২৬ নভেম্বর ২০২৪, ১২:২৭ এম
প্রথম সেশনে দ্রুত তিন উইকেট নিয়ে বড় লিড নিলেও প্রতিপক্ষকে চাপে রাখার কাজটা ভালোভাবেই করে রেখেছিলেন বোলাররা। দ্বিতীয় সেশনে সেটার পূর্ণতা দিলেন পেসার-স্পিনাররা মিলে। অসাধারণ এক স্পেল করা তাসকিন আহমেদ তাতে নেতৃত্ব দিলেন ক্যারিয়ার সেরা বোলিং ফিগারে। প্রথম ইনিংসে বড় ব্যবধানে পিছিয়ে থাকার পরও তাই বাংলাদেশের সামনে উঁকি দিচ্ছে জয়ের আশা।
প্রথম টেস্টের চা বিরতির আগে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়েছে ১৫২ রানে। ম্যাচ জিততে বাংলাদেশের দরকার ৩৩৪ রান।
আরও পড়ুন
চমক জাগানো ইনিংস ঘোষণার পর বল হাতে তাসকিন-শরিফুলদের দাপট |
![]() |
৬৪ রানে ৬ উইকেট নিয়ে বাংলাদেশের এই ফাইটব্যাকের মূল কারিগর তাসকিন। ছন্দময় এক স্পেলে ব্যাটারদের পরীক্ষা নিয়েছেন বারবার। সফলতাও তাতে ধরা দিয়েছে দুই হাতে। দুই উইকেট নিয়েছেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম নিয়েছেন একটি করে।
স্বাগতিকদের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৪২ রান করেছেন আলিক অ্যাথানজে।
No posts available.
১৬ অক্টোবর ২০২৫, ৯:১২ পিএম
১৬ অক্টোবর ২০২৫, ৮:৪৯ পিএম
১৬ অক্টোবর ২০২৫, ৬:২৭ পিএম
আগামী শনিবার থেকে শুরু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ানডে সিরিজ। সিরিজের আগের দিন লালবাগ কেল্লায় ট্রফি উন্মোচনে অংশ নেবেন দুই দলের অধিনায়ক।
আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পরিবিবির মাজার প্রাঙ্গণে সকাল ৮টা ৪৫ মিনিটে ট্রফি উম্মোচন অনুষ্ঠিত হবে।
বিসিবি জানিয়েছে, আয়োজনের মাধ্যমে ক্রিকেটের পাশাপাশি বাংলাদেশের ঐতিহ্য ও পর্যটন সম্ভাবনাও তুলে ধরার পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানটি বিসিবির ক্রিকেট ট্যুরিজম উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ পর্যটন বোর্ডের সহযোগিতায় অনুষ্ঠিত হবে।
সিরিজে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে দু’দল। ইতিমধ্যেই বুধবার ঢাকায় পৌঁছায় ক্যারিবীয়রা।
বসুন্ধরা স্পোর্টস সিটি ক্রিকেট গ্রাউন্ডে আগামীকাল শুক্রবার (১৭ অক্টোবর) পর্দা উঠছে ফ্রস্ট ব্লাস্ট টি-টোয়েন্টি টুর্নামেন্টের দ্বিতীয় আসরের।
১০ দলের এই প্রতিযোগিতায় গ্রুপ ‘এ’ থেকে বসুন্ধরা স্ট্রাইকার্সের নেতৃত্ব দেবেন শেজাদ আকবর সোবহান, যিনি এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের প্লেয়ার্স ড্রাফটে সর্বকনিষ্ঠ ডেলিগেট হিসেবে ক্রিকেটার বাছাই করে ইতিহাস গড়েছিলেন।
টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই মাঠে নামছে বসুন্ধরা স্ট্রাইকার্স। আগামীকাল সন্ধ্যা ৬টায় টিম আর্কিটেক্টসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে তারা।
গ্রুপ পর্বে বসুন্ধরা স্ট্রাইকার্সের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২৪ অক্টোবর মার্কেন্টাইল ব্যাংকের বিপক্ষে, ৩১ অক্টোবর আইনজীবীদের দল বিএলসিসির বিপক্ষে এবং ৭ নভেম্বর গ্রামীণফোনের বিপক্ষে।
সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে বসুন্ধরা স্পোর্টস সিটি ক্রিকেট গ্রাউন্ডে, প্রতিটি ম্যাচ শুরু সন্ধ্যা ৬টায়।
