১৭ জানুয়ারি ২০২৬, ৯:৩৭ এম

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি আর ২০ দিন। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের জন্য এরইমধ্যে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে অধিকাংশ দলই। তবে এই তালিকায় নেই পাকিস্তান। জাতীয় দলের স্কোয়াড ঘোষণায় দেরি হওয়ায় হতাশা প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ দেওয়া এক পোস্টে লতিফ বলেন, 'টুর্নামেন্ট শুরু হতে মাত্র ২২ (২০) দিন বাকি থাকলেও এখনও জাতীয় দলের প্রস্তুতি পুরোপুরি শুরু হয়নি, এমনকি স্কোয়াডও ঘোষণা করা হয়নি।'
পাকিস্তানের সাবেক এই অধিনায়ক আরও জানান, এ সময়ে এসে দল ঘোষিত হওয়া এবং প্রস্তুতি কার্যক্রম পুরোদমে চলার কথা ছিল। পাশাপাশি তিনি নিজের সম্ভাব্য স্কোয়াডও প্রকাশ করেন, যেখানে প্রতিটি খেলোয়াড়ের পাশে তাদের নিজ নিজ পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ফ্র্যাঞ্চাইজির নাম উল্লেখ করেন।
এর আগে, গত ৩ জানুয়ারি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) টি–টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে প্রাথমিক স্কোয়াড জমা দেয়। স্কোয়াড চূড়ান্তভাবে জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৩১ জানুয়ারি।
এই সময়সীমার আগে দলগুলো তাদের প্রাথমিক স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে। তবে শেষ তারিখ পার হওয়ার পর যেকোনো পরিবর্তনের জন্য আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন প্রয়োজন হবে।
গ্রুপ ‘এ’-তে থাকা পাকিস্তান ১৫ সদস্যের একটি অস্থায়ী স্কোয়াডের পাশাপাশি রিজার্ভ খেলোয়াড়দের তালিকাও জমা দিয়েছে।
স্কোয়াড চূড়ান্ত করার আগে প্রধান কোচ মাইক হেসন ও অধিনায়ক সালমান আলী আগা নির্বাচকদের সঙ্গে শেষ দফার আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার তাদের একটি সূত্রের বরাতে জানিয়েছে, সম্ভাব্য স্কোয়াডের নেতৃত্ব দেবেন অধিনায়ক সালমান আলী আগা। ব্যাটিংয়ের নেতৃত্ব দেবেন সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, ফখর জামান ও বাবর আজম।
অলরাউন্ড বিভাগে শাদাব খান, ফাহিম আশরাফ ও মোহাম্মদ নওয়াজ দলের ভারসাম্য আরও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে। বোলিং আক্রমণের নেতৃত্বে থাকার কথা উসমান খান ও আবরার আহমেদের।
আরও পড়ুন
| দ্বিতীয় অপশনে যেতে চান না রিপন-শান্তরা |
|
এছাড়া স্কোয়াডে বিবেচনায় থাকা অন্যান্য খেলোয়াড়দের মধ্যে রয়েছেন শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, সালমান মির্জা ও খাজা নাফায়। আর রিজার্ভ হিসেবে রাখা হতে পারে আবদুল সামাদ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও উসমান তারিককে।
২০০৯ সালের চ্যাম্পিয়ন পাকিস্তান তাদের টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এর অভিযান শুরু করবে ৭ ফেব্রুয়ারি কলম্বোয় নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে।
এরপর ১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র, ১৫ ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে এবং ১৮ ফেব্রুয়ারি নামিবিয়ার সঙ্গে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে তারা।
পাকিস্তানের সব ম্যাচই অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। গ্রুপ ‘এ’-এর ম্যাচগুলো হবে কলম্বোয়, আর সুপার এইট পর্বের ম্যাচগুলো ভাগ করে আয়োজন করা হবে কলম্বো ও ক্যান্ডিতে।
No posts available.
