এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ ও আফগানিস্তান। ম্যাচের আগে আফগান কোচ জনাথন ট্রট জানালেন, বাংলাদেশ সফরে প্রথমবার সিরিজ জয় তাঁদের দলের আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করেছিল। এবারও দারুণ কিছু করতে প্রত্যয়ী তাঁরা।
আবুধাবিতে আজ মাঠে নামার আগে অতীতের সুখস্মৃতি চারণ করে ট্রট বলেন, 'যখন থেকে এই দলের সঙ্গে আছি, আমরা অনেক স্মরণীয় মুহূর্ত উপভোগ করেছি। আমি মনে করি, ২০২৩ সালে বাংলাদেশে গিয়ে ওদের মাঠে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জেতা ছিল এক বড় অর্জন। বাংলাদেশ ঘরের মাঠে খুব শক্তিশালী দল, তাই সেখানে গিয়ে সিরিজ জেতাটা আমাদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছিল।'
বাংলাদেশ এশিয়া কাপ অভিযান শুরু করেছিল হংকংয়ের বিপক্ষে ৭ উইকেটের জয় দিয়ে। তবে পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হোঁচট খেয়েছেন লিটন দাসরা- হেরেছেন ৬ উইকেটে। বিপরীতে আফগানিস্তান তাদের প্রথম ম্যাচে হংকংকে ৯৪ রানে হারিয়ে দারুণ শুরু করেছে। গ্রুপ 'বি' তে দুই ম্যাচে দুই জয়ে শ্রীলঙ্কা এখন শীর্ষে। তাই আবুধাবির এই ম্যাচটা দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন
শ্রীলঙ্কার জয়ে কঠিন সমীকরণে বাংলাদেশ |
![]() |
চ্যালেঞ্জে পড়লে রশিদ খানরা নিজেদের সেরাটা দেন বলে মন্তব্য ট্রটের, 'এই আফগান দল যখনই কোনো কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে বা নতুন কিছু করার সুযোগ আসে, তারা নিজের সেরাটা দেয়। শুধু নিজেদের জন্য নয়, ভবিষ্যতের খেলোয়াড়দের জন্যও নতুন পথ তৈরি করে দিচ্ছে তারা।'
টি-টোয়েন্টি সংস্করণে বাংলাদেশ ও আফগানিস্তান দেখা হয়েছে ৯ বার। এর মধ্যে ৫ ম্যাচে জিতেছে আফগানিস্তান, আর ৫ ম্যাচে জয় বাংলাদেশের। সবশেষ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানদের কাছে হেরে বিদায় নিয়েছিল বাংলাদেশ।
ম্যাচের আগে তাই ট্রটের আত্মশ্বাসী কণ্ঠ, 'বাংলাদেশের বিপক্ষে ম্যাচে আমরা জয়ের দিকে পুরোপুরি মনোযোগ দিচ্ছি।' আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ ও আফগানিস্তানের ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়।
No posts available.
