টানা দ্বিতীয় ম্যাচে হাসল জাকির হাসানের ব্যাট। ওপেন করতে নেমে রনি তালুকদার উপহার দিলেন ফিফটি। সিলেট স্ট্রাইকার্স পেল লড়িয়ে স্কোর। রান তাড়ায় খুলনা টাইগার্সের ব্যাটারা শুরু থেকেই ইনিংস গড়লেন ধীরলয়ে। ফলে বিফলেই গেল মোহাম্মদ নাওয়াজ ও মাহিদুল ইসলাম অঙ্কনের দুটি ক্যামিও। নার্ভ ধরে রেখে টানা ৮ রানের জয় তুলে নিল স্বাগতিক সিলেট।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৭তম ম্যাচে সিলেট আগে ব্যাটিং করে দাঁড় করিয়েছিল ৫ উইকেটে ১৮২ রান। খুলনার ইনিংস থেমেছে ৯ উইকেটে ১৭৪ রানে।
রান তাড়ায় টানা দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়ে শুরুতেই বিদায় নেন অভিজ্ঞ ওপেনার নাইম শেখ। ইমরুল কায়েসও আউট হন অল্পেই। রিস টপলিকে চার ও ছক্কা মেরে ভালো কিছুর আভাস দিলেও শুরুটা ধরে রাখতে পারেননি দারউইস রাসোলি।
আরও পড়ুন
লিটন-তানজিদের রেকর্ড গড়া ম্যাচে ঢাকা পেল প্রথম জয় |
![]() |
শুরুর চাপ সামলে এরপর উইলিয়াম বোসিস্টো ও মেহেদি হাসান মিরাজ ছোট একটা জুটি গড়েন বটে, তবে দুজনই প্রায় ১০০ স্ট্রাইক রেটে ব্যাটিং করে বল-রানের ব্যবধান বাড়িয়ে দেন। খুলনা অধিনায়ক মিরাজ ব্যাট হাতে আরও একবার দলকে হতাশ করে রুয়েল মিয়ার বলে ক্যাচ দিয়ে বিদায় নেন ১৫ রানে।
খানিক বাদে ফিরতে হয় বোসিস্টোকেও। ৪০ বল খেলে মাত্র ৪৩ রানের এক ইনিংসে পরের ব্যাটারদের চাপে ফেলে দেন বোসিস্টো। তবে সেটা অনেকটাই সামাল দেন ছয়ে নামা নাওয়াজ। কয়েকটি বড় শটে ১৮ বলে ৩৩ রানের ক্যামিও ইনিংস খেলেন এই পাকিস্তানি অলরাউন্ডার।
এরপর কিছুটা চেষ্টা চালান মাহিদুল ইসলাম, তবে সেটা আর যথেষ্ট হয়নি। ২০তম ওভারে আউট হওয়ার আগে ৩ বাউন্ডারি ও এক ছক্কায় ১৬ বলে করেন ২৮ রান। সমান দুটি করে উইকেট নেন সিলেটের দুই পেসার টপলি ও তানজিম হাসান সাকিব।
এর আগে ব্যাট হাতে সিলেটের শুরুটা আরও একবার হয় হতাশাময়। দ্রুতই সাজঘরের পথ ধরেন দুই বিদেশী জর্জ মুন্সি ও রাহিম কর্নওয়েল। এরপরই ম্যাচের পার্থক্য গড়ে দেওয়া জুটি গড়েন জাকির ও রনি।
আরও পড়ুন
লিটন-তানজিদের যত রেকর্ড... |
![]() |
দুজনের শুরুটা অবশ্য ছিল ধীর। নাসুম আহমেদকে টানা দুই ছক্কা মেরে ছন্দ ফিরে পান আগের ম্যাচে দারুণ এক ফিফটি করা জাকির। এরপর মিরাজের এক ওভারে দুই ছক্কা ও এক চারে ১৯ রান নেন তিনি ও রনি মিলে। জিয়াউর রহমানকে ছক্কা মেরে মাত্র ২৯ বলে ফিফটি করেন জাকির।
অন্যপ্রান্তে ৫৬ রানে রনির বিদায়ে শেষ জয় তৃতীয় উইকেটে তাদের ১০৬ রানের জুটির। মাত্র ৬ বলে ২০ রানের ঝড়ো ইনিংস খেলেন অ্যারন জোন্স। এরপর সিলেটের ইনিংস টেনে নেন জাকির একাই।
৪৬ বলে ৬ ছক্কা ও ৩ চারে অপরাজিত থাকেন ৭৫ রানে। অধিনায়ক আরিফুলের ব্যাট থেকে আসে ১৮। ২ উইকেট নেন আবু হায়দার, গুনেন ২৫ রান।
No posts available.