১৭ জানুয়ারি ২০২৬, ৭:৫০ পিএম
১৭ জানুয়ারি ২০২৬, ৬:৪৯ পিএম
১৭ জানুয়ারি ২০২৬, ৬:০৭ পিএম
১৭ জানুয়ারি ২০২৬, ৫:০৫ পিএম

পাকিস্তানের ক্রিকেটে হলো নতুন ইতিহাস। প্রেসিডেন্ট ট্রফির গ্রেড-ওয়ান ম্যাচে মাত্র ৪০ রানের পুঁজি নিয়েও জয় পেল পাকিস্তান টিভি (পিটিভি)। যা ভেঙে দিল প্রথম শ্রেণির ক্রিকেটের ২৩২ বছরের পুরোনো রেকর্ড।
করাচির ন্যাশনাল স্টেডিয়ামে শনিবার শেষ হওয়া ম্যাচে সুই নর্দার্নের বিপক্ষে মাত্র ৪০ রানের লক্ষ্য দিয়ে ২ রানে জিতেছে পিটিভি। প্রথম শ্রেণির ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে এত কম রানের লক্ষ্য দিয়ে জয়ের রেকর্ড নেই আর।
এর আগে ১৭৯৪ সালে লর্ডসের পুরোনো মাঠে এমসিসির বিপক্ষে মাত্র ৪১ রানের টার্গেট দিয়েও ৬ রানে জিতে গিয়েছিল ওল্ড ফিল্ড। প্রায় ২৩২ বছর ধরে টিকে থাকার পর ২০২৬ সালের জানুয়ারিতে এই রেকর্ড এখন নিজের করে নিল পিটিভি।
ইতিহাস গড়া ম্যাচে প্রথম ইনিংসে ১৬৬ রানে অলআউট হয় পিটিভি। জবাবে ২৩৮ রান করে ৭২ রানের লিড পায় সুই নর্দার্ন। দ্বিতীয় ইনিংসে আরও বাজে ব্যাটিং করে মাত্র ১১১ রানে গুটিয়ে যায় পিটিভি। ফলে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৪০ রানের।
এই অল্প রান নিয়ে বল হাতে আগুন ঝরান আমাদ বাট ও আলি উসমান। ৯.৫ ওভারে মাত্র ৯ রানে ৬ উইকেট নেন উসমান। আর ২৮ রান দিয়ে ৪ উইকেট নেন আমাদ। সব মিলিয়ে ১৯.৫ ওভারে গুটিয়ে যায় সুই নর্দার্ন।

নাহিদ রানার ঠিক অফ
স্টাম্পের ওপর পিচ করানো গুড লেংথের গতিময় ডেলিভারি। রক্ষণাত্মক ভঙ্গিতে খেলার চেষ্টা করলেন সাইফ হাসান। কিন্তু তার ব্যাটের বাইরের কানা ঘেঁষে বল আঘাত করল
অফ স্টাম্পে। উল্লাসে মাতলেন নাহিদ।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার দুপুরের ম্যাচে এরপর আরও দুইবার এমন আনন্দে মাতেন নাহিদ। তার গতির কাছে হার মেনে ড্রেসিং রুমের পথ ধরেন সাব্বির
রহমান ও মোহাম্মদ মিঠুন।
সব মিলিয়ে
৪ ওভারে কোনো বাউন্ডারি হজম করেননি ২৩ বছর বয়সী
পেসার। মাত্র ১১ রান খরচ
করে ৩ উইকেট নিয়ে তিনিই
দলের জয়ের বড় কারিগর। নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এর আগে কখনও
পুরো ৪ ওভার বল
করে এর চেয়ে কম
রান দেননি তিনি।
তবে নিজের
কোনো অর্জন বা সাফল্য নিয়ে উচ্ছ্বাস
