রিয়াল বেতিসের বিপক্ষে জয় পেলেই লা লিগার শিরোপার লড়াইয়ে লিডটা বড় হয়ে যেত আরও। তবে তা আর পারেনি বার্সেলোনা। সুবর্ণ সুযোগ হাতছাড়া করে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। হতাশা থাকলেও কাতালান ক্লাবটির কোচ হান্সি ফ্লিক মনে করেন, এই ফলাফলও মন্দ নয় তাদের জন্য।
গত শনিবার রাতে বেতিসের সাথে বার্সেলোনার লিগ ম্যাচটি শেষ হয় ১-১ গোলে। এই ড্রয়ের ফলে বার্সার পয়েন্ট দাঁড়িয়েছে ৬৭, যা দুইয়ে থাকা রিয়ালের চেয়ে চার পয়েন্ট বেশি। কার্লো আনচেলত্তির দল দিনের অন্য ম্যাচে হেরে যাওয়ায় নিজেদের ম্যাচে জিতলেই লিড বাড়িয়ে নিতে পারত বার্সেলোনা।
আরও পড়ুন
রিয়ালের জেতা উচিত ছিল, মনে করেন আনচেলত্তি |
![]() |
সেটা না হলেও ইতিবাচকই আছেন ফ্লিক।
“আমরা জেতার জন্য সব চেষ্টাই করেছিলাম, কিন্তু আমরা তা করতে পারিনি। আজকের মত একটা দিনে, যখন আপনি গোল করতে পারেন না, তখন আপনাকে এটা (ড্র) মেনে নিতে হবে এবং ফলাফলকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। আমি এটা বলতে পারি যে আমরা সবরকম চেষ্টাই করেছি এবং ম্যাচে স্পষ্ট আধিপত্য দেখিয়েছি।”
স্প্যানিশ সুপার কাপ জেতা বার্সেলোনা এই মৌসুমে এখন লড়তে আছে ট্রেবল জয়ের জন্য। লা লিগায় শীর্ষে থাকা দলটি জায়গা করে নিয়েছে কোপা দেল রের ফাইনালে। আর চ্যাম্পিয়ন্স লিগে খেলবে শেষ আটে।
দলের নিবেদনে সন্তুষ্ট বার্সেলোনা কোচ।
“এই দলের খেলোয়াড়রা শেষ কয়েকটি ম্যাচে যা করেছে, তা নিয়ে আমি গর্ব করতে পারি। আমরা (কোপা দেল রের) ফাইনালে পৌঁছেছি এবং এই ড্র সত্ত্বেও আমরা লিগে লিড আরও বাড়িয়েছি। আমি খুশি, দারুণ একটা অবস্থান।”
৪ জুলাই ২০২৫, ৮:৫৩ পিএম
৪ জুলাই ২০২৫, ৮:৩৩ পিএম
৪ জুলাই ২০২৫, ৩:৫৫ পিএম
দিয়াগো জতার মৃত্যুর খবর জানার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন রুবেন নেভেস। আল হিলালের হয়ে ক্লাব বিশ্বকাপের ম্যাচ খেলতে নেমে পারেননি আবেগ সামলাতে। সেখান থেকে সরাসরি পর্তুগালের এই ফুটবলার যোগ দিয়েছেন জতার অন্ত্যেষ্টিক্রিয়ায়। চোখের জলে সেখানে হাতে তুলে নিয়েছেন প্রিয় বন্ধুর কফিন।
শনিবার পর্তুগালের পোর্তোর কাছাকাছি মাত্রীজ দে গনডোমার চার্চে জতা ও তার ভাইয়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। এই শহরেই গত শুক্রবার পরিবার-বন্ধুদের উপস্থিতিতে হয় তাদের শ্রদ্ধানুষ্ঠান। আল হিলালের হয়ে ক্লাব বিশ্বকাপের শেষ আটের ম্যাচ থাকায় সেই অনুষ্ঠানে হাজির হতে পারেননি নেভেস। তবে ম্যাচটা শেষ হওয়ার ১২ ঘণ্টা পর চলে যান জতাকে শেষবারের মত বিদায় জানাতে।
আরও পড়ুন
জতার মৃত্যু বিশ্বাস হচ্ছে না রোনালদোর, বাকরুদ্ধ ক্লপ |
![]() |
স্পেনের উত্তরাঞ্চলে গত বৃহস্পতিবার গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান জতা ও তার ভাই আন্দ্রে সিলভা। পর্তুগাল জাতীয় দলে দীর্ঘ সময় ধরে খেলার সুবাদে ২৮ বছর বয়সী জতার সাথে নেভেসের রয়েছে দারুণ এক বন্ধুত্বের সম্পর্ক। আর তাই যুক্তরাষ্ট্রে বসেই যখন বন্ধুত অকাল প্রয়াণের খবর পাওয়ার পর থেকেই ভেঙে পড়েব নেভেস।
নেভেস সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানাতে গিয়ে লিখেন,
“তারা বলে, আমরা যখন কাউকে হারিয়ে ফেলি, তখন তাকে ভুলে যাই। কিন্তু আমি তোমাকে কখনো ভুলব না ভাই আমার!”
