২৫ নভেম্বর ২০২৪, ১০:২২ পিএম
ব্যাটার হিসেবে তাসকিন আহমেদ সাম্প্রতিক বছরগুলোতে বেশ উন্নতিই করেছেন। তবে ১৮১ রানে পিছিয়ে থেকেও তাকে আর ব্যাটিংয়ের সুযোগ না দিয়ে ইনিংস ঘোষণা করে দিলেন মেহেদি হাসান মিরাজ। উদ্দেশ্য স্পষ্ট, প্রথম ঘন্টার ক্যারিবিয়ান ব্যাটারদের চ্যালেঞ্জ জানানো। সেই কাজে পুরোপুরি সফলই হলেন বাংলাদেশ পেসাররা। তবে দ্রুত কয়েকটি উইকেট হারানোর পরও ম্যাচের লাগাম ওয়েস্ট ইন্ডিজেরই।
প্রথম টেস্টের লাঞ্চ বিরতিতে দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের স্কোর ৩ উইকেটে ৬১ রান। লিড ২৪২ রানের।
৯ উইকেটে ২৬৯ রান নিয়ে দিনের খেলা শেষ করা বাংলাদেশ চতুর্থ দিন এক বলও খেলেনি। এই সিরিজেই প্রথমবার অধিনায়ত্ব করা মিরাজের এই সিদ্ধান্ত ছিল কিছুটা বিস্ময়করই। কারণ, প্রথম ইনিংসে যতোটা রান করা যায়, সেটাই তো হবে বোনাস। তবে টস জিতে বোলিং নেওয়া মিরাজ আরও একবার পেসারদের সুযোগ করে দেন সকালের পেস সহায়ক উইকেট কাজে লাগানোর।
আরও পড়ুন
হাসান-তাসকিনদের বোলিংয়ে ইতিবাচক প্রাপ্তি খুঁজছেন বাংলাদেশ অধিনায়ক |
![]() |
শুরু থেকেই ছন্দে থাকা তাসকিন ইনিংসের তৃতীয় ওভারে টানা দুই বলে অল্পের জন্য উইকেটের দেখা পাননি। প্রথমে শাহাদাত হোসেন দীপু করেন ক্যাচ মিস। পরের বলে রিভিউ না নেওয়ায় পারেননি ক্রেইগ ব্রাথওয়েটকে লেগ বিফোরের ফাঁদে ফেলতে।
তবে পরের ওভারেই মেলে সাফল্য। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন মিকাইল লুইস। এরপর দুই প্রান্ত থেকে রীতিমতো আগুন ঝড়ানো স্পেল উপহার দেন তাসকিন ও শরিফুল ইসলাম। বারবার ব্যাটাররা মিস করেন বলের লাইন। সেই চাপ বজায় রেখে আরও একবার উল্লাসে মাতেন তাসকিন।
অফস্ট্যাম্পের বেশ বাইরে বল তাড়া করে কেসি কার্টি স্লিপে তুলে দেন সহজ ক্যাচ। পরের ওভারেই ফের আঘাত। দারুণ বোলিং করা শরিফুল এবার পান সাফল্যের দেখা। ব্রাথওয়েটকে দ্বিতীয় স্লিপে ক্যাচ বানিয়ে ফেরান ২৩ রানে।
আরও পড়ুন
ভারতকে আড়াইশ রানের মধ্যে অলআউট না করার আক্ষেপ তাসকিনের |
![]() |
৩৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। তবে কেভাম হজ ও আলিক অ্যাথানজ মিলে বাকি সময় পার করে দেন রয়েসয়ে খেলে। মিরাজের বলে একটা সুযোগ এসেছিল, তবে কঠিন ক্যাচ জমাতে পারেননি শর্ট কভারে থাকা মুমিনুল হক।
No posts available.
