৩০ এপ্রিল ২০২৫, ৯:৩৬ এম

ডেইলি মিররের হেডলাইন প্যারিস চুপ করিয়ে দিল গানারদের, লেকিপ বলছে তারকা হওয়ার আরও কাছে দেমবেলে… দুই দেশের দুই পত্রিকার হেডলাইনে জয়গান পিএসজির। এমিরেটসে গানারদের ১-০ গোলে হারিয়ে ফাইনালের আরও কাছে ফরাসি ক্লাবটা।
মারদাঙ্গা লড়াই, দুই দলের সমর্থকদের পাগলামো, মিডফিল্ড ব্যাটেলে ম্যাচ জমে হয়েছেছে ক্ষীর। যেখানে শেষ পর্যন্ত নায়ক একজন, ওসমান দেমবেলে। তার একমাত্র গোলই গড়ে দিয়েছে ম্যাচের ভাগ্য।
পুরো ম্যাচে দুই দলই লড়েছে সমান তালে। পরিসংখ্যান অন্তত তাই বলছে। বলের দখলে পিএসজি এগিয়ে থাকলেও বাকি সব জায়গায়ই দুই দল ছিল সমানে সমান।
আরও পড়ুন
| শ্রাবণ বীরত্বে ফেডারেশন কাপের শিরোপা বসুন্ধরা কিংসের |
|
গানারদের শক্তির জায়গা রক্ষণ, যা ভাঙতে রিয়ালকে রীতিমত হিমশিমই খেতে হয়েছিল। তবে লুইস এনরিকের পিএসজি তা করে দেখিয়েছে মোটে চার মিনিটে। কাভারেস্কেলিয়ার একটা পাস, আর দেমবেলের নিখুঁত ফিনিশিংয়ে শুরুতেই গানারদের চমকে দেয় পিএসজি।
ইফ উই ডোন্ট হ্যাভ দ্য বল, উই ডাই… ম্যাচ শুরুর আগে ডেকলাইন রাইস কথাগুলো বলেছিলেন সতীর্থদের উদ্দেশ্য। কে জানে সেটা হয়তো শুনে নিয়েছে পিএসজি ফুটবলাররাও। তাইতো শুরু থেকেই বলের নিয়ন্ত্রণটা রেখেছে তাদের কাছে। প্রথম ১৫ মিনিটে ৭৫ শতাংশ বলই ছিল তাদের কাছে, একের পর এক আক্রমণে কাপিয়ে দিয়েছে আর্সেনালকে।
তবে সময়ের সঙ্গে আর্তেতার দলও ফিরে পায় ম্যাচের নিয়ন্ত্রণ। মিডফিল্ড ব্যাটেলে টেক্কা দেয় পিএসজিকে। ঘুছিয়ে উঠে আক্রমণেও, তবে দোনারুম্মা আর পিএসজির রক্ষণ দেয়াল টপকানোর সুযোগ তাদের মেলেনি প্রথমার্ধ্বে।
আরও পড়ুন
| ক্লাব বিশ্বকাপের আগেই রিয়ালের চাকরি ‘ছাড়ছেন’ আনচেলত্তি |
|
দ্বিতীয়ার্ধে ফিরতেই মিকেল মেরিনোর গোল। সেট পিসের সেই ক্যালমা। তবে অফ সাইড সেটা টিকতে দেয়নি, লম্বা ভিএআর চেকে হয়েছে বাতিল। তাতে হাফ ছেড়ে বাছে পিএসজি। যদিও এরপর একের পর আক্রমণে তাদের বিপাকে ফেলে আর্সেনাল। ট্রসার্ড, মার্তিনেল্লিদের একের পর এক শট আটকে যায় দোনারুম্মা নামক দেওয়ালের কাছে।
সব মিলিয়ে পাঁচ সেইভ করে যেন প্রাশ্চিত্তই করলেন দুনারুম্মা। দুই দলের আগের দেখায় ২-০ গোলের হার দেখেছিল পিএসজি যেখানে বাজে গোলকিপিংয়ে বেশ সমালোচনায়ই পড়তে হয়েছিল ইতালিয়ান এই গোলকিপারকে, তবে এদিন সেই সমালোচনাকে প্রশংসায় রূপ দিলেন তিনি। সেই সাথে লিভারপুল, অ্যাস্টন ভিলার পর আরও এক ইংলিশ ক্লাবের সামনে দাঁড়িয়ে গেলেন চীনের প্রাচীর হয়ে।
সুযোগ অবশ্য দ্বিতীয়ার্ধে পেয়েছে পিএসজিও। তবে বারকোলা শট যায় বাইরে দিয়ে, আর গঞ্জালো রামোসের শট আটকে গেছে পোস্টের বাঁধায়। তাতে ব্যবধান ১-০ নিয়ে মাঠ ছেড়েছে তারা। আর নাটকের বাকি অংশ তোলা থাকলো পার্ক দ্য প্রিন্সেসের জন্য।
No posts available.
