
লামিন ইয়ামালকে নিয়ে পুরো বিশ্বের মত প্রশংসা আগেও করেছেন। সেই লিওনেল মেসির সাথে লা মাসিয়া থেকে উঠে আসা, তরুণ বয়সেই বার্সেলোনায় দাপিয়ে বেড়ানো আর দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে তার সাথে অনেকেই মিল খুঁজে পান। সেই দলে আছেন আর্জেন্টিনা তারকা নিজেও। বললেন, তার শুরুর দিনের মতোই খেলেছেন ইয়ামাল।
গত বছর স্পেনের ইউরো জয়ে বড় অবদান রেখে স্পটলাইটে চলে আসেন ইয়ামাল। বার্সেলোনার হয়ে অবশ্য ১৬-তে পা দেওয়ার আগে থেকেই ছুটছেন ঠিক মেসির মতোই। এই বয়সেই হয়ে গেছেন দলটির সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন। ঠিক একই চিত্র স্পেন জাতীয় দলেও। সমান বয়সে একই দাপট দেখিয়েছিলেন মেসিও। ফলে দুজনের তুলনা নিয়মিতই হচ্ছে এখন।
আরও পড়ুন
| বাড়ল লা লিগা থেকে চ্যাম্পিয়ন্স লিগে অংশ নেওয়া দলের সংখ্যা |
|
সম্প্রতি সিমপ্লেমেন্তে ফুটবলকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি আরও একবার মুগ্ধতা প্রকাশ করেছেন ইয়ামালকে নিয়ে।
“লামিন ইয়ামাল মাঠে যা যা করে দেখায়, তা উপভোগ্য। ইতিমধ্যেই সে স্পেনের সাথে ইউরো চ্যাম্পিয়ন হয়েছে। তার বয়স মাত্র ১৭, সে এখনও উন্নতি করছে। আর খেলোয়াড় হিসেবে সে আরও উন্নতি করতেই থাকবে এবং নিজের খেলায় ঠিক আমার মতোই নতুন কিছু যোগ করবে। তার অবিশ্বাস্য প্রতিভা আছে এবং এরই মধ্যে সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়দের একজন হয়ে গেছে।”
ইয়ামাল এখন যেভাবে খেলছেন, সেভাবে চালিয়ে যেতে পারলে একদিন হয়ত তিনিও বার্সেলোনার ইতিহাসে মেসির মত অংশ হতে পারবেন। তবে তার আক্ষেপ থাকতেই পারে, ক্লাব কিংবদন্তির সাথে যে একই দলে খেলার সুযোগ পেলেন না। ২০২১ সালে বার্সেলোনা ছেড়ে যাওয়ার পর মেসির ফেরার কথা কয়েকবার হলেও বাস্তবে তা আর রুপ নেয়নি। ফলে ইয়ামালের সাথে তার আর খেলা হয়নি।
কেন ২০২৩ সালে পিএসজি ছাড়ার সময় বার্সেলোনাকে বিবেচনায় রাখেননি, সেটাও খোলাসা করেছেন মেসি।
“আমার বার্সেলোনায় ফেরার ইচ্ছা ছিল, যাতে আমি সেখানেই থাকতে পারি যেখানে আমি সবসময় থাকতে চেয়েছি। তবে সেটা আর সম্ভব না। একটা সময়ের পর এটা পারিবারিক সিদ্ধান্ত হয়ে যায়। তাছাড়া আমার বিশ্বকাপ জেতাও এখানে একটা ভূমিকা রাখে। আমি নিশ্চিত ছিলাম যে আমি ইউরোপের আর কোনো দলে যোগ দেব না। আমি কোনো ক্লাবেই যেতে চাইনি।”
আরও পড়ুন
| শততম ম্যাচে ‘১০০’ নম্বর জার্সি গায়ে নেইমারের সঙ্গী অশ্রু |
|
পিএসজির সাথে চুক্তি শেষে মেসি যোগ দেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে। তার হাত ধরে দলটি এরই মধ্যে গড়েছে নিজেদের ইতিহাসের দারুণ কিছু রেকরদ, জিতেছে শিরোপাও।
No posts available.
