ক্যারিয়ারের দুর্দান্ত শুরুর পর হঠাৎই বড় ধাক্কা খেলেন উইল ও'রোক। অন্তত তিন মাসের জন্য ছিটকে গেলেন নিউ জিল্যান্ডের ফাস্ট বোলার। এছাড়াও চোট সমস্যা আছে ফিন অ্যালেন, গ্লেন ফিলিপস এবং মিচেল স্যান্টনারেরও।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের সময়ই পিঠের সমস্যার কথা বলেছিলেন ও'রোক। এখন লম্বা পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে ২৪ বছর বয়সী পেসারকে। ফলে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলা হবে না ও'রোকের।
আরও পড়ুন
৪ বছর পর জিম্বাবুয়ের ওয়ানডে দলে টেলর |
![]() |
পুনর্বাসন প্রক্রিয়ায় চোটের সমস্যার দৃশ্যমান উন্নতি না হলে, এই বিরতি বাড়তে পারে আরও। সেক্ষেত্রে অস্ত্রোপচারও করানো লাগতে পারে তার। নিউ জিল্যান্ডের কোচ রব ওয়াল্টার অবশ্য আশাবাদী, কোনো অস্ত্রোপচার ছাড়াই ফিরতে পারবেন ও'রোক।
কুচকির চোটের জিম্বাবুয়ে সফরে যেতে পারেননি ফিলিপস। ঘরের মাঠে অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটিও খেলা হবে না তার।
এছাড়া ডান পায়ের স্ট্রেস ফ্র্যাকচারের কারণে অস্ত্রোপচার করানো অ্যালেনকে অন্তত তিন মাস থাকতে হবে মাঠের বাইরে। আর স্যান্টনারের জন্য অপেক্ষা করবে নিউ জিল্যান্ড। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাকে পাওয়া যাবে কিনা, তা এখনও নিশ্চিত নয়।
এত চোটের মাঝে একটি স্বস্তির খবর আছে নিউ জিল্যান্ডের। সাইড স্ট্রেইন থেকে সেরে উঠেছেন ফাস্ট বোলার বেন সিয়ার্স। জিম্বাবুয়ে সফরে যেতে না পারা পেসারকে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাবে কিউইরা।
No posts available.
১৩ অক্টোবর ২০২৫, ১:৩৪ পিএম
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের নতুন আসরের দল আহ্বানের বিজ্ঞপ্তি দেওয়ার পর থেকে গুঞ্জন ছড়িয়ে পড়েছে, সামনের আসরে খেলতে চায় না টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। এটি সত্য নয় বলে জানিয়েছেন দলটির স্বত্বাধিকারী মিজানুর রহমান।
তবে বিসিবি ঘোষিত বর্তমান সূচিতে ডিসেম্বর-জানুয়ারিতে না খেলে পরবর্তীতে কোনো সময় বিপিএল আয়োজনের অনুরোধ জানিয়েছেন টুর্নামেন্টের সফল ফ্র্যাঞ্চাইজিটি।
ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজের সঙ্গে মিজানুর বলেছেন, এত অল্প সময়ে সব ধরনের প্রস্তুতি নিতে পারবেন না তারা।
“আমি কখনও বলিনি যে আমরা বিপিএলে খেলব না। আমি শুধু বলেছি, এত অল্প সময়ে আমাদের মতো একটি দলের পক্ষে খেলা কঠিন হবে।”
আরও পড়ুন
ফাইনালে কে পেলেন কত টাকার পুরস্কার |
![]() |
“আমরা চেয়েছিলাম সময়টা একটু বাড়ানো হোক। সবাই আমাকে ফোন করছে। আমি তাদের (বিসিবি) বলেছি যে সময়টা খুবই কম। আমাদের মতো দলের জন্য প্রস্তুতি নেওয়া প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে।”
কম সময়ের মধ্যে বিপিএলে অংশ নিতে হলে কী কী সমস্যা হতে পারে, সেটিও জানান মিজানুর।