১২ ডিসেম্বর ২০২৫, ৯:১৩ পিএম
১২ ডিসেম্বর ২০২৫, ৮:২৫ পিএম
১২ ডিসেম্বর ২০২৫, ৫:১৩ পিএম
১২ ডিসেম্বর ২০২৫, ১২:৪১ পিএম

বাংলাদেশ ফুটবল লিগে (বিএফএল) পুরোনো দ্বৈরথ মোহামেডান-আবাহনীর মধ্যে। দুই দলের সেই লড়াইয়ের ঝাঁঝ কিছুটা কমলেও ফুরিয়ে যায়নি। সেখানে নতুন করে যোগ হয়েছে বসুন্ধরা কিংস-মোহামেডান দ্বৈরথ। গত কয়েক বছর ধরেই এই দুই দলের লড়াই পৌঁছেছে অন্য মাত্রায়। সেটি সমর্থকেরা যেমন উপভোগ করেন তেমনি বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসানও উপভোগ করেন। এই দ্বৈরথ আরও যত বেশি বাড়বে ততই ফুটবলের জন্য ইতিবাচক হবে, জানান পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান।
শুক্রবার কিংস অ্যারেনায় লিগের ষষ্ঠ রাউন্ডের ম্যাচে বসুন্ধরা কিংসের বিপক্ষে মাঠে নামে মোহামেডান স্পোর্টিং ক্লাব। খেলায় ২-০ গোলে জেতে পাঁচবারের লিগ চ্যাম্পিয়নরা। এই ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইমরুল হাসান। সেখানে প্রশ্ন রাখা হয় বসুন্ধরা কিংস-মোহামেডান দ্বৈরথ কতটা উপভোগ করেন। উত্তরে ইমরুল হাসান বলেন, ‘বসুন্ধরা কিংস এর বাইরে আমি আসলে মোহামেডানের সমর্থক। ছোটবেলা থেকে মোহামেডানকে সমর্থন করতাম। এই যে আবাহনী-মোহামেডানের দ্বৈরথ এখন কিছুটা বসুন্ধরা-মোহামেডানের মধ্যে ছড়িয়ে পড়েছে এবং এ রকম দ্বৈরথ যত বেশি বাড়বে আমাদের ফুটবলের জন্য সেটা ততবেশি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি মনে করি। আমি এটা খুব উপভোগ করি। মাঠের বাইরেও অনেক আলোচনা হয়। সব কিছুই আসলে আমি খুব উপভোগ করি।’

এই ম্যাচের আগে আলোচনায় ছিল কিংসের মোহামেডানকে মাঠ না দেওয়া নিয়ে। মোহামেডান অভিযোগ করে বসে ম্যাচের আগের তারা মাঠ চেয়ে পায়নি। আজ সেটির ব্যাখ্যা দিয়েছেন বসুন্ধরা কিংস সভাপতি, ‘আসলে গতকাল (বৃহস্পতিবার) আপনারা জানেন আমাদের এখানে বাংলাদেশের সবচাইতে বড় একটা ইভেন্ট হয়েছে মুক্তিযুদ্ধ এবং একাত্তর নিয়ে। একটা চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, যেখানে প্রায় ২০ হাজার লোকের সমাগম ছিল। সে কারণে মাঠ দেওয়ার মতো অবস্থা ছিল না। সেজন্য মাঠ দেওয়া হয়নি। এর বাইরে এখানে আর কিছু নেই।’
বসুন্ধরা কিংস এদিন মোহামেডানকে হারিয়ে মোট ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও পোক্ত করেছে। দুইয়ে থাকা ফর্টিস এফসির সঙ্গে পয়েন্টের ব্যবধান ৫। প্রথম ম্যাচে পিডব্লিউডির বিপক্ষে ২-২ গোলে ড্রয়ে শুরুর পর টানা ৫ ম্যাচ জিতেছে মারিও গোমেজের দল। দলের এমন পারফরম্যান্সে সন্তুষ্ট ক্লাব সভাপতি, ‘গতবছর আপনারা জানেন প্রত্যাশা অনুযায়ী আমরা ফলাফল পাইনি। তো চেষ্টা করেছি এ বছর দলটাকে গুছিয়ে নেয়ার জন্য এবং এখন পর্যন্ত যা হচ্ছে আমরা আমাদের প্রত্যাশামাফিক রেজাল্ট দেখতে পাচ্ছি। আসলে মাত্র ৬টা ম্যাচ গিয়েছে। এখনই কোনো কিছু বলা যাবে না, আপাতদৃষ্টিতে ভালো একটা অবস্থানে আছি। দল যেভাবে খেলছে এতে এখন পর্যন্ত আমরা তাদের পারফরম্যান্সে সন্তুষ্ট।’