সেপ্টেম্বরের শেষদিকে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। সে লক্ষ্যে আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। সিডব্লিআইয়ের ঘোষিত দলের অধিনায়ক আকিল হোসেন।
ওয়েস্ট ইন্ডিজ ও নেপালের সিরিজটি নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সিরিজের আয়োজক নেপাল ক্রিকেট বোর্ড। ২৭ সেপ্টেম্বর শারজাহ গড়াবে প্রথম টি টোয়েন্টি। একই ভেন্যুতে ২৯ ও ৩০ তারিখ দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ।
আরও পড়ুন
ভারতের সঙ্গে সুপার ফোরে পাকিস্তান |
![]() |
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের ডিরেক্টর মাইলস বাসকম্ব জানিয়েছেন, নেপালের বিপক্ষে সিরিজটি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের দিগন্ত প্রসারের একটি গুরুত্বপূর্ণ ধাপ।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: আকিল হোসেন (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, জুয়েল অ্যান্ড্রু, অ্যাকিম অগাস্ট, নাভিন বিডাইস, জেডিয়াহ ব্লেডস, কিয়াসি কার্টি, কারিমা গোর, জেসন হোল্ডার, আমির জ্যাঙ্গু, কাইল মায়ার্স, ওবেড ম্যাককয়, জিশান মোতারা, রামন সিমন্ডস, শামার স্প্রিঙ্গার।
এশিয়া কাপে ‘এ’ গ্রুপ থেকে ভারতের পর পাকিস্তানও নিশ্চিত করেছে সুপার ফোর। আজ সংযুক্ত আরব আমিরাতকে ৪১ রানে হারিয়েছে সালমান আগা বিগ্রেড। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর পয়েন্ট সমান চার। পাকিস্তানের গ্রুপপর্বের তিনটি ম্যাচ শেষ। ভারতের সঙ্গে ওমানের ম্যাচ বাকি রয়েছে, যা কেবল নিয়মরক্ষার।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ১৪৬ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে ১০৫ রানে গুটিয়ে যায় আমিরাত।
আরও পড়ুন
বেথেলের ইতিহাসের দিনে ইংল্যান্ডের জয় |
![]() |
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আমিরাতের অধিনায়ক ওয়াসিম। ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই সাজঘরে ফেরেন সাইম আইয়ুব। টানা তিন ম্যাচে স্কোরবোর্ডে কোনো রান তুলতে পারেননি তিনি। তিনবারই ফিরেছেন ডাক মেরে। আরেক ওপেনার সাহিবজাদা ফারহান আউট হন ১২ বলে ৫ রান করে। দলের ৯ রানের মধ্যে সাজঘরে ফেরেন দুই ওপেনার। এরপর জুটি বাঁধেন সালমান আগা এবং ফাখার জামান। আগা ধরে খেললেও শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং উপহার দেন ফাখার। দলের ৭০ রানের মাথায় ২৭ বলে ২০ রান করে আউট হন পাকিস্তানের অধিনায়ক। ফাখার ফেরেন ফিফটি করে। ৩৬ বলে ৫০ রান করে দলের ৮৬ রানের মাথায় বিদায় নেন তিনি।