১৬ সেপ্টেম্বর ২০২৫, ৩:১৭ পিএম
এশিয়া কাপের ম্যাচ রেফারি অপসারণের দাবি তুলে লাভ হলো না পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)।তাদের এই দাবি নাকচ করে দিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদনে জানা গেছে এই খবর। এর আগে সোমবার রাতেই এই বিষয়ে এমন সিদ্ধান্ত সম্ভাব্য ইঙ্গিত দিয়েছিল ক্রিকবাজ।
ঘটনা মূলত গত রোববার ভারত ও পাকিস্তান ম্যাচের। সেদিন টসের সময় হাত মেলাননি দুই অধিনায়ক। ম্যাচ শেষ হওয়ার পর পিসিবি অভিযোগ করে, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটই দুই দলের অধিনায়ককে হাত মেলাতে মানা করেছিলেন।
আরও পড়ুন
‘বাংলাদেশ যেকোনো দলকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম’ |
![]() |
তাই তাকে এশিয়া কাপ থেকে সরিয়ে দেওয়ার দাবি জানায় পিসিবি। এই বিষয়ে আইসিসির পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচে টসের সময় হাত না মেলানো নিয়ে সৃষ্ট বিতর্কের সঙ্গে ম্যাচ রেফারি পাইক্রফটের কোনো ভূমিকা ছিল না।
আইসিসি জানায়, পাইক্রফট কেবল মাঠে উপস্থিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কর্মকর্তাদের বার্তাই পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগাকে পৌঁছে দিয়েছিলেন। অর্থাৎ ভারতীয় দলের পক্ষ থেকে কিছু না বলে এসিসির নির্দেশই তিনি জানিয়েছেন।
রোববারের ওই ঘটনার পর এখন বুধবারের পাকিস্তান-সংযুক্ত আরব আমিরাত ম্যাচ ঘিরে নতুন শঙ্কা তৈরি হয়েছে। ওই ম্যাচেও ৬৯ বছর বয়সী পাইক্রফটই দায়িত্বে থাকবেন। তবে পিসিবি জানিয়েছে, পাইক্রফট ম্যাচ রেফারি থাকলে তারা মাঠে নামবে না।
এশিয়া কাপের আয়োজক এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) হলেও, সাধারণত আন্তর্জাতিক ম্যাচে সব আম্পায়ার ও ম্যাচ রেফারি নিয়োগ দেয় আইসিসি। এসিসি সভাপতি মহসিন নাকভি (যিনি পিসিবিরও প্রধান) এ বিষয়ে কোনো পরিবর্তন আনতে পারবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।
এদিকে পিসিবির দাবি, তারা এখনও আইসিসির কাছ থেকে কোনো আনুষ্ঠানিক চিঠি পায়নি।
শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর এশিয়া কাপে বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার সমীকরণ এখন কঠিন। তবে আশা বাঁচিয়ে রাখতে হলে আজ আফগানিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই লিটন দাসদের। আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি পরিসংখ্যানও বাংলাদেশের বিপরীত- ৫ জয়ের বিপরীতে ৭ হার।
সেমিফাইনালে যেতে হলে আফগানদের জন্যও বাংলাদেশ ম্যাচে জয় পাওয়া গুরুত্বপূর্ণ। আজ হারলে শেষ ম্যাচটি তারা খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। সব মিলিয়ে আবুধাবিতে বাংলাদেশ-আফগানিস্তানের রোমাঞ্চকর এক লড়াইয়ের আবহ।
আরও পড়ুন
বৃষ্টিতে কপাল পুড়ল বগুড়ার |
![]() |
তবে বাংলাদেশ দলের স্পিন পরামর্শক মুশতাক আহমেদ জানিয়েছেন, আফগানিস্তান নয় শুধু, যেকোনো দলকে হারানোর মতো সামর্থ্য ও সম্ভাবনা আছে তাঁর দলের। তবে এ জন্য লিটন-মোস্তাফিজদের সেই বিশ্বাসটা নিজেদেরই মধ্যে জাগ্রত করতে হবে।
