
পেসার এনামুল হকের অফ স্টাম্পের বাইরের ডেলিভারি স্কুপ করে দিলেন মুশফিকুর রহিম। বল চলে গেল সীমানার বাইরে। অভিজ্ঞ ব্যাটার পৌঁছে গেলেন শতরানে। বোলারের দিকে ফিরে তিনি করলেন খ্যাপাটে উদযাপন। পরে সিজদা দিয়ে সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়াও জানালেন তিনি।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডের শেষ দিনে ঢাকার বিপক্ষে তিন অঙ্কের জাদুকরী স্পর্শ পেলেন মুশফিক। শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৮ চার ও ২ ছক্কায় তিনি খেলেন ১১৫ রানের ইনিংস।
সিলেটের মূল মাঠে আগামী মঙ্গলবার আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। সব ঠিক থাকলে মিরপুরে ওই সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে মুশফিকের আন্তর্জাতিক ক্যারিয়ারের শততম টেস্ট ম্যাচ।
আরও পড়ুন
| সিরিজ শুরুর আগে মারকুটে ব্যাটারকে হারাল নিউ জিল্যান্ড |
|
বহুল আকাঙ্ক্ষিত ওই মাইলফলক ছোঁয়ার আগে এনসিএল দিয়েই প্রস্তুতি সেরে নিতে চেয়েছিলেন ৩৮ বছর বয়সী ব্যাটার। দুর্দান্ত সেঞ্চুরিতে সেটি বেশ দারুণভাবেই করলেন অভিজ্ঞ এই ব্যাটার।
সেঞ্চুরি থেকে ৭ রান দূরে থেকে সোমবারের খেলা শেষ করেছিলেন মুশফিক। তখনও সিলেটের বাকি ছিল ৩ উইকেট। নতুন দিনের শুরুতে বেশিক্ষণ টিকতে পারেননি ইবাদত হোসেন চৌধুরি ও সৈয়দ খালেদ আহমেদ।
তখনও তিন অঙ্ক ছুঁতে মুশফিকের প্রয়োজন ৪ রান। নাবিল সামাদকে সঙ্গে নিয়ে ওই পথ পাড়ি দেন অভিজ্ঞ ব্যাটার। এনামুলের বলে স্কুপ করেই তিনি ফেটে পড়েন খ্যাপাটে উদযাপনে।
প্রথম শ্রেণির ক্যারিয়ারে এটি মুশফিকের ১৯তম সেঞ্চুরি। এর মধ্যে ১২টি তিনি করেছেন টেস্ট ক্রিকেটে। ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে তার সবশেষ সেঞ্চুরি ছিল ২০২২ সালের এনসিএলে, রাজশাহীর জার্সিতে তিনি করেছিলেন ১১০ রান।
সেঞ্চুরি ছুঁয়ে আরও ৩টি চার মারেন মুশফিক। শেষ পর্যন্ত তাইবুর পারভেজের বলে বোল্ড হয়ে ধরেন ড্রেসিং রুমের পথ। আর ২৯০ রানে অলআউট হয়ে যায় সিলেট। ঢাকা পায় ২০ রানের লিড।
No posts available.
