিয়ে সব ধরনের জল্পনার ইতি ঘটছে।
সালিবা থেকে সরে গিয়ে মাদ্রিদের নজর এখন ইব্রাহিমা কনাতের দিকে। লিভারপুলের এই ডিফেন্ডার অনেক দিন ধরেই মাদ্রিদের রাডারে আছেন, তবে ক্লাবের ভেতরে তাঁকে নিয়ে মতবিরোধ আছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
কনাতে প্রিমিয়ার লিগে যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেছেন, আর ফ্রি ট্রান্সফারে তাঁকে দলে টানা গেলে সেটি হবে রিয়ালের বড় সাফল্য। তবে মাদ্রিদের ব্যবস্থাপনায় কেউ কেউ সতর্ক, তিনি আসলেই ক্লাবের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় মানানসই কি না। অন্যদিকে লিভারপুল কনাতেকে অ্যানফিল্ডে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে।
লিভারপুলের কাছে কনাতে এমন একটি বেতন প্যাকেজ চান, যা দলে তাঁর গুরুত্বকে প্রতিফলিত করবে। কিন্তু অ্যানফিল্ডের ক্লাবটি চায় তাঁর পুরস্কার পারফরম্যান্সের ওপর ভিত্তি করে হোক। এই অচলাবস্থার সুযোগ নিয়ে মাদ্রিদ ঝাঁপিয়ে পড়তে পারে, তবে তারা সব দিক বিবেচনা করছে।
এ ছাড়া কাস্তেলো লুকেবাও মাদ্রিদের নজরে আছেন, যদিও তাঁকে পেতে খরচ হবে অনেক, কারণ আরবি লাইপজিগের সঙ্গে তাঁর চুক্তি শেষ হতে এখনো চার বছর বাকি।