২৬ নভেম্বর ২০২৪, ১২:২৭ এম
প্রথম সেশনে দ্রুত তিন উইকেট নিয়ে বড় লিড নিলেও প্রতিপক্ষকে চাপে রাখার কাজটা ভালোভাবেই করে রেখেছিলেন বোলাররা। দ্বিতীয় সেশনে সেটার পূর্ণতা দিলেন পেসার-স্পিনাররা মিলে। অসাধারণ এক স্পেল করা তাসকিন আহমেদ তাতে নেতৃত্ব দিলেন ক্যারিয়ার সেরা বোলিং ফিগারে। প্রথম ইনিংসে বড় ব্যবধানে পিছিয়ে থাকার পরও তাই বাংলাদেশের সামনে উঁকি দিচ্ছে জয়ের আশা।
প্রথম টেস্টের চা বিরতির আগে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়েছে ১৫২ রানে। ম্যাচ জিততে বাংলাদেশের দরকার ৩৩৪ রান।
আরও পড়ুন
চমক জাগানো ইনিংস ঘোষণার পর বল হাতে তাসকিন-শরিফুলদের দাপট |
![]() |
৬৪ রানে ৬ উইকেট নিয়ে বাংলাদেশের এই ফাইটব্যাকের মূল কারিগর তাসকিন। ছন্দময় এক স্পেলে ব্যাটারদের পরীক্ষা নিয়েছেন বারবার। সফলতাও তাতে ধরা দিয়েছে দুই হাতে। দুই উইকেট নিয়েছেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম নিয়েছেন একটি করে।
স্বাগতিকদের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৪২ রান করেছেন আলিক অ্যাথানজে।
No posts available.
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৩ এম
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৯ এম
১৫ সেপ্টেম্বর ২০২৫, ৯:৪৬ এম
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫১ এম
যেকোনো খেলায় ভারত-পাকিস্তান লড়াই মানেই নতুন রোমাঞ্চ, উত্তেজনা আর আলোচনার খোরাক। ব্যতিক্রম নয় এশিয়া কাপও। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের এবারের লড়াইয়ে আলোচনার কেন্দ্রে ক্রিকেটারদের সৌজন্যতা বিনিময় না করা।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববারের ম্যাচের পর এই ঘটনায় ভারত অধিনায়ক সুর্যকুমার যাদব বলছেন, কিছু ক্ষেত্রে খেলাধুলার স্পিরিটের প্রসঙ্গ না আনাই ভালো। আর পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, হাত মেলাতে প্রস্তুত ছিলেন তারা।
ম্যাচে টসের সময় ন্যুনতম হাসি বিনিময় করেননি সুর্যকুমার ও পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। টস করে ফেরার সময় হাতও মেলাননি দুজন। এমনকি পুরো সময় এতটা কাছে থেকেও কোনো কথাবার্তা হয়নি দুই অধিনায়কের মধ্যে।
আরও পড়ুন
‘আমরা হাত মেলানোর জন্য প্রস্তুত ছিলাম, ভারত করল না’ |
![]() |
ম্যাচ জুড়েও দুই দলের ক্রিকেটারদের মধ্যে কোনো হাসি-মজা বা হালকা মুহূর্ত কাটানোর ঘটনা দেখা যায়নি। আর সবচেয়ে বড় চমকটা দেখা যায়, ম্যাচ শেষ হওয়ার পর। পাকিস্তানকে উড়িয়ে সহজ জয়ের পর প্রতিপক্ষের সঙ্গে হাত না মিলিয়েই মাঠ ছেড়ে চলে যায় ভারতের ক্রিকেটাররা।
সতীর্থদের নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করেন সালমান৷ পরে তিনিও বেরিয়ে যান মাঠ থেকে। এরপর পুরস্কার বিতরণ অনুষ্ঠানেও হাজির হননি পাকিস্তান অধিনায়ক। স্বাভাবিকভাবেই ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এটি নিয়ে প্রশ্ন হয় অনেক।
ভারত অধিনায়ক সুর্যকুমার বলেন, সরকারের নির্দেশনা পেয়ে তারা শুধু ম্যাচটি খেলতে মাঠে নেমেছিলেন। তাই কোনো সৌজন্যতার পথে হাঁটেননি।
“আমাদের সরকার ও বিসিসিআই- আজকে আমরা একই সমান্তরালে ছিলাম। বাকিটা আমরাই সিদ্ধান্ত নিয়েছি (হাত না মেলানোর)। আমরা এখানে শুধু ম্যাচটা খেলতে এসেছিলাম। আমরা যথাযথ একটা জবাব দিয়েছি।”