৪ নভেম্বর ২০২৫, ৫:৩৫ পিএম

পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে শুরু বিশ্বকাপ যাত্রা। বাকি ছয় ম্যাচে বাংলাদেশের নেই আর কোনো জয়। এর বড় কারণ ফিল্ডিং ব্যর্থতা। সেটি এতটাই প্রকট যে, নারী ওয়ানডে বিশ্বকাপে ক্যাচ ধরার চেয়ে বেশি ছেড়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
ভারত ও শ্রীলঙ্কায় হওয়া বিশ্বকাপ শেষের ৪৮ ঘণ্টার মধ্যে পরিসংখ্যানগত নানান দিক বিশ্লেষণ করে প্রতিবেদন প্রকাশ করেছে ইএসপিএন ক্রিকইনফো। যেখানে দেখা গেছে, ফিল্ডিংয়ে সবচেয়ে বাজে অবস্থা বাংলাদেশ।
বিশ্বকাপজুড়ে ৭ ম্যাচে ১২টি ক্যাচ ধরেছেন বাংলাদেশের ফিল্ডাররা। কিন্তু এর বিপরীতে তারা ছেড়েছেন মোট ১৫টি ক্যাচ। অর্থাৎ ক্যাচ ধরার এফিসিয়েন্সি ৪৪.৪ শতাংশ।
ক্যাচ মিসের বড় মাশুল বাংলাদেশকে দিতে হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে। সেদিন ২৩২ রান করে প্রোটিয়াদের মাত্র ৭৮ রানে ৫ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। কিন্তু এরপর একে একে অন্তত ৪টি ক্যাচ ছেড়ে ম্যাচটিই হেরে যায় তারা।
এর বাইরে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ডের বিপক্ষেও বেশ কিছু ক্যাচ ছেড়ে দেয় বাংলাদেশ।
বিশ্বকাপে ক্যাচ ধরার ক্ষেত্রে সবচেয়ে বেশি পারদর্শিতা দেখিয়েছে ইংল্যান্ড। মোট ৩৯টি ক্যাচের মধ্যে ৩০টিই লুফে নিয়েছে তারা। হাত থেকে পড়েছে ৯টি ক্যাচ। তাদের ক্যাচ ধরা এফিসিয়েন্সি ৭৬.৯ শতাংশ।
এছাড়া নিউ জিল্যান্ড (৭৫ শতাংশ), পাকিস্তান (৭৩.১ শতাংশ) ও শ্রীলঙ্কা (৭২.৭ শতাংশ) বাকি দলগুলোর চেয়ে ক্যাচ ধরায় বেশি পারদর্শিতা দেখিয়েছে।
টুর্নামেন্টে অবশ্য রিভিউ নেওয়ার ক্ষেত্রে বাকিদের চেয়ে এগিয়ে ছিল বাংলাদেশ। ফিল্ডিং দল হিসেবে ৫টি রিভিউ নেন নিগার সুলতানা জ্যোতি। এর মাত্র ১টিতে ব্যর্থ হয় বাংলাদেশ। অর্থাৎ রিভিউয়ে সাফল্যের হার ৮০ শতাংশ।
বিশ্বকাপের আর কোনো ফিল্ডিং দলের রিভিউ নিয়ে ৪৫ শতাংশের বেশি সাফল্য নেই।

ছেলেদের ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এবার মোট ৩০ ক্রিকেটার কেন্দ্রীয় চুক্তি পেয়েছেন। এর মধ্যে ১৪ জন দুই বছরের, ১২ জন এক বছরের এবং ৪ জন ডেভেলপমেন্ট চুক্তিতে রয়েছেন।
চমক প্রথমবার এক বছরের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন সনি বেকার, লিয়াম ডসন, সাকিব মাহমুদ, জেমি ওভারটন ও লুক উড। এডি জ্যাক, টম লওস ও মিচেল স্ট্যানলিকে প্রথমবার ডেভেলপমেন্ট চুক্তিতে রাখা হয়েছে।
অলরাউন্ডার জ্যাকব বেথেল আছেন দুই বছরের চুক্তিতে। ২২ বছর বয়সী এই ক্রিকেটার আগে ডেভেলপমেন্ট চুক্তিতে ছিলেন। উজ্জ্বল পারফরম্যান্সের পরই কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়েছে তাঁকে। গত সেপ্টেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ড দলের সর্বকনিষ্ঠ অধিনায়ক হওয়ার দারুণ রেকর্ডও গড়েন।
বেন স্টোকস আছেন দুই বছরের চুক্তিতে। স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, নিজেদের মাঠে ২০২৭ অ্যাশেজ সিরিজে খেলতে পারেন তিনি। চুক্তি নবায়ন হয়নি জনি বেয়ারস্টো, জ্যাক লিচ, লিয়াম লিভিংস্টোন, অলি স্টোন, রিস টপলি, ক্রিস ওকস ও জন টার্নারের।
