প্রথমবারের মতো শরণার্থী হিসেবে মাঠে নামতে যাচ্ছে আফগান নারী ফুটবল দল। আগামী ২৩ থেকে ২৯ অক্টোবর দুবাইয়ে অনুষ্ঠিত হবে চার জাতির ফিফা ইউনাইটস: উইমেনস সিরিজ। যেখানে আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরাত ছাড়াও চাঁদ, লিবিয়া ও নবগঠিত আফগান নারী শরণার্থী দল অংশ নেবে।
আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। রাউন্ড রবিন ফরম্যাটে হবে এই প্রতিযোগিতা, যেখানে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে।
আরও পড়ুন
৫ মাসের জন্য ছিটকে গেলেন গাভি |
![]() |
২০১৮ সাল থেকে আফগানিস্তান নারী ফুটবল দল আনুষ্ঠানিক কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে অংশ নেয়নি। ২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর নারীদের খেলাধুলায় অংশ নেওয়া নিষিদ্ধ করে তালেবান। এরপর নিরাপত্তাহীনতার কারণে অনেক নারী ফুটবলার দেশ ছাড়েন। ফিফার উদ্যোগেই তাদের নিয়ে গঠিত হয়েছে এই শরণার্থী দল।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন,
'সব নারীর জন্য ফুটবলে অংশ নেওয়ার সুযোগ তৈরি করাই ফিফার লক্ষ্য। প্রীতি ম্যাচগুলো কেবল প্রতিযোগিতা নয় বরং বিশ্বের নারীদের জন্য আশা ও অগ্রগতির প্রতীক।'
আরও পড়ুন
৪০০ টাকায় হংকং ম্যাচের টিকেট, সার্ভার ক্র্যাশে জরিমানা ১০ লাখ |
![]() |
তালেবান ক্ষমতা নেওয়ার আগে আফগানিস্তানে চুক্তিবদ্ধ নারী ফুটবলারের সংখ্যা ছিল ২৫। তাদের অধিকাংশ বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। শরণার্থী নারী দল গঠনে সিডনি, লন্ডনসহ বিভিন্ন দেশে প্রতিভা অন্বেষণের ক্যাম্প আয়োজন করে ফিফা। এসব ক্যাম্প থেকে বাছাই করে গঠন করা হয়েছে ২৩ সদস্যের দল। কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক স্কটিশ আন্তর্জাতিক ফুটবলার পলিন হ্যামিল। পুরো প্রক্রিয়ায় সহযোগিতা করেছেন সাবেক আফগান ফুটবলার ও নারী অধিকারকর্মী খালিদা পোপাল।
No posts available.
ভাগ্যের লিখন না যায় খণ্ডন। জিওভান্নি লিওনির ভাগ্যটাই খারাপ। পার্মা থেকে ১৮ বর্ষী সেন্টারব্যাককে ক্লাবে ভিড়িয়েছিল লিভারপুল। নিজেকে প্রমাণ-সুবিচার তো পরের হিসেব, অল রেডসদের জার্সিতে নিজের প্রথম ম্যাচেই ইনজুরিতে পড়েছেন লিওনি।
মঙ্গলবার কারাবাও কাপে সাউদাম্পটনের বিপক্ষে ২-১ গোলে জয় পায় আর্নে স্লটের দল। ম্যাচে পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায় লিওনির। বিসিবি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ দিনের জন্য মাঠের বাইরে চলে যেতে হচ্ছে ইতালিয়ান তরুণের।
আরও পড়ুন
ক্লাব থেকে বরখাস্তের কারণ জানালেন আনচেলোত্তি |
![]() |
২৬ মিলিয়ন ইউরোতে লিভারপুলে ভেড়া লিওনি অল রেডস শিবিরের হয়ে খেলতে পেরেছেন ৮১ মিনিট। তার ইনজুরি নিয়ে কোচ বলেছেন,
