৪৪ বলের সেঞ্চুরিতে স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশিদের মধ্যে লিটন দাস হলেন দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির মালিক। দ্রুততম পারভেজ হোসেন ইমনের দখলেই, যা তিনি করেছিলেন ৪২ বলে। তবে যেকোনো স্বীকৃত টি-টোয়েন্টিতে সিলেটে এটাই দ্রুততম সেঞ্চুরির রেকর্ড, সঙ্গে বিপিএলে বাংলাদেশি ব্যাটারদের মধ্যেও।
টি-টোয়েন্টি ইতিহাসে এ নিয়ে নয় বার এক ইনিংসে দুই সেঞ্চুরিয়ানের দেখা মিলল। তবে প্রথমবার কোনো দুই বাংলাদেশি তাই করে দেখালেন। নিজের আইডল তামিম ইকবালের মতো একাধিক টি-টোয়েন্টি সেঞ্চুরি এখন তানজিদ হাসান তামিমের।
আরও পড়ুন
লিটন-তানজিদের যত রেকর্ড... |
২০১৯ বিপিএলে সর্বোচ্চ ৬টা সেঞ্চুরি দেখা গিয়েছিল, এই আসরে এখনই হয়ে গেল ৫ সেঞ্চুরি।
২৪১ রানের জুটি গড়েছেন লিটন-তানজিদ, বিপিএল ইতিহাস তো বটেই, যেকোনো টি-টোয়েন্টিতেই এটা এখন দ্বিতীয় সেরা জুটি। সর্বোচ্চ জাপানের দুই ওপেনারের অপরাজিত ২৫৮।
আর বিপিএল ইতিহাস এই প্রথম দেখল ২৫০ রান পার করা স্কোর, ঢাকার ২৫৪ রান এখন বিপিএলের সেরা দলীয় সংগ্রহ। উল্লেখ্য, এর পরের সর্বোচ্চ ৯ স্কোরের সবকটাই হয়েছে চট্টগ্রামে।
২২ জানুয়ারি ২০২৫, ১০:৫৬ এম
প্রথম ম্যাচে ১৯৮ রান করেও হারতে হয়েছিল বড় ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে এরচেয়েও কম রান করায় ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের বিপক্ষে বাংলাদেশের জয়ের আশা ছিল কমই। তবে সরাসরি বিশ্বকাপ খেলার আশা টিকিয়ে রাখার ম্যাচে বোলাররা মামুলি স্কোর নিয়েই জিতিয়ে দিয়েছেন। প্রথমবারের মত তাই জেগেছে বিদেশের মাটিতে সিরিজ জয়ের আশা। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিশ্বাস, ইতিহাস গড়তে সক্ষম হবে তার দল।
প্রথম ম্যাচে হেরে যাওয়ায় পরের দুটি ম্যাচ বাংলাদেশের জন্য হয়ে গেছে ফাইনালের মতোই। ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে দুটিতেই যে জেতার বিকল্প নেই৷ সেই লড়াইয়ে ব্যাট হাতে লড়ে যান কেবল নিগারই। তার ৬৮ রানের ইনিংস বাংলাদেশ পুঁজি পায় ১৮৪ রানের। তবে এই রান নিয়েই উজ্জীবিত পারফরম্যান্স উপহার দেন বোলাররা। ৩৫ ওভারে মাত্র ১২৪ রানেই গুটিয়ে যায় ক্যারিবিয়ানরা।
ম্যাচের পর উচ্ছ্বসিত নিগার বললেন, ইতিহাস গড়েই বিশ্বকাপ খেলার সমীকরণ মেলাবে তার, এই আশা এখন পুরো দলেরই। “সমীকরণের চিন্তা এখনও করছি না। কারণ, প্রথম ম্যাচে হারের একদিন পরই দল এভাবে ঘুরে দাঁড়াবে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এটা অনেক কাজে দেবে। দুইটা পয়েন্ট অনেক গুরুত্বপূর্ণ ছিল।৷ তবে মোরাল ভিক্টোরির জন্যও এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। তাই, পরবর্তী ম্যাচেও এটা আমাদের অনুপ্রেরণা যোগাবে। সিরিজ জয়ের একটা সম্ভাবনা থাকবে। বিদেশে আমরা কখনও সিরিজ জিততে পারিনি, তাই এটা যদি অর্জন করতে পারি, তাহলে সেটা দলের জন্য একটা মাইলস্টোন হয়ে থাকবে।”
