‘ব্যাটল অব স্পিন’-এ রূপ নিয়েছে লাহোর টেস্ট। ম্যাচের বর্তমান চিত্র বলছে, চতুর্থ দিনেই ফল জানা যাবে। বিশেষ করে দুই দলের স্পিনাররা যেভাবে প্রতিপক্ষকে নাচিয়ে ছাড়ছে, তা উপভোগ্যের চেয়েও বেশি বিষাদের। আর চেনা মাঠে পাকিস্তানের এই দুর্দশা দেখে বেশ বিরক্ত দলটির প্রধান কোচ আজহার মাহমুদ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে এক পর্যায়ে পাকিস্তানের স্কোর ছিল ৫ উইকেটে ১৫০ রান। সেখান থেকে ১৭ রান যোগ করতেই বাকি ৬ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক পেসার ও বর্তমান কোচ আজহার মাহমুদ।
আজ (তৃতীয় দিন) দিন শেষে তিনি বলেন, ‘আমরা ৪ উইকেটে ১৫০ রানে ছিলাম। সেখান থেকে মাত্র ১৭ রান যোগ করতেই ৬ উইকেট হারিয়ে ফেলি। কাউকে দোষ দেওয়ার কিছু নেই, দায় শুধু আমাদের শট নির্বাচন আর সিদ্ধান্ত গ্রহণে।’
আজহার আরও বলেন, ‘এটা একেবারে সোজা হিসাব— ১৭ রানে ৬ উইকেট হারানো কখনোই আদর্শ হতে পারে না। পিচ বল ঘুরাচ্ছিল ঠিকই, কিন্তু আউট হওয়াটা ব্যাটসম্যানদের ভুলেই হয়েছে, পিচের কারণে নয়। আমাদের শট সিলেকশন মোটেও ভালো ছিল না। এ দিক থেকে আরও উন্নতি করতে হবে। যদি আমাদের এমন পিচে খেলতে হয়, তবে ধৈর্য নিয়ে ব্যাটিং করতে হবে।’
প্রথম ইনিংসে পাকিস্তানের তিন ব্যাটার কোনো রান না করেই সাজঘরে ফেরেন এটিও কোচের হতাশার বড় কারণ। এ নিয়ে তিনি বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে আমরা ব্যবহৃত পিচে খেলেছি। এমন পিচে যদি তুমি ভালো ব্যাটিং করো, তাহলে টিকে থাকা সহজ হয়ে যায়। প্রথম ইনিংসে আমাদের ব্যাটাররা ভালো শুরু পেলেও সেটা ৫০ বা ১০০ রানে পরিণত করতে পারেনি। দ্বিতীয় ইনিংসে শফিক আব্দুল্লাহ (৪১) ও বাবর আজম (৪২) রান করেছে, কিন্তু কেউই সেটিকে বড় ইনিংসে রূপ দিতে পারেনি।’
আজহার স্বীকার করেছেন, এমন পিচে রান করাটা কঠিন। তবে তিনি বলেন, ‘হ্যাঁ, এটা সহজ নয়। তবে আমাদের বিভিন্ন ধরনের শটে পারদর্শী হতে হবে। মিডল অর্ডার ও লোয়ার অর্ডারের ব্যাটাররা চেষ্টা করেছে, কিন্তু পেসারদের সামলাতে পারেনি। আমাদের উচিত ছিল পুরো সেশন ব্যাটিং করা, কিন্তু সেটা সম্ভব হয়নি। আমরা ভুল করেছি। ভবিষ্যতে এই দিকটায় নজর দিতে হবে।’
শেষে টেস্ট ক্রিকেটে গুরুত্বপূর্ণ মুহূর্তে ব্যাটসম্যানদের মনোযোগ হারানো নিয়েও মন্তব্য করেন তিনি:
‘টেস্টে আপনি বুঝতে পারেন, কখন আপনি সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকেন— সেটা সাধারণত সেশন শেষ হওয়ার সময়। সৌদ শাকিল টি-ব্রেকের ঠিক আগে যে অপ্রয়োজনীয় লফটেড শটটা খেলেছে, সেটা ওকে অযথা চাপে ফেলেছে। টি-ব্রেকের পরপরই রিজওয়ান আউট হয়ে যায়। এরপর আমরা শাহিনকে (শাহিন আফ্রিদি) পাঠাই।’
No posts available.
