১৭তম জাতীয় সামার অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনে ১৫টি ইভেন্ট হয়। দুই দিনে হয়েছে মোট ২৮ ইভেন্টের খেলা। তবে আজ আগ্রহের কেন্দ্রে ছিল ১০০ মিটার (পুরুষ) ও ১১০ মিটার (নারী) হার্ডলস। পুরুষদের ১০০ মিটার হার্ডলসে স্বর্ণ জেতেন মো. তানভীর ফয়সাল। বাংলাদেশ সেনাবাহিনীর এই হার্ডলার সময় নেন ১৪.৭০ সেকেন্ড। আর নারী ১১০ মিটার হার্ডলসে সোনা জিতেছেন সেনাবাহিনীর আরেক হার্ডলার রোকসানা বেগম। সময় নেন ১৫ সেকেন্ড।
এ নিয়ে ক্যারিয়ারে দ্বিতীয় স্বর্ণপদক জিতলেন সেনাবাহিনীর হার্ডলার রোকসানা। এ বছরের ফেব্রুয়ারিতে হওয়া জাতীয় চ্যাম্পিয়নশিপে প্রথমবার স্বর্ণপদক জিতেছিলেন রোকসানা। জাতীয় স্টেডিয়ামে সামার অ্যাথলেটিক্সে স্বর্ণ জেতার পর উচ্ছ্বসিত রোকসানা জানান, ট্র্যাকের হার্ডলসের বাধার মতো জীবনে অনেক বাধা পেরিয়ে আসতে হয়েছে এখানে। নোয়াখালীর মেয়ে রোকসানা বলেন,
‘লোকের অনেক কথা সইতে হয়েছে আমাকে। অ্যাথলেটিক্স খেলতে খেলতে সন্ধ্যা হলে মা-বাবাকে অনেক কথা শুনতে হতো।’
প্রতিযোগিতার দ্বিতীয় দিনে রেকর্ড হয়েছে একটি। ৩০০০ মিটার মহিলা ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড গড়ে স্বর্ণ পদক জয় করেছেন বাংলাদেশ নৌবাহিনীর রিংকি বিশ্বাস। তিনি সময় নেন ১০:২৭.৬০ সেকেন্ড। এই ইভেন্টে আগের রেকর্ডটিও ছিল তারই। ২০২১ সালে ১০:৪৩.৩০ সেকেন্ড। দ্বিতীয় দিন পর্যন্ত ১৮টি স্বর্ণ পদক নিয়ে তালিকার শীর্ষে বাংলাদেশ সেনাবাহিনী।
আরও পড়ুন
জয়ে ফেরার চ্যালেঞ্জ, আজ মেয়েদের সামনে নেপাল |
![]() |
এ ছাড়া ৪০০ মিটার হার্ডেলস পুরুষ ইভেন্ট স্বর্ণ পদক অর্জন করেন বাংলাদেশ সেনাবাহিনীর নাজিমুল হোসেন রনি। সময় ৫২.৩০ সেকেন্ড। সবশেষ ৪৮তম জাতীয় প্রতিযোগিতায় এই ইভেন্টে রেকর্ড সহ পদক অর্জন করেন রনি।
ডিসকাস থ্রো মহিলা ইভেন্টে স্বর্ণ পদক জেতেন বাংলাদেশ নৌবাহিনীর জাফরিন আক্তার, ৩৮.৬৯ মিটার দূরত্ব অতিক্রম করে। শটপুট থ্রো পুরুষ ইভেন্টে স্বর্ণ পদক অর্জন করেন বাংলাদেশ নৌবাহিনীর মো. গোলাম সরোয়ার, ১৫.০৯ মিটার দূরত্ব অতিক্রম করে।
সকাল ৬টায় ২০ কি. মি. হাঁটা ইভেন্ট দিয়ে প্রতিযোগিতা শুরু হয় এবং জ্যাভলিন থ্রো মহিলা ইভেন্টের মাধ্যমে সমাপ্তি হয়েছে। কাল সকাল সাড়ে ৮টায় পোলভল্ট (পুরুষ) ইভেন্টের মাধ্যমে তৃতীয় দিনের প্রতিযোগিতা শুরু হবে। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিকেল ৫.৪৫ মিনিটে হবে আনুষ্ঠানিক সমাপনী।