ইংল্যান্ড পুরুষ ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক রব-কি বলেছেন,
‘এই বছরের কেন্দ্রীয় চুক্তি তালিকা ইংল্যান্ড ক্রিকেটে প্রতিভার গভীরতা ও শক্তি প্রতিফলিত করে। দুই বছরের চুক্তি দেওয়ার মাধ্যমে আমরা মাল্টি–ফরম্যাট খেলোয়াড়দের ওয়ার্কলোড সুষ্ঠুভাবে ম্যানেজ করতে পারি, তাদের পারফরম্যান্সের স্থিতিশীলতা নিশ্চিত করতে পারি। এই কাঠামো আমাদের খেলোয়াড়দের সঠিকভাবে সমর্থন দেয় এবং সব ফরম্যাটে শক্তিশালী দল গঠনে সহায়তা করে।’
(২০২৫-২৭) দুই বছরের কেন্দ্রীয় চুক্তি প্রাপ্ত খেলোয়াড়েরা:
গাস অ্যাটকিনসন, জফরা আর্চার, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, জস বাটলার, ব্রায়ডন কার্স, স্যাম কারান, বেন ডাকেট, উইল জ্যাকস, আদিল রাশিদ, জো রুট, জেমি স্মিথ, বেন স্টোকস, জশ টং।
(২০২৫-২৬) এক বছরের কেন্দ্রীয় চুক্তি প্রাপ্ত খেলোয়াড়েরা:
রেহান আহমেদ, সনি বেকার, শোয়াইব বশির, জ্যাক ক্রাউলি, লিয়াম ডসন, সাকিব মাহমুদ*, জেমি ওভারটন, অলি পোপ, ম্যাথু পটস, ফিল সল্ট, মার্ক উড, লুক উড।
নতুন কেন্দ্রীয় চুক্তিতে:
সনি বেকার, লিয়াম ডসন, সাকিব মাহমুদ, জেমি ওভারটন ও লুক উড।
ডেভেলপমেন্ট চুক্তিতে:
জশ হুল, এডি জ্যাক, টম লওস, মিচেল স্ট্যানলি।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আয়োজিত টি-টোয়েন্টি ফরম্যাতের এশিয়া কাপ রাইজিং স্টারসে অংশগ্রহণের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আকবর আলির নেতৃত্বে খেলতে যাবে বাংলাদেশ 'এ' দল।
কাতারের দোহায় হতে যাওয়া টুর্নামেন্টের জন্য তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে সাজানো হয়েছে দল। আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতাসম্পন্ন আবু হায়দার রনি, ইয়াসির আলি চৌধুরি, মাহিদুল ইসলাম ভুঁইয়া ও মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরিকে নেওয়া হয়েছে দলে।
সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে সম্ভাবনার ছাপ রাখা জিসান আলম, হাবিবুরর রহমান সোহান, জাওয়াদ আবরার, এসএম মেহেরব হাসানও আছেন রাইজিং স্টার এই টুর্নামেন্টে।
দলের বড় চমক বলা যায় লেগ স্পিনার স্বাধীন ইসলাম। দুই পেস বোলিং অলরাউন্ডার তোফায়েল ইসলাম ও আব্দুল গাফফার সাকলাইনও যাবেন দলের সঙ্গে।
২০১৩ সাল থেকে চলতে থাকা ইমার্জিং টিমস এশিয়া কাপের নামই এবার বদলে করা হয়েছে রাইজিং স্টারস এশিয়া কাপ।
এই টুর্নামেন্টে এক সময় ছিল অনূর্ধ্ব-২৩ দল খেলানোর নিয়ম। যেখানে বেশি বয়সের কয়েকজন খেলতে পারতেন। তবে বয়সের বাধ্যবাধকতা এখন তুলে দেওয়া হয়েছে। তাই আইসিসির পূর্ণ সদস্য দেশগুলো মূলত তাদের 'এ' দল পাঠায়। আর সহযোগী সদস্যরা খেলে জাতীয় দল নিয়ে।
আগামী ১৪ নভেম্বর শুরু হবে টুর্নামেন্ট। দ্বিতীয় দিন হংকং, চায়নার বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে বাংলাদেশ। 'এ' গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। ১৭ তারিখ আফগানিস্তান ও ১৯ তারিখ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।
'বি' গ্রুপের চার দল ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। দুই গ্রুপের সেরা দুই দলকে নিয়ে ২১ নভেম্বর হবে সেমি-ফাইনালের দুই ম্যাচ। আর ২৩ তারিখ শিরোপা নির্ধারণী ম্যাচ দিয়ে পর্দা নামবে এই টুর্নামেন্টের।
