
দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলতে দীর্ঘ ১১ বছর পর বাংলাদেশে এলো নেদারল্যান্ডস ক্রিকেট দল। বুধবার সকালে ঢাকায় এসে পৌঁছায় তারা। দুপুরের ফ্লাইটেই সিলেটে চলে যাবে সফরকারীরা।
এর আগে ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে সবশেষ বাংলাদেশে এসেছিল ডাচরা।
আরও পড়ুন
| বিহারির পথ ধরে দল বদলে ফেলছেন শঙ্কর |
|
এবারই প্রথম নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে কোনো সিরিজ খেলবে বাংলাদেশ। ২০১২ সালে ডাচদের মাঠে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ।
এ নিয়ে তৃতীয়বার বাংলাদেশে এলো নেদারল্যান্ডস। ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ খেলতে প্রথম এসেছিল তারা। স্বাগতিকদের মুখোমুখি হয় তারা। এরপর ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সিলেট ও চট্টগ্রামে ৭টি ম্যাচ খেলে।
প্রায় ১১ বছর পর এবারের সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ডাচরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী শনিবার শুরু সিরিজ। পরের দুই ম্যাচ ১ ও ৩ সেপ্টেম্বর।
৮ ডিসেম্বর ২০২৫, ১:২১ পিএম
৮ ডিসেম্বর ২০২৫, ১:১৬ পিএম
৮ ডিসেম্বর ২০২৫, ১২:২৫ পিএম

স্বীকৃত ক্যারিয়ারে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই বিশ্ব রেকর্ড গড়লেন ভারতের অমিত পাসি। মাত্র ৫৫ বলে ১১৪ রান করে তিনি নাম লেখালেন টি-টোয়েন্টি অভিষেকে সর্বোচ্চ রানের রেকর্ডে।
সৈয়দ মুশতাক আলি ট্রফিতে সোমবার সার্ভিসেসের বিপক্ষে ম্যাচ দিয়ে ২৬ বছর ১০৩ দিন বয়সে স্বীকৃত ক্রিকেটে যাত্রা শুরু করেছেন অমিত। আর অভিষেক ম্যাচেই তিনি খেলেছেন ১০ চার ও ৯ ছক্কার বিধ্বংসী ইনিংসটি।
টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক ম্যাচে এটিই সর্বোচ্চ ইনিংস। ২০১৫ সালে পাকিস্তানের সুপার এইট টি-টোয়েন্টি কাপে নিজের অভিষেক ম্যাচে ৪৮ বলে ১১৪ সালের ইনিংস খেলেছিলেন শিয়ালকোটের বিলাল আসিফ। পরে পাকিস্তান জাতীয় দলের হয়ে ৩ টেস্ট ও ৫ ওয়ানডে খেলেন তিনি।
প্রায় দশ বছর এবার বিলালের রেকর্ডে ভাগ বসালেন অমিত। তার সেঞ্চুরিতে ৫ উইকেটে ২২০ রান করে বারোডা। পরে সার্ভিসেসও দারুণ লড়াই করে। তবে শেষ পর্যন্ত ২০৭ রান করে ১৩ রানে হেরে যায় দলটি।
স্বীকৃত টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করা বিশ্বের দশম ব্যাটার অমিত। ২০১০ সালে সর্বপ্রথম এই কীর্তি গড়েন হায়দরাবাদের আকশাত রেড্ডি। তিনিও সৈয়দ মুশতাক আলি ট্রফিতেই সেঞ্চুরি করেছিলেন।

অস্ট্রেলিয়ার টেস্ট খেলার অভিজ্ঞতা বাংলাদেশের বর্তমান দলের কারও নেই। ২০০৩ সালে সবশেষ অজিরা বাংলাদেশকে আতিথেয়তা দেয়। ২৩ বছর পর আবার অস্ট্রেলিয়ায় টেস্ট খেলবে বাংলাদেশ।