২১ আগস্ট ২০২৫, ৮:১৭ পিএম
কানাডার উইনপেগে চলছে বিশ্ব জুনিয়র আর্চারি চ্যাম্পিয়নশিপ। প্রতিযোগিতার রিকার্ভ পুরুষ (দলগত) ও ব্যক্তিগত ইভেন্টে অংশ নিয়েছে বাংলাদেশ। দলগত ইভেন্টে ব্রোঞ্জের লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে হেরে পদক বঞ্চিত লাল-সবুজের প্রতিনিধিরা।
ব্যক্তিগত ইভেন্টে পদকের লড়াইয়ে আগেই ছিটকে যান আব্দুর রহমান আলিফ, সাগর ইসলাম ও রাকিব। তিনজনই বাংলাদেশ রিকার্ভ আর্চারি দলে খেলেন।
দলগত ইভেন্টে পোল্যান্ড ও মেক্সিকোকে হারিয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। তবে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ১-৫ সেট পয়েন্টে হারে দল।
আরও পড়ুন
সোহান ৫-৬ নম্বরে ভালো চয়েজ, সাইফ একের ভেতর চার |
![]() |
তারপর ব্রোঞ্জ লড়াইয়ে একই ব্যবধানে অস্ট্রেলিয়ার কাছে হারেন সাগররা। ৫-১ ব্যবধানে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে স্বর্ণ জেতে আমেরিকা।
ব্যক্তিগত ইভেন্টে আর্চার আলিফ ১/১৬ স্টেজে স্লোভাকিয়ান আর্চার ড্যানিয়েলের কাছে হারেন। পাঁচ সেট শেষে ৫-৫ সেট পয়েন্টে সমতা ছিল। টাইব্রেকারে আলিফ ৭ আর ড্যানিয়েল ৯ স্কোর করেন। আলিফ র্যাংকিং রাউন্ডে সপ্তম হওয়ায় তিনি দুই ধাপ বাই পেয়েছিলেন।
তার আগে বাংলাদেশের আরেক আর্চার সাগরকে হারান ড্যানিয়েল। ১/২৪ স্টেজে সাগর তাঁর কাছে ২-৬ সেট পয়েন্টে হারেন। একই স্টেজে বাংলাদেশের আরেক আর্চার রাকিব হারেন ভারতের হুদা পরশের কাছে, সরাসরি ৬-০ সেটে হেরে বিদায় নেন তিনি।
ব্যক্তিগত ও দলগত উভয় বিভাগে বাংলাদেশের আর্চাররা অনূর্ধ্ব-২১ শ্রেণিতে অংশ নিয়েছেন। কানাডায় ব্যয়বহুল হওয়ায় শুধু তিনজন পুরুষ রিকার্ভ আর্চারকে পাঠিয়েছে ফেডারেশন। নারী রিকার্ভ, কম্পাউন্ড নারী-পুরুষ কাউকে পাঠায়নি।
জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে জয় পেয়েছে পঞ্চগড়, গোপালগঞ্জ, জামালপুর ও ঢাকা।
পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী স্টেডিয়ামে প্রথম ম্যাচে পঞ্চগড় ৩৪-১১ গোলে হারিয়েছে নড়াইলকে। প্রথমার্ধে ১৯-৫ গোলে এগিয়ে ছিল পঞ্চগড়।
দিনের অন্য ম্যাচে গোপালগঞ্জ ২৪-১৫ গোলে বগুড়াকে হারিয়েছে। অথচ প্রথমার্ধে বগুড়া ১১-১০ গোলে এগিয়ে ছিল। আরেক ম্যাচে জামালপুর ২০-১২ গোলে নওগাঁকে হারিয়েছে। প্রথমার্ধে ১২-৫ গোলে এগিয়ে ছিল জামালপুর।
আরও পড়ুন
হকিতে হট্টগোল, খেলোয়াড়দের সম্মানহানির অভিযোগ |
![]() |
