আগামী ৯ অক্টোবর এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে হংকং, চায়নার বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। ওই ম্যাচকে সামনে রেখে আজ থেকে ক্যাম্প শুরু করেছে ফুটবলাররা। প্রথম দিনের ক্যাম্পে ২০ জন ফুটবলার যোগ দিয়েছেন। আগামীকাল ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল ইসলামের আসার কথা। হামজা চৌধুরী ৬ ও সমিত সোম ৭ অক্টোবর যোগ দেবেন।
আজ ক্যাম্প শুরুর দিন হোটেলে মিডিয়ার সামনে এসেছিলেন কোচ হাভিয়ের কাবরেরা নিজেই। স্বাভাবিকভাবেই নতুন মুখ জায়ান আহমেদকে ডাকার কারণ জানতে চেয়েছে মিডিয়া। এ নিয়ে তিনি বলেন, ‘‘জায়ানের প্রোফাইলটা আমরা দেখতে চাই, আমি নিজে দেখতে চাই জাতীয় দলের সঙ্গে কেমন করে সে। অনূর্ধ্ব-২৩ দলের হয়ে ভালো পারফরম্যান্স করেছে। এমন একটি পজিশনে খেলে, যেখানে আমরা বিশ্বাস করি সে আমাদের বাড়তি কিছু দিতে পারবে। তাই স্কোয়াড নিয়ে আমি ইতিবাচক। হামজা ৬ তারিখে যোগ দেবে। সামিত ৭ তারিখে, কিছুটা দেরিতে। তবে আমাদের কাছে এখনো বড় ম্যাচগুলোর প্রস্তুতির জন্য যথেষ্ট সময় রয়েছে।’’
জায়ান আহমেদের আগে বাংলাদেশের ফুটবলে আলোচিত ছিলেন সান্ডারল্যান্ডের ফুটবলার কিউবা মিচেল। সেই মিচেল এখন বসুন্ধরা কিংসের ফুটবলার। এএফসি চ্যালেঞ্জ লিগেও খেলেছেন। তবে কোচ ক্যাবরেরা তার প্রাথমিক স্কোয়াডে রাখেননি। এর কারণ সম্পর্কে বলেন, ‘‘কিউবার প্রতিভা ও সামর্থ্য নিয়ে আমি ইতিবাচক। তবে ওর আরও কিছুটা সময় দরকার। অনূর্ধ্ব-২৩ দলে যেমন বেশি খেলার সুযোগ পায়নি। সে এখনো মানিয়ে নেওয়ার প্রক্রিয়ায় আছে। আমি তার সঙ্গে যোগাযোগ রেখেছি। ভবিষ্যতের জন্য আমরা ওকে নিয়ে ইতিবাচক। আপাতত এটা বড় কোনো সমস্যা নয়।’’
No posts available.
