ব্যাটিংয়ে
যে কোনো মাইলফলক স্পর্শ করার পর ব্যাট ঘুরিয়ে তরবারির নাচানোর মতো বিশেষ ধরনের এক উদযাপন
করেন রবীন্দ্র জাদেজা। এই উদযাপন অনেক পছন্দ করেন ব্রেট লি। তবে এতে চোটে পড়ার ঝুঁকিও
দেখেন অস্ট্রেলিয়ান পেসার।
নিজের
ইউটিউব চ্যানেলে এক ভিডিওবার্তায় জাদেজাকে নিয়ে বিস্তর আলোচনা করেন সাবেক গতি তারকা।
যেখানে ভারতীয় অলরাউন্ডারকে তরবারি উদযাপনটি আরেকটু কমিয়ে করার পরামর্শ দেন ব্রেট লি।
“জাদেজার ইনজুরিতে পড়ার একমাত্র সম্ভাবনা দেখি কাঁধের হাড়ে, যেভাবে তরবারি উঁচিয়ে উদযাপন করে। যদিও আমি এটা ভীষণ পছন্দ করি। তবে নিজের শরীরের যত্ন নিতে হবে, উদযাপনটা যেন খুব বেশি না হয়।”
“আমার
মনে হয়, আরও ১৫ টেস্ট খেলতে গেলে প্রায় দুই বছর লাগবে। আমি নিশ্চিত, সে ১০০ টেস্টের
মাইলফলক অতিক্রম করবে। আমার চোখে, ও আমাদের দেখা সেরা অলরাউন্ডারদের একজন। ৩৬ বছর বয়সেও
ওর ভেতরে এখনও কয়েক বছর খেলার শক্তি বাকি আছে।”
এসময়
জাদেজাকে প্রশংসায় ভাসান ব্রেট লি।
“আমরা যেটা বলি- কারখানায় তৈরি ক্রিকেটার। একজন ক্রিকেটারের যা যা গুণ থাকা উচিত, সবকিছুই তার মধ্যে আছে। আমি মনে করি, প্রতিটি ক্ষেত্রে সে উত্তীর্ণ। মৌলিক কাজগুলো সে ঠিকভাবে করে। ওর টেকনিক সহজ, কোনো ঝামেলা নেই। দৌড়ে এসে সঠিক জায়গায় বোলিং করে, প্রয়োজনমতো লাইন ও লেংথ ঠিক রাখে এবং দ্রুত ওভার শেষ করে।”
২২ আগস্ট ২০২৫, ৮:৩৭ পিএম
২০২৫ এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই দল নিয়ে নিজেদের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে টি-টোয়েন্টি সিরিজ। দলে সুযোগ পেয়েছেন নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন ও সাইফ হাসান। বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ ও সৌম্য সরকার।
সোহান সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২২ অস্ট্রেলিয়া বিশ্বকাপে। সাইফ ২০২৩ সালে পাকিস্তানের বিপক্ষে হাংঝুতে এশিয়ান গেমসে খেলেছিলেন।
মূল দল না থাকলেও শুধু এশিয়া কাপ স্ট্যান্ডবাই হিসেবে আছেন- সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম ও হাসান মুরাদ। মিরাজ সবশেষ পাকিস্তান সিরিজের দলেও ছিলেন। সৌম্য খেলেছেন গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে।
আরও পড়ুন
এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে খেলবে ভারত |
![]() |
আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। তজর আগে ৩০ আগস্ট থেকে সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১ ও ৩ সেপ্টেম্বর হবে বাকি দুই ম্যাচ।
এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড— লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসে পাটোয়ারি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।
স্ট্যান্ডবাই (এশিয়া কাপ)— সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম ও হাসান মুরাদ।