‘‘বিষয়টা তার (লিওনি) জন্য সহজ ছিল না। সাধারণত একজন খেলোয়াড়ের অনুভূতি অনেক কিছু বলে দেয়। সে ভেঙে পড়েছ।”
এই চোটের ফলে স্লটের দলে এখন কেবল তিনজন স্বীকৃত সেন্টারব্যাকই রয়েছেন- ভার্জিল ভ্যান ডাইক, ইব্রাহিমা কোনাতে ও গোমেজ। এদের মধ্যে থেকে কেউ ইনজুরিতে পড়লে, সেক্ষেত্রে রক্ষণভাগ নিয়ে হ্যাপা পোহাতে হবে স্লটকে। যদিও লিভারপুল তাদের চ্যাম্পিয়নস লিগ স্কোয়াডে লিওনির পরিবর্তে একজন খেলোয়াড় অন্তর্ভুক্ত করার সুযোগ পাচ্ছে। সে তালিকায় অন্যতম ফেদেরিকো কিয়েসা।
ইতিহাসে অন্যতম সফল কোচ হওয়া সত্ত্বেও ক্যারিয়ারে একাধিকবার চাকরি হারিয়েছেন কার্লো আনচেলত্তি। ২০১১ সালে চেলসি, ২০১৫ সালে রিয়াল মাদ্রিদ এবং ২০১৭ সালে বায়ার্ন মিউনিখ থেকে ছাঁটাই হয়েছেন তিনি। এর মধ্যে বায়ার্ন থেকে বরখাস্তের ঘটনাকে ক্যারিয়ারের নিষ্ঠুর অভিজ্ঞতা বলেছেন ক্লাব ফুটবলে ৩১টি শিরোপা জয়ী কোচ আনচেলত্তির বই দ্য ড্রিম: হাউ টু উইন দ্য চ্যাম্পিয়নস লিগ এ তিনি জানিয়েছেন বরখাস্ত হওয়ার আসল কারণ।
'একবার ক্লাব কর্তারা আমাকে খেলোয়াড়দের মধ্যে আরও শৃঙ্খলা আনার নির্দেশ দেন এবং পাঁচ দফা একটি তালিকা পড়ে শোনাতে বলেন। আমার মনে হয়েছিল এখানে কোনো বয়সভিত্তিক দল নিয়ে কাজ করছি না, বরং তারা শীর্ষ পর্যায়ের পেশাদার খেলোয়াড়। তাদের সঙ্গে সে অনুযায়ী আচরণ করা উচিত। আমি ড্রেসিংরুমে দাঁড়িয়ে কাগজটা বের করলাম আর বললাম, বোর্ড থেকে আমাকে এই তালিকাটা পড়ে শোনাতে বলা হয়েছে। এভাবেই নিজেকে সেই দায়িত্ব থেকে দূরে রাখলাম।'
আরও পড়ুন
২০৩০ বিশ্বকাপে ৬৪ দলকে খেলানোর প্রস্তাব |
![]() |
পিএসজির বিপক্ষে ম্যাচে ভুল নিয়ে এই কোচ বলেন,
'সেপ্টেম্বরে গেলাম আমারই এক সাবেক ক্লাবের বিপক্ষে। প্যারিস সেন্ট জার্মেই’র বিপক্ষে আমি বয়স্ক উইঙ্গারদের বাদ দিয়ে ডিফেন্ডারদের আরও সামনে খেলতে দিলাম এবং মাঝ দিয়ে আক্রমণে মনোযোগ দিলাম। এটা ছিল একটা ভুল। ভারসাম্য নষ্ট হয়ে গেল, আর তারা পাল্টা আক্রমণে আমাদের ভেঙে দিল। দ্বিতীয় মিনিটেই প্রথম গোল খেলাম। শেষ পর্যন্ত ৩-০ তে হেরে যাই। যা ছিল ২১ বছরে চ্যাম্পিয়নস লিগে বায়ার্নের সবচেয়ে বড় হার।'
আরও পড়ুন
জানা গেল কবে কখন মৌসুমের প্রথম এল ক্লাসিকো |
![]() |
পরদিনই ক্লাব বোর্ড বৈঠকে আনচেলত্তিকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয়। সে প্রসঙ্গে আনচেলত্তি বলেন,
'খেলার পরদিনই ক্লাব বোর্ড বৈঠক ডাকে এবং সিদ্ধান্ত নেয় আমিই সমস্যার মূল।'
বায়ার্নে বরখাস্ত তার জীবনের সবচেয়ে নিষ্ঠুর বরখাস্ত জানিয়ে আনচেলত্তি বলেন,
'আমাকে চারটি বড় ক্লাব বরখাস্ত করেছে: জুভেন্টাস, চেলসি, রিয়াল মাদ্রিদ আর বায়ার্ন মিউনিখ। এতে বোঝা যায় শুধু খামখেয়ালি প্রেসিডেন্ট নয়, শেয়ারহোল্ডাররাও এমন করতে পারে। এটা ছিল আমার ক্যারিয়ারের সবচেয়ে নিষ্ঠুর বরখাস্ত।'
