১০ ডিসেম্বর ২০২৫, ৪:২০ পিএম

আগামী ২৬ ডিসেম্বর পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের। প্রতিবারের মতো বিপিএলের এবারের আসরেও দেখা যাবে একধাঁক পাকিস্তানের তারকা ক্রিকেটার।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আজ জানিয়েছে, বাংলাদেশের এই ফ্রাঞ্চাইজি লিগ খেলতে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ এনওসি বা অনাপত্তিপত্র দেওয়া হয়েছে ১০ জন খেলোয়াড়কে। শর্ত অনুযায়ী আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত এই বিপিএল খেলার অনুমতি পেয়েছেন তারা।
এবারের এনওসি তালিকায় সবচেয়ে আলোচিত নাম পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার হায়দার আলী। ইংল্যান্ডের ম্যানচেস্টারে গত সেপ্টেম্বরে তার বিরুদ্ধে ধর্ষণ মামলার অভিযোগ ওঠায় তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছিল পিসিবি। তবে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ পর্যাপ্ত প্রমাণের অভাবে গত ২৫ সেপ্টেম্বর মামলাটি খারিজ করে দেয়।
পিসিবি নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় বিপিএলে খেলতে আর কোনো বাধা নেই এই তারকার। নিলাম থেকে ২৫ হাজার ডলারে হায়দার আলীকে দলে ভিড়িয়েছে বিপিএলের নবাগত ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস।
হায়দার আলী ছাড়াও বিপিএলে অংশ নিতে আসছেন মোহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ, সাহিবজাদা ফারহান, ফাহিম আশরাফ, হুসাইন তালাত, খাজা নাফে ও মোহাম্মদ ইহসানউল্লাহর মতো ক্রিকেটাররা।
No posts available.
১১ ডিসেম্বর ২০২৫, ১:১৯ পিএম
১১ ডিসেম্বর ২০২৫, ১০:৩২ এম

বাংলাদেশের প্রায় এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ (বিবিএল) খেলতে গেছেন রিশাদ হোসেন। হোবার্ট হারিকেন্সের হয়ে খেলবেন তরুণ লেগ স্পিনার। দলটির জার্সি গায়ে চাপিয়ে ভক্ত-সমর্থকদের জন্য তিনি দিয়েছেন বিশেষ বার্তা।
বিগ ব্যাশ খেলতে মঙ্গলবার রাতে দেশ ছাড়েন রিশাদ। দীর্ঘ যাত্রা শেষে দলের সঙ্গে যোগ দিয়েই সব ক্লান্তি যেন ভুলে গেছেন তিনি। তাই তো প্রথমবার হারিকেন্সের জার্সি পরার অনুভূতি জানাতে একদমই সময় নিলেন না রিশাদ।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে নিজের জার্সি পরা ছবি পোস্ট করেছেন বাংলাদেশের তরুণ লেগ স্পিনার।
“অবশেষে হোবার্ট হারিকেন্সের কিট (জার্সি) পরলাম। এই জার্সি পরার অনুভূতি অসাধারণ। এখন ম্যাচের দিকে তাকিয়ে।”
আরও পড়ুন
| দুর্দান্ত পারফরম্যান্সের পরও কমে যাচ্ছে কোহলি-রোহিতের বেতন |
|
কাছাকাছি সময়ে হারিকেন্সের পেইজ থেকেও পোস্ট করা হয় রিশাদের ছবি, “আমাদের ঠিক যাকে প্রয়োজন ছিল! কেন ট্রেইনে স্বাগতম, রিশাদ হোসেন।”
বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের হেড অব স্ট্র্যাটেজি হিসেবে আছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং। তার তত্ত্বাবধানেই বিগ ব্যাশ খেলবেন বাংলাদেশের ২৩ বছর বয়সী স্পিনিং অলরাউন্ডার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে আগেই বিগ ব্যাশের পুরো মৌসুমের ছাড়পত্র পেয়েছেন রিশাদ। তাই একেবারে সব ম্যচ খেলেই দেশে ফিরবেন। যে কারণে এবারের বিপিএলে দেখা যাবে না তাকে।