দিনের শেষ ম্যাচে ঢাকা ২৬-১২ গোলে হারিয়েছে যশোরকে। প্রথমার্ধে ঢাকা ১৫-৪ গোলে এগিয়ে ছিল।
দ্বিতীয় পর্বে দুই গ্রুপে ভাগ হয়ে খেলছে ৯ টি দল। দ্বিতীয় পর্বের দলগুলো হচ্ছে জামালপুর, নওগাঁ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, পঞ্চগড়, নড়াইল, যশোর, ঢাকা, বগুড়া ও গোপালগঞ্জ।
দুই পর্বের চারটি গ্রুপের চ্যাম্পিয়ন দলগুলো নিয়ে ২৪ আগষ্ট হবে সেমিফাইনাল। ফাইনাল ২৫ আগষ্ট।
১০০ মিটার দৌড় শেষ করেই বিজয়ীর বেশে পতাকা হাতে নিয়ে ছোটেন শিরিন আক্তার। নৌ-বাহিনীর এই অ্যাথলেটের জয়ের উল্লাস থামিয়ে জানিয়ে দেওয়া হয় তিনি প্রথম হননি। এ সময় তিনি ছুটে যান কর্মকর্তাদের কাছে। চ্যালেঞ্জ জানালে ঝুলে থাকে শিরিন আক্তার ও সুমাইয়া দেওয়ানের স্বর্ণ পদকের ভাগ্য।
অপেক্ষা কে হবেন দেশের দ্রুততম মানবী। প্রায় এক ঘণ্টা পর ঘোষণা আসে মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে ১২.১৯ সেকেন্ড টাইমিং নিয়ে প্রথম হয়েছেন সুমাইয়া। হাড্ডাহাড্ডি রেসে দ্বিতীয় শিরিন আক্তার। ১২.২১ সেকেন্ড টাইমিংয়ে দৌড় শেষ করেন তিনি। তবে মুকুট হারিয়ে নিজেকেই বিজয়ী দাবি করেন শিরিন।
দ্বিতীয়বারের মতো ১০০ মিটার দৌড়ে সেরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলার ছাত্রী সুমাইয়া। কোনটিকে এগিয়ে রাখবেন জানতে চাইলে বলেন,
‘২০২২ সালে একটা আনন্দ, এখন আরেকটা আনন্দ। এখন আমি বর্তমান দ্রুততম মানবী। আপনারা সবাই দোয়া করবেন।’
জানিয়েছেন, সামনের এসএ গেমসেও নিজের সেরাটা দিতে চান।
১৬ বারের স্বর্ণ পদক জেতা শিরিনকে হারিয়ে মুকুট পুনরুদ্ধার করেন সুমাইয়া। নিজের অনুভূতি জানাতে গিয়ে বলেন,
‘আমি পরিশ্রম করে আবার আগের জায়গায় আসতে পেরেছি। সর্ব প্রথম ধন্যবাদ জানাতে চাই নৌবাহিনী, বিকেএসপি, কোচ ও পরিবারকে। আমার পাশে থাকার জন্য। আমার পরিশ্রম সফল হয়েছে। আরও কঠোর পরিশ্রম করে সামনে এগিয়ে যেতে চাই।’
‘আমি আত্মবিশ্বাসী ছিলাম, এবার প্রথম হব। ইনশাআল্লাহ হয়েছি। সামনে এসএ গেমস আরও পরিশ্রম করে বাংলাদেশকে ভালোভাবে প্রতিনিধিত্ব করব। আমি চেষ্টা করব ওভারকাম করার।’
যোগ করেন সুমাইয়া।
আরও পড়ুন
এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে খেলবে ভারত |
![]() |
অফিশিয়াল টাইমিং জানানোর আগ পর্যন্ত দ্বিধায় ছিলেন সুমাইয়া। ট্রাকেও হাড্ডাহাড্ডি লড়াই হয় শিরিনের সঙ্গে। দুজনের এই প্রতিদ্বন্দ্বিতাকে ইতিবাচক হিসেবে নিচ্ছেন নৌ-বাহিনীর এই অ্যাথলেট,