আরও পড়ুন
‘বয়স কম থাকায় ব্যালন ডি’অর জেতা হয়নি ইয়ামালের’ |
![]() |
১৯৯৫ সালে রেজিয়ানায় কোচিং শুরু করেন কার্লো আনচেলত্তি। এরপর পার্মা ও জুভেন্টাসে কোচের দায়িত্ব পালন করেন। জুভেন্টাস ছাড়ার পর তিনি এসি মিলান, চেলসি, পিএসজি, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, নাপোলি ও এভারটনের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২১ সালে তিনি দ্বিতীয়বারের মতো রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেন।
চার বছর দায়িত্ব পালনের পর গত বছর রিয়াল ছেড়ে ব্রাজিল জাতীয় দলে যোগ দেন। ৬৬ বছর বয়সি আনচেলত্তি ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে এক বছরের জন্য দায়িত্ব নিয়েছেন। ব্রাজিলের কোচ হিসেবে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত থাকবেন তিনি। সম্প্রতি তিনি ইঙ্গিত দিয়েছেন, চাইলে আরও কিছুদিন সেলেসাওয়ের কোচ হিসেবে থাকতে পারেন। তবে এটাও জানিয়েছেন, ব্রাজিল মিশন শেষে আবারও শুধু রিয়াল মাদ্রিদকেই বিবেচনায় নেবেন।
নিউইয়র্কে গত মঙ্গলবার কনমেবল সভাপতি আলেহান্দ্রো দোমিনগুয়েজ এবং দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশনের তিন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বৈঠকের মূল বিষয় ছিল ২০৩০ বিশ্বকাপকে ৬৪ দলে সম্প্রসারণের প্রস্তাব।
আগামী বছরের মাঝামাঝিতে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। ২৩তম আসরে অংশ নেবে ৪৮ দল। ২২তম আসরে খেলেছিল ৩২ দল। একলাফে বাড়ানো হয় ১৬ দল। সেখান থেকে সংখ্যাটা আরও বাড়ানোর প্রচেষ্টা চলছে।
আরও পড়ুন
জানা গেল কবে কখন মৌসুমের প্রথম এল ক্লাসিকো |
![]() |
বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডমিঙ্গুয়েজ লিখেছেন,
‘আমরা বিশ্বাস করি ২০৩০ বিশ্বকাপ হবে ঐতিহাসিক! ধন্যবাদ ইনফান্তিনো, আমাদের স্বপ্নের এই যাত্রায় একাত্ম হওয়ার জন্য। ফুটবল যখন সবার সঙ্গে ভাগাভাগি হয়, তখন উদযাপন সত্যিকার অর্থেই বৈশ্বিক হয়ে ওঠে।’
৬৪ দলের টুর্নামেন্ট হলে কনমেবলের ১০ সদস্য দেশই স্বয়ংক্রিয়ভাবে বিশ্বকাপে জায়গা পেতে পারে। এখন পর্যন্ত একমাত্র ভেনেজুয়েলা ছাড়া সব দেশ অন্তত একবার বিশ্বকাপে খেলেছে। আর্জেন্টাইন ফেডারেশনের সভাপতি ক্লদিও তাপিয়া লিখেছেন,
‘ফিফা সম্মেলনে অংশ নেওয়া আমার জন্য সম্মানের। আমরা এই বৈঠক চেয়েছিলাম, যাতে আমাদের স্বপ্ন বাস্তবে রূপ নিতে পারে। আমরা এক পরিবার।’
আরও পড়ুন
‘বয়স কম থাকায় ব্যালন ডি’অর জেতা হয়নি ইয়ামালের’ |
![]() |
দোমিনগুয়েজের মতে,
