২০২৪-২৫ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা বিদায় নেয় নাটকীয় এক ম্যাচে। সেমিফাইনালের দ্বিতীয় লেগে ইন্টার মিলানের বিপক্ষে ৪-৩ গোলে হেরে যায় বার্সা।
কাতালান ক্লাবটির হতাশার ওই ম্যাচে রেফারির সিদ্ধান্তে ক্ষোভে ঝেড়ে এক নিষিদ্ধের শাস্তি পান হ্যান্সি ফ্লিক ও তার সহকারী কোচ মার্কাস সগ। তবে উয়েফার সেই শাস্তির বিরুদ্ধে আপিল করে সফল হয়েছে বার্সেলোনা।
স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, বার্সার কোচ হ্যান্সি ফ্লিক ও তার সহকারী মার্কাস সর্গের ওপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়া হয়েছে। তাতে নতুন মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে নিউক্যাসলের বিপক্ষে ডাগ-আউট থাকতে আর কোনো বাধা নেই ফ্লিক ও তার সহকারীর।
আরও পড়ুন
‘তারা আমাকে একটি ঘরে আটকে রাখে’ দুঃসহ স্মৃতি নিয়ে ইয়ামাল |
![]() |
অবশ্য ফ্লিক ও তার সহকারী সর্গ এক বছরের নজরদারীর মধ্যে থাকবেন । এই সময়ের মধ্যে আচরণবিধি ভাঙলে তাদের ওপর স্থগিত শাস্তির পাশাপাশি নতুন শাস্তিও যোগ হবে।
আগামী ১৯ সেপ্টেম্বর নিউক্যাসলের মাঠে সেন্ট জ্যামস পার্কে ২০২৫-২৬ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের অভিযান করবে বার্সা।
আন্তর্জাতিক বিরতি শেষে সোমবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে ফিরছে বার্সা। ৩ ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে আছে লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
No posts available.
১২ সেপ্টেম্বর ২০২৫, ৮:২৯ পিএম
১২ সেপ্টেম্বর ২০২৫, ৮:২১ পিএম
১২ সেপ্টেম্বর ২০২৫, ৭:৫১ পিএম
১১ সেপ্টেম্বর ২০২৫, ৮:৫৭ পিএম
মেয়েদের বয়সভিত্তিত দলকে একাধিক ট্রফি জেতানোর পর ২০২৪ সালে প্রথমবার সিনিয়র দলের সাফ শিরোপা জয়েও কোচ হিসেবে অবদান রাখেন গোলাম রব্বানী ছোটন। কিন্তু বয়সভিত্তিক পুরুষ দলের দায়িত্ব নেওয়ার পর এখনও চ্যাম্পিয়নের স্বাদ পাননি ৫৭ বছর বয়সি এই কোচ।
অবশ্য পুরুষ দলের কোচ হয়ে কেবল একটা সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন ছোটন। এ বছর অনূর্ধ্ব-১৯ সাফে প্রথমবার কোচ হয়ে পুরুষ দলের বাংলাদেশের ডাগআউটে দাড়ান। আসরে ভারতের কাছে হেরে রানার্সআপ হয়ে দেশে ফেরে তার দল।
আরও পড়ুন
‘তারা আমাকে একটি ঘরে আটকে রাখে’ দুঃসহ স্মৃতি নিয়ে ইয়ামাল |
![]() |
আরেকটি সাফে (অনূর্ধ্ব-১৭) অংশ নিতে আগামীকাল ঢাকা ছাড়বে বাংলাদেশ। এবার দলকে শিরোপা জেতাতে চান হেড কোচ ছোটন। সেই সঙ্গে পুরুষ দলের কোচ হয়ে নিজের নামের পাশে দেখতে চান ট্রফি। শ্রীলঙ্কার উদ্দেশ্য দেশ ছাড়ার আগে আজ শুক্রবার ছিল দলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। সেখানেই ছোটন বলেছেন মেয়েদের মতো ছেলেদের দলকে সময় দিলে তারা চ্যাম্পিয়ন হবে।
ছোটন বলেন,
'নারী দল খেলতে খেলতে এখানে এসেছে। একসময় তারা খুব বাজেভাবে হারত, সেটা আমরা মেনে নিতাম, তাদের সময় দিয়েছি। এখন তারা সফল হচ্ছে। ছেলেরাও সময় দিলে সফল হবে। ফয়সালদের ধন্যবাদ দিতে হবে তারা ৯০ মিনিট লড়াই করার মানসিকতা রাখে।'
আরও পড়ুন
ফ্রি’তেই ওনানাকে তুর্কি ক্লাবে পাঠিয়ে দিল ইউনাইটেড |
![]() |