৪ সেপ্টেম্বর ২০২৫, ৮:২৩ পিএম
৪ সেপ্টেম্বর ২০২৫, ৫:৫৮ পিএম
বাংলাদেশ জাতীয় দল যখন ব্যস্ত থাকবে এশিয়া কাপের লড়াইয়ে, তখন দেশের মাটিতে ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের উৎসবে মাতবেন স্থানীয় ক্রিকেটাররা। আগামী ১৪ সেপ্টেম্বর শুরু হবে এই টুর্নামেন্ট।
সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এনসিএল টি-টোয়েন্টির সূচি ঘোষণা করেছে বিসিবি।
রাজশাহীতে উদ্বোধনী দিনে সকাল সাড়ে ৯টার ম্যাচে স্বাগতিক রাজশাহীর মুখোমুখি হবে গতবারের রানার্স-আপ ঢাকা মেট্রো। বগুড়ার মাঠে একই দিন দুপুর দেড়টায় বর্তমান চ্যাম্পিয়ন রংপুরের প্রতিপক্ষ সিলেট।
টুর্নামেন্টের প্রথম ৬ দিনের খেলা হবে রাজশাহী ও বগুড়ায়। এরপর ২১ সেপ্টেম্বর থেকে শুরু হবে সিলেট পর্ব। সেখানেই হবে আসরের বাকি সব ম্যাচ।
আরও পড়ুন
১১ বছর পর কোয়াবের নতুন সভাপতি |
![]() |
৮ দল ও ৩২ ম্যাচের টুর্নামেন্টের প্রথম পর্ব শেষ হবে ২৮ সেপ্টেম্বর। পয়েন্ট টেবিলের ৩ ও ৪ নম্বরে থাকা দলকে নিয়ে এলিমিনেটর ম্যাচ হবে ৩০ তারিখ দুপুর সাড়ে ১২টায়। একই দিন শীর্ষ দুই দল প্রথম কোয়ালিফায়ার খেলবে বিকেল ৫টায়।
পরে এলিমিনেটর ম্যাচের জয়ী দল ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচের পরাজিত দলের মধ্যে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি হবে ১ অক্টোবর বিকেল ৫টায়।
প্রায় তিন সপ্তাহের টুর্নামেন্টের পর্দা নামবে ৩ অক্টোবর। শিরোপা নির্ধারণী ম্যাচটি মাঠে গড়াবে বিকেল ৫টায়।
এনসিএল টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সূচি
|
তারিখ |
সময় |
ম্যাচ |
ভেন্যু |
|
১৪ সেপ্টেম্বর |
সকাল ৯:৩০ |
রাজশাহী - ঢাকা মেট্রো |
রাজশাহী |
|
দুপুর ১:৩০ |
সিলেট - রংপুর |
বগুড়া |
|
|
১৫ সেপ্টেম্বর |
দুপুর ১:৩০ |
খুলনা - চট্টগ্রাম |
রাজশাহী |
|
সকাল ৯:৩০ |
ঢাকা - বরিশাল |
বগুড়া |
|
|
১৬ সেপ্টেম্বর |
সকাল ৯:৩০ |
রাজশাহী - খুলনা |
রাজশাহী |
|
দুপুর ১:৩০ |
ঢাকা - রংপুর |
বগুড়া |
|
|
১৭ সেপ্টেম্বর |
দুপুর ১:৩০ |
ঢাকা মেট্রো - চট্টগ্রাম |
রাজশাহী |
|
সকাল ৯:৩০ |
সিলেট - বরিশাল |
বগুড়া |
|
|
১৮ সেপ্টেম্বর |
সকাল ৯:৩০ |
ঢাকা মেট্রো - খুলনা |
রাজশাহী |
|
দুপুর ১:৩০ |
ঢাকা - সিলেট |
বগুড়া |
|
|
১৯ সেপ্টেম্বর |
দুপুর ১:৩০ |
রাজশাহী - চট্টগ্রাম |
রাজশাহী |
|
সকাল ৯:৩০ |
রংপুর - বরিশাল |
বগুড়া |
|
|
২১ সেপ্টেম্বর |
সকাল ১০:০০ |
রাজশাহী - ঢাকা |
সিলেট |
|
দুপুর ২:০০ |
ঢাকা মেট্রো - সিলেট |
সিলেট |
|
|
২২ সেপ্টেম্বর |
দুপুর ২:০০ |
খুলনা - রংপুর |
সিলেট |
|
সকাল ১০:০০ |
চট্টগ্রাম - বরিশাল |
সিলেট |
|
|
২৩ সেপ্টেম্বর |
সকাল ৯:৩০ |
রাজশাহী - সিলেট |
সিলেট |
|
দুপুর ১:৩০ |
ঢাকা – ঢাকা মেট্রো |
সিলেট |
|
|
২৪ সেপ্টেম্বর |
দুপুর ১:৩০ |
খুলনা - বরিশাল |
সিলেট |
|
সকাল ৯.৩০ |
চট্টগ্রাম - রংপুর |
সিলেট |
|
|
২৫ সেপ্টেম্বর |
সকাল ১০:০০ |
রাজশাহী - রংপুর |
সিলেট |
|
দুপুর ২:০০ |
ঢাকা মেট্রো - বরিশাল |
সিলেট |
|
|
২৬ সেপ্টেম্বর |