চার দিন পর মাঠে গড়াবে আরও একটি কিংস-মোহামেডান বিগ ম্যাচ। আগামী ১৬ ডিসেম্বর ফেডারেশন কাপের ‘বি’ গ্রুপের খেলায় পল্টনের জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। সংস্কারের পর এই প্রথম ঘরোয়া ফুটবলের কোনো ম্যাচ ফিরছে জাতীয় স্টেডিয়ামে। সামনে এই মাঠে আরও বেশি ঘরোয়া ফুটবল ম্যাচ আয়োজনের পক্ষে ইমরুল হাসান, ‘ব্যক্তিগতভাবে মনে করি লিগের ম্যাচ না হোক অন্তত টুর্নামেন্টের কিছু বড় বড় খেলা জাতীয় স্টেডিয়ামে আমি ব্যক্তিগতভাবে দেয়ার পক্ষে।’

ঘরের মাঠে শুরুতেই এগিয়ে গেল বসুন্ধরা কিংস। এরপর ম্যাচে ফরিতে মরিয়া হয়ে উঠল মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রথমার্ধে দাপট দেখালেও মিললো না গোলের দেখা। পরের অর্ধে স্বরুপে ফেরে লাল-সাদা ব্রিগেডরা। তার সঙ্গে আর পেরে উঠল না অতিথিরা; উত্তাপ ছড়ানো ম্যাচে শেষ হাসি হাসলো মারিও গোমেজের দল।
বাংলাদেশ ফুটবল লিগে বসুন্ধরা কিংস অ্যারেনায় শুক্রবার মোহামেডানকে ২-০ গোলে হারায় পাঁচবারের চ্যাম্পিয়নরা। রাকিব হোসেন এগিয়ে দেওয়ার পর লিড দ্বিগুণ করেন দোরিয়েলতন গোমেজ নাসিমেন্তো।
এ নিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিগের পাঁচবারের চ্যাম্পিয়নরা। সেই সঙ্গে লিগ টেবিলে ৬ খেলায় ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান পোক্ত করল বর্তমান ফেডারেশন কাপের চ্যাম্পিয়নরা। সমান খেলায় ৭ পয়েন্ট নিয়ে তালিকার চারে আলফাজ আহমেদের দল। ১১ পয়েন্ট নিয়ে দুইয়ে ফর্টিস এফসি। এক পয়েন্ট কম পেয়ে তিনে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।
বসুন্ধরা কিংসের জন্য ম্যাচটি ছিল প্রতিশোধের। গত মৌসুমে লিগে দুবারই হারতে হয়েছে মোহামেডানের কাছে। এমনকি খোয়াতে হয়েছে শিরোপাও। ফুটবল লিগের চলতি মৌসুমে প্রথম দেখায় ঠিকই প্রতিশোধ নিল কিংস। ঘরের মাঠে মোহামেডানকে ২-০ গোলে হারিয়েছে তারা।
এদিন১৫ মিনিটে রাকিব হোসেনের গোলে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। বাঁ প্রান্ত দিয়ে শাকিল আহাদ তপুকে পেছনে ফেলে বক্সে ক্রস বাড়ান ফয়সাল আহমেদ ফাহিম। ফাঁকায় থাকা রাকিব সেই ক্রসে প্রথম স্পর্শেই জালে পাঠান বল।
