২৮ অক্টোবর ২০২৫, ৭:০৫ পিএম

ক্রিকেট ইতিহাসে বিরল এক কীর্তি গড়লেন অস্ট্রেলিয়ার স্পিনিং অলরাউন্ডার অ্যাশলে গার্ডনার। একই সময়ে ব্যাটিং, বোলিং ও অলরাউন্ডার- তিন বিভাগেই র্যাঙ্কিংয়ের সেরা তিনে উঠলেন ২৮ বছর বয়সী এই তারকা ক্রিকেটার।
মেয়েদের ক্রিকেটের র্যাঙ্কিংয়ের হালনাগাদ মঙ্গলবার প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যেখানে এমন উচ্চতায় উঠেছেন গার্ডনার, যেখানে হয়তো আগে পৌঁছাতে পারেননি কোনো নারী বা পুরুষ ক্রিকেটার।
সবশেষ এই হালনাগাদে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে গার্ডনার। ব্যাটারদের তালিকায় তিনি দ্বিতীয় ও বোলারদের মধ্যে তিন নম্বরে অবস্থান করছেন।
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ব্যাট হাতে ৮৮.৩৩ গড় ও ১২৮.০১ গড়ে ২৬৫ এবং চমৎকার অফ স্পিনে ৭ উইকেট নিয়েছেন গার্ডনার। এর পুরস্কার হিসেবেই র্যাঙ্কিংয়ের তিন বিভাগেই পেয়েছেন সেরা তিনে থাকার কৃতিত্ব।
নিউ জিল্যান্ডের বিপক্ষে ১২৮ রানে ৫ উইকেট হারানো অস্ট্রেলিয়াকে ৩২৬ রানে নিয়ে যান গার্ডনার। সেদিন তিনি খেলেন ৮৩ বলে ১১৫ রানের ইনিংস।
পরে ইংল্যান্ডের বিপক্ষে ২৪৫ রানের লক্ষ্যে ৮৬ রানে ৪ উইকেট হারায় অস্ট্রেলিয়া। সেখান থেকে মাত্র ৭৩ বলে ১০৪ রানের ইনিংস খেলে দলকে জেতান গার্ডনার।
এসব পারফরম্যান্সের সৌজন্যে ব্যাটিং র্যাঙ্কিংয়ে ৬ ধাপ লাফিয়ে দুইয়ে উঠেছেন তিনি। তার ওপরে শুধু ভারতের স্মৃতি মান্ধানা।
No posts available.
২৮ অক্টোবর ২০২৫, ১১:৩১ পিএম
২৮ অক্টোবর ২০২৫, ১১:১২ পিএম
২৮ অক্টোবর ২০২৫, ৮:৫৬ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) স্পট ফিক্সিংয়ের অভিযোগে তদন্ত শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত আগস্টে প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেয় তিন সদস্যের তদন্ত কমিটি। আজ মঙ্গলবার রাতে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে, চূড়ান্ত তদন্ত প্রতিবেদনও তাদের কাছে জমা পড়েছে।
বিসিবিকে দেওয়া প্রতিবেদনের আকার প্রায় ৯০০ পৃষ্ঠা। এতে বিপিএলের দুর্নীতিগ্রস্ত কার্যপ্রণালি ও পরিচালনাগত ত্রুটি তুলে ধরা হয়েছে। পাশাপাশি প্রাতিষ্ঠানিক পুনর্গঠন, ফ্র্যাঞ্চাইজি প্রক্রিয়া, খেলোয়াড়দের সুরক্ষা বাড়ানো, ঝুঁকি পর্যবেক্ষণ ব্যবস্থার উন্নয়ন এবং সবার জন্য যোগাযোগ কাঠামো আরও শক্তিশালী করার পরামর্শ দেওয়া হয়েছে।
তদন্ত কাজ শেষ হলেও এখনই বিসিবি সব তথ্য প্রকাশ করবে না। চলমান প্রক্রিয়ায় নির্দিষ্ট কোনো অভিযোগের বিষয়ে মন্তব্যও করেনি দেশের নিয়ন্ত্রক সংস্থা। স্বাধীন তদন্ত কমিটির সুপারিশগুলো বিসিবি বিবেচনায় নেবে এবং আইসিসির দুর্নীতি দমন কোড অনুযায়ী নির্দিষ্ট কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনে আরও তদন্ত করবে।