বয়সভিত্তিক নারী দলের সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপ ভাল যায়নি। ভুটানে অনূর্ধ্ব-১৭ সাফে রানার্সআপ হয় মাহবুবুর রহমান লিটুর দল। সেটা বাদ দিলে সাফের বেশ কয়েকটি আসরের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।
শ্রীলঙ্কায় এবার নাজমুল হুদা ফয়সালরা চ্যাম্পিয়ন হতে পারবে বলে মনে করেন কোচ ছোটন,
'খেলোয়াড়েরাও তাতের সেরাটা দিতে চায়। আমরা টুর্নামেন্ট জিততে যাবো। তার চেয়েও বেশি চাওয়া খেলোয়াড়দের উন্নতি করা।'
আরও পড়ুন
ইংলিশ লিগে দল পেলেন ছেলে, উচ্ছ্বসিত রোনালদিনহো |
![]() |
সাফে বাংলাদেশ পড়েছে 'এ' গ্রুপে। স্বাগতিক শ্রীলঙ্কা ছাড়া গ্রুপের অন্য প্রতিপক্ষ নেপাল। লাল সবুজের প্রথম ম্যাচ ১৮ সেপ্টেম্বর, নেপালের বিপক্ষে।
এই প্রতিযোগিতাকর গুরুত্ব দিয়ে প্রায় ৭ সপ্তাহের নিবিড় অনুশীলন করে দল। ক্যাম্প হয় যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে। যে কারণে দলের কম্বিনেশন দারুণ হয়েছে বলে মনে করেন ছোটন।
এছাড়া এ বছরই ভারতের অরুনাচলে অনূর্ধ্ব-১৯ সাফের ফাইনালে ভারতের কাছে হেরে রানার্সআপ হয় বাংলাদেশ। সেই দলের পাঁচজন খেলোয়াড়— নাজমুল হুদা ফয়সাল, কামাল মৃধা, রিফাত কাজী, মোহাম্মদ মানিক এবং আশিকরা আছেন এই দলে।
ওই টুর্নামেন্টের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার আরও ভাল কিছুর প্রত্যাশা ছোটনের,
'সেখানে আমরা রানার্সআপ হলেও ছেলেরা ভাল খেলেছে। সেই দলের পাঁচজন পাঁচজন খেলোয়াড়ও আছে এই দলে। তাছাড়া এই দলটার ১৪ জন খেলোয়াড় বিকেএসপির হয়ে জাপানে একটি টুর্নামেন্টে অংশ নেয়। অবশ্যই এই দলটা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী।'
আরও পড়ুন
পর্তুগালে ‘সর্বকালের সেরা’ পুরস্কার পেলেন রোনালদো |
![]() |
প্রতিযোগিতায় ম্যাচ বাই ম্যাচ ধরে এগুতে চান এবং শিরোপা জিতেই দেশে ফিরতে আত্মবিশ্বাসী ছোটন বলেন,
'গ্রুপের তিনটা দলই শক্তিশালী। এখানে প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। আমরা ম্যাচ বাই ম্যাচ ধরে ফাইনাল খেলতে চাই এবং চ্যাম্পিয়ন হতে চাই।'
২৩ সদস্যের বাংলাদেশ দল:
আলিফ রহমান ইমতিয়াজ, তাসিন সাহেব, চন্দ্র সাহা, সাব্বির ইসলাম ও ইহসান হাবিব রিদুওয়ান, আজম খান, একরামুল ইসলাম, কামাল মৃধা, অপু রহমান, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ মানিক, নাজমুল হুদা ফয়সাল, রুহুল আমিন আকাশ, মহিন আহমেদ, আকাশ আহমেদ, তারেক হোসেন, আশিক, বাইজিদ বোস্তামী, মোহাম্মদ আকাশ আহমেদ, শাহাদাত হোসেন, রিফাত কাজী, মোহাম্মদ রাজ এবং মাহিন মিয়া সজীব।
বর্তমানে সেরা ফুটবলারদের সংক্ষিপ্ত তালিকায় লামিনে ইয়ামালের নাম ওপরের দিকেই থাকবে। ক্লাব আর জাতীয় দলে সমানতালে নিয়মিত বিস্ময় উপহার দিয়ে যাচ্ছেন সদ্য আঠারোতে পা রাখা উইঙ্গার।
ক্যারিয়ারে সংক্ষিপ্ত এই সময়ে এখনো পর্যন্ত কঠিন কোনো পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি ইয়ামালকে। মাঠে পারফরম্যান্সের গ্রাফটা এখনো উর্ধ্বমুখী আছে স্প্যানিশ তারকার। তবে মাঠের বাইরে এই ফুটবলারের জীবনে ঘটেছিল ভয়ংকর এক ঘটনা। সেই অভিজ্ঞতার কথা মনে হলে এখনো গা শিউরে উঠে ইয়ামালের।
আরও পড়ুন
ফ্রি’তেই ওনানাকে তুর্কি ক্লাবে পাঠিয়ে দিল ইউনাইটেড |
![]() |
২০২৪ সালের আগস্টে ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হয়েছিলেন ইয়ামালের বাবা মুনির নাসরাউই। নিরাপত্তার কথা চিন্তা করে সেই মূহূর্তে ঘটনাস্থলে ইয়ামাল যাতে পৌঁছাতে না পারে, সে জন্য পরিবারের লোকজন নাকি তাকে ঘরে আটকে রাখে।