চার মিনিট পর ফাহিমের কর্নার থেকে ইমানুয়েল আগবাজি টনির হেড বারের উপর দিয়ে চলে যায়। ২১ মিনিটে বক্সের বাইরে থেকে ইমানুয়েল সানডের শট বারে লেগে ফিরে আসে। ম্যাচের ২২ মিনিট না পেরোতেই হলুদ কার্ড পেয়ে বসেন বসুন্ধরা কিংসের ইউসুফ আলী ও তাজ উদ্দিন।
৩৩ মিনিটে গোলের ভালো সুযোগ হাতছাড়া করেন মোহামেডানের স্যামুয়েল বোয়াটেং। বা প্রান্ত দিয়ে দারুণ একটা ক্রস দেন মাহবুব; গোলমুখের সামনে পা ছোঁয়াতে পারলেই হতে পারতো গোল; কিন্তু বোয়াটেং পারলেন না বলে পা ছোঁয়াতে।
৪৩ মিনিটে পরপর দুটি সেভ করেন কিংসের গোলকিপার আনিসুর রহমান জিকো। প্রথমে মুজাফফরভের সরাসরি ফ্রি কিক শট ঠেকান কর্নারের বিনিময়ে। এরপর কর্নারে নিজেদের বক্সে জটলা তৈরি হয়। এলি কেকের হেড পেছনের পা দিয়ে টোকা দেন রহিম উদ্দিন, তবে সতর্ক ছিলেন জিকো।
বিরতির পর ধার বাড়াতে কিউবা মিচেলকে মাঠে নামায় কিংস। যদিও খুব একটা গোছাল আক্রমণ দেখা যায়নি। ৭৫ মিনিটেও গোলের ভাল সুযোগ পেয়েছিল স্বাগতিকেরা। তবে বক্সের ভেতর থেকে কিউবার শট খুঁজে পায়নি লক্ষ্য। ৮২ মিনিটে শাহরিয়ার ইমনকে গোলবঞ্চিত করেন মোহামেডান গোলকিপার সুজন হোসেন।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দোরিয়েলতন। সোহেল রানা সিনিয়রের লং পাসে নিয়ন্ত্রণে নিয়ে মোহামেডান অধিনায়ক মেহেদী হাসান মিঠুকে গতিতে পেছনে ফেলেন তিনি। এরপর গোলরক্ষক সুজন হোসেনকে বোকা বানাতে কোনো অসুবিধা হয়নি ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের।
এর পরের মিনিটে হলো গোলমাল। সোহেল রানা সিনিয়রের মুখে মোহামেডানের মুজাফ্ফর মুজাফ্ফরভ হাত দিয়ে আঘাত করেন ফলে উত্তেজনা ছড়িয়ে যায় মাঠে। রেফারি সরাসরি লাল কার্ড দেখালে উল্টো আরও মেজাজ হারিয়ে ফেলেন মুজাফ্ফর। এমনকি রেফারিকে দিকে তেড়ে যাওয়ার জন্য হম্বিতম্বি করতে থাকেন তিনি। সতীর্থরা কোনোমতে ঝাপটে ধরে তাঁকে মাঠের বাইরে পাঠান। রেফারি মো. আলমগীর সরকার অবশ্য আগে সোহেল রানাকে হলুদকার্ড দেখান।

ক্লাব আমাকে বলির পাঁঠা বানিয়েছে—প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের বিপক্ষে লিভারপুলের ড্রয়ের পর এমনই তীর্যক মন্তব্য করেছিলেন মোহাম্মদ সালাহ। এরপরই মিশরীয় তারকার ওপর বিরূপ পদক্ষেপ নেয় অ্যানফিল্ডের ক্লাব। চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলান ম্যাচে সালাহকে স্কোয়াডের বাইরে রাখেন আর্নে স্লট।
আগামীকাল প্রিমিয়ার লিগে ব্রাইটনের মুখোমুখি হবে লিভারপুল। অ্যানফিল্ডে বাংলাদেশ সময় রাত দুইটার গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সালাহ ইস্যুতে কথা বলেছেন অল রেডসের ম্যানেজার।
দল নির্বাচন নিয়ে স্লট বলেছেন,