দেশীয় ক্রিকেটকে নিরাপদ রাখতে বিসিবি একটি স্বাধীন ইন্টিগ্রিটি ইউনিট গঠন করেছে। ইউনিটটির নেতৃত্বে থাকবেন একজন স্বাধীন চেয়ারম্যান, যা বোর্ডের স্বচ্ছতা ও নিয়মভিত্তিক সংস্কারের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করবে।

ইংল্যান্ড ক্রিকেটে বিশেষ অবদানের জন্য জেমস অ্যান্ডারসনকে নাইট উপাধিতে ভূষিত করা হয়েছে। আজ উইন্ডসর ক্যাসেলে প্রিন্সেস অ্যানের হাত থেকে এই সম্মাননা গ্রহণ করেন দেশের কিংবদন্তি পেসার।
ইংল্যান্ডের সর্বোচ্চ গর্বের উপাধি নাইটহুড। বিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সম্মাননা তালিকায় একমাত্র খেলোয়াড় হিসেবে নাম ছিল অ্যান্ডারসনের। পুরস্কার গ্রহণের পর থেকে তার নামের আগে ‘স্যার’ যুক্ত হলো।
অ্যান্ডারসনের শৈশবের ক্লাব ল্যাঙ্কাশায়ার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে,
"স্যার জেমস অ্যান্ডারসন! আজ উইন্ডসর ক্যাসেলে প্রিন্সেস অ্যানের কাছ থেকে নাইটহুড গ্রহণ করেছেন। সর্বকালের সেরা ফাস্ট বোলার।"
২২ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া অ্যান্ডারসন ২০২৪ সালের জুলাইয়ে টেস্ট থেকে অবসর নেন। ১৮৮ টেস্টে ৭০৪ উইকেট নিয়ে ইংল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ এবং বিশ্বে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। তাঁর সামনে কেবল মুত্তিয়া মুরালিধরন ও শেন ওয়ার্ন।
২০২০ সালে পাকিস্তানের বিপক্ষে সাউদাম্পটনে ইতিহাস গড়েন অ্যান্ডারসন, টেস্টে প্রথম ফাস্ট বোলার হিসেবে ৬০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন।
অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডের জুটি টেস্ট ক্রিকেটে ইতিহাসের অন্যতম সেরা। দুজন মিলে নেন ১২শর বেশি উইকেট এবং ইংল্যান্ডকে উপহার দেন চারটি অ্যাশেজ সিরিজ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে অ্যালেক্স ক্যারির ক্যাচ ধরতে গিয়ে চোটে পড়েন ভারতের সহ-অধিনায়ক শ্রেয়াস আইয়ার। সেই চোটের কারণে সিডনির এক হাসপাতালে ভর্তি করা হয়েছিল এই ব্যাটারকে। আইয়ারের শারীরিক অবস্থা নিয়ে নতুন তথ্য জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। ভারতীয় এই ব্যাটারের পুরোপুরি সুস্থ হতে আরও পাঁচ থেকে সাত দিন সময় প্রয়োজন।
আজ ক্রিকবাজের সেই প্রতিবেদনে বলা হয়েছে, অস্ত্রোপচারের পর আইয়ার এখন স্থিতিশীল রয়েছেন। তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তিনি এখন স্বাভাবিক খাবার খাচ্ছেন, বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং নিজেই ছোটোখাটো কাজ সারছেন। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইয়ারের শারীরিক অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করছে। বিসিসিআই পরিবারের এক সদস্যকে সিডনিতে পাঠানোরও ব্যবস্থা করছে বলে জানিয়েছে ক্রিকবাজ।