আগের ম্যাচে বাংলাদেশকে হারতে হয়েছিল ৯ উইকেটে। ফলে, আরও কম রান কাজটা কঠিন করে দেয় বোলারদের জন্য। তবে তিন স্পিনার নাহিদা আক্তার, রাবেয়া খান ও ফাহিমা খাতুন মিলে ৭ উইকেট ভাগাভাগি করে প্রতিপক্ষের জন্য এই রানই করে তোলেন পাহাড়সম। পেসার মারুফা আক্তার শিকার করেন দুই উইকেট।
নিগার মনে করেন, বোর্ডে যথেষ্ট রান না থাকলেও দল নিজেদের সামর্থ্যে ভরসা রেখেছিল।
“প্রথমত আমি মনে করি দলের মাঝে বিশ্বাসটা অনেক ছিল, যদিও রান অনেক কম ছিল আমাদের। এই ধরনের উইকেটে ২০০ প্লাস না করলে বোলারদের জন্য কাজটা আসলে খুব কঠিন। আমি আগেই বলেছিলাম, আমরা সবাই যেন নিজেদের ওপর বিশ্বাসটা রাখি। কারণ, আমরা যদি পরিকল্পনা অনুযায়ী বোলিং করতে পারি, তাহলে এটা সম্ভব হবে। সব কৃতিত্ব দলের। প্রতিটা বোলার ও ফিল্ডার যেভাবে ১১০ ভাগ উজাড় করে দিয়েছে, যে নিবেদন দেখিয়েছে তারা… সেটা দুর্দান্ত ছিল। সবার প্রচেষ্টা ছিল জয়ের।”
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কড়াকড়ির ফলে ঘরোয়া ক্রিকেটে ফিরছেন ভারতের জাতীয় দলের ক্রিকেটাররা। দীর্ঘ এক যুগ পর সেই তালিকায় যুক্ত হয়েছে বিরাট কোহলির নাম। আসন্ন রঞ্জি ট্রফির শেষ রাউন্ডের গ্রুপ পর্বের ম্যাচে দিল্লির হয়ে মাঠে নামার কথা ভারতের সাবেক এই অধিনায়কের।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে,আগামী ৩০ জানুয়ারি রেলওয়ের বিপক্ষে দিল্লির হয়ে রঞ্জি ট্রফির ম্যাচে কোহলিকে দেখা যাবে। অবশ্য শুধু কোহলিই নন এর আগে ২৩ জানুয়ারি দিল্লির বিপক্ষে ম্যাচ দিয়ে রঞ্জিতে ফিরবেন রিশাভ পান্ত রবীন্দ্র জাদেজারাও। তবে ঘাড়ের ব্যথার কারণে কোহলি এই ম্যাচে টা খেলতে পারবেন না।
বিসিসিআইয়ের সাম্প্রতিক নির্দেশনায় কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারদের জন্য ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী ২৩ জানুয়ারির ম্যাচে মাঠে নামবেন ভারতীয় জাতীয় দলের ক্রিকেটাররা।
রঞ্জি খেলার ব্যাপারে কোহলি ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকার ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছেন কি না, তা জানা যায়নি। তবে রেলওয়ের বিপক্ষে ম্যাচটি শেষ আগামী ২ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা রয়েছে।
এই ম্যাচে খেললে কোহলি ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে সময় পাবেন মাত্র ৩ দিন। ৬ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নামবে ভারত। চ্যাম্পিয়নস ট্রফির জন্য ঘোষিত দলটিই খেলবে এই সিরিজে, যেখানে রয়েছেন কোহলিও।