“আমরা ক্লাব হিসেবে সিদ্ধান্ত নিয়ে থাকি। আমি সেই (সালাহকে বসানো) সিদ্ধান্তের অংশ ছিলাম।”
লিভারপুলে সালাহর ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন তিনি। গত এপ্রিলে অল রেডস শিবিরের সঙ্গে দুই বছরের চুক্তিতে সই করা রাইট উইঙ্গারকে নিয়ে স্লট বলেছেন,
“আমি তাঁকে দলে রাখতে না চাওয়ার কোনো কারণ দেখি না।”
স্লট জানিয়েছেন, তিনি আগামীকাল সালাহর সঙ্গে বসবেন। রেডস ম্যানেজার বলেছেন,
“আমি সবসময় তাদের সঙ্গে যোগাযোগ রাখি (লিভারপুলের স্পোর্টিং ডিরেক্টর রিচার্ড হিউজেস এবং প্রধান নির্বাহী মাইকেল এডওয়ার্ডস)। কিন্তু যখন দলের একাদশ বা স্কোয়াড নির্বাচন করার সিদ্ধান্তের বিষয় আসে, তখন তারা সেটাকে আমার ওপর ছেড়ে দেয়।”
প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ড ম্যাচের পর সালাহর এজেন্ট ও স্লটের সঙ্গে অনেক বিষয়ে কথা হয়েছে। বিশেষ করে দুই পক্ষই বিষয়গুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। সর্বোপরি আগামীকাল চূড়ান্তভাবে বসবেন দুইজন। এরপর বুঝা যাবে মোড় কোন দিকে নিচ্ছে।

অবশেষে জয়খরা কাটাল আরামবাগ ক্রীড়া সংঘ। ব্রাদার্স ইউনিয়নকে ২-০ গোলে হারিয়ে বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে তারা।
মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে ১৬ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ব্রাদার্স। কিন্তু পেনাল্টি মিস করে বসেন মার্কোস রুদওয়েরে জেনার সিলভা।
৩২ মিনিটে কাজী রাহাদ মিয়ার লং থ্রো মোহাম্মদ শাওনের গায়ে লেগে সরাসরি খুঁজে নেয় জাল। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আবারও লং থ্রোয়ে গোল পায় আরামবাগ। এবারও থ্রো নেন রাহাদ। তা ঠেকাতে গিয়ে উল্টো নিজেদের জালেই বল ফেলে দেন ব্রাদার্স গোলরক্ষক ইশাক আলী। বিরতির পর কোনো দলই আর গোলের দেখা পায়নি।
মুন্সীগঞ্জের ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ১-০ গোলে হারিয়েছে ফর্টিস এফসি।
৫০ মিনিটে বা প্রান্ত দিয়ে বক্সে ঢুকে ফর্টিসের ওকাফরের শট যায় পোস্টের উপর দিয়ে। খানিক পর অন্য প্রান্ত দিয়ে বিপদসীমায় ঢুকে পড়েন পা ওমর বাবু। তবে তাঁকে আটকে দেন রহমতগঞ্জের গোলকিপার। ৫৭ মিনিটে গোললাইন ক্লিয়ার করে এ যাত্রায় বেঁচে যায় রহমতগঞ্জ।
৭০ মিনিটে প্রতিপক্ষের বক্সে ওকাফরের হেডে ফিরতি শট নেন মুরশেদ আলী। তাঁর নিচু শট গোলকিপার মামুন আলিফ নিয়ন্ত্রণে নেন। পরের মিনিটে আরও একবার গোলপোস্টের সামনে দারুণ সেভ করেছেন এই গোলকিপার।
৮২ মিনিটে ম্যাচে সবচেয়ে ভালো একটি আক্রমণ শানায় রহমতগঞ্জ, সেখান থেকে গোলেরও সুযোগ ছিল। তবে প্রতি আক্রমণে ওঠা আদু ক্লেমেন্তো শট নেওয়ার আগে বক্সে মাটিতে পড়ে যান। উঠে শট নেওয়ার আগে ফর্টিসের রক্ষণভাগের খেলোয়াড়েরা ঘানার ফরোয়ার্ডকে রুখে দেন।