গত শনিবার রাতে চলমান ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্লুমিনেন্সে ও আল হিলালের ম্যাচে শুরুর আগে জতার স্মরণে এক মিনিটের নীরবতা পালন করা হয়। সেই সময় মাঠে দাঁড়িয়ে থাকা নেভেস ও পর্তুগাল জাতীয় দলের আরেক সদস্য জোয়াও কানসেলো কান্না ধরে রাখতে পারেননি। তাদের অশ্রুসিক্ত মুখের ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে সামাজিক মাধ্যমে।
সড়ক দুর্ঘটনায় নিহত লিভারপুল ফরোয়ার্ড দিয়োগো জতা ও তার ভাই আন্দ্রে সিলভার প্রতি সম্মান জানাতে বিশেষ পদক্ষেপ নিয়েছেন লিভারপুল দলের খেলোয়াড়রা। এই দুজনের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে পর্তুগাল যাচ্ছেন ক্লাবটির সদস্যরা, সূত্রের বরাত দিয়ে এমনটাই দাবি ইএসপিএনের।
গত বুধবার রাতে স্পেনের উত্তরাঞ্চলে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান জতা ও তার ভাই। ধারণা করা হচ্ছে, সোমবার প্রাক-মৌসুম অনুশীলনের জন্য ইংল্যান্ডে ফেরার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সদ্যই পর্তুগালের হয় ইউয়েফা নেশন্স লিগ জেতা জতা। তবে মাঝপথেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি ও তার ভাই দুজনেই।
আরও পড়ুন
জতার মৃত্যুর শোকে ভেঙে পড়েছেন নেভেস-কানসেলো |
![]() |
শনিবার পর্তুগালের পোর্তোর কাছাকাছি মাত্রীজ দে গনডোমার চার্চে তাদের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। গনডোমার শহরেই জতার শৈশব কেটেছে। সেখানেই শুরু হয় তার ফুটবল যাত্রা। তিনি সহ তার পরিবারেরও বর্তমানে সেখানেই বসবাস। এই শহরেই গত শুক্রবার পরিবার-বন্ধুদের উপস্থিতিতে হয় তাদের শ্রদ্ধানুষ্ঠান।
২৮ বছর বয়সী জতার মৃত্যুর পর লিভারপুলের অ্যান্ডি রবার্টসন, মোহামেদ সালাহ ও ভার্জিল ফান ডাইকরা আবেগঘন শোকবার্তা প্রকাশ করেছেন। ক্লাব কোচ আর্নে স্লট এবং মালিক ফেনওয়ে স্পোর্টস গ্রুপ থেকেও এসেছে আনুষ্ঠানিক শোকবার্তা।
জতার অকাল প্রয়াণ না হলে আগামী সোমবার থেকে নতুন মৌসুমের প্রস্তুতি শুরু করত লিভারপুল। তবে ক্লাবের সাবেক এই খেলোয়াড়ের প্রতি সম্মান জানিয়ে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা তাদের প্রাক-মৌসুমের প্রথম অনুশীলন সেশন স্থগিত করেছে। এছাড়াও ক্লাবটির পক্ষ থেকে ঘোষণা এসেছে জতার পরিহিত ২০ নম্বর জার্সিকে অবসরে পাঠানোর।
নতুন মৌসুমের জন্য ক্লাব খোঁজার সময়ে মাঠের বাইরের ঘটনায় বড় ধাক্কা খেলেন থমাস পার্টে। সাবেক আর্সেনাল মিডফিল্ডারের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের ছয়টি অভিযোগ এনে চার্জ গঠন করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ।
শুক্রবার এক বিবৃতিতে মেট্রোপলিটন পুলিশ জানায়, ঘটনাগুলো ঘটেছে ২০২১ থেকে ২০২২ সালের মধ্যে। ভিন্ন ভিন্ন এসব ঘটনায় পার্টের বিরুদ্ধে তিনজন নারীর করা অভিযোগের ভিত্তিতে মোট ছয়টি মামলা দায়েত করা হয়েছে। এদের মধ্যে এক নারীর অভিযোগ দুইবার ধর্ষণের, আরেক নারীর অভিযোগ তিনটি ধর্ষণের। আর তৃতীয় নারীর পার্টের বিরুদ্ধে অভিযোগ এনেছেন তাকে যৌন নিপীড়নের।
আরও পড়ুন
‘হৃদয়ের ডাক’ শুনে বার্সাকে হতাশ করে বিলবাওতেই থেকে গেলেন নিকো |
![]() |
অভিযোগের ভিত্তিতে ৩২ বছর বয়সী ঘানা জাতীয় দলের এই ফুটবলার আগামী ৫ আগস্ট ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটস কোর্টে হাজির হবেন বলে নিশ্চিত করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।