৩০ সেপ্টেম্বর ২০২৫, ৩:৪৫ পিএম
৩০ সেপ্টেম্বর ২০২৫, ১:৫২ পিএম
হংকং, চায়নার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আজ থেকে মাঠের অনুশীলনে নেমে পড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। যদিও প্রথম দিনের প্রস্তুতিটা পুরোপুরি সারতে পারেননি জামাল ভূঁইয়ারা। অনুশীলন শেষ করার আগেই তুমুল বৃষ্টির মুখে পড়ে দল। যে কারণে অসমাপ্ত রেখেই জাতীয় স্টেডিয়াম ছাড়েন তপু বর্মণ, সোহেল রানারা।
এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর সিঙ্গাপুরের বিপক্ষে ১-২ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। আশা জিইয়ে রাখতে জয় ছাড়া বিকল্প নেই দলের সামনে। মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে উপস্থিত সাংবাদিক মিডফিল্ডার সোহেল রানা বলেছেন, ‘আমরা চাইব ম্যাচটা জিততে। কোয়ালিফাই করতে হলে এই ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ। তাই আমরা ম্যাচটা সেভাবেই দেখছি। যেভাবেই হোক জিততে হবে। এটাই আমাদের প্রথম ফোকাস। ’
ঘরের মাঠের দর্শকদের সামনে সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশ। ইতোমধ্যে টিকিট ছাড়ার ৩০ মিনিটের মধ্যে বিক্রি হয় সাধারণ গ্যালারির ১৮ হাজার টিকিট। নিজেদের দর্শকের সামনে খেলবে বাংলাদেশ। তাদের প্রত্যাশাও জয়ে। সেটি জানেন বসুন্ধরা কিংসের মিডফিল্ডারও, ‘তাড়াতাড়ি টিকিট বিক্রি হওয়াটা ফুটবলের জন্য ইতিবাচক এক বার্তা। একইসঙ্গে আমাদের খেলোয়াড়দের দায়িত্ব আরও বেড়ে যায়। কারণ সিঙ্গাপুর ম্যাচেও একই জিনিস ঘটেছে। দর্শকেরা চাচ্ছিল ম্যাচটা যেন আমরা জিততে পারি। কিন্তু পারিনি।’
এবার দর্শকদের প্রত্যাশামাফিক ফল উপহার দিতে চান সোহেল রানারা। আত্মবিশ্বাসও তাদের আছে বলেই জানালেন, ‘হংকংয়ের বিপক্ষে যে কাজগুলো করতে হবে, সেগুলো যদি সঠিকভাবে না করতে পারি, তাহলে আমাদের জন্য কঠিন হয়ে পড়বে। আমরা বিশ্বাস করি, হংকং, চায়নার বিপক্ষে আমাদের জেতার মতো দল আছে। এই আত্মবিশ্বাস আমাদের মধ্যে আছে। বিশ্বাস করি ম্যাচটা জিততে পারব।’
ঘরের মাঠ ৯ অক্টোবর হোম ম্যাচ খেলার পর ১৪ অক্টোবর হংকং, চায়না গিয়ে অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে হোম ম্যাচটি খেলবে বাংলাদেশ। গত মার্চে তাদের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে গোলশূন্য ড্র করে লাল সবুজেরা। বাছাইপর্বের শেষ ম্যাচটি হবে আগামী বছরের ৩১ মার্চ, সিঙ্গাপুরের বিপক্ষে তাদেরই মাটিতে।
‘সি’ গ্রুপ থেকে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে সিঙ্গাপুর। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে হংকং, চায়না। তিনে ও চারে থাকা বাংলাদেশ ও ভারতের পয়েন্ট সমান একটি করে।