৪২ পেরিয়ে ৪৩ বছরে পা দিয়েছেন জেমস অ্যান্ডারসন। এ বয়সেও অদম্য ইংল্যান্ডের কিংবদন্তি পেসার। বয়সের কারণে ফুরিয়ে যাওয়ার প্রথা ভেঙে পেশাদার ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া অ্যান্ডারসন ইংল্যান্ডের কাউন্টি ক্লাব ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলার জন্য নতুন চুক্তি করতে যাচ্ছেন। ২০২৬ মৌসুম পর্যন্ত ক্লাবটির জার্সিতে দেখা যাবে তাঁকে।
জাতীয় দল থেকে অবসরের পর ২০২৫ সাল পর্যন্ত ল্যাঙ্কাশায়ারের সঙ্গে এক মৌসুমের চুক্তিতে ছিলেন অ্যান্ডারসন। সেটি নবায়ন করে ২০২৬ সাল পর্যন্ত খেলার ইচ্ছা তাঁর।
আরও পড়ুন
এমন বাজে ফল কেউ কল্পনাও করেনি, জানালেন প্রধান নির্বাচক |
![]() |
গত মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ৬ ম্যাচে ১৭ উইকেট নিয়েছিলেন অ্যান্ডারসন। ১০ বছর পর টি-টোয়েন্টি ফরম্যাটে ফিরেই চমক দেখান। টি-টোয়েন্টি ব্লাস্টে ২০ উইকেট নিয়ে দলকে তুলেন ফাইনালস ডেতে। দ্য হান্ড্রেডে ম্যানচেস্টার অরিজিনালসের হয়ে প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটও খেলেন এই পেসার।
২০০১ সালে ল্যাঙ্কাশায়ারের হয়ে অভিষেক হয়েছিল অ্যান্ডারসনের। নতুন এই চুক্তির ফলে তাঁর পেশাদার ক্রিকেট ক্যারিয়ার ২৫ বছরে গড়াবে। আগামী বছর জুলাইয়ে ৪৪ বছরে পা দেবেন ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেটশিকারি এই পেসার।
২০২৩ সালে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের শেষ টেস্ট খেলেছিলেন অ্যান্ডারসন। অবসর নেওয়ার পর ইংল্যান্ড দলের বোলিং পরামর্শকের দায়িত্ব পালন করেছিলেন তিনি। পরবর্তীতে সেই ভূমিকা থেকে সরে এসে যোগ দেন ল্যাঙ্কাশায়ারে।
৭০৪ উইকেট নিয়ে টেস্ট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি অ্যান্ডারসন। তাঁর ওপরে রয়েছেন মুত্তিয়া মুরালিধরন ও শেন ওয়ার্ন। ক্রিকেটে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে নাইটহুড সম্মানে ভূষিত হয়েছেন অ্যান্ডারসন।
পছন্দের ফরম্যাটে চরম দুরবস্থা। সবশেষ ১২টি একদিনের ম্যাচের মধ্যে ১১টিতেই হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে মেহেদী হাসান মিরাজদের সরাসরি অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। সবশেষ আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছে লাল-সবুজরা। সেই ধাক্কা সামলে আবারও মাঠে নামতে যাচ্ছে দল।
আগামী শনিবার থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ শুরু করবে বাংলাদেশ। ২০২৭ বিশ্বকাপে নিজেদের অবস্থান শক্ত করতে এই সিরিজে জয় খুবই জরুরি মেহেদীদের জন্য। দেশের ক্রিকেটের টালমাটাল পরিস্থিতি নিয়ে কথা বলেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
আরও পড়ুন
রাজশাহী ও বগুড়ায় বাংলাদেশ-আফগান যুবাদের সিরিজ |
![]() |
আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, “ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ১৮ তারিখ থেকে আমাদের ওয়ানডে সিরিজ। এর জন্য ইতিমধ্যে দল ঘোষণা হয়েছে। আপনারা তা দেখেছেন নিশ্চয়ই। অতি সম্প্রতি সাদা বলে, বিশেষ করে টি-টোয়েন্টিতে আমাদের উল্লেখযোগ্য কিছু সাফল্য আছে। কিন্তু সম্প্রতি আফগানিস্তানের বিপক্ষে আমাদের পারফরম্যান্স নিকট অতীতের সাফল্যকেও একেবারে ম্লান করে দিয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা যারা ক্রিকেট দেখি, ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত, এমনকি যারা খেলে—আমার মনে হয় কেউই আশা করেনি এমন একটি ফল হতে পারে। এটা ঠিক, এখানে আমাদের দুর্বলতা স্পষ্ট হয়ে গেছে। বিশেষ করে ব্যাটিংয়ের দুর্বলতাগুলো প্রকটভাবে ফুটে উঠেছে। এগুলো আমাদের অবশ্যই যত দ্রুত সম্ভব কাটিয়ে উঠতে হবে।”