নেই নাহিদের। বরং দলের জয়ের অবদান রাখতে পারার আনন্দের কথাই তিনি বললেন ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে।
“প্রথমত আলহামদুলিল্লাহ। বোলিংয়ে আসলে ব্যক্তিগত কোনো লক্ষ্য থাকে না যখন আমি
মাঠে নামি। তখন একটাই চিন্তা থাকে যে, আমি কেমনে
আমার দলকে ম্যাচ জেতাব, ম্যাচ উইনিং পারফর্ম করব। তো
দলের জন্য কিছু কন্ট্রিবিউট করতে পেরেছি এটা সবচেয়ে খুশির বিষয়।”
চলতি বিপিএলে শুরু থেকেই রান দেওয়ার ক্ষেত্রে বেশ কৃপণ নাহিদ। নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ৪ ওভারে তিনি দিয়েছিলেন
মাত্র ১৭ রান। সব
মিলিয়ে এখন পর্যন্ত ১৯.১ ওভার
বল করে মাত্র ৬.৩৬ করে
রান দিয়েছেন তিনি।
রান কম
দেওয়ার প্রসঙ্গেও নাহিদ আবারও মনে করিয়ে দেন দলের চাহিদা মেটানোর লক্ষ্যের কথা।
“বেশি রান দেওয়া কম রান দেওয়া, এটা আমার কাছে ম্যাটার করে না। আমার কাছে ম্যাটার করে আমি দলকে উইনিং পারফর্মটা কীভাবে দিতে পারছি। সেটা হতে পারে আমি প্রথম তিন ওভারে ৩০ রান দিয়েছি, শেষ ওভারে দুইটা উইকেট বা আমি দুই রান দিয়ে।”
“আমি যদি ধরেন তিন ওভারে ৪০ রান দিই, কিন্তু শেষ ওভারে ধরেন যদি ৭-৮ রান লাগে, সেখান থেকে আমি যদি জিততে পারি, ওটাতে আমি খুশি। কারণ আমি এখানে ব্যক্তিগত লক্ষ্য বলে কিছু দেখি না। আমি দেখি একটা জিনিসই যে, কেমনে আমি আমার দলকে উইনিং পারফর্ম দেব। এটা করতে পারলে আমার অনেক খুশি লাগে।”
বিপিএলে এখন পর্যন্ত
৬ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন নাহিদ। এর আগে
গত বছরের ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে ৪ ম্যাচে নিয়েছিলেন ২ উইকেট।
টি-টোয়েন্টিতে এখনও নিজের
সেরা ছন্দ খুঁজে বেড়ানো পেসারকে বিশ্বকাপের দলেও রাখেনি বাংলাদেশ।
তবে এসব
নিয়ে ভাবতে চান না নাহিদ। বরং নিজের
কাজটা ঠিকঠাক রেখে সুযোগের অপেক্ষায় তিনি।
“আসলে দেখেন সিলেকশনের ব্যাপারটা আমার হাতে না। দ্বিতীয় আমার কাজ একটাই, কেমনে আমি পারফর্ম করব। আমি এই জিনিসটা করে যাচ্ছি এবং আমি জানি যে যেকোনো সময় সুযোগ আসবে। সুযোগ এলে তখন আমি প্রমাণ করব।”
“আমি তো এখন বিশ্বকাপ স্কোয়াডে নেই। তাই কখনও চিন্তা করি না যে আমি কেন নেই। ধরেন আমার যদি আমার ভেতরে স্কিল থাকে, যদি আমি যোগ্য হই অটোমেটিক আমি ওই জায়গাতে যাব। একদিন পরে হোক বা দশ দিন পরে- সেই জায়গায় পৌঁছাতে পারব, যদি আমার মধ্যে প্রতিভাটা থাকে।”
ক্যারিয়ারের শুরু থেকেই