৭ নভেম্বর ২০২৫, ১২:৪৬ পিএম

গত মাসে অ্যাস্টন ভিলা ঘোষণা করেছিল যে কোনো মাকাবি তেল আবিব সমর্থককে তারা স্টেডিয়ামে স্বাগত জানাবে না। পুলিশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সে মোতাবেক গতরাতে ভিলা পার্কে কোনো অতিথি দলের সমর্থককে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। প্রতিবাদে ম্যাচ শুরুর আগে বিক্ষোভ করে ইসরায়েলের ক্লাবটির কিছু সমর্থকেরা।
ইউরোপা লিগের খেলায় বৃহস্পতিবার রাতে মাকাবি তেল আবিবকে আতিথেয়তা দেয় অ্যাস্টন ভিলা। ইয়ান মাতসেন ও ডনিয়েল মলেনের গোলে অতিথিদের ২-০ গোলে হারায় উনাই এমেরির দল। এই জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে উঠে আসলো প্রিমিয়ার লিগের ক্লাবটি।
একই রাতে স্কটিশ ক্লাব রেঞ্জার্সের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পেয়েছে রোমা। রিয়াল বেতিস একই গোল ব্যবধানে লিওকে হারায়। ফেইনুর্দের বিপক্ষে জার্মান ক্লাব স্টুটগার্টের জয়ের ব্যবধানও ২-০।
এই রাতে ৭ গোলের রোমাঞ্চে বেলজিয়ামের ক্লাব জাঙ্ককে ৪-৩ ব্যবধানে হারিয়েছে পর্তুগিজ ক্লাব ব্রাগা।

আগামী ১৩ নভেম্বর বাংলাদেশের বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ খেলবে নেপাল। পল্টনের জাতীয় স্টেডিয়ামে হতে যাওয়া ম্যাচকে সামনে রেখে এক সপ্তাহ আগে থেকে অনুশীলন শুরু করে দিয়েছেন জামাল ভূইয়ারা। অথচ এই সময়ে প্রস্তুতি রেখে মাঠের বাইরে বিক্ষোভে ফেটে পড়েছেন নেপালের ফুটবলাররা।
বৃহস্পতিবার অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা) কমপ্লেক্সের সামনে বিক্ষোভে নামেন দেশটির পেশাদার ফুটবলাররা। তাঁদের দাবি ‘এ’ ডিভিশন লিগ (পেশাদার লিগ) দ্রুত পুনরায় চালু করতে হবে। দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম গতকাল বৃহস্পতিবার থেকে এমনই সংবাদ প্রকাশ করে আসছে।
এদিন সকালে খেলোয়াড়েরা আনফা কমপ্লেক্সের সামনে জড়ো হন। তবে নিরাপত্তার অজুহাতে তাঁদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। নেপাল ফুটবল প্লেয়ার্স ইউনিয়ন ফেডারেশনের কাছে নিজেদের দাবি তুলে ধরার অনুমতি চাইলেও তা প্রত্যাখ্যান হয়।
এই বিক্ষোভে নেপাল জাতীয় দলের তারকা ফুটবলার রোহিত চন্দ, অঞ্জন বিস্তাসহ অনেকেই অংশ নেন। তাঁরা বলেন, দীর্ঘ আড়াই বছর শীর্ষ পর্যায়ের প্রতিযোগিতা না থাকায় অনেক ফুটবলার এখন বেকার হয়ে পড়েছেন এবং তাঁদের ক্যারিয়ারও হুমকির মুখে।
এ সপ্তাহের শুরুতে দেশটির ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা এবং ১৪টি ক্লাব প্রতিনিধি একটি বৈঠকে বসেন। সেখানে সিদ্ধান্ত হয় চলতি বছর ‘এ’ ডিভিশন লিগ হবে না। সেটি আগামী বছর পর্যন্ত তারা স্থগিত করেছে।