ফাখার ফিরলে দলের রান গতি থিতু হয়ে পড়ে। শেষদিকে চেষ্টা চালিয়েছেন মোহাম্মদ হারিস ও শাহীন আফ্রিদি। ১৪ বলে ১৮ রান করেন হারিস। ১৪ বলে ২৯ রানের ক্যামিও খেলে অপরাজিত থাকেন শাহীন। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৯ উইকেট হারিয়ে ১৪৬ রানের সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান।
আরও পড়ুন
শেষ ওভারে শাহীন আফ্রিদির ব্যাটিং ঝড় |
![]() |
আমিরাতের হয়ে জুনায়েদ সর্বোচ্চ চারটি উইকেট সংগ্রহ করেন। ৩ উইকেট তুলেছেন সিমরানজীত সিং।
জবাব দিতে নেমে ওপেনিং জুটিতে আলিশান শারাফু এবং মোহাম্মদ ওয়াসিম মিলে তোলেন ২১ রান। ৮ বলে ১২ রান করে বিদায় নেন শারাফু। ওয়াসিম থেমেছেন ১৪ রান করে। পাওয়ারপ্লের মধ্যে আরও এক উইকেট হারিয়ে বসে আমিরাত। মোহাম্মদ জোহাইব ৯ বলে ৪ রান করে সাজঘরে ফিরেন।
এরপর ধ্রুব পারাশার সঙ্গে জুটি বাঁধেন রাহুল চোপড়া। দুজনের জুটি থেকে আসে ৪৮ রান। ২৩ বলে ২০ রান করে বিদায় নেন পারাশার। রাহুলের চেষ্টা আরও কিছুক্ষণ অব্যাহত ছিল। ৩৫ বলে ৩৫ রান করে আউট হন রাহুল।
আরও পড়ুন
এশিয়া কাপে ৪ বলে ৩ ডাক সাইমের |
![]() |
দুজন সেট ব্যাটারকে হারিয়ে বেশ চাপে পড়ে আমিরাত।থমকে যায় দলের রানের গতি। টপাটপ উইকেট হারিয়ে বসে তারা। একের পর এক উইকেট পতনের ফলে ম্যাচ থেকে প্রায় ছিটকেই যায় তারা। শেষ পর্যন্ত ১০৫ রানে গুটিয়ে যায় স্বাগতিক দল।
পাকিস্তানের হয়ে ২টি করে উইকেট শিকার করেছেন শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।
ডাবলিনে বুধবারের দিনটা হয়ে উঠেছিল একান্তই জ্যাকব বেথেলের। টসের সময়ই তিনি ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে নাম লেখান। বাঁহাতি এই স্পিন অলরাউন্ডারের জন্য সেটাই ছিল গর্বের মুহূর্ত, দিনের শেষ হয় আরও বড় সাফল্যে।
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে বেথেলের ইংল্যান্ড। ১৯৭ রানের লক্ষ্য তারা ছুঁয়ে ফেলে ১৮তম ওভারেই। বেথেলের নেতৃত্বে পাওয়া এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো ইংলিশরা।
আরও পড়ুন
নিভৃতচারী কিংবদন্তি ক্রীড়াবিদ সাদেক ৮০-তে পা দিয়েছেন |
![]() |
এদিন ১৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আগ্রাসী শুরু করে ইংল্যান্ড। ওপেনিং জুটিতে ৭৪ রান যোগ করেন জস বাটলার ও ফিল সল্ট । বাটলার ১০ বলে ২৮ রানে ফিরলেও সল্ট মারমুখী ভঙ্গিতে ব্যাট চালান। তিনি ৪৬ বলে ৮৯ রানের বিধ্বংসী ইনিংস উপহার দেন। যাতে ছিল ১০টি চার ও ৪টি ছক্কা। স্যাম কারান ১৫ বলে ২৭ ও অধিনায়ক জ্যাকব বেথেল ১৬ বলে ২৪ রানের ইনিংস খেলেন।
আগামী ১৯ সেপ্টেম্বর একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।