আগেরবার বাংলাদেশের বিপক্ষে বড় কোনো স্টেডিয়াম নয়, নতুন ভেন্যুতে খেলে অস্ট্রেলিয়া। আর প্রায় দুই যুগ পর বাংলাদেশের বিপক্ষে সিরিজটি নতুন মাঠেই আয়োজনের কথা ভাবছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
বাংলাদেশের বিপক্ষে খেলার জন্য অস্ট্রেলিয়ার ১২তম ভেন্যু হিসেবে কুইন্সল্যান্ড রাজ্যের ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার উদ্বোধন হতে পারে। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) একটি প্রতিবেদনে বাংলাদেশের বিপক্ষে টেস্টের মাঠ নিয়ে এমনটাই জানিয়েছে।
২০২৬ সালের আগস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশ। যদিও সিরিজের ভেন্যু এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ান গ্রীষ্মের আগে হওয়ায় এই সিরিজের জন্য মূল কোন ভেন্যু পাওয়া যাবে না।
আরও পড়ুন
| সান্তোসকে বাঁচিয়ে বড় সিদ্ধান্তের ঘোষণা নেইমারের |
|
রিফ অ্যারেনায় একটি টেস্ট হলেও বিবেচনায় রাখা হয়েছে কেয়ার্নস ও ডারউইনও। যেখানে আগে খেলেছে বাংলাদেশ। এছাড়াও টাউনসভিলকেও বিবেচনা করা হচ্ছে। দেশের উষ্ণ উত্তরাঞ্চলে একাধিক বিকল্প খুঁজছে সিএ, যেখানে সারা বছর উষ্ণ আবহাওয়ার কারণে শীতকালেও ক্রিকেট সম্ভব।
ক্রিকেট নর্দার্ন টেরিটরির প্রধান নির্বাহী গ্যাভিন ডোভি পূর্বে ক্রিকেট ডটকম ডট অস্ট্রেলিয়াকে বলেছেন, তিনি 'আশাবাদী' যে ডারউইন ম্যাচগুলোর একটি পাবে।
ম্যাকাইয়ের ভেন্যুটি ১০ হাজার আসনের গ্র্যান্ডস্ট্যান্ড, সম্প্রচার এলাকা ও উচ্চমানের ট্রেনিং সুবিধা তৈরির জন্য রাজ্য সরকার থেকে ২ কোটি ডলার তহবিল পেয়েছে।
এই বছর অস্ট্রেলিয়া পুরুষ দল এই মাঠে দুইটি ওয়ানডে খেলেছে। এছাড়া ২০২৪ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে দুটি নারী টি-টোয়েন্টি এবং ২০২১ সালে অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে তিনটি নারী ওয়ানডে ম্যাচ হয়েছিল এই ভেন্যুতে।

জাতীয় ক্রিকেট লিগের শেষ দিকে এসে আলো ছড়াচ্ছেন রুয়েল মিয়া ও মুকিদুল ইসলাম মুগ্ধ। টানা তিন ইনিংসে ৫ উইকেট নিয়ে অন্যরকম হ্যাটট্রিক করেছেন রুয়েল। আর মুগ্ধ টানা তিন ম্যাচে নিয়েছেন ৫ উইকেট।
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে রুয়েলের তোপে ২৮৭ রানে অলআউট হয়েছে সিলেট। ৫ উইকেটে ২১৪ রানে দিন শুরু করেছিল তারা। সোমবার আর মাত্র ৭৩ রান যোগ করতে পারে জাকির হাসানের দল। ১৩০ রানে অপরাজিত থেকে নতুন দিনে কোনো রান যোগ করতে পারেনি।
দারুণ বোলিংয়ে ৮৪ রানে ৫ উইকেট নেন বরিশালের বাঁহাতি পেসার রুয়েল। এর আগে সিলেটের মাঠে ষষ্ঠ রাউন্ডের ম্যাচে ময়মনসিংহের বিপক্ষে প্রথম ইনিংসে ৭৫ রানে ৫টি ও দ্বিতীয় ইনিংসে ৬৪ রানে ৫ উইকেট নেন ২৫ ছুঁইছুঁই পেসার।
আরও পড়ুন