আগের ম্যাচে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে অল্পের জন্য জেতাতে পারেননি এনামুল হক বিজয়। চিটাগং কিংস ম্যাচের আগে নাটকীয়ভাবে দুর্বার রাজশাহীর অধিনায়কত্ব পান তাসকিন আহমেদ। তবে তিনিও পারলেন না ভাগ্যের বদল করতে। উল্টো ব্যাটিং ব্যর্থতায় বিশাল ব্যবধানে হেরে প্লে-অফের সমীকরণ কঠিন করে ফেলল রাজশাহী। আর বোলাররা স্বাগতিক চিটাগংকে এনে দিল গুরুত্বপূর্ণ এক জয়।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সোমবারের দ্বিতীয় ম্যাচে চিটাগং জিতেছে ১১১ রানে। কুড়ি ওভারে দলটি দাঁড় করিয়েছিল ৮ উইকেটে ১৯১ রানের স্কোর। লড়াই জমাতে ব্যর্থ রাজশাহী গুটিয়ে গেছে মাত্র ৮০ রানেই।
চলতি বিপিএলে নানা কারণে আলোচিত রাজশাহী এই ম্যাচের কয়েক ঘণ্টা আগে জানায়, বিজয়কে সরিয়ে তার অধিনায়ক করেছে তাসকিনকে। তবে প্রথম ম্যাচে দলকে উজ্জীবিত করতে পারেননি তিনি। বলা যায়, চিটাগংয়ের বিশাল স্কোরের সামনে শুরু থেকেই দাঁড়াতে পারেননি তার।
আরও পড়ুন
রংপুর রাইডার্স ঘুরে এসেছে নিজেদের রংপুর |
শুরুটা হয় ১৩ রানে দুই ওপেনারকে হারিয়ে। আগের ম্যাচে মাত্র ৫৭ বলে সেঞ্চুরি করে বিজয় চেষ্টা করেন হাল ধরার। তবে পারেননি দ্রুত রান তুলতে। প্রথম ১৩ বলে করতে পারেন মাত্র ১০ রান। ইয়াসির আলিও এক ডিজিটে আউট হলে চাপ বেড়ে যায় রাজশাহীর।
আকবর আলিও পারেননি বিপদে দলের ত্রাতা হতে। কয়েকটি চার মেরে বিজয় আউট হতেই নিশ্চিত হয়ে যায় চিটাগংয়ের জয়। ১৬ রানে শেষ পাঁচ উইকেট হারিয়ে নেট রান রেটের বড় ক্ষতি করে হার বরণ করে রাজশাহী। দলটির মাত্র দুই ব্যাটার যেতে পারেন দুই অঙ্কের ঘরে। শরিফুল ইসলাম ও নাইম ইসলাম পান দুটি করে উইকেট। অন্য বোলাররাও প্রত্যেকে শিকার করেন একটি করে উইকেট।
বোলারদের আগে অবশ্য ব্যাট হাতেই চিটাগংয়ের জয়ের পথ সুগম করে দিয়েছিলেন ব্যাটাররাই। শুরুতেই উসমান খানকে হারালেও বড় সংগ্রহের ভিত রচনা হয় নাইম ও গ্রাহাম ক্লার্কের ব্যাটে। ৮৪ রানের দারুনে এক জুটি গড়েন দুজন, যার শেষটা হয় ক্লার্কের ৪৫ রানে আউটে। তিনি না পারলেও ফিফটি করতে ভুল হয়নি নাইমের।
আরও পড়ুন
রংপুর রাইডার্সের ট্রফি ট্যুর, রংপুরে বইছে ঈদের আনন্দ |
অভিজ্ঞ এই ব্যাটার খেলেন ৫ চার ও ৩ ছক্কায় ৪১ বলে ৫৬ রানের কার্যকরী ইনিংস। সাথে শেষের দিকে মোহাম্মদ মিঠুন (২০ বলে ৩২), হায়দার আলি (১৪ বলে ২১) ও রাহাতুল ফেরদৌসের (৮ বলে ১৬) তিন ক্যামিওতে ১৯০ পার করে ফেলে চিটাগং, যা দলটিকে শেষ পর্যন্ত এনে দেয় দুর্দান্ত এক জয়।
সকাল থেকেই রংপুর জেলা স্টেডিয়ামে মানুষের অপেক্ষা। সময়ের সঙ্গে দুপুর গড়াতে সেই অপেক্ষা রীতিমতো জনসমুদ্রের রূপ নেয়। হাজার হাজার রংপুরবাসী বরণ করে নিয়েছে রংপুর রাইডার্স দলকে।
দুপুর হেলিকপ্টারে রংপুরে নামে রাইডাররা। শুরুতে তারা জার্সি দেয় ভক্তদের। হাজারখানেক জার্সি তারা উপহার দেয় মাঠে সাথে মানুষদের। রংপুরবাসীও সাদরে গ্রহণ করে রংপুর রাইডার্সের ক্রিকেটারদের।
মাঠে প্রবেশের পর মঞ্চে আসে রংপুর রাইডার্সের ক্রিকেটাররা। মঞ্চে এসে মানুষের ভালোবাসায় মুগ্ধ সব ক্রিকেটার। একে একে দর্শকদের ধন্যবাদ দেন সব ক্রিকেটার ও কোচরা।
আরও পড়ুন
রংপুর রাইডার্সের ট্রফি ট্যুর, রংপুরে বইছে ঈদের আনন্দ |
রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান বলেন, 'আপনাদের ভালোবাসার আপনার মুগ্ধ। দোয়া করবেন যেনো বিপিএল ট্রফিটা নিয়ে আসতে পারি। বসুন্ধরা গ্রুপকেও ধন্যবাদ।'
দলটার টিম ডিরেক্টর শানিয়ান তানিম জানান, 'বসুন্ধরা গ্রুপ এদেশের ক্রিকেট বদলে দিচ্ছে। রংপুর রাইডার্স এই মাঠে এসে বিপিএলের অনুশীলন করবে, ম্যাচ খেলবে সুযোগ থাকলে। আমরা ট্রফি নিয়ে আবার রংপুরে আসব।'
হেড কোচ মিকি আর্থার জানান, 'আসসালামু আলাইকুম। যদিও আমি অনেকবেশি বাংলা জানি না। তবে আপনাদের ভালোবাসায় আমি অবাক।'
এছাড়া দর্শকদের জন্য রাখা হয় বিপিএল ট্রফিও। মাঠে ছিল বিপিএল ২০২৫ এর মাসকটা 'ডানা ৩৬'ও। রংপুর জেলা স্টেডিয়ামে দর্শকদের জন্য রাখা হয় বিশেষ কনসার্টও।
আরও পড়ুন
শুরু হল প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৪-২৫ |
এই বিপিএলে শুরুর আট ম্যাচের সবকটায় জিতে পয়েন্ট টেবিলের এক নাম্বারে রয়েছে এই রংপুর রাইডার্সই।
বিপিএলে এর আগেও শুরুতে না পেলেও টুর্নামেন্ট চলাকালীন অধিনায়কত্ব পাওয়ার অভিজ্ঞতা হয়েছে তাসকিন আহমেদের। সেই ধারায় আরও একবার আসরের মাঝপথে নেতৃত্ব পেলেন অভিজ্ঞ এই পেসার। দুর্বার রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয় দায়িত্ব থেকে সরে যাওয়ায় তার স্থলাভিষিক্ত হয়েছেন তাসকিন।
সোমবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানায় রাজশাহী। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগ দেওয়ার জন্য বিজয়ের কাঁধ থেকে অধিনায়কত্বের ভার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
দল হিসেবের রাজশাহী খুব একটা ভালো ছন্দে না থাকলেও এই বিপিএলে বিজয় আছেন দারুণ ফর্মে। ৮ ম্যাচে ৩২৪ রান করে তিনি এখন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। সবশেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে সেঞ্চুরি আসে তার ব্যাট থেকে। তবে মাত্র ৫৭ বলে ১০০ রানের ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি তিনি।
আরও পড়ুন
রংপুর রাইডার্সের ট্রফি ট্যুর, রংপুরে বইছে ঈদের আনন্দ |
ওই ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রুদ্ধশ্বাস লড়াইয়ে দলকে জেতাতে না পারায় আবেগে ভেঙে পড়তে দেখা যায় বিজয়কে। সংবাদ বিজ্ঞপ্তি রাজশাহী বলেছে, সেই কারণেই দুর্বার রাজশাহী ম্যানেজম্যান্ট এই সিদ্ধান্ত নিয়েছে, যাতে বিজয় অধিনায়কের ভার থেকে মুক্ত হয়ে স্রেফ ব্যাটিংয়ে মনোযোগী হতে পারেন।
রাজশাহীর নতুন অধিনায়ক তাসকিনও আছেন ফর্মে। ৮ ম্যাচে ১৮ উইকেট নিয়ে এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী জাতীয় দলের অভিজ্ঞ এই পেসার।
৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলে পঞ্চম স্থানে থাকা রাজশাহীর অধিনায়ক হিসেবে সোমবার সন্ধ্যায় অভিষেক হচ্ছে তাসকিনের, প্রতিপক্ষ চিটাগং কিংস।
৪ দিন আগে
৯ দিন আগে
৯ দিন আগে
১৪ দিন আগে
১৫ দিন আগে
১৫ দিন আগে
২১ দিন আগে
২২ দিন আগে