আগামী ১৪ ডিসেম্বর শুরু হবে বিগ ব্যাশের নতুন মৌসুম। টুর্নামেন্টের তৃতীয় দিন সিডনি থান্ডারের বিপক্ষে ম্যাচ দিয়ে পথচলা শুরু হবে রিশাদের হোবার্টের। প্রথম পর্বে তাদের শেষ ম্যাচ ১৪ জানুয়ারি। সেরা চারে থাকতে পারলে বাড়বে ম্যাচের সংখ্যা।
বিগ ব্যাশ লিগে খেলতে যাওয়া বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার রিশাদ। গত বছর সাকিব আল হাসানের পর প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশে দল পান রিশাদ। তবে ড্রাফট থেকে সরাসরি সুযোগ পাওয়া রিশাদই প্রথম।
২০১৪ সালে অ্যাডিলেইড স্ট্রাইকার্সের হয়ে ২টি ও ২০১৫ সালে মেলবোর্ন রেনেগেডসের হয়ে ৪টি ম্যাচ খেলেন সাকিব। এর মধ্যে প্রথমবার সুযোগ পান ইয়োহান বোথার বদলি হিসেবে, পরের বার তিনি খেলেন আন্দ্রে রাসেলের বদলি হয়ে।
রিশাদের ক্যারিয়ারে দেশের বাইরে দ্বিতীয় লিগ হতে চলেছে বিগ ব্যাশ। চলতি বছর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ৭ ম্যাচে ১৩ উইকেট নিয়ে লাহোর কালান্দার্সের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন বাংলাদেশের লেগ স্পিনার।

ওয়েলিংটনে দেখা গেল আক্রমণ-পাল্ট আক্রমণের দারুণ এক রোমাঞ্চক দিন। তবে সেই রোমাঞ্চকর লড়াইয়ে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও এগিয়ে নিউ জিল্যান্ড। ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে অল্পতে বেধে ফেলার পর স্বাগতিকদের বেশিদূর যেতে দেয়নি ক্যারিবিয়রাও। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বিপদে আছে সফরকারী দল।
ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে নিউ জিল্যান্ড গুটিয়ে গেছে ২৭৮ রানে। ৭৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ৩২ রান তুলতেই দুই উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এখনও রোস্টন চেজের দল পিছিয়ে ৪১ রানে। উইকেটে আছেন ব্র্যান্ডন কিং (১৫) ও কাভেম হজ (৩)।
এর আগে বিনা উইকেটে ২৪ রান নিয়ে দিন শুরু করা নিউ জিল্যান্ডের ব্যাটাররা শুরু পেয়েও ইনিংস বড় করতে ব্যর্থ হন। রাচিন রবীন্দ্র ছাড়া সবাই দুই অঙ্ক স্পর্শ করেছেন।
আরও পড়ুন
| দুর্দান্ত পারফরম্যান্সের পরও কমে যাচ্ছে কোহলি-রোহিতের বেতন |
|
দলীয় ৩৬ রানে প্রথম উইকেট হারায়। ৪২ বলে ১১ রান করা টম লেথামকে বোল্ড করেন কেমার রোচ। এরপর দ্বিতীয় ডেভন কনওয়ে-কেইন উইলিয়ামসন জুটি থেকে আসে ৬৭ রান। এই জুটি ভাঙতেই হঠাৎ পথ হারায় কিউইরা। ৩৭ করা উইলিয়ামসন ফেরার পর দ্রুত ড্রেসিংরুমের পথ ধরেন রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে।
১১৭ রানে চার উইকেট হারানো নিউজিল্যান্ড এরপর আরেকটি বড় জুটির দিকে এগোয় ড্যারি মিচেল-মিচেল হে এর জুটিতে। দুই মিচেলের জুটি স্থায়ী হয় ১৯.৫ ওভার, রান ৭৩। ৫২ বলে ২৫ করেন ড্যারি মিচেল। অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ৬১ করেন হে। এরপর গ্লেন ফিলিপসের ১৮, জ্যাক ফোকসের ২৩, জ্যাকব ডাফির ১১ ও মাইকেল রে এর ১৩ রানে ৭৩ রানের লিড নেয় নিউজিল্যান্ড।