নাহিদের সবচেয়ে বড় অস্ত্র তার গতি।
চলতি বিপিএলেও নিয়মিত ১৫০ কিমি প্রতি ঘণ্টা বা এর চেয়ে
বেশি গতিতে বোলিং করছেন তরুণ পেসার। গতির বিষয়ে কোনো লক্ষ্য আছে কিনা জিজ্ঞেস করা হলে স্কিল যোগ করার কথা বলেন নাহিদ।
“গতি আসলে... এটা নিয়ে আমি অত চিন্তা করি না। কারণ এটা কিছুটা গড গিফটেড। কীভাবে ডিসিপ্লিন থাকা যায়, সেই জিনিসগুলো সবসময় ট্রাই করি। চেষ্টা করি যে কীভাবে আরও স্কিল বাড়ানো যায়। গতিটা ম্যাটার করে, তবে আন্তর্জাতিক ক্রিকেট যেভাবে এগিয়ে যাচ্ছে, যদি স্কিল ডেভলপ না করেন, তাহলে বেশিদিন টিকতে পারবেন না। তাই আমি গতির সঙ্গে চেষ্টা করছি কীভাবে স্কিলটা আরও উন্নতি করা যায়।”

বিশ্বকাপে প্রথম ম্যাচেই আলো ছড়ালেন আল ফাহাদ। চমৎকার বোলিংয়ে ৫ উইকেট নিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের তারকা পেসার। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে তার তোপে ২৩৮ রানে গুটিয়ে গেল ভারত অনূর্ধ্ব-১৯ দল।
শুরু থেকে শেষ পর্যন্ত দারুণ বোলিং করে ৯.২ ওভারে ৩৮ রান খরচ করে ৫ উইকেট নেন ফাহাদ। যুব বিশ্বকাপে ৫ উইকেট নেওয়ার বাংলাদেশের অষ্টম বোলার তিনি। এছাড়া ইকবাল হোসেন ইমন ও আজিজুল হাকিম তামিম নেন ২টি করে উইকেট।
এদিন বৃষ্টির কারণে দেরিতে হয় টস। নিয়মিত অধিনায়ক তামিমের বদলে টস করেন সহ-অধিনায়ক জাওয়াদ আবরার। টস জিতে তিনি ভারতকে ব্যাটিংয়ে পাঠান।
ফাহাদের তোপে পাওয়ার প্লের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলে ভারত। পরপর দুই বলে ভারত অধিনায়ক আয়ুশ মাত্রে (৬) ও ভেদান্ত ত্রিভেদি (০) ড্রেসিং রুমে ফেরেন। বিহান মালহোত্রাও বেশিক্ষণ টিকতে পারেননি।
চাপের মুখে অবিচল ছিলেন বৈভব সূর্যবংশী। অন্য প্রান্তের ব্যাটাররা টুকটুক করলেও মাত্র ৩০ বলে ফিফটি করে ফেলেন বাঁহাতি ওপেনার। ৬৭ বলে ৭২ রান করা সূর্যবংশীকে আউট করেন ইকবাল হোসেন ইমন।
এরপর একপ্রান্ত ধরে রেখে খেলতে থাকেন অভিজ্ঞান কুন্ডু। রয়েসয়ে খেলে দলকে দুইশ পার করান তিনি।
নতুন স্পেলে ফিরে খিলান প্যাটেলের পর ৮০ রান করা কুন্ডুকেও ফেরান ফাহাদ। আর ভারতের শেষ ব্যাটার দিপেশ দেবেন্দ্রকে আউট করে নিজের ৫ উইকেট পূর্ণ করেন তরুণ পেসার।