১৫ অক্টোবর ২০২৫, ৮:০০ পিএম
বাংলাদেশের বিপক্ষে ম্যাচে আচরণবিধি ভেঙে জরিমানা গুণতে হচ্ছে আফগানিস্তানের ওপেনার ইব্রাহিম জাদরানকে। তাকে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সঙ্গে নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। গত দুই বছরে এটাই তার প্রথম শাস্তি।
মঙ্গলবার বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের তৃতীয় ওয়ানডেতে এ ঘটনা ঘটে। আফগানিস্তানের ইনিংসের ৩৭তম ওভারে আউট হয়ে ড্রেসিংরুমে ফেরার পথে ব্যাট দিয়ে সরঞ্জামে আঘাত করেন ইব্রাহিম। এটিকে মাঠ সংশ্লিষ্ট সরঞ্জাম অপব্যবহার হিসেবে গণ্য করেছে আইসিসি।
আইসিসির আচরণবিধির ২.২ ধারা অনুযায়ী, লেভেল ১ পর্যায়ের অপরাধ করেছেন ইব্রাহিম। এটি আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন ক্রিকেট বা মাঠ সংশ্লিষ্ট যেকোনো সরঞ্জামে অপ্রয়োজনীয় ও আগ্রাসী ব্যবহার নির্দেশ করে। এই ধরনের অপরাধের শাস্তি হিসেবে খেলোয়াড়কে সতর্কবার্তা, ম্যাচ ফি’র সর্বোচ্চ ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুই ডিমেরিট পয়েন্ট দেওয়া হতে পারে।
ম্যাচ রেফারি গ্রায়েম লা ব্রয়ের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন ইব্রাহিম। তাই আলাদা শুনানির প্রয়োজন হয়নি। অভিযোগটি করেছেন অন-ফিল্ড আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টক ও আহমাদ দুররানী, তৃতীয় আম্পায়ার আকবর আলী এবং চতুর্থ আম্পায়ার ইজাতুল্লাহ সাফি।
ওয়ানডে সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশে বড় ভূমিকা রেখেছেন রশিদ খান। তিন ম্যাচে মোট ১১ উইকেট নিয়েছেন বিশ্বসেরা এই লেগ স্পিনার। মেহেদী হাসান মিরাজদের ৩-০ ব্যবধানে হারানোর সিরিজে প্রথম ওয়ানডেতে ৩৮ রানে ৩, দ্বিতীয় ওয়ানডেতে ১৭ রানে ৫ এবং তৃতীয় ওয়ানডেতে ১২ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি।
বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষ হলেও বিশ্রামের সুযোগ পাচ্ছে না আফগানিস্তান। ২০ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলবে তারা। সেই ম্যাচে বিশ্রামে থাকবেন রশিদ খান। তবে পরবর্তী তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দিয়ে ফিরবেন এই তারকা বোলার। টেস্টে আফগানিস্তানের নেতৃত্ব দেবেন হাশমতুল্লাহ শহীদি।
আফগানদের টেস্ট দলে সুযোগ পেয়েছেন বেশ কয়েকজন নতুন মুখ। ঘরোয়া ক্রিকেটে নজরকাড়া পারফরম্যান্সের সুবাদে ডানহাতি পেসার জিয়াউর রহমান, বাঁহাতি স্পিনার শরাফউদ্দিন আশরাফ এবং লেগ স্পিনার খালিল গুরবাজ দলে ডাক পেয়েছেন। বাঁহাতি অলরাউন্ডার শহিদুল্লাহ আছেন দুই সংস্করণেই।
আরও পড়ুন
‘ইচ্ছে করে কেউ খারাপ খেলে না’ |
![]() |
টেস্ট দলে রয়েছেন রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, বাহির শাহ, উইকেটরক্ষক আফসার জাজাই ও ইকরাম আলিখিল। টি-টোয়েন্টিতে রশিদের ডেপুটি থাকবেন ইব্রাহিম জাদরান। দলে ফিরেছেন ইজাজ আহমাদ আহমদজাই। সঙ্গে আছেন অভিজ্ঞ মোহাম্মদ নবী, মুজিব উর রহমান, আজমতুল্লাহ ওমরজাই, নূর আহমদ ও পেসার ফারিদ মালিক।
২০ অক্টোবর শুরু হওয়া সফর চলবে ২ নভেম্বর পর্যন্ত। সফরে একটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে, সবগুলোই হারারেতে।