পাকিস্তানের সঙ্গে খেলা নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ভারত সরকার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন নীতিমালায় জানানো হয়েছে, ভারত আর পাকিস্তানের সঙ্গে কোনো দ্বিপাক্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেবে না। তবে বহুজাতিক বা বড় টুর্নামেন্টে খেলবে দুই দল।
নীতিমালাটি ক্রিকেটসহ সব ধরনের খেলাতেই প্রযোজ্য। এমন ঘোষণা এসেছে সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে ছেলেদের টি-টোয়েন্টি এশিয়া কাপ এবং মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের আগে। দুটি প্রতিযোগিতাতেই পাকিস্তান অংশ নেবে। দুটির আয়োজক আবার ভারত।
দ্বিপাক্ষিক ইভেন্ট নিয়ে নীতিমালায় বলা হয়েছে, ভারতীয় দলগুলো পাকিস্তানে গিয়ে খেলবে না এবং পাকিস্তানি দলগুলোও ভারতে এসে অংশ নিতে পারবে না।
তবে বহুজাতিক টুর্নামেন্টে অবস্থান ভিন্ন। মন্ত্রণালয় জানিয়েছে, ভারত আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট আয়োজনের জন্য একটি বিশ্বস্ত ভেন্যু। তাই পাকিস্তানি দল বা খেলোয়াড়রা অংশ নিলে ভারতীয় দলও খেলবে। একইসঙ্গে ভারতে আয়োজিত বহুজাতিক ইভেন্টে পাকিস্তানি দল অংশ নিতে পারবে।
আরও পড়ুন
অস্ট্রেলিয়াকে ধসিয়ে সিরিজ দক্ষিণ আফ্রিকার |
![]() |
রাজনৈতিক উত্তেজনা ও সংঘাতের জেরে ভারতে পাকিস্তানের সঙ্গে সব ক্রীড়াগত সম্পর্ক ছিন্নের দাবি জোরালো হচ্ছিল। কিন্তু নতুন নীতিমালা প্রকাশের ফলে এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে। একই গ্রুপে পড়ায় আগামী ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে দেখা হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর।
২০১২ সালের পর থেকে পাকিস্তানের সঙ্গে কোনো দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ খেলেনি ভারত। কেবল আইসিসি ও এসিসি আয়োজিত প্রতিযোগিতাতেই দেখা হয়ে থাকে দুই দলের। নতুন নীতিমালা মূলত সেই দীর্ঘদিনের অবস্থানকেই আনুষ্ঠানিক রূপ দিয়েছে।
এ ছাড়া ২০৩৬ সালের অলিম্পিক আয়োজক হওয়ার দৌড়ে ভারত আছে। সেই লক্ষ্য সামনে রেখে নীতিমালায় আরও বলা হয়েছে, আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের সুবিধার্থে বিদেশি ক্রীড়াবিদ, কর্মকর্তা ও কারিগরি কর্মীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা হবে।
টি-টোয়েন্টি সিরিজ হারের প্রতিশোধ ওয়ানডেতে নিয়ে নিল দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ওয়ানডেতে ৮৪ রানে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই ২-০ ব্যবধানে সিরিজ জিতল সফরকারীরা।
ম্যাকের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় ম্যাথু ব্রিটজকের ও ট্রিস্টান স্টাবসের দুর্দান্ত ব্যাটিংয়ে ৪৯.১ ওভারে ২৭৭ রান তোলে দক্ষিণ আফ্রিকা। লুঙ্গি এনগিদির ওয়ানডেতে দ্বিতীয় ক্যারিয়ারসেরা বোলিং স্পেলে জয় সহজ হয়ে যায় তাদের। ২৭৮ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৩৭.৪ ওভারে ১৯৩ রানে গুটিয়ে যায় অজিরা। ৪২ রানে ৫ উইকেট নেন এনগিদি।