তার কথায় মূলত ইঙ্গিত করা হয়, পেহেলগামে সন্ত্রাসী হামলার ব্যাপারে। গত এপ্রিলে কাশ্মিরের পেহেলগামে ওই হামলায় প্রাণ হারান অন্তত ২৬ জন। আহত হন আরও অনেকে। শুরু থেকেই এর দায় পাকিস্তানকে দিয়ে আসছে ভারত।
এমনকি পাকিস্তানের বিপক্ষে যে কোনো খেলাধুলাও বয়কটের আওয়াজ ওঠে ভারতে। শেষ পর্যন্ত বয়কট করা হয়নি ম্যাচ। তবে নিজেদের জায়গা থেকে পাকিস্তানের সঙ্গে সৌজন্যতা বিনিময় না করার সিদ্ধান্ত নেন ভারতের ক্রিকেটাররা।
এমন কাণ্ড খেলাধুলার স্পিরিটের লঙ্ঘন কিনা জানত্ব চাওয়া হয় সুর্যকুমারের কাছে। উত্তরে ভারত অধিনায়ক বলেন, খেলার উর্ধ্বে আছে জীবনের অনেক কিছু।
আরও পড়ুন
‘আমরা হাত মেলানোর জন্য প্রস্তুত ছিলাম, ভারত করল না’ |
![]() |
“জীবনের কিছু জিনিস স্পোর্টসম্যান স্পিরিটের উর্ধ্বে। আমি এটি পুরস্কার বিতরণ অনুষ্ঠানেও বলেছি। পেহেলগাম সন্ত্রাসী হামলায় আক্রান্ত সকলের পাশে আছি আমরা, তাদের পরিবারের প্রতি আমাদের সমর্থন আছে। তাদের প্রতি আমরা সংহতি প্রকাশ করছি।”
পরপর দুই জয়ে এশিয়া কাপের সুপার ফোরের পথে অনেকটা এগিয়ে গেছে ভারত। কোনো অঘটনা না ঘটলে পাকিস্তানও পাবে সুপার ফোরের টিকেট। ওই রাউন্ডে আবার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।
তখন আবার নতুন কোন আলোচনার জন্ম হয়, সেটিই যেন দেখার অপেক্ষা।
এই একটি ম্যাচ নিয়ে জল্পনা-কল্পনার শেষ ছিল না। মাঠের খেলা নিয়ে যতটা না আলোচনা, এরচেয়ে দুই দেশের বৈরি সম্পর্ক, ম্যাচ বর্জন আর প্রতিবাদের মতো বিষয়ই সংবাদের শিরোনাম হয়েছে।
এশিয়া কাপে ‘এ’ গ্রুপে ভারত-পাকিস্তান ম্যাচটি শেষ হয়েছে ভারতের ৭ উইকেটের বড় জয়ে। উত্তাপ ছড়ানো ম্যাচটি একপেশে লড়াইয়ে রূপ নেয় ম্যাড়ম্যাড়ে এক ম্যাচে। সূর্যকুমার যাদেবদের বিপক্ষে নূন্যতম লড়াইও করতে পারেনি সালমান আলি আগার দল।
অবশ্য ম্যাচের ফলাফলের চেয়ে দুই দলের নানান কাণ্ডই যেন এখন আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। প্রথমে ম্যাচের আগে টসের সময় সৌজন্য সূচক করমর্দন না করে বিতর্ক উষকে দেন ভারত অধিনায়ক সূর্যকুমার। এমনকি ম্যাচ শেষেও পাকিস্তান দলের সঙ্গে হাত মেলায়নি ভারতীয় দল।
ভারতের এমন আচারণে প্রচন্ড ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে পাকিস্তান। সূর্যকুমার যাদবের দলের সঙ্গে নাকি করমর্দনের অপেক্ষায়ও ছিল পাকিস্তান দল। ম্যাচ শেষে পাকিস্তান কোচ মাইক হেসন বলেন, ‘অবশ্যই, আমরা খেলা শেষে করমর্দনের জন্য প্রস্তুত ছিলাম। প্রতিপক্ষ সেটা করেনি বলে আমরা হতাশ। আমরা হাত মেলাতে এগিয়ে গিয়েছিলাম, কিন্তু তারা তখনই ড্রেসিংরুমের পথে ছিল।’
আরও পড়ুন
হাত মেলায়নি ভারত, প্রেজেন্টশনে এলেন না পাকিস্তানের অধিনায়ক |
![]() |
ভারতের এমন অবস্থানের পর পাকিস্তানও প্রতিবাদ হিসেবে ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান বর্জন করে। ম্যাচ-পরবর্তী অনুষ্ঠানে পাকিস্তান অধিনায়কের অনুপস্থিত থাকার কারণ সম্পর্কেও কথা বলেন পাকিস্তান কোচ। এই সিদ্ধান্তকে হাত না মেলানোর ঘটনারই প্রতিক্রিয়া বলেন তিনি, ‘আমার মনে হয় এটা পুরো ঘটনারই একটি ধারাবাহিক প্রতিক্রিয়া। আমরা খেলা শেষে হাত মেলাতে চেয়েছিলাম, সেটা হয়নি এবং ঘটনাটা সেখানেই শেষ হয়ে যায়।’