‘রেনোনানসিয়া দে কোরাজোনে’ পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে জীবনের কালো সেই দিনের কথা বলেন ইয়ামাল। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করা হয়েছিল। সন্ত্রাসীদের ছুরির আঘাতে গুরুতর আহত হন ইয়ামলের বাবা মুনির।
স্পেনের মাতারোতে হওয়া ওই ঘটনার সূত্রপাত একটি তর্ক-বিতর্ক থেকে। ছুরির আঘাতে তিনদিন চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পান মুনির। আর এরপরই বার্সেলোনার হয়ে মাঠে নেমে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়ে এক অ্যাসিস্ট করেন ইয়ামাল।
আরও পড়ুন
ইংলিশ লিগে দল পেলেন ছেলে, উচ্ছ্বসিত রোনালদিনহো |
![]() |
ভয়ংকর সেই অভিজ্ঞতা স্মরণ করে ইয়ামাল বলেন,
‘আমি তখন আমার কাজিন মোহার সঙ্গে গাড়িতে বসেছিলাম । গাড়িতে কারপ্লে চালু ছিল। তখন আমার আরেক কাজিন, যে মরক্কোতে ছিল, ফোন দিল। সে প্রথমেই আমাকে জিজ্ঞেস করল—‘তুমি একা আছো?’ এরপর ঘটনাটা বলতে শুরু করল। এরই মধ্যে আরও কয়েকটা ফোন আসতে লাগল। তখন আমার বয়স মাত্র ১৬।’
বাবা আক্রমণের স্বীকার হয়েছে শুনেই ঘটনাস্থলে যেতে চেয়েছিলেন ইয়ামাল। তবে বিপদের আশঙ্কায় ইয়ামালকে একটি ঘরে আটকে রাখে তার পরিবার,
‘আমি গাড়ি থেকে নেমে সরাসরি ট্রেন স্টেশনের দিকে ছুটলাম মাতারো যাওয়ার জন্য। কল্পনা করুন, একজন শিশু মাত্র জানতে পারল তার বাবাকে ছুরি মারা হয়েছে! আমি ট্রেনে উঠতে যাচ্ছিলাম, কিন্তু আমার কাজিন আমাকে যেতে দিল না। আমি তাকে বলেছিলাম, “আমাকে মাতারো নিয়ে চলো, না হলে আর কখনো তোমার সঙ্গে কথা বলব না।” তবুও তারা যেতে দিল না। তারা আমাকে ঘরে আটকে রাখল, আমি বেরোনোর চেষ্টা করলাম।’
আরও পড়ুন
টানা দুই হ্যাটট্রিকে ভুটান লিগে উজ্জ্বল শামসুন্নাহার |
![]() |
পরিবারের সঙ্গে ঘটে যাওয়া সেই ভয়াবহ ঘটনার পরদিনই অনুশীলনে যেতে হয়েছিল ইয়ামালকে। তবে হাসপাতালে বাবাকে দেখে কিছুটা স্বস্তি পান তিনি,
‘সময়টা খুব কঠিন ছিল। পরের দিন আবার আমার অনুশীলন ছিল। এরই মধ্যে বাবা ফোন দিলেন—বললেন তিনি ভালো আছেন, শান্ত থাকতে। আমি পরের দিন হাসপাতালে গিয়ে বাবার সঙ্গে দেখা করলাম। তখন সবকিছু ধীরে ধীরে শান্ত হয়ে এল।’
সবশেষে একজন পুত্র হিসেবে ঘরে ফিরে পরিবারকে সুস্থ দেখাটাই সবচেয়ে বড় বিষয় বলে মনে করেন ইয়ামাল,
‘আজ আমি আমার বাবা আর দাদিকে তাদের ঘরে শান্তিতে বসে থাকতে দেখি। এটাই তো একজন সন্তানের সবচেয়ে বড় চাওয়া।’
যা ছিল কেবল সময়ের অপেক্ষা, সেটাই অবশেষে ঘটল। আন্দ্রে ওনানার সঙ্গে অধ্যায়ের ইতি টানল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে বিক্রি নয়, বা বড় অঙ্কের কোনো চুক্তিও নয়— তুরস্কের ক্লাব ট্রাবজানস্পরে ‘ফ্রিতে’ ধারে পাঠানো হয়েছে ক্যামেরুনের এই গোলকিপারকে।
২৯ বছর বয়সী ওনানার এই দলবদল তেমন কোনো আর্থিক চুক্তির ভিত্তিতে হয়নি। যুক্তরাজ্যের সংবাদমাধ্যমের প্রতিবদে , এই ধারে ইউনাইটেড কোনো ফি পাচ্ছে না, এমনকি ওনানার বেতনও পুরোটা দিচ্ছে ট্রাবজানস্পর। তার চেয়েও বড় কথা— এই চুক্তিতে স্থায়ীভাবে কিনে নেওয়ার কোনো বাধ্যবাধকতাও নেই। এ যেন ইউনাইটেডের পক্ষ থেকে ‘ভবিষ্যতের দরজা বন্ধ করে’ দেওয়া এক সিদ্ধান্ত!