শেষ বাশি বাজির আগে পা ওমরের পাস থেকে বক্সে ঢুকেই ডান পায়ের শটে নেন ওকাফর। তার শট লাফিয়ে আটকানোর চেষ্টা করেন রহমতগঞ্জের গোলকিপার। তবে তিনি নাগাল পাননি, বল পোস্টে লেগে সরাসরি জাল কাঁপায়।

প্রিয় দলের ব্যর্থতায় সবার মনই তো কাঁদে। কেউ হয়তো প্রচণ্ড ক্ষুদ্ধ হয়ে সাময়িক সময়ের জন্য খেলা দেখায় বিরতি দেন। কেউবা মনের ঝাল মেটান কড়া সমালোচনা করে। তবে কোনো সমর্থক যদি ক্লাবের বাজে পারফরম্যান্সে ক্ষিপ্ত হয়ে স্টেডিয়ামে অগ্নিসংযোগ করে বসেন! এমন ঘটনারই জন্ম দিল ফিনল্যান্ডের অন্যতম সফল এক ক্লাবের কিশোর সমর্থক।
ঘটনা গত রোববারের। ফিনল্যান্ডের শীর্ষ স্তরের লিগ ভেইক্কাউসলীগার ক্লাব এফসি হাকার একটি স্ট্যান্ড আগুন পুরো ধংসস্তুপে রূপ নেয়। ফিনল্যান্ডের সিসা-সুমোই পুলিশ জানিয়েছে, রোববার সন্ধ্যায় ভ্যালকেয়াকোস্কির টেহটান কেন্ট্টা স্টেডিয়ামে অগ্নিকাণ্ডের সময় তিনজন কিশোর উপস্থিত ছিলেন, যাদের প্রত্যেকের বয়স ১৫ বছরের নিচে। হেলসিঙ্কি থেকে প্রায় ১৫০ কিলোমিটার উত্তরে এই ঘটনা ঘটেছে।
ওই তিন কিশোরের মধ্যে একজন স্বীকার করেছেন সে এমন একটি বস্তু জ্বালিয়েছে, যা থেকে আগুনের সূত্রপাত ঘটে। সন্ধ্যা আটটার দিকে আগুন ধরে এবং দ্রুত কাঠের অবকাঠামোতে ছড়িয়ে পড়ে। ১৯৩২ সালে নির্মিত ৩,২০০ আসনের স্টেডিয়ামের ৪০০ দর্শক ধারণক্ষমতা সম্পন্ন স্ট্যান্ড পুড়ে যায়।
ফিনল্যান্ডের লিগের অন্যতম সফল ক্লাব এফসি হাকা। ১৯৩৪ সালের প্রতিষ্ঠার পর থেকে ন’টি ফিনিশ চ্যাম্পিয়নশিপ এবং ১২টি কাপ জিতেছে ক্লাবটি। তবে চলতি মৌসুমে হাকার পারফরম্যান্স ছিল হতাশাজনক। আগুনের ঘটনা ঘটে কিছু সপ্তাহ পর, যখন ক্লাবটি—যা ১৯৩৪ সালের প্রতিষ্ঠার ক্লাবটি ফিনল্যান্ডের শীর্ষ স্তরের ভেইককাউসলীগা থেকে অবনমিত হয়ে দ্বিতীয় ডিভিশনে নেমে যায়।
অবশ্য অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েও বয়সের কারণে পার পেয়ে যাচ্ছে ওই তিন কিশোর। এই ঘটনার তদন্ত চলমান, তবে ফিনিশ আইনে ১৫ বছরের নিচের কাউকে দোষী সাব্যস্ত করা যায় না।
যদিও ডিটেকটিভ ইন্সপেক্টর মাইজাস্টিনা টামমিস্তো বলেছেন,
‘দোষমুক্তির অর্থ মানে ক্ষতির দায় থেকে মুক্তি নয়। ফিনল্যান্ডে ক্ষতিপূরণের জন্য কোনো ন্যূনতম বয়স নেই।’
এফসি হাকার চেয়ারম্যান মার্কো ল্যাকসোনেন বলেছেন, ক্ষতির খরচ এখনও হিসাব করা হয়নি, তবে তা ব্যাপক হবে। ভ্যালকেয়াকোস্কি শহরের মালিকানাধীন এই ভেন্যুর প্রতিনিধিরা জানিয়েছেন যে তারা যত দ্রুত সম্ভব পিচটি মেরামতের পরিকল্পনা করবেন।