ভারতের করর্মদন বর্জনের মতো আচারণকে ‘খেলোয়াড়সুলভের বিরুদ্ধে’ বলে বিবৃতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট নাকি টসের সময় দুই অধিনায়ককে করমর্দন না করতে অনুরোধ করেছিলেন। এ কারণে ম্যাচ রেফরির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছে পিসিবি।
ম্যাচ শেষে পিসিবি এক বিবৃতিতে জানায়, পাকিস্তান দলের ম্যানেজার নাভিদ আকরাম চিমা ম্যাচ রেফারির আচরণের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন।
মহারণের আগেই আভাস দিয়ে রেখেছিল ভারত। পাকিস্তানের বিপক্ষে ‘প্রতীকী প্রতিবাদ’ করবে সূর্যকুমার যাদবের দল। গতকাল এশিয়া কাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে সেটাই দেখা গেল।
দুবাইয়ে দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচে দুই দেশের রাজনৈতিক টানাপোড়েন মাঠেও গড়ায়। পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের সহজ জয়ের ম্যাচের আগে ও পরে হাত মেলানোর ‘সৌজন্যতা’ দেখায়নি ভারত। টসের পর ও ম্যাচ শেষে দুই দলের অধিনায়কের চোখাচোখি পর্যন্ত হয়নি।
আরও পড়ুন
পাকিস্তানকে উড়িয়ে সেনাবাহিনীকে জয় উৎসর্গ করল ভারত |
![]() |
ভারতীয় দলের এমন অবস্থানের পর পাকিস্তান দলও প্রতিবাদ জানায় ম্যাচ শেষে প্রেজেন্টেশনে অনুপস্থিত থেকে। ভারতের অধিনায়কের হাত না মেলানোর ঘটনায় ক্ষুব্ধ হয়ে পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা নিয়ম অনুযায়ী ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারেও হাজির হননি।
অবশ্য ভারতীয় দলের পাকিস্তানের সঙ্গে করর্মদন না করার যে পূর্ব নির্ধারিত ছিল সেটাই নিশ্চিত করেন সূর্যকুমার। ম্যাচ শেষে ভারতের অধিনায়ক সূর্যকুমার বলেন, ‘ম্যাচ শুরুর আগেই বিসিসিআই ও ভারত সরকারের সঙ্গে সমন্বয় করে ভারতীয় দল ঠিক করেছিল প্রতিপক্ষের সঙ্গে করমর্দন করা হবে না।’
পাকিস্তানের ক্ষোভের মাত্রা দ্বিগুন হয় যখন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট নাকি টসের সময় দুই অধিনায়ককে করমর্দন না করতে অনুরোধ করেছিলেন। এই সিদ্ধান্তে পাকিস্তান দল দৃশ্যতই হতাশ হয়।
এই ম্যাচের আগে গত এপ্রিলে কাশ্মিরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধে জড়িয়ে পড়ে। এরপর থেকেই এশিয়া কাপে দু’দল মুখোমুখি হবে কি না তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এমনকি ভারতের ম্যাচ বর্জনের দাবিও ওঠে।
আরও পড়ুন
হাত মেলালেন না ভারত-পাকিস্তান অধিনায়ক |
![]() |
শেষ পর্যন্ত ভারত সরকার আনুষ্ঠানিক নীতি জানায়, দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না, তবে বহুপাক্ষিক টুর্নামেন্টে অংশ নেবে। সেই নীতিতেই ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ঘটনাবহুল এই ম্যাচে ভারতের বিপক্ষে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। শুরুতে ব্যাটিংয়ে নেমে ১২৭ রানেই গুটিয়ে যায় তারা। জবাবে ৭ উইকেট ও ২৫ বল হাতে রেখে হেসেখেলে জয় পায় ভারত।
প্রায় অর্ধ যুগ পর আবার বাংলার ক্রিকেটে ফিরলেন সৌরভ গাঙ্গুলি। বড় ভাই স্নেহাশিষ গাঙ্গুলির জায়গায় ক্রিকেট এসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি হলেন ভারতের সাবেক এই অধিনায়ক।
এর আগে ২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত একই পদে ছিলেন ভারতীয় কিংবদন্তি অধিনায়ক। এরপর থেকে এই দায়িত্বে ছিলেন তার বড় ভাই স্নেহাশিষ।
আরও পড়ুন
পাকিস্তানকে উড়িয়ে সেনাবাহিনীকে জয় উৎসর্গ করল ভারত |
![]() |