“আমাদের খেলোয়াড় থাকলেও, আমাদের বিনিয়োগ ও খেলোয়াড় কেনার যেসব বিষয় প্রস্তুত করতে হয়, সেগুলোও ঠিক করতে হবে। এই এক বা দেড় মাসের মধ্যে... যদি আমরা ২৪ ঘণ্টাও কাজ করি, তবুও তা সম্ভব নয়। আমি ভিন্ন একটি সময়সূচির অনুরোধ করেছি, এখন দেখি তারা কী বলে।”
“আমি বলিনি যে, আমরা খেলব না। তবে যদি সময়সূচি পরিবর্তন হয় তাহলে খেলব। আমরা সবসময় ক্রিকেটের সঙ্গেই ছিলাম, কখনোই ক্রিকেটের বাইরে ছিলাম না।”
এসময় সবার সুবিধার জন্য আগামী এপ্রিল-মে মাসে বিপিএল পিছিয়ে নেওয়ার অনুরোধও করেন বরিশাল স্বত্বাধিকারী।
“আমি শুধু কিছুটা সময় চেয়েছিলাম... আমরা এপ্রিল বা মে মাসে টুর্নামেন্টটা করতে পারি, এতে সমস্যা কোথায়? আপনি পরবর্তী চক্রের দলের নাম ঘোষণা করে আমাদের কিছুটা সময় দিন যাতে আমরা প্রস্তুতি নিতে পারি।”
“আমি মনে করি না শুধুমাত্র আয়োজন করার জন্য করাটা কোনো অর্থ বহন করে। আমি মনে করি না আমাদের ছাড়া বিপিএল আয়োজন করা সঠিক হবে।”
৩৬২/৫ থেকে ৩৭৮ রানেই শেষ পাকিস্তানের ইনিংস। লোহোর টেস্টে এভাবেই ধসে পড়ে পাকিস্তানের শেষ দিকের ব্যাটিং লাইন-আপ। মাত্র ১৬ রানে শেষ পাঁচ উইকেট হারায় তারা। আর স্বাগতিকদের ব্যাটিং ধসের কারিগর সেনুরান মুথুসামি। দক্ষিণ আফ্রিকার বাঁ হাতি এই স্পিনার ক্যারিয়ার সেরা বোলিংয়ে পাকিস্তানের শেষ দিকের ব্যাটারদের একাই সাজঘরে ফেরান।
পাঁচ টেস্টের সংক্ষিপ্ত ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট নেওয়ার স্বাদ পেলেন মুথুসামি। পাকিস্তানের বিপক্ষে ৩২ ওভার করে ১১৭ রান দিয়ে ৩১ বছর বয়সী এই স্পিনার।
লাহোর টেস্টে সুবিধাজনক অবস্থানে থেকেই দ্বিতীয় দিন শুরু করে পাকিস্তান। ৫ উইকেটে ৩১৩ রান নিয়ে দিন শুরু করে তারা। আগের দিন ফিফটি করা মোহম্মদ রিজওয়ান ও আগা সালামনের ব্যাটে বড় সংগ্রহের দিকেই এগোচ্ছিল পাকিস্তান। ষষ্ঠ উইকেটে তাদের জুটি দেড়শো ছাড়িয়ে যায়। ঘরের মাঠে যা প্রোটিয়াদের বিপক্ষে পাকিস্তানের ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ জুটি।
আরও পড়ুন
ফাইনালে কে পেলেন কত টাকার পুরস্কার |
![]() |
উইকেটে জমে যাওয়া ১৬৩ রানের দারুণ এই জুটি শেষ হয় রিজওয়ান ফিরলে। মুথুসামির তৃতীয় শিকার হওয়ার আগে ২ চার ও ২ ছয়ে ৭৫ করেন তিনি। এই শেষ হতেই সব প্রতিরোধে ভেঙে যায় পাকিস্তানের।
একই ওভারের পরপর দু’টি ডেলিভারিতে নোমান আলি ও সাজিদ খানকে শূন্য রানে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন মুথুসামি। এরপর দশে নামা শাহিন শাহ আফ্রিদিকে ফেরাতেও খুব একটা সময় নেননি মুথুসামি। স্কোরবোর্ডে ৭ রান যোগ করে ফেরেন তিনি।
একপ্রান্ত আগলে রেখে লড়ে যাওয়া আগা সবশেষ ব্যাটার হিসেবে ড্রেসিংরুমের পথ ধরেন। প্রেনিলান সুব্রেয়িনের বলে মুথুসামির হাতে ক্যাচ দেওয়ার আগে ৫ চার ও ৩ ছয়ে ১৪৫ বলে ৯৩ করে আউট হন আগা।
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে নেই নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন। শারীরিক সমস্যা কাটিয়ে ওয়ানডে সিরিজে ফেরার কথা রয়েছে তার।