খেলোয়াড়ি জীবনে মুশতাক খেলেছেন ইমরান খান, জাভেদ মিয়াঁদাদ, ওয়াসিম আকরামদের সঙ্গে। কঠিন পরিস্থিতিতে ইমরান যেভাবে দলকে উজ্জীবিত করতেন সতীর্থদের, চাপের মুখে মিয়াঁধাদের ব্যাটিং, আকরামের তোপ- এই কিংবদন্তিদের থেকে অনেক কিছুই শিখেছেন মুশতাক সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চাইছেন বাংলাদেশ দলের ক্ষেত্রেও।
গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মুশতাক বলেন, ‘আমি সব সময় বিশ্বাসের ওপর জোর দিই। ইমরান খান, জাভেদ মিয়াঁদাদ, ওয়াসিম আকরামের সঙ্গে খেলেছি। তারা আমাকে শিখিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে সফল হতে হলে নিজের সামর্থ্যে বিশ্বাস রাখতে হবে। প্রতিপক্ষকে অতিরিক্ত সম্মান দিলে নিজের শক্তি ভুলে যেতে হয়।’
এখন ক্রিকেটের ধরনেও এসেছে অনেক পরিবর্তন। আক্রমণাত্মক ক্রিকেট খেলছে বাংলাদেশও। তবে সেটি করত গিয়ে অনেক সময় হোঁচট খাচ্ছে তারা। মুশতাক বলেন, ‘আক্রমণাত্মক ক্রিকেট খেলতে গিয়ে ব্যর্থ হলেও সেটিই দলকে আরও শক্তিশালী করে। এখনকার ছেলেরা ধীরে ধীরে সেটা বুঝতে পারছে। তারা ফিট হচ্ছে, কঠোর অনুশীলন করছে, দক্ষতাতেও উন্নতি করছে। মানসিকতার সামান্য পরিবর্তনই যথেষ্ট। অনেক সময় আন্তর্জাতিক ক্রিকেট আসলে প্রথম শ্রেণির ক্রিকেটের চেয়ে সহজ, যদি মানসিক দৃঢ়তা থাকে।’
আরও পড়ুন
যে লজ্জার রেকর্ডে ভারতের পাশে হংকং |
![]() |
মুশতাকক মনে করেন, বাংলাদেশ যেকোনো দলকে হারানোর সমার্থ্য রাখে। নাসুম-রিশাদদের এই স্পিন পরামর্শক বলেন, ‘আমি বিশ্বাস করি বাংলাদেশ যেকোনো দলকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম। যেমন গতকাল (পরশু) খারাপ অবস্থায় থেকেও আমরা ১৪০ তুলেছি। একদিন ভালো দলের বিপক্ষে ১৭০–১৮০ তুলতে পারব। আমাদের বোলিং আক্রমণও যথেষ্ট শক্তিশালী। সামর্থ্য ও সম্ভাবনা দুই-ই আছে। শুধু বিশ্বাস রাখতে হবে।’
টানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে স্থগিত করে দেওয়া হলো জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির দ্বিতীয় আসর। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এনসিএলের আর কোনো খেলা মাঠে গড়াবে না।
টুর্নামেন্টের আয়োজকদের পক্ষ থেকে বিবৃতিতে মঙ্গলবার দুপুরে জানানো হয়েছে এই খবর।
“প্রতিকূল আবহাওয়ার কারণে চলমান এনসিএল টি–টোয়েন্টি ২০২৫-২৬ টুর্নামেন্ট পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যথাসময়ে নতুন সূচি ঘোষণা করবে।”
আরও পড়ুন
বৃষ্টিতে কপাল পুড়ল বগুড়ার |
![]() |
এর আগে মঙ্গলবার বেলা ১২টার দিকে এনসিএল টি-টোয়েন্টির অফিসিয়াল ফেইসবুক পেজ থেকে জানানো হয়েছিল, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের সব খেলা হবে রাজশাহীতে। কিন্তু আবহাওয়ার কোনো উন্নতি না দেখায় সেই সিদ্ধান্ত থেকেও সরে এলেন আয়োজকরা।
টুর্নামেন্টের উদ্বোধনী দিন থেকেই দেখা দিচ্ছে বৃষ্টির বাগড়া। প্রথম দিন কোনোমতে ৫ ওভার করে খেলা হয় দুই ইনিংসে। এরপর বাকি তিন ম্যাচে আর টসই করা যায়নি। আবহাওয়া অনুকূলে না আসা মঙ্গলবার দুই ম্যাচ বুধবারে নেওয়া হয়েছিল। এখন সেটিও আর সম্ভব হলো না।