‘প্রতিদ্বন্দ্বিতা ভালো চোখে দেখছি। আমাকে দেখে নতুন যারা আসছে তারা শিখবে, তারা আমি যে জায়গায় আছি সেখানে আসার চেষ্টা করবে। আমার আত্মবিশ্বাস ছিল। অনুশীলন সেভাবেই করেছি। কোচ আমাকে সেভাবেই দিক নির্দেশনা দিয়েছে। আমার ফিনিশিংয়ে গ্যাপ ছিল আগে, সেটা নিয়ে কাজ করেছি।’
কে টাইমিংয়ে জিতেছেন সেটা নিয়ে মূলত ঝামেলার উৎপত্তি সুমাইয়ার ট্রাকে পড়ে যাওয়ায়। যদিও ভিডিও দেখে পড়ে জানা যায়, তিনি ফিনিশিং লাইন অতিক্রম করার পরই ট্রাকে পড়ে যান। সে সময় উপস্থিত সবাই ধরে নেন এগিয়ে ছিলেন শিরিন। বিচারকরা তখনও জানাননি শিরিন চ্যাম্পিয়ন হয়েছেন। শিরিনিও উল্লাস শুরু করেন। তবে সুমাইয়া ছিলেন নিশ্চুপ।
বিভ্রান্তি তৈরি হয় কে সেরা। এসময় স্টেডিয়াম ছেড়েও বেরিয়ে যান শিরিনি, পরে ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলমসহ ফিরিয়ে আনেন। টাইমিং জোনে যান। এ নিয়ে ঘণ্টাখানেক টানাপোড়েনের পরও জানা যাচ্ছিল না কে সেরা। প্রায় এক ঘন্টা পর অবশেষে বিচারকদের রায়ে সেরা নির্বাচিত হন সুমাইয়া।
ওই ঘটনার উল্লেখ করে সুমাইয়া পরবর্তীতে বলেন,
‘আমার টাইমিং ভালো হয়েছে। পড়ে যাওয়ার পর আমি ধরে নিয়েছিলাম আমি প্রথম। যদি ফল অন্যরকম হত আমি চ্যালেঞ্জ করতাম। আলহামদুলিল্লাহ, আমি নৌবাহিনীর জন্য জিতেছি। তারা আমাকে সাদরে গ্রহণ করেছেন। আমার ফিরে আসার প্রক্রিয়াকে গুরুত্ব দিয়েছে। গত জানুয়ারিতে দৌড়ানোর জন্য তারা আমাকে কোনো চাপ দেয়নি, যেটা আমি মনে করি, তাদের উদারতা।’
পরে সুমাইয়া আরও বলেন এটা তাঁর ফিরে আসার দৌড়। চেয়েছিলেন ঠিকঠাকভাবে দৌড়টা শেষ করতে। টাইমিং, জয়-এগুলো সুমাইয়ার ভাবনায় খুব একটা ছিল না। স্রেফ ভালোভাবে দৌড় শেষ করতে চেয়েছিলেন বলেই জানান।
অ্যাথলেটিক্সে সব সময়ই আগ্রহের কেন্দ্রে ১০০ মিটার দৌড়। আজ থেকে জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে সামার অ্যাথলেটিক্স। যেখানে বাংলাদেশের দ্রুততম মানবের মুকুট পুনরুদ্ধার করলেন ইমরানুর রহমান। জিতেছেন স্বর্ণ পদক। তাঁর সময় লেগেছে ১০.৬৪ সেকেন্ড।
জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার ১০০ মিটার দৌড়ে প্রথম হয়েছেন ইমরানুর। ঘরোয়া ১০০ মিটারে এ নিয়ে পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হলেন তিনি।
মুকুট পুনরুদ্ধারের লক্ষ্যে নিজেকে প্রস্তুত করতে চীনেও গিয়েছিলেন ইমরানুর। গত ফেব্রুয়ারিতে ৪৮তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় মোহাম্মদ ইসমাইলের কাছে খেতাব হারান তিনি। সেই প্রতিযোগিতায় খেলতে পারেননি। তবে ইসমাইলকে হারিয়েই আজ আবার দেশের দ্রুততম মানব হলেন ইমরানুর।