সবশেষ ভারতের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে মাঠে নেমেছিলেন উইলিয়ামসন। এরপর চোট ও ব্যক্তিগত কারণে স্কোয়াডের বাইরে তিনি। কোচ রব ওয়াল্টার জানিয়েছেন, পুরোপুরি ফিট হতে উইলিয়ামসনের আরও সময় লাগবে।
তিনি বলেছেন,
‘সে (উইলিয়ামসন) নিঃসন্দেহে বিশ্বমানের একজন ক্রিকেটার। আমরা আশা করছি, অতিরিক্ত এই দুই সপ্তাহের বিশ্রাম তাকে ইংল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজ ও পরবর্তী ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য পুরোপুরি প্রস্তুত করবে।’
অস্ত্রোপচারের পর দলে ফিরেছেন মিচেল স্যান্টনার। নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন তিনি। ফিরেছেন রাচিন রবীন্দ্রও। জিমি নিশাম আছেন স্কোয়াডে। অস্ট্রেলিয়া সিরিজে দুর্দান্ত পারফর্ম করে নজর কাড়েন তিনি।
ইনজুরিতে ছিটকে গেছেন বেন সিয়ার্স, ফিন অ্যালেন, মিলনে, ফার্গুসন, গ্লেন ফিলিপস ও উইল ও’রুউর্ক। দলে নেই অভিজ্ঞ স্পিনার ইশ সোধিও।
ইংল্যান্ডের বিপক্ষে
সিরিজ শুরু হবে ১৮ অক্টোবর ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে। একই মাঠে ২০ অক্টোবর দ্বিতীয়
ম্যাচের পর তৃতীয় ও শেষ টি–টোয়েন্টি হবে অকল্যান্ডে, ২৩ অক্টোবর। তিন ম্যাচের
ওয়ানডে সিরিজ চলবে ২৬ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত।
নিউজিল্যান্ড টি–টোয়েন্টি
দল : মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে,
জ্যাকব ডাফি, জ্যাক ফাউলকস, ম্যাট হেনরি, বেভন জ্যাকবস, কাইল জেমিসন, ড্যারিল মিচেল,
জিমি নিশাম, রাচিন রবীন্দ্র, টিম রবিনসন, টিম সেইফার্ট (উইকেটকিপার)।
“মেঘ দেখে করিস না ভয়, আড়ালে সূর্য হাসে।” ভারতের বিশাখাপত্তনমে আজ মেঘ-সূর্যের লুকোচুরি হয়েছিল কিনা, কে জানে!
তবে হারমানপ্রীত কৌরদের ৩৩১ রানের লক্ষ্য দেখে ঠিকই মৃদু হেসেছিলেন অ্যালিসা হিলিরা।
নারী ওয়ানডে বিশ্বকাপের সর্বোচ্চ শিরোপাধারীরা (৭ বার) ভালোই জানে কীভাবে সুতোয় ঝুলানো ম্যাচ কিংবা দুর্গম ঘিরি পার হতে হয়।
নারী বিশ্বকাপের আজ সবচেয়ে
বড় লক্ষ্য তাড়ায় নেমেছিল অস্ট্রেলিয়ার মেয়েরা। ভারতের ৩৩০ রান টপকাতে পারলেই রেকর্ডবুকে
নাম উঠত তাদের। সেই সমীকরণ মিলিয়ে এবং শত ঝঞ্ঝা পেরিয়ে ৩ উইকেটে জয় তুলে নিয়েছে অজি
মেয়েরা।
ওয়ানডে ইতিহাসে এর আগে
সবচেয়ে বেশি রান তাড়া করে জিতেছিল শ্রীলঙ্কান মেয়েরা—৩০২ রানের লক্ষ্য পেরিয়ে। ৩০০-উর্ধ্ব রান তাড়া করে এটি দ্বিতীয় জয়। ভারতের
৩৩১ রান চেজ করে অস্ট্রেলিয়া নারী দল দেখিয়ে দিল—পঞ্চাশ ওভারের
খেলায় ৩০০-উর্ধ্ব লক্ষ্য তাড়া করা কোনো ব্যাপারই না।
এদিন ভারতের দেওয়া আসরের
সর্বোচ্চ রান তাড়ায় নেমে বিধ্বংসী ইনিংস উপহার দেন অ্যালিসা। অধিনায়কসুলভ ব্যাটিং করে
তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। যদিও তার যাত্রা ছুটছিল দেড়শ রানের পথে—ক্যাচ আউট না হলে সেটিও টপকে যেতেন তিনি। ১০৭ বলে ১৪২ রানের ইনিংসে অজি