অক্টোবরে গ্রিস ও বেলারুশের বিপক্ষে ম্যাচ আছে স্কটল্যান্ডের। বিশ্বকাপ বাছাইপর্বের ওই ম্যাচ দুটি সামনে রেখে আবারও স্কটিশদের স্কোয়াডে ফিরেছেন ক্রেইগ গর্ডন। ৪২ বছর বয়সি এই গোলরক্ষক ইনজুরিতে পড়ে গত মে মাস থেকে আর কোনো ম্যাচ খেলেননি। এবার জায়গা পেয়েছেন তারই ক্লাব সতীর্থ জ্যান্ডার ক্লার্কের বদলি হিসেবে।
প্রথম ম্যাচে ডেনমার্কের মাঠে গোলশূন্য ড্র। দ্বিতীয় ম্যাচে বেলারুশকে ২-০ গোলে হারিয়ে চার পয়েন্ট নিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করেছে স্কটল্যান্ড। ৯ অক্টোবর হ্যাম্পডেন পার্কে স্কটিশদের মুখোমুখি হবে গ্রিস। তিন দিন পর গ্লাসগোতে প্রতিপক্ষ বেলারুশ।
গ্রিস আগের ম্যাচে বেলারুশকে হারালেও এথেন্সে ডেনমার্কের কাছে হেরেছে। তবে হ্যাম্পডেনে তাদের শেষ সফরের স্মৃতি বেশ সুখকর। গত মার্চে নেশনস লিগ প্লে-অফে প্রথম লেগে হার ১-০ গোলে। ফিরতি লেগে অবশ্য সহজেই ৩-০ গোলে জয় পায় স্কটল্যান্ড— যা ছিল ৮১টি ম্যাচ খেলা গর্ডনের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ।
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ৯ অক্টোবর হংকং, চায়নার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে হবে ম্যাচটি। ওই ম্যাচকে সামনে রেখে গতকাল থেকে ক্যাম্প শুরু করেছেন কোচ হাভিয়ের কাবরেরা। প্রথম দিন ২০ জন ফুটবলার ম্যানেজার আমের খানের কাছে রিপোর্ট করেছেন। আজ মোহামেডানের ছয় ফুটবলার- সুজন হোসেন, মেহেদী হাসান মিঠু, জাহিদ হাসান শান্ত, শাকিল আহাদ তপু, রহমত মিয়া ও সুমন রেজা ক্যাম্পে রিপোর্ট করবেন।
এর আগে মোহামেডান থেকেই জানানো হয়েছিল ক্যাম্পের জন্য আগেভাবে তারা খেলোয়াড় ছাড়বে না। কয়েকজন ফুটবলারের ছোট-খাটো ইনজুরি ও কম্বিনেশনের কারণে এখনই খেলোয়াড় ছাড়তে চাইছিল না তারা। তবে জাতীয় এবং ফুটবলের স্বার্থ বিবেচনায় আজই ক্যাম্পের জন্য নিজেদের ফুটবলারদের ছাড়বে মতিঝিল পাড়ার ঐতিহ্যবাহী ক্লাবটি। বিষয়টি নিশ্চিত করেছেন আমের খান।
মোহামেডানের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকিব মঙ্গলবার দুপুরে টি-স্পোর্টসকে বলেন, ‘ফুটবলের স্বার্থে ক্লাব পরিচালকগণ এবং টেকনিক্যাল কমিটি খেলোয়াড়দের ছাড়তে সম্মতি দিয়েছেন। তাছাড়া অন্য ক্লাবগুলোও তাদের নিজ নিজ খেলোয়াড়দের ক্যাম্পের জন্য ছেড়েছে।’
আরও পড়ুন
স্ট্যাম্পফোর্ড ব্রিজে মরিনহোর ‘প্রত্যাবর্তনে’ উষ্ণ অভ্যর্থনা মারেস্কার |
![]() |
আজ ক্যাম্পে যোগ দেবেন ইতালি প্রবাসী বাংলাদেশী বাংলাদেশি ফুটবলার ফাহামিদুল ইসলাম। মোহামেডানের খেলোয়াড়েরা আজ সন্ধ্যার মধ্যেই ক্যাম্পে রিপোর্ট করবেন। কাল নামবেন অনুশীলনে। তাদের নিয়ে ক্যাম্পে খেলোয়াড়ের সংখ্যা দাঁড়াবে ২৭। প্রাথমিক স্কোয়াডের বাকি দুইজন- হামজা চৌধুরী ও শমিত সোম। জানা গেছে আগামী ৬ অক্টোবর হামজা এবং ৭ অক্টোবর ঢাকায় আসবেন শমিত।
বাংলাদেশ দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড় ছাড়াই শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। এর আগে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগেও এমনটা হয়েছিল। সেটা মনে করিয়ে দিয়ে মোহামেডান ম্যানেজার নকিব বলেন, ‘দলের মেইন প্লেয়ার তো এখনো আসেনি। ক্যাম্প শুরু করলে সবাইকে নিয়ে একসঙ্গে করাই তো ভালো।’