সেনাবাহিনীর আব্দুল মোতালেব ১০.৮৬ সেকেন্ড নিয়ে হয়েছেন দ্বিতীয়। জাতীয় চ্যাম্পিয়নে স্বর্ণ জেতা ইসমাইল হোসেন মুকুট ধরে রাখতে পারেননি। ১০.৮৮ সেকেন্ড নিয়ে তৃতীয় হয়েছেন তিনি।
মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে অফিসিয়াল টাইমিং দেয়নি ফেডারেশন। তবে জানা গেছে, ১২.১৯ সেকেন্ড টাইমিং নিয়ে প্রথম হয়েছেন সুমাইয়া দেওয়ান। হাড্ডাহাড্ডি লড়াইয়ে দ্বিতীয় শিরিন আক্তার। ১২.২১ সেকেন্ড টাইমিংয়ে দৌড় শেষ করেন নৌ-বাহিনীর এই দৌড়বিদ। তবে এ নিয়ে চ্যালেঞ্জ জানিয়েছেন শিরিন। মেয়েদের ১০০ মিটার দৌড়ে কে জিতবেন স্বর্ণ, ঝুলে আছে তা।
জানা গেছে, সুমাইয়ার পা মাটিতে ছিল, একই সময় পা উপরে থাকায় হেরে যান শিরিন।
গাজায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ফিলিস্তিন জাতীয় দলের সাবেক তারকা বাস্কেটবল খেলোয়াড় মোহাম্মাদ শালান। ৪০ বছর বয়সী শালান ফিলিস্তিনের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়দের একজন ছিলেন।
গাজার খান ইউনিসের কাছে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে নিজের অসুস্থ মেয়ে মরিয়ম ও তার পরিবারের অন্যান্য সদস্যদের জন্য খাবার ও ওষুধ আনতে গিয়ে প্রাণ হারান শালান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শালানের মৃত্যুর খবর নিশ্চিত করে তাকে শহীদ হিসেবে উল্লেখ করেছে ফিলিস্তিন বাস্কেটবল ফেডারেশন।
“খেলার মাঠে ‘ভূমিকম্প’ নামে পরিচিত মোহাম্মদ শালান ক্ষুধা ও বঞ্চনার কাছে শহীদ হয়েছেন, রেখে গেছেন ছয় সন্তান, যার মধ্যে তার ছয় বছর বয়সী মেয়ে মরিয়মও রয়েছে; যে কিডনি বিকলতা ও রক্তের বিষক্রিয়ায় ভুগছে। বাবার মর্মান্তিক মৃত্যুর পর অনিশ্চিত ভাগ্যের সাথে একা লড়াই করছে মরিয়ম।”
ফিলিস্তিনের ক্রীড়াঙ্গনে শালানকে ‘আল-জিলজাল’ নামে ডাকা হত, যার অর্থ হচ্ছে ভূমিকম্প।
মোহাম্মাদ শালান ফিলিস্তিন জাতীয় দলের পাশাপাশি বেশ কয়েকটি স্থানীয় ক্লাবের হয়ে খেলেছেন। দুটি প্রিমিয়ার লিগ শিরোপা, একটি গাজা স্ট্রিপ কাপ চ্যাম্পিয়নশিপ ও দুটি সুপার কাপ চ্যাম্পিয়নশিপ জিতেছেন।
১ দিন আগে
১ দিন আগে
৩ দিন আগে
৩ দিন আগে
৩ দিন আগে
৫ দিন আগে
৫ দিন আগে
৫ দিন আগে
৬ দিন আগে
৭ দিন আগে
৭ দিন আগে
৭ দিন আগে
৭ দিন আগে
৭ দিন আগে
৮ দিন আগে