এই বিষয়ে তদন্ত টিমের প্রধান, ডিটেকটিভ সুপারিনটেনডেন্ট অ্যান্ডি ফারফি বিবৃতিতে তাদের অবস্থান স্পষ্ট করেছেন।
“এখন আমাদের মূল অগ্রাধিকার হলো অভিযোগকারী নারীদের প্রতি যতোটা সম্ভব সহায়তা প্রদান করা। কেউ যদি এই ঘটনার দ্বারা প্রভাবিত হয়ে থাকেন বা তাদের কাছে কোনো তথ্য থাকে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করার আহ্বান জানাচ্ছি।”
২০২০ সালে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদ থেকে ৪৫ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফিতে আর্সেনালে যোগ দেন পার্টে। ২০২৪-২৫ মৌসুমেও ছিলেন মিকেল আর্তেতার দলের গুরুত্বপূর্ণ সদস্য। প্রিমিয়ার লিগে খেলেন ৩৫টি ম্যাচ, গোল করেন ৪টি।
আরও পড়ুন
জতার মৃত্যুর শোকে ভেঙে পড়েছেন নেভেস-কানসেলো |
![]() |
গত ৩০ জুন আর্সেনালের সাথে পার্টের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। ফলে তিনি এখন ফ্রি এজেন্ট হয়ে গেছেন। নতুন ক্লাবের সন্ধানে থাকা অবস্থায় ভিন্ন ঘটনায় এবার এসেছেন আলোচনায়।
ইস্তানবুলে অবস্থিত তুরস্কের ফুটবল ফেডারেশন (টিএফএফ)-এর সদর দপ্তরে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং টিএফএফ প্রেসিডেন্ট জনাব ইব্রাহিম এথেম হাজি ওসমানওগলুর মধ্যে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে চলতি বছর বাংলাদেশ নারী দলের সাথে একটি প্রীতি ম্যাচ খেলার আগ্রহের কথা জানিয়েছে তুরস্ক।
শুক্রবার হওয়া এই বৈঠকে তারা দুই দেশের ফুটবলের উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে একমত হন। যুব ও ক্রীড়া উপদেষ্টা বাংলাদেশের ফুটবলের সাম্প্রতিক জাগরণ, বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়দের জাতীয় দলে অন্তর্ভুক্তি এবং একটি টেকসই ফুটবল ইকোসিস্টেম গড়ে তোলার উদ্যোগসমূহ তুলে ধরেন।
আরও পড়ুন
বাংলাদেশে ফুটবলার-কোচ তৈরিতে সহযোগিতার প্রস্তাব মরোক্কান ফুটবল ফেডারেশনের |
![]() |
আলোচনার এক পর্যায়ে তিনি উল্লেখ করেন, বাংলাদেশে তুর্কি ফুটবল দলের বিপুল সংখ্যক সমর্থক রয়েছে। তাই এই প্রেক্ষিতে বাংলাদেশ-তুরস্কের একটি প্রীতি ম্যাচ আয়োজন দুই দেশের জনগণের মধ্যে ক্রীড়া-সংশ্লিষ্ট বন্ধুত্বকে আরও সুদৃঢ় করবে।
টিএফএফ প্রেসিডেন্ট প্রস্তাবটি আন্তরিকভাবে গ্রহণ করেন এবং তাৎক্ষণিকভাবে জানান যে, সবকিছু অনুকূলে থাকলে আগামী আগস্ট মাসেই দুই দেশের নারী ফুটবল দলের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে পারে।
একই সময়ে তিনি বাংলাদেশের ফুটবল কাঠামো শক্তিশালী করতে কারিগরি সহায়তা, কোচ ও রেফারিদের প্রশিক্ষণ, ক্রীড়া চিকিৎসা এবং অভিজ্ঞতা বিনিময়সহ সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও প্রদান করেন।
আলোচনার এক পর্যায়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ মুসলিম বিশ্বে তুরস্কের সাহসী ও মানবিক নেতৃত্ব, বিশেষত প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ভূমিকার প্রশংসা করেন।
বৈঠকের শেষে মাননীয় উপদেষ্টা আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে অনুষ্ঠেয় গ্লোবাল ইয়ুথ সামিট-এ অংশগ্রহণের জন্য টিএফএফ প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানান।
আরও পড়ুন