অধিনায়ক হাঁকান ২১টি চার ও ৩টি ছক্কা।
অজিদের ওপেনিং জুটি ভাঙে
৮৫ রানে—লিচফিল্ড সাজঘরে ফিরে গেলে। এরপর এলিস পেরির সঙ্গে
নতুন করে পথচলা শুরু করেন অ্যালিসা। ব্যক্তিগত ৪৭ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন
পেরি।
পেরি ফিরে গেলে রানচাকা
কিছুটা থেমে যায়। দুই রানে দুই উইকেট হারায় অস্ট্রেলিয়া। যার প্রভাব পড়ে শেষদিকে। তবে ব্যাট হাতে ফিরে সব প্রশ্নের উত্তর দেন
পেরি—৬ বল হাতে রেখে ম্যাচের ইতি টেনে দেন তিনি।
এর আগে টস জিতে ভারতকে
ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অ্যালিসা। ব্যাট করতে নেমে রীতিমতো রান-পাহাড়ে তোলে স্বাগতিক
দল। প্রতিকা রাওয়াল ও স্মৃতি মান্ধানার ১৫৫ রানের অনবদ্য জুটিতে ভর করে ৩৩১ রান সংগ্রহ
করে ভারত।
প্রতিকা ও স্মৃতি—দুজনই শতক ছোঁয়ার পথে ছিলেন। তবে তাদের থামান অ্যানাবেল সাদারল্যান্ড
ও সোফি মোলিনাক্স। প্রতিকা ফেরেন ৭৫ রানে, আর স্মৃতি করেন ৮০ রান। পরে দেওল ও হারমানপ্রীত
কৌরের ছোট ছোট জুটিতে বড় সংগ্রহে পৌঁছায় ভারত।
এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের দ্বিতীয় আসরে ব্যাট হাতে ৩২৩ রান করে টুর্নামেন্টের সেরা ব্যাটার হলেন মাহমুদুল হাসান জয়। বোলিংয়ে ১৪ উইকেট নিয়ে সেরা বোলারের খেতাব জিতলেন তার চট্টগ্রাম দলের সতীর্থ হাসান মুরাদ।
দুজনের হাতেই উঠেছে ৫০ হাজার টাকার অর্থ পুরস্কার ও আকিজ বাই সাইকেল।
টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ২২২ রানের পাশাপাশি আসরজুড়ে দারুণ অধিনায়কত্বের সৌজন্যে প্লেয়ার অব দা টুর্নামেন্ট হয়েছেন রংপুরের চ্যাম্পিয়ন অধিনায়ক আকবর আলি। তাকে দেওয়া হয়েছে ১ লাখ টাকা ও আকিজ বাই সাইকেল।
পুরো আসরে ৫টি ক্যাচের পাশাপাশি গ্রাউন্ড ফিল্ডিংয়ে ঝলক দেখিয়ে সেরা ফিল্ডার নির্বাচিত হয়েছেন রাজশাহী বিভাগের এসএম মেহেরব হাসান। তাকে দেওয়া হয়েছে আকিজ বাই সাইকেল।
প্রথমবার স্বীকৃত ক্রিকেট খেলতে নেমে ৮ ম্যাচে ৫.২১ ইকোনমি রেটে ১০ উইকেটের পাশাপাশি ৬টি ক্যাচ নিয়ে টুর্নামেন্টের মোস্ট প্রমিজিং ক্রিকেটার হয়েছেন মোহাম্মদ রুবেল। মেহেরবের মতো তিনিও পেয়েছেন আকিজ বাই সাইকেল।
শিরোপা নির্ধারণী ম্যাচে খুলনাকে হারিয়ে সুদৃশ্য ট্রফির পাশাপাশি ২০ লাখ টাকার অর্থ পুরস্কার পেয়েছে রংপুর বিভাগ। আর ফাইনাল হেরে রানার্স-আপ হওয়া খুলনা পেয়েছে ১০ লাখ টাকার অর্থ পুরস্কার।
একনজরে দেখে নেওয়া যাক কে পেলেন কোন পুরস্কার
চ্যাম্পিয়ন - রংপুর বিভাগ ২০ লাখ টাকা ও চ্যাম্পিয়ন ট্রফি)
রানার্স আপ - খুলনা বিভাগ ১০ লাখ টাকা)
ম্যান অব দা ফাইনাল - নাসির হোসেন (২০ হাজার টাকা ও আকিজ বাই সাইকেল)
ম্যান অব দা টুর্নামেন্ট - আকবর আলি (১ লাখ টাকা ও আকিজ বাই সাইকেল)
সেরা ব্যাটার - মাহমুদুল হাসান জয় (৫০ হাজার টাকা ও আকিজ বাই সাইকেল)
সেরা বোলার - হাসান মুরাদ (৫০ হাজার টাকা ও আকিজ বাই সাইকেল)
সেরা ফিল্ডার - এসএম মেহেরব হাসান (আকিজ বাই সাইকেল)
প্রমিজিং ক্রিকেটার - মোহাম্মদ রুবেল (আকিজ বাই সাইকেল)