আগের দিন ফিল্ডিংয়ে চোট পাওয়া পেসার ব্লেয়ার টিকনার ওয়েলিংটন টেস্ট থেকে ছিটকে পড়ায় দশ জন নিয়ে ব্যাট করতে হয়েছে নিউ জিল্যান্ডকে।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিন উইকেট নিয়েছেন অ্যান্ডারসন ফিলিপ। কেমার রোচের শিকার দুটি।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে ২৪ রানে প্রথম উইকেট হারানোর পর এক রান যোগ করতেই দ্বিতীয় উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার জন ক্যাম্পবেল করেন ১৪ আর ডাক মেরে ফেরেন ফিলিপ।

গতকাল আইসিসির র্যাঙ্কিংয়ের সবশেষ হালনাগাদ অনুযায়ী ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে দুইয়ে আছেন রোহিত শর্মা-বিরাট কোহলি। ৩৮ বছর বয়সী রোহিত আছেন চূড়ায় আর ৩৭ বছর বয়সী কোহলি দুইয়ে। ভারতের এই দুই ‘বুড়ো’ ব্যাটার এখনও ফুরিয়ে যাননি সেটা প্রতিনিয়তই প্রমাণ করে যাচ্ছেন। মাঝে এই দুই অভিজ্ঞ ব্যাটারের ফিটনেস আর পারফরম্যান্স নিয়ে অনেকে সন্দিহান হলেও, সেই সংশয় দুর্দান্ত পারফরম্যান্সে রীতিমতো তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন।
ভারতের জয়ে এখনও গুরুত্বপূর্ণ অবদান রাখা রোহিত-কোহলিকে অবশ্য একটি দুঃসংবাদ শুনতে হতে পারে। ভারতীয় দলে শুধু ওয়ানডে খেলা এই দুই সিনিয়র ক্রিকেটারের বেতন কমছে। ২০২৪–২৫ মৌসুমের চুক্তিতে বিরাট কোহলি এবং রোহিত শর্মা ছিলেন এ+ ক্যাটাগরিতে। যদিও তাঁরা ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়-এর পর গত জুনে এই সংস্করণ থেকে অবসর নেন। এই বছর টেস্টকেও বিদায় বলে দিয়েছেন তাঁরা।
আরও পড়ুন
| পিএসজির হতাশা, ছয়ে ছয় আর্সেনালের |
|
ভারতের সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, আগামী ২২ ডিসেম্বর ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ভার্চুয়ালি হতে যাওয়া সেই সভায় বিসিসিআইয়ের এর শীর্ষ কর্মকর্তারা কোহলি ও রোহিতের চুক্তির ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন।
২০২৪–২৫ মৌসুমে (১ অক্টোবর ২০২৪ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত) রোহিত ও কোহলি এ+ ক্যাটাগরিতে আছেন জাসপ্রিত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজার সঙ্গে। আসন্ন মৌসুমে তাদের এ+ ক্যাটগরিতে দেখা না যাওয়ার সম্ভাবনাই বেশি। গত মৌসুমে তারা টেস্ট খেলার ভিত্তিতে শীর্ষ ক্যাটাগরিতে ছিলেন। তবে এখন শুধু রোহিত-কোহলি খেলছেন ওয়ানডেতে। তাতে তাদের গ্রেড নেমে যেতে পারে ‘এ’ তে। এক ধাপ অবনমন হলে দুই ব্যাটারের বেতন কমবে ২ কোটি রুপি। বর্তমানে তাদের বার্ষিক বেতন ৭ কোটি রুপি।
রোহিত-কোহলির পড়ন্ত বেলায় ভারতের বর্তমান টেস্ট এবং ওয়ানডে অধিনায়ক শুভমান গিল উঠে আসছেন এ+ ক্যাটাগরিতে। পিটিআইয়ের প্রতিবেদন আরও জানিয়েছে, ভারতের সিনিয়র অলরাউন্ডার জাদেজা ও জাসপ্রিত বুমরাহও এই গ্রুপে থাকবেন। গিল পূর্বে ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন।
এছাড়া বিসিসিআইয়ের বার্ষিক সভায় আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হবে। এরমধ্যে আছে আম্পায়ার এবং ম্যাচ রেফারিদের বেতন কাঠামোর সম্ভাব্য সংস্কার এবং বোর্ডের ডিজিটাল প্ল্যাটফর্ম সংক্রান্ত হালনাগাদ।