সেরা দল নিয়েও ৮ম রাউন্ড শেষে রংপুর রাইডার্সের অবস্থান ছিল নড়বড়ে। ৮ ম্যাচ শেষে ৮ পয়েন্ট নিয়ে কোয়ালিফাইয়ার নিয়েই দুর্ভাবনায় পড়েছিল লিটন-মোস্তাফিজ-হৃদয়-নাহিদ রানা-সোহানদের দল রংপুর রাইডার্স। শেষ ৪ রাউন্ডের পরীক্ষায় পড়া দলটি শনিবার ঢাকা ক্যাপিটালসকে ১১ রানে হারিয়ে প্লে অফের সমীকরণ মিলিয়েছে রংপুর রাইডার্স।
কীভাবে নবম রাউন্ডের হার্ডল পেরিয়েছে রংপুর, সেই আলোচনায় প্রথমে আনতে হবে দুই ওপেনারের নাম। ডেভিড মালান-তাওহিদ হৃদয়ের হৃদয় জুড়ানো ব্যাটিং, এই দুই ব্যাটারের জোড়া ফিফটি, ৮৫ বলে ১২৬ রানের পার্টনারশিপ বড় স্কোরের আবহ দিয়েছে রংপুর রাইডার্স।
সিলেটে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে চট্টগ্রাম রয়্যালসের মোহাম্মদ নাঈম-রশিংটনের অবিচ্ছিন্ন ১২৩ রানের জুটি ছিল চলমান বিপিএলে ওপেনিং পার্টনারশিপে সর্বোচ্চ। সেই রেকর্ড ছাড়িয়ে গেছেন মালান-হৃদয়। মারুফ মৃধাকে ইনিংসের তৃতীয় ওভারে দুর্দান্ত ফ্লিক শটে ছক্কা এবং পয়েন্ট ও মিড অফ দিয়ে দুটি বাউন্ডারিতে মালান ঝড় শুরু। ৩৫ বলে ৬ বাউন্ডারি, ২ ছক্বায় টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৭৫তম, বিপিএল ক্যারিয়ারে ১২তম ফিফটি উদযাপনের ইনিংসটি থেমেছে নিজের ভুল শট সিলেকশনে। তাসকিনের সেকেন্ড স্পেলের ৬ষ্ঠ বলে লেগ এন্ড মিডল স্ট্যাম্পে পিচিং ডেলিভারিকে স্কুপ শট করতে যেয়ে থেমেছেন মালান ৭৮ রানে। তবে ১৫৯.১৮ স্ট্রাইক রেটে ৪৯ বলে ৮ চার, ৪ ছক্কায় ৭৮ রানের ইনিংসটি পেয়েছে হাততালি।
মিডল অর্ডার থেকে ওপেনিংয়ে প্রমোশন পেয়ে হৃদয় এই বিপিএলে নিজের জাত চেনাতে চেষ্ঠা করছেন। শনিবার শুরুতে ধীর গতিতে ব্যাটিং করে থিতু হওয়ার পর ব্যাটটাকে চওড়া করেছেন। ৪০ বলে ৪ চার, ৩ ছক্কায় টি-টোয়েন্টি ক্যারিয়ারে ২১তম ফিফটি পূর্ণ করেছেন। মারুফ মৃধাকে লং অফের উপর দিয়ে খেলতে যেয়ে ধরা পড়েছেন যখন, তখন তার নামের পাশে ৪৬ বলে ৫ চার, ৪ ছক্কায় ৬২।
দারুণ ওপেনিং পার্টনারশিপের পর শেষ পাওয়ার প্লে-তে রংপুর রাইডার্স ব্যাটারদের কাছে ব্যাটিং ঝড়ের প্রত্যাশা ছিল সবার। তবে শেষ ৫ ওভারকে সেভাবে কাজে লাগাতে পারেনি, ৩ উইকেট হারিয়ে ৫১ রান যোগ করেছে রংপুর। তারপরও রংপুর রাইডার্স ১৮১/৪ স্কোর নিয়ে ছিল দুশ্চিন্তামুক্ত। দুই পেসার নাহিদ রানা (১-০-২-১) এবং ফাহিম আশরাফের (২-০-১৬-২) প্রথম স্পেলে ব্যাটিং পাওয়ার প্লে-তে ৩ উইকেট হারিয়ে (৫৩/৩) চাপের মুখে পড়ে ঢাকা ক্যাপিটালস। শেষ ৩০ বলে ৬৯ রানের