আরও পড়ুন
| এশিয়া কাপ থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ভারতের |
|
আইয়ারের শারীরিক অবস্থা নিয়ে আপডেট দিয়েছেন ভারতীয় টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব। আজ টি টোয়েন্টি সিরিজের আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন,
'ওর (সূর্যকুমার) চোটের খবর জানার পরই প্রথম দিন আমি ফোন করি। তখন জানলাম, ওর ফোন নেই। তাই ফিজিও কামলেশকে ফোন করি। উনি জানান, আইয়ার স্থিতিশীল। এখন কথা বলছে, মেসেজের জবাব দিচ্ছে। সবকিছু ভালোই আছে। ও বলেছে, আরও কয়েকদিন নিজের যত্ন নেবে। তবে ওর অবস্থার উন্নতি হচ্ছে, এটাই সবচেয়ে ভালো খবর।'
আরও পড়ুন
| র্যাঙ্কিংয়ের তিন বিভাগেই সেরা তিনে অজি অলরাউন্ডার |
|
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডে জিতলেও, ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে ভারত। আগামীকাল থেকে শুরু পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের টি-টোয়েন্টি দলে নেই আইয়ার। ভারতের পরবর্তী ওয়ানডে সিরিজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। রাঁচিতে আগামী ৩০ নভেম্বর থেকে শুরু সেই সিরিজ।

আগামী বছর ভারতে বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। সহযোগী আয়োজক হিসেবে থাকছে শ্রীলঙ্কা। আগামী বিশ্বকাপের প্রস্তুতি এশিয়া কাপ থেকেই নেওয়া শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের আগে সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন দলটির অধিনায়ক সূর্যকুমার যাদব।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিরই অংশ বলছেন সূর্যকুমার,
'প্রস্তুতি শুরু হয়েছিল এশিয়া কাপ দিয়েই, এখনও তা চলমান। এটা ভাবছি না যে, বিদেশে এসে খেলছি বলে এটি আলাদা সিরিজ। এটা বিশ্বকাপের প্রস্তুতিরই অংশ, তবে একই সঙ্গে এটা চ্যালেঞ্জিংও, তাই আমি নিশ্চিত দারুণ সিরিজ হবে।'
আরও পড়ুন
| র্যাঙ্কিংয়ের তিন বিভাগেই সেরা তিনে অজি অলরাউন্ডার |
|
ওয়ানডে সিরিজ অস্ট্রেলিয়ার কাছে ২-১ ব্যবধানে হেরেছে ভারত। সাম্প্রতিক পাওয়ার-প্লেতে আগ্রাসী ব্যাটিং করছেন মিচেল মার্শরা। অস্ট্রেলিয়ার ব্যাটিং নিয়ে ভারত অধিনায়ক সূর্যকুমার বলেন,
'এটা সবসময়ই চ্যালেঞ্জ। আমরা দেখেছি তারা (অস্ট্রেলিয়া) কীভাবে ওয়ানডে সিরিজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছে। পাওয়ার-প্লে সবসময়ই গুরুত্বপূর্ণ।'
ওয়ানডে সিরিজে ছিলেন না ভারতের অভিজ্ঞ পেসার জাসপ্রিত বুমরা। কাল টি-টোয়েন্টি দিয়ে ফিরছেন তিনি। কীভাবে ভালো প্রস্তুতি নিতে হয় সেটি বুমরাহ ভালো জানেন বলে মনে করেন ভারত অধিনায়ক,