কিন্তু এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি নেপালের পেশাদার লিগে খেলা ফুটবলাররা। এ সময় তাঁরা আনফা কমপ্লেক্সে ঢুকতে না পেরে বিভিন্ন সময়ে নিজেদের অর্জিত মেডেল ফটোকের সামনে ঝুলিয়ে রেখে প্রতিবাদ করেন। ফুটবলাররা জোর দাবি তোলেন যে নেপাল ফুটবলের মান বজায় রাখতে নিয়মিত লিগ আয়োজনের কোনো বিকল্প নেই।

১৪ নভেম্বর লুয়ান্ডায় অ্যাঙ্গোলার বিপক্ষে একটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই ম্যাচের জন্য বৃহস্পতিবার ২৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন দলটির কোচ লিওনেল স্কালোনি।
স্কালোনির ঘোষিত ২৪ সদস্যের দলে রয়েছেন লিওনেল মেসি। তবে নেই রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো ও অ্যাস্টন ভিলার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।
স্কালোনি তার দলে রাখেননি স্থানীয় লিগের কোনো খেলোয়াড়। ঘরোয়া লিগের প্লে-অফ পর্বের কথা মাথায় রেখে তিনি রিভার প্লেটের লাউতারো রিভেরো, মারকোস আকুনা ও বোকা জুনিয়র্সের লিয়ান্দ্রো পারেদেসকে বিশ্রাম দিয়েছেন।
আর্জেন্টিনা দল
গোলকিপার: জেরোনিমো রুলি (মার্সেই), ওয়াল্টার বেনিতেজ (ক্রিস্টাল প্যালেস)।
ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা (আতলেতিকো মাদ্রিদ), হুয়ান ফয়থ (ভিয়ারিয়াল), ক্রিস্টিয়ান রোমেরো (টটেনহ্যাম), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), মারকোস সেনেসি (বোর্নমাউথ), নিকোলাস টাগলিয়াফিকো (লিঁও)।
মিডফিল্ডার: আলেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল), ম্যাক্সিমো পেরোনে (কোমো), রদ্রিগো দে পল (ইন্টার মায়ামি), এনজো ফার্নান্দেজ (চেলসি), থিয়াগো আলমাদা (আতলেতিকো মাদ্রিদ), জিওভান্নি লো সেলসো (বেতিস), নিকোলাস পাজ (কোমো)।
ফরোয়ার্ড: লিওনেল মেসি (ইন্টার মায়ামি), লাউতারো মার্তিনেজ (ইন্তার মিলান), হুলিয়ান আলভারেজ (আতলেতিকো মাদ্রিদ), নিকোলাস গনসালেস (আতলেতিকো মাদ্রিদ), হোসে ম্যানুয়েল লোপেজ (পালমেইরাস), জিয়ানলুকা প্রেস্টিয়ানি (বেনফিকা), হোয়াকিন পানিচেল্লি (স্ট্রাসবুর্গ), জুলিয়ানো সিমিওনে (আতলেতিকো মাদ্রিদ)।

সবশেষ গত বছরের নভেম্বরে ইসরায়েলের বিপক্ষে ম্যাচে ফ্রান্সের হয়ে মাঠে নেমেছিলেন। এরপর জাতীয় দলে একরকম ব্রাত্যই হয়ে পড়েন এন’গোলো কান্তে। দীর্ঘ বিরতির পর আবারও ফ্রান্স দলে ফিরলেন বিশ্বকাপজয়ী এই ডিফেন্সিভ মিডফিল্ডার।