ইনিংসের দশম ওভারে পাকিস্তান যখন চা বিরতিতে, সালমান আগাদের দলীয় স্কোর ২ উইকেট ৬৭ রান। অর্থাৎ ওভারপ্রতি রান রেট ৬.৭০। আর ইনিংস শেষে দলটি ওভারপ্রতি রানরেট দাঁড়ায় ৭.৩০। মূলত শেষ ওভারে সংযুক্ত আরব আমিরাতের বোলার মুহাম্মদ রোহিদের ওপর তাণ্ডবলীলা চালান শাহীন শাহ আফ্রিদি। ২ ছক্কা, ১ চার ও ডাবলসের সাহায্য পাকিস্তানকে ১৪৬ রানের স্বস্তিদায়ক স্কোর এনে দেন তিনি।
আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আমিরাতের অধিনায়ক ওয়াসিম। ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই সাজঘরে ফেরেন সাইম আইয়ুব। টানা তিন ম্যাচে স্কোরবোর্ডে কোনো রান তুলতে পারেননি তিনি। তিনবারই ফিরেছেন ডাক মেরে। আরেক ওপেনার সাহিবজাদা ফারহান আউট হন ১২ বলে ৫ রান করে। দলের ৯ রানের মধ্যে সাজঘরে ফেরেন দুই ওপেনার।
আরও পড়ুন
এশিয়া কাপে ৪ বলে ৩ ডাক সাইমের |
![]() |
এরপর জুটি বাঁধেন সালমান আগা এবং ফাখার জামান। আগা ধরে খেললেও শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং উপহার দেন ফাখার। দলের ৭০ রানের মাথায় ২৭ বলে ২০ রান করে আউট হন পাকিস্তানের অধিনায়ক। ফাখার ফেরেন ফিফটি করে। ৩৬ বলে ৫০ রান করে দলের ৮৬ রানের মাথায় বিদায় নেন তিনি।
ফাখার ফিরলে দলের রানগতি থিতু হয়ে পড়ে। শেষ দিকে চেষ্টা চালিয়েছেন মোহাম্মদ হারিস ও শাহীন আফ্রিদি। ১৪ বলে ১৮ রান করেন হারিস। ১৪ বলে ২৯ রানের ক্যামিও খেলে অপরাজিত থাকেন শাহীন। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৯ উইকেট হারিয়ে ১৪৬ রানের সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান।
আমিরাতের হয়ে জুনায়েদ সর্বোচ্চ চারটি উইকেট সংগ্রহ করেন। ৩ উইকেট তুলেছেন সিমরানজীত সিং।
ওমান, ভারত আর আজ সংযুক্ত আরব আমিরাত-এশিয়া কাপে গ্রুপ পর্বে তিন ম্যাচে একই ফল পাকিস্তানের ব্যাটার সাইম আইয়ুবের। এই তিন ম্যাচে স্কোরকার্ডে কোনো রান যুক্ত করতে পারেননি তিনি। তবে প্রথম দুই ম্যাচে হাত ঘুরিয়ে তুলেছেন ২ উইকেট।
আজ এশিয়া কাপে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের ম্যাচটি পাকিস্তানের জন্য ডু অর ডাই। পা ফসকালেই ছিটকে পড়ার ভয় সাবেক চ্যাম্পিয়নদের। এমন ম্যাচে রান খাতা ‘শূন্য’ থেকেছে সাইমের। এর আগে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে পান্ডিয়ার শিকার হয়ে সাজঘরমুখো হন সাইম। প্রথম ম্যাচে ওমানের বিপক্ষেও টিকতে পেরেছেন এক বল।
এশিয়া কাপে মোট চার বল মোকবিলা করতে পেরেছেন সাইম।এরমধ্যে তিনবারই ফিরেছেন ডাক মেরে। দুইবার লেগ বিফোরের ফাঁদে পড়েছেন। একবার কট তুলে। টি টোয়েন্টিতে ১৫ দিনে ৬ ম্যাচ খেলে চারবারই ডাক মেরেছেন সাইম।
টি-টোয়েন্টি পাকিস্তানের মধ্যে তৃতীয় সর্বোচ্চ ডাক ২৩ বর্ষী সাইমের। ৪৪ ইনিংসে ৮টি ডাক তার। যুগ্মভাবে তার সঙ্গে আছেন সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। শীর্ষে ওমর আকমল। তিনি ৭৮ ম্যাচে ১০ বার ডাক মেরেছেন।