দুপুর ২:০০ |
খুলনা – ঢাকা |
সিলেট |
|
সকাল ১০:০০ |
চট্টগ্রাম - সিলেট |
সিলেট |
|
|
২৭ সেপ্টেম্বর |
সকাল ৯:৩০ |
রাজশাহী - বরিশাল |
সিলেট |
|
দুপুর ১:৩০ |
ঢাকা মেট্রো - রংপুর |
সিলেট |
|
|
২৮ সেপ্টেম্বর |
দুপুর ১:৩০ |
খুলনা – সিলেট |
সিলেট |
|
সকাল ৯:৩০ |
চট্টগ্রাম – ঢাকা |
সিলেট |
|
|
৩০ সেপ্টেম্বর |
দুপুর ১২:৩০ |
এলিমিনেটর |
সিলেট |
|
বিকেল ৫:০০ |
কোয়ালিফায়ার ১ |
সিলেট |
|
|
১ অক্টোবর |
বিকেল ৫:০০ |
কোয়ালিফায়ার ২ |
সিলেট |
|
৩ অক্টোবর |
বিকেল ৫:০০ |
ফাইনাল |
সিলেট |
প্রায় এক যুগের অপেক্ষার পর নতুন সভাপতি পেল ক্রিকেটারদের দেখভাল করার সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। নির্বাচনে বিপুল ব্যবধানে জিতে এই সংগঠনের প্রধান হলেন মোহাম্মদ মিঠুন।
বিসিবি একাডেমি ভবনে বৃহস্পতিবার দুপুরে হওয়া ভোটে জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বর্তমানে ম্যাচ রেফারি সেলিম শাহেদকে ১৫৪-৩৪ ভোটে হারান মিঠুন। সন্ধ্যা গড়ানোর আগে ফল ঘোষণা হলে নতুন সভাপতিকে বরণ করে নেন ক্রিকেটাররা।
২০১৪ সালের অনানুষ্ঠানিক বার্ষিক সাধারণ সভার (এজিএম) পর থেকেই কোয়াবের দায়িত্বে ছিলেন নাইমুর রহমান দুর্জয় ও দেবব্রত পাল। দীর্ঘ ১১ বছর পর এবার নতুন সভাপতি ও কার্যকরী পরিষদ পেল ক্রিকেটারদের এই সংগঠন।
গত বছর সরকার পতনের পর থেকেই লোকচক্ষুর অন্তরালে দুর্জয়। তাই স্বাভাবিকভাবেই চলে যায় তার সভাপতিত্ব। নতুন নেতৃত্ব পাওয়ার লক্ষ্যে গত মার্চে সেলিম শাহেদকে প্রধান করে সাজানো হয় ১৩ সদস্যের একটি অ্যাডহক কমিটি।
আরও পড়ুন
কাজাখস্থানকে উড়িয়ে বিশ্বকাপ বাছাইয়ের পথে বাংলাদেশ |
![]() |
কয়েক মাসের নানান আলোচনার পর অবশেষে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় নির্বাচন। সভাপতি ছাড়া অন্য পদগুলোতে অবশ্য ভোটের প্রয়োজন পড়েনি। সিনিয়র সহ-সভাপতি হিসেবে শাহরিয়ার হোসেন বিদ্যুৎ ও সহ-সভাপতি হিসেবে নুরুল হাসান সোহান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এর বাইরে কার্যকরী পরিষদের সদস্য হিসেবেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, আকবর আলি, রুমানা আহমেদ, শামসুর রহমান শুভ, ইরফান শুক্কুর, খালেদ মাসুদ পাইলট ও ইমরুল কায়েস।
কোয়াবের নতুন কার্যকরী পরিষদ
সভাপতি: মোহাম্মদ মিঠুন
সিনিয়র সহ-সভাপতি: শাহরিয়ার হোসেন বিদ্যুৎ
সহ-সভাপতি: নুরুল হাসান সোহান
সদস্য: নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, আকবর আলি, রুমানা আহমেদ, শামসুর রহমান শুভ, ইরফান শুক্কুর, খালেদ মাসুদ পাইলট ও ইমরুল কায়েস
উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- কোয়াবের ভোট। দুপুর ৩টার পর শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত সভাপতি পদে ভোট দিয়েছেন সাবেক-বর্তমান ক্রিকেটাররা।
জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানের জন্য এটি অন্যরকম অভিজ্ঞতা। কারণ এর আগে কখনও জাতীয় নির্বাচনেও ভোট দেননি তিনি। এবার কোয়াবের নির্বাচনে ভোট দিয়ে তাই বেজায় খুশি ৩১ বছর বয়সী এই ব্যাটার।