সব প্রস্তুতি নিয়ে রাখার পরেও প্রকৃতির কাছে হার মানল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির এবারের আসরে কোনো ম্যাচ আয়োজন করতে পারল না বগুড়ার মাঠ।
টানা বৃষ্টিতে উইকেট ও আউটফিল্ড ক্ষতিগ্রস্ত হওয়ায় বগুড়ার সব ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে। এছাড়া এক দিন করে পিছিয়ে দেওয়া হয়েছে সব খেলা।
এনসিএল টি-টোয়েন্টির অফিসিয়াল ফেইসবুক পেজে মঙ্গলবার দুপুরে জানানো হয়েছে এই খবর।
বৃষ্টির বাগড়া এড়াতে মঙ্গলবার ম্যাচগুলো 'বডিলি শিফট' করা হয়েছে বুধবারে। একইভাবে পরের তিন দিনের ম্যাচও এক দিন করে সরিয়ে নেওয়া হয়েছে।
আরও পড়ুন
বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ই আফগানদের শক্তি |
![]() |
রাজশাহীতে দিনের প্রথম ম্যাচ হবে সকাল ১০টায়। আর দুপুরের খেলা শুরু হবে ২টায়। তবে প্রকৃতির বিরুপ আচরণের কারণে রাজশাহীতেও সব খেলা আদৌ হবে কিনা, তা নিয়ে সংশয় থাকছেই।
এনসিএল টি-টোয়েন্টির পরিবর্তিত সূচি
১৭ সেপ্টেম্বর
সকাল ১০টা: রাজশাহী বনাম খুলনা
দুপুর ২টা: ঢাকা বনাম রংপুর
১৮ সেপ্টেম্বর
সকাল ১০টা: সিলেট বনাম বরিশাল
দুপুর ২টা: ঢাকা মেট্রো বনাম চট্টগ্রাম
১৯ সেপ্টেম্বর
সকাল ১০টা: ঢাকা মেট্রো বনাম খুলনা
দুপুর ২টা: ঢাকা বনাম সিলেট
২০ সেপ্টেম্বর
সকাল ১০টা: রংপুর বনাম বরিশাল
দুপুর ২টা: রাজশাহী বনাম চট্টগ্রাম
চলতি বছরের জুনে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। তবে জাতীয় দল থেকে অবসর নিলেও ভিক্টোরিয়ার হয়ে ৫০ ওভারের ম্যাচ খেলবেন তিনি। অবসর ঘোষণার পর প্রথমবার ওয়ানডে খেলতে নামবেন এই অলরাউন্ডার।
মূলত নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে ঘরোয়া ওয়ানডে দলে ফিরেছেন ম্যাক্সওয়েল। ডিন জোন্স ট্রফির প্রথম দুই ম্যাচের জন্য ১৪ জনের দল ঘোষণা করেছে ভিক্টোরিয়া। কুইন্সল্যান্ড ও তাসমানিয়ার বিপক্ষে খেলবেন তিনি। ২০২২ সালের মার্চের পর থেকে ভিক্টোরিয়ার হয়ে ম্যাক্সওয়েল খেলেছেন লিস্ট 'এ' ম্যাচ। সেটি ছিল গত বছরের অক্টোবরে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে।
আরও পড়ুন
বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ই আফগানদের শক্তি |
![]() |
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিকে প্রাধান্য দিতেই ওয়ানডে থেকে অবসর নিয়েছিলেন ম্যাক্সওয়েল। ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার অস্ট্রেলিয়ার হয়ে ১৪৯টি ওয়ানডে খেলেছেন।
এদিকে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াডের আরেক সদস্য ম্যাথু শর্টও ভিক্টোরিয়া দলে রয়েছেন। জুলাইয়ে মেজর লিগ ক্রিকেটে খেলার পর থেকে চোটের কারণে কোনো ধরনের ক্রিকেটে অংশ নিতে পারেননি শর্ট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ থেকেও বাদ পড়েন তিনি। ম্যাক্সওয়েলের মতো তিনিও চ্যাম্পিয়নস ট্রফির পর আর কোনো ৫০ ওভারের ম্যাচ খেলেননি।
ভিক্টোরিয়া দল:
উইল সাদারল্যান্ড, পিটার হ্যান্ডসকম্ব, ব্লেক ম্যাকডোনাল্ড, ক্যালাম স্টো, ক্যাম ম্যাকক্লুর, ডেভিড মুডি, গ্লেন ম্যাক্সওয়েল, হ্যারি ডিক্সন, মার্কাস হ্যারিস, ম্যাথু শর্ট, মিচ পেরি, স্যাম এলিয়ট, স্যাম হারপার, টম রজার্স।