আরও পড়ুন
ইংলিশ লিগে দল পেলেন ছেলে, উচ্ছ্বসিত রোনালদিনহো |
![]() |
সাম্প্রতিক সময়ে ইউনাইটেডে গোলকিপার বাড়তে বাড়তে দাঁড়িয়েছে চারজনে— আলতাই বায়িন্দির, টম হিটন, নতুন আসা সানে লমেন্স এবং ওনানা। লমেন্স আসার পরই ওনানার ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন ছড়ায়। যদিও ক্লাব চারজনকেই রেখে দিতে চাইছিল, তবে নিজে থেকেই অন্য পথ বেছে নেন ওনানা।
২০২৩ সালে ৪ কোটি ৭২ লাখ পাউন্ডে এসি মিলান থেকে ইউনাইটেডে যোগ দেন ওনানা, কোচ এরিক টেন হাগের পছন্দে। আয়াক্সে কোচ-শিষ্য হিসেবে দুজনের সম্পর্ক ছিল চমৎকার। কিন্তু ইউনাইটেডে আসার পর থেকেই ওনানার পারফরম্যান্স ঘিরে চলছিল সমালোচনা।
গত মৌসুমে দলের প্রথম পছন্দ হলেও তার একের পর এক ভুল ইউনাইটেডের ব্যর্থতায় বড় ভূমিকা রাখে। এবারও প্রাক-মৌসুম ম্যাচে ছিলেন না চোটের কারণে। তার একমাত্র ম্যাচ ছিল লিগ কাপে—সেই ম্যাচেই টাইব্রেকারে গ্রিমসবির কাছে হেরে যায় ইউনাইটেড। ভুলের দায় তখনও ছিল ওনানার কাঁধে। এরপর মূল একাদশে ওনানার ফেরার সম্ভাবনা বলতে গেলে ছিল না বললেই চলে।
আরও পড়ুন
টানা দুই হ্যাটট্রিকে ভুটান লিগে উজ্জ্বল শামসুন্নাহার |
![]() |
আন্তর্জাতিক বিরতির সময় ক্যামেরুন জাতীয় দলের সঙ্গে ছিলেন ওনানা। সেখান থেকে ফিরে এবার তুর্কি লিগে নামবেন নতুন ক্লাবের জার্সিতে। আগামী পরশু তাঁর অভিষেক হতে পারে ট্রাবজানস্পরের হয়ে। কাকতালীয়ভাবে, ঠিক সেদিনই মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড— প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি।
বায়িন্দির, হিটন ও লমেন্সকে নিয়ে আপাতত তিন গোলকিপারে আস্থা রাখছে ইউনাইটেড। তবে অনেকেই বলছেন, এভাবে ‘কাড়ি কাড়ি টাকায়’ কেনা একজন গোলকিপারকে এক মৌসুমেই ছেঁটে ফেলা—এ যেন ইউনাইটেডের স্কাউটিং ও ট্রান্সফার নীতির আরেকটি ব্যর্থ দৃষ্টান্ত।
বাবা ফুটবল কিংবদন্তি। তাঁর পথ ধরে ছেলে অনেক আগেই এই পথে পা রাখেন। তবে বাবা রোনালদিনহোর মতো আলোচনায় ছিলেন না হোয়াও মেন্ডেস। অবশেষে পেশাদার ফুটবলের অধ্যায় শুরু হচ্ছে তাঁরও। ইংলিশ চ্যাম্পিয়নশিপ ক্লাব হাল সিটি এক বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে মেন্ডেসকে।
ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোতে ফুটবলের হাতেখড়ি। তারপর বার্সেলোনা, বার্নলি, হাল সিটির বয়সভিত্তিক দলেও খেলেছেন। ২০২৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে এক ট্রায়ালে নজর কাড়েন মেন্ডেস। তখন তাঁকে দলে ভেড়ায় বার্সেলোনার যুব একাডেমি লা মাসিয়া। কিন্তু মাত্র দেড় বছরের মাথায় ২০২৪ সালে মেন্ডেসকে ছেড়ে দেয় কাতালানরা। তারপর ইংল্যান্ডে পাড়ি জমান তিনি।
পেশাদার পর্যায়ে অভিষেক হয়নি, তবে ইংল্যান্ডে বার্নলির অনূর্ধ্ব-২১ দলে খেলার অভিজ্ঞতা আছে মেন্ডেসের। সেখান থেকে এবার হাল সিটিতে নতুন অধ্যায় শুরু করবেন এই উইঙ্গার।
হাল সিটিতে যোগ দিয়ে উচ্ছ্বসিত মেন্ডেস বলেন, ‘আমি সত্যিই অনেক খুশি এবং রোমাঞ্চিত। আমার বিশ্বাস একটি ভালো মৌসুম কাটাতে পারব। ডানপ্রান্তে উইঙ্গার বা আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে খেলি। ব্রাজিলে এক ধরনের খেলা, স্পেনে আরেক রকম, আর ইংল্যান্ডে আবার ভিন্ন। বিভিন্ন জায়গায় খেললে খেলার ধরনে ভিন্নতা আসে, যা খেলোয়াড় হিসেবে উন্নত করে।’
ছেলের নতুন পথচলায় বাবা রোনালদিনহো বেশ উচ্ছ্বসিত। ইনস্টাগ্রামে ছেলের ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি, ‘নতুন ক্লাব ও নতুন চ্যালেঞ্জে তোমাকে শুভকামনা, আমার পুত্র!’
মুঠোফোনের ওপারে অল্প হাসিতে শামসুন্নাহারের (জুনিয়র) সরল হাসিমাখা উক্তি- ‘গোল করলে কার না ভাল লাগে।’ ভুটান নারী লিগে সেই ভাল লাগার কাজটা প্রায় প্রতি ম্যাচে করে যাচ্ছেন বাংলাদেশের ২১ বছর বয়সী ফরোয়ার্ড।
আগের ম্যাচে দলের ৪০-০ ব্যবধানের রেকর্ড জয়ে শামসুন্নাহার করেছিলেন ডাবল হ্যাটট্রিক। বৃহস্পতিবার ফুয়েনসোলিং হিরো'স উইমেন ফুটবল ক্লাবের বিপক্ষে ২৫-০ গোলে জয় পেয়েছে রয়েল থিম্পু কলেজ এফসি। এই ম্যাচে ৫ গোল করেন শামসুন্নাহার।
আরও পড়ুন
বিসিসিআই প্রধান ‘হচ্ছেন না’ শচীন |
![]() |
৯ ম্যাচে সর্বোচ্চ ২৬ গোল করে বিশেষভাবে নজর কাড়েন সাবিনা খাতুন। কম যাননি সুমাইয়া মাতশুমিয়া ও ঋতুপর্ণা চাকমারা। নিজেদের গোলমেশিন হিসেবে বানিয়েছেন নতুন করে। সেই তালিকায় এবার যোগ হয়েছেন শামসুন্নাহার জুনিয়র।
থিম্পুর হয়ে এদিন মাঠে নামতে পারেননি দলটির নিয়মিত আরেক বাংলাদেশি ফুটবলার তহুরা খাতুন। খোঁজ নিয়ে জানা গেছে, জ্বর নিয়ে হাসপাতালে ডাক্তার দেখাতে গেছেন নারী দলের অভিজ্ঞ ফরোয়ার্ড। তবে তহুরার জ্বর তেমন গুরুতর নয় বলেও জানা গেছে।
আগামী শনিবার ভুটান লিগে আছে থিম্পু ডার্বি। যেটাকে এক অর্থে বাংলাদেশ ডার্বিও বলা যায়। সেদিন মারিয়া মান্দা ও শামসুন্নাহার সিনিয়রদের ক্লাব থিম্পু সিটির বিপক্ষে মাঠে রয়েল থিম্পু।