টার্গেটে পড়ে ঝুঁকি নিয়েছিলেন ঢাকা ক্যাপিটালসের লোয়ার অর্ডার সাইফুদ্দিন। টি-টোয়েন্টি ক্যারিয়ারে দ্বিতীয় ফিফটি উদযাপন করেছেন ২৮ বলে। ৩০ বলে ৩ চার, ৫ ছক্কায় ৫৮ রানে অপরাজিত ইনিংসে অবশ্য ঢাকা ক্যাপিটালসকে জেতাতে পারেননি সাইফউদ্দিন। বাংলাদেশের সর্বোচ্চ গতির বোলার নাহিদ রানার বোলিং (৪-০-১১-৩) এদিন গড়ে দিয়েছে ব্যবধান। ২৪টি ডেলিভারির মধ্যে ১৪টি দিয়েছেন নাহিদ রানা ডট। একটিও বাউন্ডারি মারতে পারেনি তাকে কেউ। তাঁর প্রথম ডেলিভারিটি ছিল ইয়র্কার, সেই ডেলিভারিতে সাইফ হাসান হয়েছেন বোল্ড (৬ বলে ১২)। প্রথম স্পেলে (২-০-৫-২) তাঁর দ্বিতীয় শিকার সাব্বির, শর্ট বলে আপার কাট করতে যেয়ে থার্ডম্যানে থেমেছেন তিনি (৯ বলে ৮)। ৭ম উইকেট জুটিতে সাইফউদ্দিনের সাথে ২৯ বলে ৪৮ রানে অবদান রাখা মিঠুন নাহিদ রানার শেষ স্পেলে (২-০-৬-১) দিয়েছেন কভারে ক্যাচ ( ২৯ বলে ২৫)।

টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিং দিয়ে যেন নিজেদের বিপদই ডেকে আনল জাপান অনূর্ধ্ব-১৯ দল। শুরু থেকে তাণ্ডব চালিয়ে জোড়া বিশ্ব রেকর্ড গড়ল শ্রীলঙ্কার যুবারা। দুই ওপেনার মিলে গড়লেন তিনশ ছাড়ানো জুটি। আর ভিরান চামুদিথা করলেন সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড।
নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় শনিবার দুপুরে শুরু হওয়া ম্যাচে উদ্বোধনী জুটিতে ৩২৮ রান যোগ করেছেন শ্রীলঙ্কার দুই ওপেনার চামুদিথা ও দিমন্থ মহাভিতানা। যুব ওয়ানডেতে যে কোনো জুটিতে এটিই সর্বোচ্চ রানের রেকর্ড।
বাংলাদেশে অনুষ্ঠিত ২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ফিজির বিপক্ষে দ্বিতীয় উইকেটে ৩০৩ রানের জুটি গড়েছিলেন ইংল্যান্ডের দুই ব্যাটার ড্যান লরেন্স ও জ্যাক বার্নহাম। লরেন্সের ব্যাট থেকে আসে ১৭৪ রান ও বার্নহাম করেন ১৪৮ রান।
সেটি টপকে এবার ৪৩.৫ ওভারে ৩২৮ রানের জুটি গড়েছেন চামুদিথা ও মহাভিতানা। ১২৫ বলে ১১৫ রান করে মহাভিতানা রানআউট হলে ভাঙে এই জুটি। পরের ওভারে আউট হন ২৬ চার ও ১ ছক্কায় ১৪৩ বলে ১৯২ রান করা চামুদিথা।
যুব বিশ্বকাপের ইতিহাসে এটিই সর্বোচ্চ রানের ইনিংস। এর আগে ২০১৮ সালের যুব বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে ১৯১ রানের ইনিংস খেলেছিলেন কেনিয়ারই হাসিথা বোয়াগোড়া। তাকে টপকেই আউট হয়ে যান চামুদিথা।