'সে (বুমরাহ) এত বছর ধরে যেভাবে ক্রিকেট খেলছে, নিজেকে সবসময় সেরা পর্যায়ে রেখেছে। সে জানে কীভাবে প্রস্তুতি নিতে হয়, কীভাবে খেলতে হয়। আমি মনে করি দলের মধ্যে সে-ই এদেশে (দক্ষিণ আফ্রিকা) সবচেয়ে বেশি এসেছে, সবাই তার সঙ্গে কথা বলেছে।'
আরও পড়ুন
| শেষ দিনে জিসানের ৩ রানের আক্ষেপ |
|
ভারত দলে অনেক বিকল্প থাকায় একাদশ নির্বাচন করাও কঠিন বলে মনে করেন সূর্যকুমার,
'এটা এক ধরনের মাথাব্যথা, এত বিকল্প আছে দলে! পেসার, স্পিনার, ওপেনার থেকে সাত নম্বর পর্যন্ত ব্যাটিং অপশন। তাই যাদের খেলানো যাচ্ছে না, তাদের বোঝানো একটু কঠিন।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে চোটের কারণে খেলতে পারেননি অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি। টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ফিরছেন তিনি। সূর্যকুমার বলেন,
'আমার মনে হয় সে ভালো আছে। গতকাল কিছুটা রান করেছে, নেটে ব্যাটিং করেছে। আজ ঐচ্ছিক অনুশীলন, তাই বিশ্রাম নিয়েছে।’
মানুকা ওভালে আগামীকাল ম্যাচটি হবে বাংলাদেশ সময় দুপুর সোয়া দুইটায়।

প্রথম ইনিংসে দারুণ ব্যাটিং করে সত্তর পেরিয়ে ফিরে গিয়েছিলেন জিসান আলম। দ্বিতীয়বার ব্যাট করতে নেমে সেঞ্চুরির আরও কাছে পৌঁছালেন তিনি। কিন্তু জাদুকরী তিন অঙ্ক ছোঁয়া হলো না ঢাকা বিভাগের তরুণ ওপেনারের।
জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে ড্র হয়েছে ঢাকা ও রংপুরের মধ্যকার ম্যাচ। শেষ দিনে সেঞ্চুরি হাতছাড়া হওয়ার বেদনায় পুড়েছেন জিসান।
সিলেটের একাডেমি মাঠে প্রথম ইনিংসে ২২১ রানে অলআউট হয় ঢাকা। জবাবে ৩৫৮ রানের পুঁজি গড়ে ১৩৭ রানের লিড পায় রংপুর। দ্বিতীয়বারে ঘুরে দাঁড়িয়ে ৩৩৩ রান করে ঢাকা।
রংপুরের সামনে দাঁড়ায় ১৯৭ রানের লক্ষ্য। শেষ দিনে আলোকস্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে ৬ উইকেটে ১১৫ রান করে আকবরের দল।
ক্যারিয়ারের ৩৪তম সেঞ্চুরি করা নাঈম ইসলামের হাতে ওঠে ম্যাচ সেরার পুরস্কার।
মঙ্গলবার ম্যাচের শেষ দিনে জিসানের ব্যাট থেকে আসে ১৪ চারে ৯৭ রানের ইনিংস। তৃতীয় উইকেটে আশিকুর রহমান শিবলি ও জিসান মিলে গড়েন ১৩০ রানের জুটি। শিবলির ব্যাট থেকে আসে ৫১ রান।
সিলেটের মূল মাঠে ময়মনসিংহ ও সিলেটের মধ্যকার ম্যাচটিও নিষ্ফলা ড্র হয়। চার দিনের শেষ হয়নি ম্যাচের তিন ইনিংস।
প্রথম ইনিংসে আবু হায়দার রনি ও আরিফুল ইসলামের সেঞ্চুরিতে ৪০১ রান করে জাতীয় লিগে প্রথম খেলতে নামা ময়মনসিংহ। জবাবে সৈকত আলির ১৭৫ রানের সঙ্গে বাকিদের অবদানে ৪৮৯ রান করে সিলেট।
৮৮ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৭২ রান করে ময়মনসিংহ। এরপর ড্র মেনে নেয় দুই দল। আরিফুল ৬২ ও নাঈম শেখ করেন ৫৮ রান।
আরিফুলের হাতে ওঠে ম্যাচ সেরার পুরস্কার।