| পাওয়েলের সেঞ্চুরির আপসোস মিটিয়ে দিলেন মুস্তাফিজরা |
|
এ নিয়ে সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্যারিয়ারে সপ্তমবার ৫ উইকেট নিলেন রুয়েল। আর চলতি লিগে ১০ ইনিংসে তার মোট শিকার ২৭ উইকেট। এখন পর্যন্ত বোলারদের তালিকায় তিন নম্বরে আছেন বাঁহাতি এই পেসার।
অন্যদিকে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে খুলনার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে আগুনঝরা বোলিং করেন রংপুরের পেসার মুগ্ধ। ১১ ওভারে ২ মেডেনসহ মাত্র ২২ রানে ৫ উইকেট নিয়েছেন ২৫ বছর বয়সী ব্যাটার। তার তোপে মাত্র ৯৬ রানে অলআউট হয়ে গেছে খুলনা।
খুলনার বিপক্ষে প্রথম ইনিংসেও ৩ উইকেট নেন মুগ্ধ। লিগের পঞ্চম ও ষষ্ঠ রাউন্ডেও দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নেন রংপুরের পেসার। বরিশালের বিপক্ষে ৫৩ রানে ৫ উইকেট ও রাজশাহীর বিপক্ষে ৪২ রানে নেন ৫ উইকেট।
চলতি লিগে এখন পর্যন্ত ৪ ম্যাচে মাত্র ৮ ইনিংসেই ২৯ উইকেট নিয়ে ফেলেছেন মুগ্ধ। বোলারদের মধ্যে তালিকায় দুই নম্বরে উঠে গেছেন তিনি।

প্রায় হাতের মুঠো থেকে জয় ফসকে যাওয়া ম্যাচে বড় ধাক্কাও খায় নিউজিল্যান্ড। রেকর্ডের ফসরা সাজিয়ে কিউইতের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্ট ড্র করে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের টেস্ট সিরিজের বাকি অংশে দলের গুরুত্বপূর্ণ তিন সদস্যকে হারাল স্বাগতিকরা।
ঘরের মাঠে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি, পেস বোলিং অলরাউন্ডার নাথান স্মিথ ও স্পিন বোলিং অলরাউন্ডার মিচেল স্যান্টনার। ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনে হ্যামস্ট্রিংয়ের চোট পাওয়া উইকেটকিপার-ব্যাটার টম ব্লান্ডেল ছিটকে পড়েছিলেন আগেই।
চোটের মিছিলে নিউজিল্যান্ডের টেস্ট দলে দেখা যেতে পারে জোড়া নতুন মুখ। সাদা জার্সিতে কিউই দলে প্রথমবার ডাক পেলেন মাইকেল রে। এছাড়া অভিষেকের অপেক্ষায় পেস বোলিং অলরাউন্ডার ক্রিস্টিয়ান ক্লার্ক। চোটে থাকা কাইল জেমিসন এবং উইল ও’রুরক এখনও পুর্নবাসন প্রক্রিয়ার মধ্যে থাকায় তাদের দলে যুক্ত করা সম্ভব হয়নি।
রেই এবং ক্লার্ক দুজনকেই প্লাঙ্কেট শিল্ডের তৃতীয় রাউন্ড থেকে উড়িয়ে আনা হয়েছে। ২৪ বছর বয়সী ক্লার্কের এখনও টেস্ট অভিষেক না হলেও সম্প্রতি তিনি ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলেছিলেন। ম্যাট হেনরির চোটে বদলি হিসেবে সুযোগ পান এই ডান হাতি এই বোলার।
আরও পড়ুন
| পাওয়েলের সেঞ্চুরির আপসোস মিটিয়ে দিলেন মুস্তাফিজরা |
|
অক্টোবরে ওয়ানডে দলে জায়গা পাওয়ার পর ক্লার্ক বলেছিলেন, “আমি ক্রিকেটে একজন বোলিং অলরাউন্ডার। আমি সবসময় চেষ্টা করি খেলায় যতটা সম্ভব অবদান রাখতে। এছাড়াও, আমি দলের মধ্যে ভালো মানুষ হতে চাই এবং সবসময় দলকে সাহায্য করতে চাই।’