ঋতুপর্ণার ঝলকে মিয়ানমারকে হারিয়ে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ |
![]() |
উভয় পক্ষই অভিমত প্রকাশ করেন, এই বৈঠক বাংলাদেশ-তুরস্ক ক্রীড়া সহযোগিতার এক নতুন অধ্যায়ের সূচনা করেছে, যা ভবিষ্যতে দুই দেশের ক্রীড়াঙ্গনকে আরও ঘনিষ্ঠ ও ফলপ্রসূভাবে যুক্ত করবে।
সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত ট্রান্সফার নাটক শেষ পর্যন্ত নিল চমকপ্রদ এক মোড়। বহুদিন ধরে বার্সেলোনা যাকে দলে টানবে বলে প্রায় নিশ্চিত ছিল, সেই নিকো উইলিয়ামস শেষ পর্যন্ত চুক্তি নবায়ন করে থেকে গেলেন আথলেতিক বিলবাওতেই। আর সেটাও ফুটবল ইতিহাসের অন্যতম দীর্ঘমেয়াদী এক চুক্তির মাধ্যমে।
বিলবাও এক্স (সাবেক টুইটার)–এ পোস্ট দিয়ে নিশ্চিত করেছে, ২০৩৫ সাল পর্যন্ত তাদের সাথেই থাকছেন নিকো।
আরও পড়ুন
জতার মৃত্যুর শোকে ভেঙে পড়েছেন নেভেস-কানসেলো |
![]() |
চুক্তি নবায়ন করে নিকো জানিয়েছেন তার বিলবাওতেই থেকে যাওয়ার কারণ৷
“যখনই এমন সিদ্ধান্ত নেওয়ার সময় আসে, তখন আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল হৃদয়ের ডাক শোনা। আমি সেখানেই আছি, যেখানে আমি থাকতে চাই… আমার কাছের মানুষদের সাথে। এটাই আমার বাড়ি।”
বলার অপেক্ষা রাখে না, বার্সেলোনার জন্য এটি বিশাল এক ধাক্কাই। গত এক-দেড় মাস ধরেই নিকোকে দলে টানতে বেশ সরব ছিল বার্সেলোনা। এবারের গ্রীষ্মে তারা স্প্যানিশ উইঙ্গারের ৫৮ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ সক্রিয় করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। কাতালান ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর ডেকো সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘নিকোর বার্সায় খেলার আগ্রহ আছে।’ আগে-পরে এতে সুর মেলান ক্লাব প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তাও।
বার্সেলোনার পক্ষ থেকে নিকোকে নিয়ে এমন মন্তব্যের পর বিলবাও দেখায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া। তারা লা লিগা ও স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে অভিযোগ জানায় এই বলে যে, বার্সেলোনা ‘আনফেয়ার অ্যাপ্রোচ’ করছে নিকোকে নিয়ে।
এর প্রেক্ষিতে লাপোর্তা জানান পাল্টা প্রতিক্রিয়া। তিনি বলেছিলেন, বিলবাওয়ের এমন প্রতিক্রিয়ার কারণ তিনি বুঝতে পারছেন না। অন্যদিকে বিলবাও সাফ জানিয়ে দেয়, তারা লা লিগার সঙ্গে আলোচনার মাধ্যমে নিকোকে নিয়ে বার্সেলোনার করা মন্তব্য এবং কার্যক্রমের বিরুদ্ধে অবস্থান নেবে।
আরও পড়ুন
জতার মৃত্যু বিশ্বাস হচ্ছে না রোনালদোর, বাকরুদ্ধ ক্লপ |
![]() |
এত নাটকীয়তার পরও সবাই ধরেই নিয়েছিলেন, নিকো হয়তো আগামী মৌসুমেই বার্সেলোনার হয়েই খেলবেন। লামিয়ান ইয়ামালের সাথে সুসম্পর্ক ও তার সাম্প্রতিক সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু পোস্ট এই পালে দিয়েছিল জোর বাতাস। তবে শেষ পর্যন্ত বার্সেলোনাকে চমকে দিয়ে বিলবাওতে আরও ১০ বছর থাকার চুক্তি করে ফেললেন ২১ বছর বয়সী এই ফুটবলার।
উল্লেখ্য, ২০২৪ সালেও বার্সেলোনা চেষ্টা করেছিল নিকোকে দলে টানার। তবে লা লিগায় নিবন্ধন জটিলতার কারণে সেই সময় সেটা আর সম্ভব হয়নি। এবার সেই সমস্যা না থাকলেও বেকে বসলেন নিকো।
১১ দিন আগে
১১ দিন আগে
১১ দিন আগে
১৪ দিন আগে
১৪ দিন আগে
২১ দিন আগে
২১ দিন আগে
২৪ দিন আগে