বিশ্বকাপ বাছাইপর্বে ইউক্রেস ও আজারবাইজানের বিপক্ষে ম্যাচের জন্য গতকাল দল ঘোষণা করে ফ্রান্স। দিদিয়ের দেশমের ২৪ সদস্যের দলে জায়গা পেলেন কান্তে। পুরো মাঠে দাপিয়ে বেড়ানোর জন্য পরিচিত মিডফিল্ডার বর্তমানে সৌদি প্রো লিগের ক্লাব আল ইত্তিহাদে খেলছেন।
ফ্রান্সের কোচ দিদিয়ের দল ঘোষণার পর কান্তের ফেরার প্রসঙ্গে বলেন, ‘সে এখন তার সেরা ছন্দে আছে। আমি যখন তাকে দলে ডাকি, তা শুধু দলের অংশ হওয়ার জন্য নয়, বরং গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য।’
ইউরোপের বিশ্বকাপ বাছাইপর্বে গ্রুপ–‘ডি’ তে শীর্ষে থাকা ফ্রান্স আগামী ১৩ নভেম্বর পার্ক দে প্রিন্সেসে ইউক্রেনের মুখোমুখি হবে। চার ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ কিলিয়ান এমবাপেদের। সাত পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ইউক্রেনকে হারাতে পারলেই ২০২৬ বিশ্বকাপের টিকিট কাটবে ফ্রান্স। তিন দিন পরে তাদের গ্রুপপর্বের শেষ ম্যাচ আজারবাইজানের বিপক্ষে।
ফ্রান্সের স্কোয়াড
গোলকিপার: লুকাস শেভালিয়ে, মাইক ম্যানিয়াঁ এবং ব্রাইস সাম্বা
ডিফেন্ডার : লুকাস দিনিয়ে, মালো গুস্তো, লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, ইব্রাহিমা কোনাতে, জুলস কুন্দে, উইলিয়াম সালিবা এবং দায়োত উপামেকানো।
মিডফিল্ডার : এদুয়োর্দো কামাভিঙ্গা, এন’গোলো কান্তে, মনু কোনো, মাইকেল অলিসে এবং ওয়ারেন জায়ির-এমেরি।
ফরোয়ার্ড : মাগনেস আক্লিউশ, ব্রাডলি বারকোলা, রায়ান শেরকি, হুগো একিতিকে, র্যান্ডাল কুলো মুয়ানি, জ্যাঁ-ফিলিপ মাতেতা, কিলিয়ান এমবাপ্পে এবং ক্রিস্টোফার এনকুকু।

ঢাকায় এএফবি ল্যাটিন-বাংলা সুপার কাপ ফুটবল আয়োজন করতে যাচ্ছে এএফ বক্সিং প্রোমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড (এএফবিপিআইএল)। ডিসেম্বরের ৫ তারিখ ঢাকা জাতীয় স্টেডিয়ামে হবে এই প্রতিযোগিতা। যেখানে অংশ নেবে ল্যাটিন আমেরিকার ফুটবলের দুই পরাশক্তি— ব্রাজিল, আর্জেন্টিনা এবং স্বাগতিক বাংলাদেশ।
এই প্রতিযোগিতায় বাংলাদেশের দল গঠন হবে সাবেক তারকা ফুটবলারদের নিয়ে। তিনটি দল খেলবে নিজের দেশের জার্সি গায়ে দিয়ে।আর্জেন্টিনা, ব্রাজিল ও বাংলাদেশের ফুটবলের ন্যাশনাল অ্যাসোসিয়েশন থেকে তেমনই অনুমোদন দেওয়া হয়েছে।
জানা গেছে, ডিসেম্বরে ব্রাজিলের দলটির সঙ্গে থাকবেন কিংবদন্তি ও সাবেক ফুটবলার কাফু।প্রত্যেক দল একবার করে পরস্পরের মোকাবিলা করবে।
সুপার কাপ নিয়ে আয়োজকরা আগামীকাল শুক্রবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বিস্তারিত তুলে ধরবে। সুপার কাপের জন্য ৫ থেকে ১৫ ডিসেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়াম বরাদ্দ নেওয়া হয়েছে।