বিসিবি একাডেমি ভবনে কোয়াবের নির্বাচনে ভোট দেওয়ার পর সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে নিজের অনুভূতি জানান সোহান।
“কোয়াবের ইলেকশন আগে একটা সিলেকশনের মতো ছিলো। আমি আসলে আগে এমন ইলেকশন দেখিনি। জাতীয় নির্বাচনের ভোটও আমি দেইনি কখনও। আজকে এখানে প্রথম ভোট দিলাম। এখানে এসে ভালো লাগছে, সিনিয়র অনেক আছে যাদের সাথে কয়েক বছরে দেখাও হয়নি।”
আরও পড়ুন
বিশ্বকাপে স্টেডিয়ামেই ‘কোর্ট’ বসাবে মরক্কো |
![]() |
“আমরা যারা এখনও খেলছি, গেল কয়েক দিন থেকে এটা নিয়ে কথা হচ্ছিল। আমার মনে হয় একটা ভালো পরিবেশে হয়েছে সব। ধন্যবাদ দিতে চাই যারা এই অবস্থাটা তৈরি করতে পারছে, যারা ম্যানেজ করেছে। আমার মনে হয়, ভালো একটা পরিবেশ আমরা দেখা করতে পারছি।”
কোয়াবের এই নির্বাচনে সভাপতি পদে লড়ছেন সাবেক ক্রিকেটার সেলিম শাহেদ ও এখনও খেলে যাওয়া মোহাম্মদ মিঠুন। আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় এরই মধ্যে সহ-সভাপতি নির্বাচিত হয়ে গেছেন সোহান।
এর বাইরে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, আকবর আলি, রুমানা আহমেদ, শামসুর রহমান শুভ, ইরফান শুক্কুর, খালেদ মাসুদ পাইলট ও ইমরুল কায়েস।
আরও পড়ুন
আরও বাড়ছে আইপিএলের টিকিটের দাম |
![]() |
তবে সহ-সভাপতি হিসেবে সোহানের দায়িত্বটা একটু বেশিই। ক্রিকেটারদের ভালোমন্দ দেখভাল করার সংগঠনে নতুন এই পরিচয়ে ভবিষ্যত প্রজন্মের জন্য খেলা সহজ করতে চান সোহান।
“যেহেতু ক্রিকেটের সঙ্গে আছি, ক্রিকেট খেলছি, আমাদেরও একটা দায়িত্ব আছে। আমাদের নিচে যারা আছে তাদের নিয়ে ঐভাবে চিন্তা করা। ক্রিকেটের মাধ্যমেই আমি আজকের সোহান হতে পেরেছি।”
“ছোট ছোট বাচ্চারা যারা আসছে, আমি যেহেতু খুলনাতে ছিলাম সেটার কথাই জানি বেশি, আমরা যে সময় প্রাকটিস করতাম, একটা পরিবেশ ছিল প্রাকটিস করার। এখন সেই ধরনের সুযোগ পাচ্ছে না বাচ্চারা। এই জায়গা থেকে ক্রিকেটার হিসেবে বলি বা মানুষ হিসেবে বলি, একটা দায়িত্ব থাকবে সবাই যেন সুযোগটা পায়।”
আইপিএল প্রেমীদের জন্য এসেছে দুঃসংবাদ। আরও স্পষ্ট করে বললে স্টেডিয়ামে বসে যারা আইপিএল উপভোগ করতে চান তাদের খরচ বাড়ছে। টিকিট কেটে বিশ্বের সেরা এই ফ্রাঞ্চাইজি ক্রিকেট দেখতে হলে সামনে পকেট থেকে খসবে অতিরিক্ত অর্থ।
ভারত সরকার বুধবার ‘নতুন প্রজন্মের জিএসটি সংস্কার’ ঘোষণা করেছে। ফলে এতদিন পর্যন্ত যেখানে আইপিএলের টিকিটের উপর ২৮ শতাংশ হারে কর থাক, এখন এই সংস্কারের ফলে তা বেড়ে দাঁড়িয়েছে ৪০ শতাংশে।
আগে ১ হাজার রুপি মূল দামের একটি টিকেটের দাম করসহ দাঁড়াত ১ হাজার ২৮০ রুপি। এখন জিএসটি সংস্কারের ফলে দাঁড়াবে ১ হাজার ৪০০ রুপি।
আরও পড়ুন
বিশ্বকাপের টিকেটে ‘ডায়মানিক প্রাইস’, ৭ হাজার টাকা থেকে শুরু |
![]() |
এই পরিবর্তনের মধ্য দিয়ে আইপিএলকে ভারতের সর্বোচ্চ জিএসটি (পণ্য ও সেবা কর) শ্রেণিতে ফেলা হয়েছে। যেখানে ক্যাসিনো, রেস ক্লাব ইত্যাদি বিলাসবহুল সেবাগুলোও রয়েছে।
আগামী ২২ সেপ্টেম্বর থেকে এই নতুন কর হার কার্যকর হবে।