৩৮ রানেই হারায় তারা টপ অর্ডার। মিডল অর্ডারে ক্যামেরন গ্রিন ৩৫ ও জশ ইংলিস খেলেছেন ৭৪ বলে ৮৭ রানের দারুণ এক ইনিংস। তবে দলের জয়ের জন্য কার্যকর ইনিংস খেলতে পারেননি বাকি ব্যাটাররা।
তার আগে শুরুটা ভালো না হলেও মিডল অর্ডারের দৃঢ়তায় ঘুরে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা। শেষ দিকে আবারও ধস। তারপরও ব্রিটজকের ছন্দ, আর ট্রিস্টান স্টাবসের (৭৪) কার্যকর ফিফটিতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ২৭৮ রানের লক্ষ্য দেয় দক্ষিণ আফ্রিকা।
আরও পড়ুন
বদলে গেল বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচের ভেন্যুও |
![]() |
ছন্দ ধরে রেখে ছুটে চলেছেন ব্রিটজকে। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম পাঁচ ম্যাচে সবচেয়ে বেশি রান করার রেকর্ডও গড়েছেন এই উইকেটরক্ষক-ব্যাটার। অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ৭৮ বলে ৮৮ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন। ওয়ানডেতে চার ম্যাচে ব্রিটজকের রান ৩৭৮। ছাড়িয়ে গেছেন টম কুপারের ৩৭৪ রান। নেদারল্যান্ডসের সাবেক ক্রিকেটার এ জন্য খেলেছেন পাঁচ ওয়ানডে। তাঁকে ছাড়িয়ে যেতে এক ম্যাচ কম লেগেছে ব্রিটজকের।
ব্রিটজকে এই বছর লাহোরে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচে করেন ১৫০ রান। পরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে করেন ৮৩ রান। নিজেকে নিংড়ে দিয়ে অস্ট্রেলিয়া সিরিজে প্রথম ওয়ানডেতে করেন ৫৭ এবং আজ দ্বিতীয় ম্যাচে করেন ৮৮ রান।
ব্রিটজকে এখন ইতিহাসের পথে। প্রথম পাঁচ ওয়ানডেতে চারটি ফিফটি বা তার বেশি স্কোর করার কীর্তি শুধু ভারতের নভজোত সিং সিধু ও টম কুপারের। পঞ্চম ম্যাচে যদি ব্রিটজকে আবার ফিফটি করেন, তবে তিনি হবেন প্রথম খেলোয়াড় প্রথম পাঁচ ওয়ানডেতে পাঁচটি ফিফটি করা ক্রিকেটার।
২০১৮ সালের পর অস্ট্রেলিয়ার মাঠে ওয়ানডে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা।
উইমেন্স চ্যালেঞ্জ কাপে ছেলেদের অনূর্ধ্ব-১৫ দলের কাছে হেরেছিল নিগার সুলাতানা জ্যোতির লাল দল। আজ তাদের কাছে ৪১ রানে হেরেছে মেয়েদের সবুজ দল।
বিকেএসপির ৩ নম্বর মাঠে আগে ব্যাটিং করে ৭ উইকেটে ৩৯ ওভারে ১৮৯ রান তোলে ছেলেদের অনূর্ধ্ব-১৫ দল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে কমে আসে ম্যাচের পরিধি। ঘরোয়া লিগের ভিজেডি পদ্ধতি অনুযায়ী নাহিদা-শারমিনদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩০ ওভারে ১৭৭ রান। লক্ষ্য তাড়ায় নেমে ৭ উইকেটে ১৩৫ রান তুলতে সক্ষম হয় তাঁরা।
আরও পড়ুন
বাংলাদেশের এশিয়া কাপ দলে সোহান-সাইফ, বাদ সৌম্য-মিরাজ |
![]() |