বাংলাদেশ 'এ' স্কোয়াড
আকবর আলি (অধিনায়ক), জিসান আলম, হাবিবুর রহমান সোহান, জাওয়াদ আবরার, আরিফুল ইসলাম, ইয়াসির আলি চৌধুরি, মাহিদুল ইসলাম ভুঁইয়া, রকিবুল হাসান, এসএম মেহেরব হাসান, আবু হায়দার রনি, তোফায়েল আহমেদ, স্বাধীন ইসলাম, রিপন মন্ডল, আব্দুল গাফফার সাকলাইন, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরি।

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে চোট পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার তরুণ ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিস। সেই চোটেই তিনি ছিটকে গেলেন মঙ্গলবার শুরু হওয়া ওয়ানডে সিরিজ থেকে। তার পরিবর্তে অবশ্য এখনও কোনো খেলোয়াড়ের নাম ঘোষণা করেনি প্রোটিয়ারা।
শনিবার লাহোরে তৃতীয় টি-টোয়েন্টিতে কাঁধে চোট পান ২২ বছর বয়সী এই ব্যাটার। স্ক্যানে তার কাঁধের পেশিতে হালকা টান ধরা পরেছে। তবে এখনই দেশে ফিরছেন না ব্রেভিস। দলের সঙ্গে পাকিস্তানে থেকে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন।
পাকিস্তান সফরে টেস্ট ও টি-টোয়েন্টিতে সব ম্যাচই খেলেছেন ব্রেভিস। ব্যাটে তেমন রান পাননি এই ডানহাতি ব্যাটার। টেস্ট ও টি-টোয়েন্টির ছয় ইনিংস মিলিয়ে একবার পেরিয়েছেন পঞ্চাশ। ওয়ানডে ক্যারিয়ারেও এখনও তেমন জ্বলে উঠতে পারেননি তিনি। ছয় ম্যাচে করেছেন ১১০ রান, সর্বোচ্চ ৪৯।
পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ ১-১ ড্র করে প্রোটিয়ারা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ স্বাগতিকদের কাছে হেরেছে ২-১ ব্যবধানে। ফয়সালাবাদে আজ শুরু হয়েছে সিরিজের প্রথম ওয়ানডে। সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ৬ ও ৮ নভেম্বর।

বার্বাডোসের অভিজ্ঞ আম্পায়ার গ্রেগরি ব্রাথওয়েট আন্তর্জাতিক ক্রিকেটে এক দশকেরও বেশি সময়ের ক্যারিয়ার শেষ করলেন। ৫৫ বছর বয়সী এই আম্পায়ার গত মাসে আনুষ্ঠানিকভাবে আইসিসি ও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে অবসরের সিদ্ধান্ত জানান। তাঁর অবসর কার্যকর হয়েছে ৩০ সেপ্টেম্বর থেকে।
দীর্ঘ ক্যারিয়ারে ব্রাথওয়েট অনফিল্ড আম্পায়ার হিসেবে দাঁড়িয়েছেন ৮টি টেস্টে এবং টেলিভিশন আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন আরও ছয় ম্যাচে। তাঁর ক্যারিয়ারের অন্যতম উজ্জ্বল মুহূর্ত ছিল ২০১৭ সালে লর্ডসে নারী বিশ্বকাপ ফাইনালে অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করা, যেখানে ইংল্যান্ড রোমাঞ্চকর এক ম্যাচে ভারতকে হারিয়ে শিরোপা জেতে।
আরও পড়ুন
| বিগ ব্যাশ থেকে ছিটকে গেলেন অশ্বিন |
|
অবসরের সিদ্ধান্ত নিয়ে ব্রাথওয়েট বলেন, ‘আমি ভেবে দেখেছি—আমার বয়স ও অবস্থার প্রেক্ষিতে এখন হয়তো সময় এসেছে তরুণদের সুযোগ করে দেওয়ার।’
ব্রাথওয়েট নিজের ক্যারিয়ার নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে আরও বলেন, ‘আমি কখনোই ভাবিনি যে আম্পায়ার হব। এটা ছিল এক অপ্রত্যাশিত যাত্রা। তারপরও তিন ফরম্যাটেই দায়িত্ব পালন করতে পারাটা আমার জন্য বিশাল এক অর্জন।’