সিএবির প্রধান হিসেবে গাঙ্গুলির ফেরার আনুষ্ঠানিক ঘোষণা আসবে আগামী ২২ সেপ্টেম্বর। সেদিনই হবে সিএবির বার্ষিক সাধারণ সভা। গাঙ্গুলি ছাড়া আর কেউ সভাপতি পদে মনোনয়নপত্র না নেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন তিনি।
এরপর আগামী ২৮ সেপ্টেম্বর হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বার্ষিক সাধারণ সভা ও বোর্ড নির্বাচন। গুঞ্জন রয়েছে, বিসিসিআই সভাপতি হিসেবে ফিরতে পারেন গাঙ্গুলি। এর আগে ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত বিসিসিআই প্রধান ছিলেন তিনি।
গাঙ্গুলি ছাড়াও আগামী ২২ সেপ্টেম্বর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন সিএবির বাকিরাও। তারা হলেন নিতিশ রঞ্জন দত্ত (সহ-সভাপতি), বাবলু কোলে (সচিব), মদন মোহন ঘোষ (যুগ্ম সচিব) ও সঞ্জয় দাস (কোষাধ্যক্ষ)।
টসের সময় হাত মেলালেন না দুই অধিনায়ক। কোনোরকম কথাও বললেন না সালমান আলি আগা ও সুর্যকুমার যাদব। ম্যাচ শেষেও অভিন্ন চিত্র। দুই দলের ক্রিকেটারদের হাত মেলাতে দেখা গেল না। এর পেছনে কারণ স্পষ্ট- সাম্প্রতিক সময়ে দুই দলের রাজনৈতিক পরিস্থিতি।
ম্যাচ শেষে সেটি আরও স্পষ্ট হলো সুর্যকুমার যাদবের কথায়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ম্যাচ সম্পর্কিত সব প্রশ্নোত্তরের পর তিনি নিজ থেকেই আনেন পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রসঙ্গ। একইসঙ্গে নিজেদের জয়টি উৎসর্গ করেন বীর সেনাদের উদ্দেশ্যে।
গত এপ্রিলে কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহত হন ভারতের অন্তত ২৬ জন নাগরিক। একই ঘটনায় আহত হন আরও অনেকে। শুরু থেকেই পাকিস্তানকে দায় দিয়ে আসছে ভারত। এমনকি তাদের বিপক্ষে কোনোরকম খেলাও না খেলার আওয়াজ তুলেছেন অনেকে।
আরও পড়ুন
৮ উইকেটে উড়ে গেল ভারত |
![]() |
সাবেক ক্রিকেটারদের নিয়ে করা টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে সেমি-ফাইনাল ম্যাচ পর্যন্ত খেলেনি ভারত। এশিয়া কাপেও তাদের সঙ্গে ম্যাচটি বয়কটের ডাক দিয়েছেন ভারতের অনেকে। শেষ পর্যন্ত তা হয়নি।
তবে সাম্প্রতিক ঘটনার রেষ দেখা গেল ম্যাচ শুরুর আগে-পরে। যেখানে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে কোনো বন্ধুত্বসুলভ সৌজন্যতা করতে দেখা যায়নি ভারতের ক্রিকেটারদের। মাঠের লড়াইয়েও পাকিস্তানকে পাত্তা দেয়নি সুর্যকুমারের দল।
কুলদিপ যাদব ও অক্ষর প্যাটেলের দারুণ বোলিংয়ে পাকিস্তানকে মাত্র ১২৭ রানে আটকে রাখে ভারত। পরে অভিষেক শর্মা, তিলক ভার্মা ও সুর্যকুমারের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে মাত্র ১৫.৫ ওভারেই ম্যাচ জিতে যায় এশিয়া কাপের ৮ বারের চ্যাম্পিয়নরা।
আরও পড়ুন
ক্রিকেট রণাঙ্গনে ভারতের কাছে এতটা কাবু পাকিস্তান |
![]() |
ম্যাচ শেষে জয়টি উৎসর্গ করার সিদ্ধান্ত জানান সুর্যকুমার।
“আমি একটা জিনিস বলতে চাই। আমি মনে করি, এটিই সবচেয়ে সঠিক সময়। পেহেলগামে সন্ত্রাসী হামলায় আক্রান্ত পরিবারগুলোর পাশে আছি এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি।”
“একইসঙ্গে আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা এই জয়টি আমাদের আর্মড ফোর্সকে উৎসর্গ করতে চাই, যারা সবসময় সাহসিকতা দেখিয়ে এসেছে। আশা করি, তারা এটি চলমান রাখবে এবং আমরা মাঠে যখনই সুযোগ পাব, তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করব।”