২৯ রানে দুই ওপেনারকে হারায় মেয়েদের সবুজ দল। তৃতীয় উইকেটে রুবাইয়া হায়দার ঝিলিক ও সোবহানা মোস্তারি ৭৬ রানের জুটি গড়েন। ১০৫ রানে ফেরেন সোবহানা (৩৫)। তখন সবুজ দল খেলেছে ২৪.১ ওভার। ৫৯ বলে ৫১ রানের দারুণ এক ইনিংস খেলেছেন ঝিলিক। তবে অন্য ব্যাটারদের মন্থর ইনিংস এবং কার্যকর ভূমিকা রাখতে পারেননি কেউ।
অনূর্ধ্ব-১৫ দলের হয়ে দুটি করে উইকেট নেন মাহিন হোসেন আলিফ, আলিমুল ইসলাম আদিব ও আব্দুল্লাহ।
তার আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে ১২৬ রান তোলে ছেলেরা। খেয়াল রায় ওম ৮২ ও আব্দুর রহমান ইরফান করেন ৪৮ রান। যার সৌজন্যে ১৮৯ রান তোলে তারা। রাবেয়া খান নিয়েছেন ৪ উইকেট।
মেয়েদের ২০২৫ ওয়ানডে বিশ্বকাপের ভেন্যুতে পরিবর্তন এনেছে আইসিসি। বেঙ্গালুরুর পরিবর্তে চতুর্থ ভেন্যু হিসেবে জায়গা পেয়েছে নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়াম। আগামী ৩০ শে সেপ্টেম্বর ভারতে শুরু হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম সংস্করণ।
তবে ম্যাচের তারিখে কোনো পরিবর্তন আসেনি। প্রাথমিক পরিকল্পনায় ভারতের বেঙ্গালুরু, গুয়াহাটি, ইন্দোর ও ভিশাখাপত্তম এবং শ্রীলঙ্কার কলম্বোতে ম্যাচ আয়োজনের কথা ছিল। নতুন সূচিতে বেঙ্গালুরু থেকে সব ম্যাচই সরিয়ে নেওয়া হয়েছে। যুক্ত করা হয়েছে নাভি মুম্বাই। নতুন সূচি অনুযায়ী ২৬ অক্টোবর ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ হবে এই ভেন্যুতেই।
আরও পড়ুন
বাংলাদেশের এশিয়া কাপ দলে সোহান-সাইফ, বাদ সৌম্য-মিরাজ |
![]() |
২০ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোয় খেলার কথা থাকলেও সেটিও সরিয়ে নেওয়া হয়েছে নাভি মুম্বাইয়ে। বাংলাদেশ বিশ্বকাপ মিশন শুরু করবে ২ অক্টোবর কলম্বোয় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। তারপর ৭ অক্টোবর গুয়াহাটিতে ইংল্যান্ডের বিপক্ষে লড়বে নিগার সুলতানার জ্যোতির দল। ভিশাখাপত্তমে বাংলাদেশ টানা তিন ম্যাচ ১০ অক্টোবর নিউজিল্যান্ড, ১৩ অক্টোবর দক্ষিণ আফ্রিকা ও ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচও হচ্ছে না বেঙ্গালুরুতে। ৩০ সেপ্টেম্বর ভারত-শ্রীলঙ্কার লড়াই সরানো হয়েছে গুয়াহাটিতে। আবার ১১ অক্টোবরের শ্রীলঙ্কা-ইংল্যান্ড ম্যাচ চলে গেছে কলম্বোয়। দ্বিতীয় সেমিফাইনাল হবে নাভি মুম্বাইয়ে। ফাইনালের ভেন্যু হিসেবে রাখা হয়েছে নাভি মুম্বাইয়ে। তবে পাকিস্তান ফাইনালে উঠলেই ম্যাচটি কলম্বোয় হবে।
মূলত নিরাপত্তাজনিত কারণে বেঙ্গালুরু থেকে ভেন্যু সরিয়ে নেওয়া হয়েছে। ২০২৫ আইপিএলে চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শিরোপা উদযাপনে গিয়ে পদদলিত হয়ে ১১ জনের প্রাণহানি ও বহু মানুষ আহত হয়। পরে কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের জন্য পুলিশ ছাড়পত্র পেতে ব্যর্থ হয়।
১ দিন আগে
১ দিন আগে
১ দিন আগে
৩ দিন আগে
৩ দিন আগে
৩ দিন আগে
৪ দিন আগে
৫ দিন আগে
৫ দিন আগে
৫ দিন আগে
৬ দিন আগে
৬ দিন আগে
৬ দিন আগে
৬ দিন আগে
৬ দিন আগে