আফগানিস্তান টেস্ট দল:
হাশমতুল্লাহ শহীদি (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, আফসার জাজাই (উইকেটকিপার), ইকরাম আলিখিল (উইকেটকিপার), বাহির শাহ, শহিদুল্লাহ, ইসমত আলম, শরাফউদ্দিন আশরাফ, জিয়াউর রহমান আকবর, ইয়ামিন আহমদজাই, জিয়া উর রহমান শরিফি, খালিল গুরবাজ, বাশির আহমদ।
রিজার্ভ: ইব্রাহিম আবদুর রহিমজাই, সিদিকুল্লাহ আতাল, শামস উর রহমান।
টি-টোয়েন্টি দল:
রশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান (সহ-অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সিদিকুল্লাহ আতাল, দারউইশ রাসুলি, শহিদুল্লাহ, ইজাজ আহমাদ আহমদজাই, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, শরাফউদ্দিন আশরাফ, নূর আহমদ, মুজিব উর রহমান, বাশির আহমদ, ফারিদ মালিক, আবদুল্লাহ আহমদজাই।
রিজার্ভ: এ.এম. ঘজনফার, ফরিদুন দাউদজাই।
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৭তম আসরে অষ্টম দল হিসেবে অংশ নেবে ময়মনসিংহ বিভাগ। দশ বছর আগে অষ্টম বিভাগের মর্যাদা পেলেও প্রথম শ্রেণির ক্রিকেটে সুযোগ পাচ্ছিল না তারা। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল এবার।
আজ এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, ময়মনসিংহকে নিয়েই চার দিনের এনসিএল লিগ শুরু হবে।
ময়মনসিংহের অংশগ্রহণে বাদ পড়েছে ঢাকা মেট্রো। গত ৯ আগস্টের বোর্ড সভায় বিষয়টি চূড়ান্ত হলেও ঢাকা মেট্রোর আপত্তিতে তা ঝুলে ছিল। ফলে নতুন আসরে কোন দল খেলবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। অবশেষে সেই শঙ্কার অবসান ঘটল আজ।
৮ দলের টুর্নামেন্টটি শুরু হবে আগামী ২৫ অক্টোবর। ২৭তম আসরের আরেকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে—এবার ম্যাচগুলো দুই ধরনের বলে অনুষ্ঠিত হবে। প্রথম দুই রাউন্ড হবে কোকাবুরা বলে, আর বাকি রাউন্ডগুলো ডিউক বলে। আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নারী বিশ্বকাপে বাংলাদেশের পথচলায় মধুর চেয়ে অম্লের হারটাই বেশি। এ নিয়ে তিন হারের বিপরীতে এক জয় নিগার সুলতানাদের। শেষ চারের আশা বাঁচিয়ে রাখতে সামনের ম্যাচগুলোতে জয় আবশ্যক লাল-সবুজ দলের।
বিশাখাপত্তনমে আগামীকাল বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবেন নিগার সুলতানারা। অতীত মুখোমুখি রেকর্ড ও ধারে-ভারে অজি মেয়েরা এগিয়ে থাকায় বাংলাদেশকে কঠিন পরীক্ষায় পড়তে হতে পারে কাল।
ওয়ানডে ফরম্যাটে অজিদের বিপক্ষে জয় অধরাই রয়ে গেছে বাংলাদেশের, তারপরও আশার বাণী শুনিয়েছেন সোবহানা মোস্তারি। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন দল, তাদের সঙ্গে আমাদের ভালো খেলার ইচ্ছা সবসময় থাকে। আমরা সবসময় মাঠে নামি লড়াই করার জন্য, জেতার জন্য। কখনো শুধু ভালো খেলব— এইভাবে নামি না।’
আরও পড়ুন
ভারতকে আইসিসির জরিমানা |
![]() |
গত ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কূলে গিয়ে তরী ডুবেছে বাংলাদেশের। ম্যাচ শেষে হৃদয়বিদারক পরিস্থিতি তৈরি হয়। অধিনায়ক নিগার জানিয়েছিলেন, হারের পর ড্রেসিংরুমে কান্নায় ভেঙে পড়েন মেয়েরা। সেখান থেকে দল কীভাবে মোটিভেটেড হলো?