এখন পর্যন্ত ক্লার্ক ২৭টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন, নিয়েছেন ৩৩ গড়ে ৭৭টি উইকেট। ব্যাট হাতে ২৩.৫০ গড়ে করেছেন ৮৯৩ রান। বোলিংয়েই সিদ্ধহস্ত ক্লার্ক ব্যাটার হিসেবেও দারুণ। গত অক্টোবরে সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিপক্ষে ফোর্ড ট্রফিতে একদিনের ম্যাচে প্রথম সেঞ্চুরি করেছিলেন তিনি। ওয়েলিংটন টেস্টে ক্লার্ক অথা রিজার্ভে থাকা পেসার ব্লেয়ার টিকনারকে বেছে নিতে পারে নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের জন্য সুসংবাদ হয়ে এসেছে চোট থেকে সেরে উঠেছেন ড্যারি মিচেল। প্রথম টেস্টে দীর্ঘ সময় এই ব্যাটার বদলি হিসেবে ফিল্ডিং করেছিলেন। এছাড়া প্লাঙ্কেট শিল্ডে ফিটনেস প্রমাণ করা গ্লেন ফিলিপসও ফিরছেন দ্বিতীয় টেস্টে।
প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ ইনিংসে ৫৩০ রানের অসম্ভব লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৬৩.৩ ওভার ব্যাটিং করে ম্যাচ ড্র করে। মহাকাব্যিক ইনিংস খেলে ক্যারিবিয়দের ত্রাতা আসের জাস্টিন গ্রিভস (২০২*) এবং শাই হোপ (১৪০)। আগামী বুধবার ওয়েলিংটনে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

দল হারুক কিংবা জিতুক—মোস্তাফিজুর রহমান তাঁর কাজটাই করে যান একান্তচিত্তে। গতকাল ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টিতে নিজের প্রথম ম্যাচে জয় পায়নি দুবাই ক্যাপিটালস। ঠিকই বল হাতে জাদু দেখিয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার।
মোস্তাফিজ ৪ ওভারে নিয়েছেন ২টি উইকেট। ক্যাচ ধরেছেন ২টি। আজও মোস্তাফিজ বল হাতে দ্যুতি ছড়িয়েছেন। ৩ ওভার বোলিং করে ২২ রান খরচায় নিয়েছেন ২ উইকেট। ভাগ্য ভালো, আজ তার দল আবু ধাবি নাইট রাইডার্সের বিপক্ষে বড় জয় পেয়েছে।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এদিন টস হেরে প্রথমে ব্যাটিং করে ১৮৬ রান তোলে দাসুন সানাকার দল। রভম্যান পাওয়েলের অপরাজিত ৫২ বলে ৯৬ রানের ইনিংসে ভর করে শক্তিশালী পুঁজি পায় দল।
লক্ষ্য পূরণে নেমে ডেভিড উইলি ও মোস্তাফিজুর রহমানের তোপে পড়ে নাইট রাইডার্সের ব্যাটাররা। একের পর এক আক্রমণ শানিয়ে ১০৩ রানে থামিয়ে দেয় জেসন হোল্ডারদের।
মূলত মোস্তাফিজ ও উইলির তোপে শুরুটা ভালো না হওয়াটাও বড় ধাক্কা ছিল নাইট রাইডার্সের। তার মধ্যে ওয়াকার সালমানখিলের স্পিন পড়তে গিয়ে রীতিমতো হাপিয়ে ওঠেন আন্দ্রে রাসেল ও রাদারফোর্ডরা।
দুবাই ক্যাপিটালসের হয়ে সর্বোচ্চ উইকেট পাকিস্তানি স্পিনারের। চার উইকেট তোলেন সালমানখিল। দুইটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ নবি, মোস্তাফিজ ও উইলি।