জাতীয় দলের প্রধান নির্বাচক মনে করেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম ভেন্যুতে সুবিধা পাবে বাংলাদেশ। কারণ প্রতিপক্ষ দলে নেই রশিদ খানের মতো কোনো ‘এক্সট্রা অর্ডিনারি’ বোলার, আর এখানকার উইকেটও আবুধাবির পিচ থেকে সম্পূর্ণ আলাদা।
তিনি বলেন, “আমাদের প্রতিপক্ষ এখন ওয়েস্ট ইন্ডিজ। আমরা আবুধাবি সেই পিচেও খেলছি না। হোমে মিরপুরের উইকেটে খেলছি এবং প্রতিপক্ষেও রশিদদের মতো কিংবা অন্যান্য যে স্পিনার ছিল, সেরকম স্পিনারদেরও মুখোমুখি হতে হচ্ছে না। এটা আমাদের জন্য কিছুটা স্বস্তির জায়গা। নিয়মিতভাবে ৫০ ওভার ব্যাট করতে পারছি না। এই আফগানিস্তানের সঙ্গে একদমই হাফ অফ দ্য কোটাও ঠিকভাবে খেলতে পারিনি।”
আরও পড়ুন
এইচএসসি পরীক্ষা দিতে এশিয়া কাপ খেলেননি সাকিব |
![]() |
গাজী আশরাফ মনে করেন, নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে না পারার কষ্ট বয়ে বেড়াচ্ছেন খেলোয়াড়রা। তিনি বলেন, “বুকে হতাশা বয়ে বেড়ানোটা একজন খেলোয়াড়ের জন্য অত্যন্ত কঠিন। শারীরিক ও মানসিক ক্লান্তিতে তারা সম্পূর্ণ আচ্ছন্ন হয়ে আছে—এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এর মধ্যে দ্রুত সময়ে মাঠে ফিরে আসাটাও বেশ চ্যালেঞ্জিং। এরকম একটি মানসিক অবস্থার পর মাঠে ফেরা সহজ নয়।”
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। প্রায় আট মাস পর দলে ফিরেছেন সৌম্য সরকার। এ নিয়ে প্রধান নির্বাচক বলেন, “অঙ্কনের নামটা নিশ্চয়ই অনেক উজ্জ্বল। তাকে এনে আমরা ডেপথটা বাড়িয়েছি।”
জাতীয় দলের পর এবার অনূর্ধ্ব-১৯ দলের ওয়ানডে সিরিজে দেখা হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তানের। অক্টোবর-নভেম্বরে বাংলাদেশ সফরে পাঁচ ওয়ানডে খেলবে আফগান যুবারা। নিজেদের মাঠে এই সিরিজের আজ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২০ অক্টোবর ঢাকায় পা রাখার কথা রয়েছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের। সূচি অনুযায়ী, সিরিজের প্রথম দুই ওয়ানডে হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। শেষ তিন ম্যাচ হবে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে।
আরও পড়ুন
বিধ্বংসী ব্যাটিংয়ে মাসের সেরা ভারতের দুই ওপেনার |
![]() |
ঢাকায় নেমে সেদিন বগুড়া চলে যাবে আফগান দল। বগুড়ায় ২৮ অক্টোবর হবে প্রথম ওয়ানডে। প্রস্তুতির জন্য এক সপ্তাহ সাময় পাবে সফরকারীরা। দ্বিতীয় ওয়ানডে হবে ৩১ অক্টোবর।
১ নভেম্বর দুই দল চলে যাবে রাজশাহী। একদিন অনুশীলনের পর সেখানে তৃতীয় ওয়ানডে হবে ৩ নভেম্বর। ৬ ও ৯ নভেম্বর হবে শেষ দুই ম্যাচ। ১০ নভেম্বর ঢাকা ছেড়ে যাবে আফগানরা।
আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল এর আগে দুবার বাংলাদেশ সফর করেছিল। ২০১৭ সালে প্রথমবার, সবশেষ ২০২১ সালে এসেছিল তারা।