‘এটি শতবর্ষী আসর। একে সাধারণ বিশ্বকাপ হিসেবে দেখা যাবে না। আমাদের স্বপ্ন- গ্রুপ পর্বের ম্যাচগুলো উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে আয়োজন করা।’
৬৪ দলের টুর্নামেন্ট হলে মোট ম্যাচ সংখ্যা হবে ১২৮- যা বর্তমান ৬৪ ম্যাচের দ্বিগুণ।
২০২৪-২৫ মৌসুমে বার্সেলোনার সামনে দাঁড়াতেই পারেনি রিয়াল মাদ্রিদ। মুখোমুখি লড়াইয়ে প্রতিবারই হেরেছে লস ব্লাঙ্কোসরা। যাতনা সহ্য করতে না পেরে চাকরি থেকে ইস্তফা দেন কোচ কার্লো আনচেলত্তি। মৌসুমের শেষ মুহূর্তে ভিনিসিয়ুস জুনিয়রদের দায়িত্ব নেন জাবি আলোনসো।
স্পেন কোচের অধীনে নতুন মৌসুম শুরু করেছে রিয়াল মাদ্রিদ। যেখানে সফলতার পাল্লা ভারি। একই সঙ্গে পূর্বের দুঃখ শোধের সুযোগ এসেছে জাবির সামনে। আগামী ২৬ অক্টোবর সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার ম্যাচে রিয়ালের মুখোমুখি হতে যাচ্ছে বার্সা।
আরও পড়ুন
‘বয়স কম থাকায় ব্যালন ডি’অর জেতা হয়নি ইয়ামালের’ |
![]() |
গত আসরে চার বার এল ক্লাসিকোতে মুখোমুখি লড়াইয়ে চারবারই হেরেছে রিয়াল। লা লিগা, চ্যাম্পিয়নস ট্রফি ছাড়াও সুপার কোপার ফাইনালে বার্নাব্যুর ক্লাবকে হারায় বার্সা। যার সুবাধে তারা লা লিগা, কোপা দেল রে ও সুপারকোপা জিতে। অন্যদিকে ট্রফি ছাড়াই আসর শেষ করে রিয়াল।
লা লিগায় এখন পর্যন্ত ৬ ম্যাচে ৬ জয় রিয়াল মাদ্রিদের। দ্বিতীয়তে বার্সেলোনা। যদিও একটি ম্যাচ কম খেলেছে ন্যু ক্যাম্পের দলটি। তার মধ্যে একটি ড্র রয়েছে।
লামিন ইয়ামালকে পেছনে ফেলে ২০২৫ ব্যালন ডি’অর জিতেছেন ফ্রান্স ও প্যারিস সেন্ট জার্মেই’র ফরোয়ার্ড উসমান দেম্বেলে। লা লিগা প্রেসিডেন্ট জাভিয়ের তেবাস মনে করেন বয়স কম থাকার কারণে ব্যালন ডি’অর জেতা হয়নি ইয়ামালের। তার বিশ্বাস, অদূর ভবিষ্যতে ফুটবলের ব্যক্তিগত এই সম্মাননায় ভূষিত হবে স্পেনের ওয়ান্ডার কিড।
প্যারিসে ব্যালেন ডি’অর অনুষ্ঠানের পর তেবেস বলেছেন,
‘যদি তার (ইয়ামাল) বয়স ২৩ বছরের বেশি হতো। তবে সে নিশ্চিত ব্যালন ডি’অর জিততো। সে তরুণ বিধায় তাকে কোপা ট্রফি দেওয়া হয়।’
আরও পড়ুন
আফগান নারী ফুটবল দলের নব জাগরণ |
![]() |
তেবাসের মতো দেম্বেলের ব্যালন ডি'অর জয়কে মেনে নিতে পারেননি ইয়ামালের বাবা মুনির নাসরাউই। তিনি এ জয়কে ফুটবলের
'সবচেয়ে বড় নৈতিক ক্ষতি' বলছেন। স্প্যানিশ টিভি শো এল চিরিনগুইতোয় দেওয়া এক সাক্ষাৎকারে মুনির বলেছেন, 'আমি মনে করি এটি সবচেয়ে বড় ক্ষতি, আমি বলব না চুরি হয়েছে, একজন মানুষের জন্য নৈতিক ক্ষতি। কারণ আমার বিশ্বাস, লামিন ইয়ামাল অনেক ব্যবধানে এগিয়ে বিশ্বের সেরা খেলোয়াড় এবং এখন পর্যন্ত তিনিই সবচেয়ে বেশি পার্থক্য তৈরি করেছেন।'
গত মৌসুমে দলকে মেজর তিনটি ট্রফি জেতানোর পথে ৫৩ ম্যাচে ৩৫ গোল করেছেন দেম্বেলে। কোপা ট্রফি পুরস্কার জেতা ইয়ামাল ৫৫ ম্যাচে গোল করেছেন ১৮টি।