বাংলাদেশের খেলাধুলায় প্রতিভা তৈরির আঁতুড়ঘর বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৩৯ বছরের পথচলায় উঠে এসেছেন অসংখ্য নামি-দামি খেলোয়াড়। যাঁরা নিজেদের মেধা, কঠোর পরিশ্রম ও সাফল্যের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে সাক্ষর রেখে চলেছেন।
গুণী এসব খেলোয়াড়দের সম্মান জানাতে আজ বুধবার উন্মোচন করা হলো বিকেএসপির ‘৫০ লিজেন্ডারি খেলোয়াড়’-এর নামফলক।
বিকেএসপির অডিও-ভিজ্যুয়াল সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম।
অডিও ভিজ্যুয়াল অনুষ্ঠান শেষে র্যালিতে অংশ নেন উপস্থিত সবাই এবং বিকেএসপির প্রশাসনিক ভবনের বিপরীত পাশে অবস্থিত লিজেন্ডদের নাম সম্বলিত একটি নাম ফলক উন্মোচন করেন।
বিকেএসপি লিজেন্ডস’ তালিকায় যাঁরা আছেন:
ক্রিকেট: নাঈমুর রহমান, মুশফিকুর রহিম, আবদুর রাজ্জাক, সাকিব আল হাসান, শারমিন আক্তার, ফারজানা হক, মুমিনুল হক, লিটন দাস ও মারুফা আক্তার।
ফুটবল: মাসুদ রানা, হাসান আল মামুন, মনোয়ার হোসেন, ফিরোজ মাহমুদ টিটু, জাহিদ হাসান এমিলি, জাহিদ হোসেন, মামুনুল ইসলাম, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, আঁখি খাতুন, রহমত মিয়া, ঋতুপর্ণা চাকমা, আফঈদা খন্দকার ও শেখ মোরছালিন।
হকি: আ ন ম মামুন উর রশীদ, আলমগীর আলম, টুটুল কুমার নাগ, মাহাবুবুল এহসান রানা, রাসেল মাহমুদ জিমি ও মামুনুর রহমান চয়ন।
শুটিং: আসিফ হোসেন খান, শারমিন আক্তার ও আবদুল্লাহ হেল বাকি।
সাঁতার: কারার মিজানুর রহমান, মোহাম্মদ মনিরুজ্জামান, মাহফিজুর রহমান সাগর ও মাহফুজা খাতুন শীলা।
আর্চারি: হাকিম আহমেদ রুবেল, মোহাম্মদ আশিকুজ্জামান, দিয়া সিদ্দিকী, আবদুর রহমান আলিফ ও সাগর ইসলাম।
অ্যাথলেটিকস: বিমল চন্দ্র তরফদার, ফৌজিয়া হুদা জুই, মেজবাহ আহমেদ, জহির রায়হান ও শিরিন আক্তার।
বাস্কেটবল: মিঠুন কুমার বিশ্বাস, সামসুজ্জামান খান ও খালেদ মাহমুদ আকাশ।
বক্সিং: আবদুর রহিম।
টেনিস: এস কে মহিউদ্দিন ওয়ালিউল্লাহ ঝিলান।

কক্সবাজার একাডেমি মাঠে চতুর্থ টি-টোয়েন্টিতে বড় পুঁজি নিয়েও জিততে পারল না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। স্বাগতিকদের ৬ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-২ সমতা ফেরাল পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল।
ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেটে ১২৬ রান করে বাংলাদেশ। সিরিজের আগের তিন ম্যাচে এত রান হয়নি। তবে এটিকেও মামুলি বানিয়ে ১১ বল বাকি থাকতে ম্যাচ জিতে গেছে সফরকারীরা।
টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের পক্ষে তিন নম্বরে নেমে ৩৪ বলে সর্বোচ্চ ৩৫ রান করেন অচেনা জান্নাত। এছাড়া মাইমুনা নাহার ২৪ ও সুমাইয়া আক্তার সুবর্ণা করেন ২০ রান।
পাকিস্তানের হয়ে ২টি করে উইকেট নেন রোজিনা আকরাম ও মেমুনা খালিদ।
রান তাড়ায় ঝড়ো ফিফটি করেন ফিজা ফিয়াজ। ৫ চার ও ৩ ছক্কায় ৩৫ বলে ৫২ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। এছাড়া অধিনায়ক ইমা নাসিরের ব্যাট থেকে আসে অপরাজিত ৪২ রান। দুজন মিলে গড়েন ৬৯ রানের জুটি।
একই মাঠে শুক্রবার সিরিজ নির্ধারণী ম্যাচে লড়বে দুই দল।