তবে কম মূল্যের টিকিটের দর্শকদের জন্য আছে সুখবর। টিকিটের মূল্য যদি ৫০০ টাকার কম হয়, তাহলে কর হবে ১৮ শতাংশ, যা আগে ছিল ২৮ শতাংশ।
আরও পড়ুন
এশিয়া কাপের দল ঘোষণা স্বাগতিক দলের |
![]() |
ফলে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম বা লখনৌর একানা স্টেডিয়ামের কিছু স্ট্যান্ড যেখানে কম দামি টিকিট বিক্রি হয়, সেখানে তুলনামূলক কম অর্থ খরচ করেই আইপিএল দেখতে পারবেন দর্শকরা।
শুধু আইপিএলই নয়, প্রো কবাডি লিগ (পিকেএল) ও ইন্ডিয়ান সুপার লিগ (আএসএল) এর ম্যাচের টিকিটের দামও বাড়বে।
স্টেডিয়ামে বসে আইপিএল দেখতে অতিরিক্ত অর্থ গচ্চা গেলেও ভারতে হওয়া আন্তর্জাতিক ম্যাচের টিকিটের কর হার বাতিল করা হয়েছে। ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) তাদের বিজ্ঞপ্তিতে শুধু ‘আইপিএলের মতো খেলাধুলার ইভেন্ট’ সম্পর্কে কর বৃদ্ধির কথা বলেছে।
আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপের নতুন আসরের জন্য দল দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। মোহাম্মদ ওয়াসিমের নেতৃত্বে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে টুর্নামেন্টের স্বাগতিক দল।
পাকিস্তান ও আফগানিস্তানের বিপক্ষে চলমান ত্রিদেশীয় সিরিজের ১৫ জনের দলের সঙ্গে আরও দুই বোলার যোগ করে এশিয়া কাপের দল সাজিয়েছে আমিরাত। ডানহাতি পেসার মতিউল্লাহ খান ও বাঁহাতি স্পিনার সিমরাঞ্জিত সিং স্কোয়াডে জায়গা পেয়েছেন।
৩২ বছর বয়সী মতিউল্লাহ জাতীয় দলের হয়ে ১টি ওয়ানডে এবং ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। সবশেষ জুলাইয়ে পার্ল অব আফ্রিকা সিরিজে নাইজেরিয়ার বিপক্ষে কুড়ি ওভারের আন্তর্জাতিক ক্রিকেট খেলেন এই ফাস্ট বোলার।
আরও পড়ুন
ক্রিকেটকে বিদায় জানালেন আইপিএলে তিন হ্যাটট্রিকের মালিক |
![]() |
অন্যদিকে ৩৫ বছর বয়সী সিমরাঞ্জিতের ৫টি ওয়ানডে ও ১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। সবশেষ গত ডিসেম্বরে গালফ টি২০ চ্যাম্পিয়নশিপে আমিরাতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন এই ডানহাতি স্পিনার।
২০১৬ সালের পর আবার এশিয়া কাপে ফেরা সংযুক্ত আরব আমিরাত এবারের এশিয়া কাপে গ্রুপ ‘এ’তে আছে। তাদের গ্রুপের অন্য তিন দল ভারত, পাকিস্তান ও ওমান।
আগামী ১০ সেপ্টেম্বর দুবাইয়ে স্বাগতিকদের এশিয়া কাপ অভিযান শুরু হবে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ভারত বা পাকিস্তানের বিপক্ষে জয়ের স্বাদ না পেলেও ওমানকে হারিয়েছে আমিরাত।
এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাত স্কোয়াড:
মোহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আলিশান শারাফু, আরিয়ানশ শর্মা (উইকেটকিপার), আসিফ খান, ধ্রুব পরাশর, ইথান ডি’সুজা, হায়দার আলি, হার্ষিত কৌশিক, জুনায়েদ সিদ্দিক, মতিউল্লাহ খান, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ জাওয়াদুল্লাহ, মোহাম্মদ জোহাইব, রাহুল চোপড়া (উইকেটকিপার), রোহিদ খান, সিমরানজিৎ সিং ও সাগির খান।