মোস্তারি বলেন, ‘আসলে খারাপ লাগার ব্যাপারগুলো অনেক ছিল গত ম্যাচে। তারপরও অনেক কিছু ভালো আছে, যেগুলো নিয়ে ম্যাচ শেষ হওয়ার পর আমরা কথা বলেছি। আমাদের ক্যাপ্টেন, আমাদের টিম ম্যানেজমেন্ট আমাদের উৎসাহ দিয়েছে যে, আমরা অনেক ভালো চেষ্টা করেছি। যে ভালো দিকগুলো আছে, সেগুলো নিয়ে কালকের ম্যাচে অবশ্যই নামব।’
অস্ট্রেলিয়া নামেই নয়, দল হিসেবেও শক্তিশালী। এমন দলকে মোকাবিলা করতে দরকার অভিজ্ঞতা, অথচ নারী দলের বেশির ভাগই তরুণ খেলোয়াড়।
মোস্তারি বলেন, ‘শেষ চার বছর ধরে আমরা প্রায় একই দল নিয়ে খেলছি। এই সময়ে অনেক বড় দলের সঙ্গে সিরিজ খেলেছি— আমাদের ঘরে ও বাইরে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়াও ছিল আমাদের হোমে। একই দল নিয়েই আমরা খেলব। এক-দুটি পরিবর্তন হতে পারে, কিন্তু মূল দল একই থাকবে।’
তিনি আরও যোগ করেন, ‘ছোটরা হয়তো অনেক বেশি কিছু ভাবেনা। তারা তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করে। যেমন স্বর্ণাকে শেষ ম্যাচে দেখেছেন— ওর খেলা ও প্র্যাকটিস ঠিক যেমন, সেটাই ও দেখানোর চেষ্টা করেছে। সে দেখিয়েছে সে আসলে কী ধরনের খেলোয়াড়। আগেরবার যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছিল, হয়তো সফল হয়নি। কিন্তু শেষ ম্যাচে সে দেখিয়েছে সে কী করতে পারে।’
স্লো ওভার রেটের কারণে ম্যাচ ফি’র ৫ শতাংশ জরিমানা করা হয়েছে ভারতকে। নারী ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় নেওয়ায় জরিমানা গুনতে হচ্ছে হরমনপ্রীত কৌরের দলকে।
গত রোববারের ম্যাচে ভারতের বিপক্ষে নারী ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয় ছিনিয়ে নেয় অস্ট্রেলিয়া। ভারতের ৩৩১ রানের লক্ষ্য এক ওভার ও তিন উইকেট হাতে রেখে তাড়া করে অজিরা।
আরও পড়ুন
বাবর-রিজওয়ানদের ওপর চটলেন কোচ |
![]() |
সেই ম্যাচে নির্ধারিত সময় অনুযায়ী এক ওভার কম বোলিং করে ভারত। অভিযোগ তোলেন অন-ফিল্ড আম্পায়ার সু রেডফার্ন ও নিমালি পেরেরা, তৃতীয় আম্পায়ার কিম কটন এবং চতুর্থ আম্পায়ার জ্যাকুলিন উইলিয়ামস।
আইসিসি আচরণবিধির ধারা ২.২২ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে বল করতে ব্যর্থ হলে দলের খেলোয়াড়দের প্রতি ওভারের জন্য ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়।
ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর দোষ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন। ফলে আইসিসির এলিট প্যানেলের রেফারি মিচেল পেরেইরা কোনো আনুষ্ঠানিক শুনানি ছাড়াই শাস্তি আরোপ করেন।