গত মার্চে ভারতের শিলংয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেকের পর দলের প্রাণভোমরা এখন হামজা। তাকে ঘিরেই হয় পরিকল্পনা। নতুন করে সেখানে যোগ হয়েছেন কানাডা প্রবাসী ফুটবলার শমিত। এই দুইজনকে নিয়েই যেহেতু পরিকল্পনা কিংবা কম্বিনেশন ঠিক করা হবে, তাহলে তাদেরকে ছাড়া আগেভাবে ক্যাম্প করার সফলতা কতটুকু পাবে দল এ নিয়েই প্রশ্ন ফুটবল অঙ্গনে।
উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে আজ রাতে মাঠে নামবে ইউরোপের জায়ান্ট ক্লাবগুলো। তালিকায় আছে রিয়াল মাদ্রিদ, চেলসি, লিভারপুল ও বায়ার্ন মিউনিখের মতো ক্লাব। তবে প্রতিযোগিতার সাবেক চ্যাম্পিয়নরা মাঠে প্রতিদ্বন্দ্বী হিসেবে পাবে তুলনামূলক সহজ প্রতিপক্ষকে। বলা যেতে পারে চ্যাম্পিয়নস লিগের ‘অসম লড়াই’য়ের রাত আজ।
চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সবচেয়ে বেশি ১৫বার শিরোপা জেতা রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ কাজাখস্তানের ক্লাব কাইরাত আলমাতি। ইউরোপ সেরার মঞ্চেই যাদের অভিষেক হয়েছে এবার। ইতিহাস, ঐতিহ্য আর শক্তিমত্ত্বায় যোজন-যোজন পিছিয়ে কাইরাত। বিশেষজ্ঞরা এমন অসম লড়াই দেখছেন আরও কয়েকটি ম্যাচে।
চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ ৬টি করে শিরোপা লিভারপুলের সঙ্গে বায়ার্ন মিউনিখের। জার্মান জায়ান্টরা আজ মুখোমুখি হবে সাইপ্রাসের ক্লাব পাফোস এফসির। লিভারপুল মাঠে নামবে তুরস্কের গালাতাসারের বিপক্ষে। তিনবারের চ্যাম্পিয়ন ইন্টার মিলান খেলবে চেক রিপাবলিকের ক্লাব স্লাভিয়া প্রাগের বিপক্ষে।
আরও পড়ুন
একটা জয় বড় সুযোগ এনে দেবে, মনে করেন কাবরেরা |
![]() |
আজকের রাতে লড়াইটা জমতে পারে স্ট্যাম্পফোর্ড ব্রিজে। উত্তর লন্ডনে এদিন মুখোমুখি হবে দুই সাবেক চ্যাম্পিয়ন চেলসি ও বেনফিকা। ইংলিশ ক্লাব চেলসির মতো প্রতিযোগিতার দুইবারের চ্যাম্পিয়ন পর্তুগিজ ক্লাব বেনফিকাও। এই লড়াইয়ে ভিন্ন আকর্ষণ থাকতে পারে ইংল্যান্ডে হোসে মরিনহোর প্রত্যাবর্তনে। ম্যানেজার হিসেবে চেলসিকে জিতিয়েছেন চ্যাম্পিয়নস লিগের শিরোপা। এবার সেই ব্লুজদের প্রতিপক্ষ শিবিরের ম্যানেজার হয়ে লন্ডনে ফিরলেন তিনি।
স্ট্যাম্পপোর্ড ব্রিজে চেলসি-বেনফিকা ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। গতকাল সংবাদ সম্মেলনে মরিনহোকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চেলসি কোচ এনজো মারেস্কা। বলেছেন, ‘সে (মরিনহো) কিংবদন্তি।’ তবে বেনফিকাকে আজ প্রতিপক্ষ হিসেবে পেয়ে এটাকে ‘সুবিধা’ হিসেবেও দেখছেন মারেস্কা।
মৌসুমে নিজেদের প্রথম খেলা বায়ার্ন মিউনিখ থেকে ১-৩ ব্যবধানে হেরে আসে চেলসি। প্রথম ম্যাচটা কারাবাগ এফকের বিপক্ষে জিততে পারেনি বেনফিকাও। দুই দলই নিঃসন্দেহে আজকের ম্যাচটি জেতার জন্য মাঠে নামবে।
ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে সোমবার মারেস্কা আরও বলেছেন, ‘তার (মরিনহো) বিপক্ষে আগামীকাল (আজ) মাঠে নামা হবে আমার জন্য সৌভাগ্যের। সে এই ক্লাবের (চেলসি) এমনকি আরও অনেক ক্লাবের কিংবদন্তি ম্যানেজার হয়ে আছেন।’
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সর্বশেষ ম্যাচটি ঘরের মাঠে খেলে বাংলাদেশ। ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ১-২ ব্যবধানে পরাজিত হয় হাভিয়ের কাবরেরা দল। ২-০ গোলে পিছিয়ে পড়ার পর এক গোল পরিশোধ করেন রাকিব হোসেন। শেষ দিকে একাধিক সুযোগ তৈরি করেও মেলেনি গোল। হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় লাল সবুজের প্রতিনিধিদের।
সিঙ্গাপুরের বিপক্ষে সেদিন অন্তত এক পয়েন্টের আক্ষেপ ঝরেছে সমর্থকদের কণ্ঠে। জাতীয় দলের স্প্যানিশ কোচ কাবরেরাও মনে করেন তাদের প্রাপ্যটা আরও বেশি কিছু ছিল। সোমবার টিম হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে সাংবাদিকদের কাবরেরা বলেন, ‘সিঙ্গাপুরের বিপক্ষে সুযোগ কাজে লাগাতে পারিনি। আমার মনে হয় আমাদের প্রাপ্যটা আর বেশি ছিল। কিন্তু বাস্তবতা হলো আমরা কোনো পয়েন্ট পাইনি।’
জাতীয় স্টেডিয়ামে এবার প্রতিপক্ষ হংকং, চায়না। ম্যাচটি হবে আগামী ৯ অক্টোবর। এই ম্যাচের জন্য গতকাল থেকে ক্যাম্প শুরু হয়েছে। প্রথম দিন ক্যাম্পে রিপোর্ট করেছেন ২০ ফুটবলার। মোহামেডানের ৬ ফুটবলার- সুজন হোসেন, মেহেদী হাসান মিঠু, জাহিদ হাসান শান্ত, শাকিল আহাদ তপু, রহমত মিয়া ও সুমন রেজা ক্যাম্পে আসেননি। জানা গেছে ম্যাচের ৭২ ঘন্টা আগে তাদেরকে ছাড়বে মোহামেডান।
আরও পড়ুন
জায়ানকে নিয়ে যা বললেন কাবরেরা |
![]() |
আজ থেকে মাঠের অনুশীলন করবে বাংলাদেশ। বিকেল সাড়ে ৪টা থেকে জাতীয় স্টেডিয়ামে ২০ ফুটবলারকে অনুশীলন করাবেন কাবরেরা। নিজেদের ঘরের মাঠের সুযোগটা এবার কাজে লাগাতে চান তিনি, ‘ঘরের মাঠে সমর্থকদের সামনে… এখন আমাদের হাতে আরেকটা সুযোগ আছে। শুধু এটুকুই নয়, এক মাসের মধ্যে আমাদের আবার হংকং ও ভারতের বিপক্ষে ম্যাচ আছে। খুব রোমাঞ্চকর দুটি ম্যাচ। তবে এখন একটা জয় আমাদের বড় সুযোগ এনে দেবে।’
ঘরের মাঠ ৯ অক্টোবর হোম ম্যাচ খেলার পর ১৪ অক্টোবর হংকং, চায়না গিয়ে অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে হোম ম্যাচটি খেলবে বাংলাদেশ। গত মার্চে তাদের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে গোলশূন্য ড্র করে লাল সবুজেরা। বাছাইপর্বের শেষ ম্যাচটি হবে আগামী বছরের ৩১ মার্চ, সিঙ্গাপুরের বিপক্ষে তাদেরই মাটিতে।
‘সি’ গ্রুপ থেকে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে সিঙ্গাপুর। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে হংকং, চায়না। তিনে ও চারে থাকা বাংলাদেশ ও ভারতের পয়েন্ট সমান একটি করে।