১০ সেপ্টেম্বর ২০২৫, ২:৪১ পিএম
এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে রোববার মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান। এশিয়ান শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টে ভারত ফেবারিট কি না- এমন প্রশ্নে পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগার উত্তর, টি-টোয়েন্টিতে কেউই ফেবারিট নয়।
“টি-টোয়েন্টি ক্রিকেটে কোনো দল ফেবারিট নয়। মাত্র এক-দুই ওভারের মধ্যে ম্যাচের ফল বদলে যেতে পারে। ত্রিদেশীয় সিরিজটি আমাদের জন্য এশিয়া কাপের প্রস্তুতি ছিল এবং মনোভাব সবসময় ছিল জয়ের।”
গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে সবশেষ মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। যুক্তরাষ্ট্রে হওয়া ওই ম্যাচে বল হাতে ভালো করলেও, ব্যাটিং ভরাডুবির কারণে শেষ পর্যন্ত জিততে পারেনি পাকিস্তান।
আরও পড়ুন
‘ব্যাটিংয়ের সময় আমি পুরোদস্তুর ব্যাটার, বোলিংয়ে পুরোপুরি বোলার’ |
![]() |
ভারতের বিপক্ষে সবশেষ চার ম্যাচের তিনটিই হেরেছে পাকিস্তান। সব মিলিয়ে ১৩ ম্যাচে ভারতের জয় ১০টি আর পাকিস্তান জিতেছে মাত্র তিন ম্যাচে।
তাই স্বাভাবিকভাবেই খেলা শুরুর আগে ভারতের দিকেই ঝুঁকে থাকবে পাল্লা। তবে সালমানের বিশ্বাস, গত কয়েক মাসের ভালো পারফরম্যান্সের সুফল এশিয়া কাপে তারা।
“আমার মনে হয়, আমরা এখন ভালো ক্রিকেট খেলছি। যা কয়েক মাস আগে থেকে শুরু হয়েছে। সব কিছু একত্রে ভালো হতে শুরু করেছে, দল হিসেবেও ভালো ভালো ক্রিকেট খেলতে শুরু করেছি আমরা। এই টুর্নামেন্টের দিকে তাকিয়ে আছি। সবাই রোমাঞ্চিত।”
ভারতের বিপক্ষে মাঠে নামার আগে শুক্রবার ওমান ম্যাচ দিয়ে এশিয়া কাপের যাত্রা শুরু করবে পাকিস্তান। পরে আগামী বুধবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে এশিয়া কাপের দুইবারের চ্যাম্পিয়নরা।
No posts available.
১২ সেপ্টেম্বর ২০২৫, ৯:৫৭ পিএম
১২ সেপ্টেম্বর ২০২৫, ৫:৪৩ পিএম
টুর্নামেন্ট শুরুর ৪৮ ঘণ্টারও কম সময় বাকি থাকতে অবশেষে জানা গেল বরিশালের অধিনায়কের নাম। জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টে দলটির নেতৃত্ব দেবেন পেস বোলিং অলরাউন্ডার সালমান হোসেন ইমন।
সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার রাতে আনুষ্ঠানিকভাবে এনসিএল টি-টোয়েন্টির সব দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখানেই জানা গেছে বরিশালের নেতৃত্ব দেবেন কে। অথচ আরও প্রায় সপ্তাহখানেক আগেই প্রকাশ করা হয়েছিল বাকি ৭ দলের অধিনায়কের নাম।
আরও পড়ুন
রাজশাহীর অধিনায়ক শান্ত, খুলনায় মিঠুন |
![]() |
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এনসিএল টি-টোয়েন্টির অফিসিয়াল পেইজে বৃহস্পতিবার সব দলের স্কোয়াড প্রকাশ করা হয়। সেখানেও ছিল না বরিশালের অধিনায়কের নাম। অবশেষে শুক্রবার রাতে জানা গেল সেটি।
অথচ টুর্নামেন্ট শুরু হতে ৪৮ ঘণ্টাও বাকি নেই। রাজশাহী ও বগুড়ায় রোববার শুরু হবে এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর। প্রথম দিনে অবশ্য বরিশালের খেলা নেই। সোমবার টুর্নামেন্টের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে ঢাকার মুখোমুখি হবে তারা।
বরিশালের অধিনায়ক হওয়ার দৌড়ে অভিজ্ঞ বাঁহাতি ব্যাটার ফজলে মাহমুদ রাব্বি ও বাঁহাতি স্পিনার তানভির ইসলামের নামও ছিল আলোচনায়। এছাড়া ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ মইন খানের নামও উঠে আসে। তবে শেষ পর্যন্ত দায়িত্ব পেলেন সালমান।
এনসিএল টি-টোয়েন্টির গত আসরে দলকে অবিশ্বাস্য এক জয় এনে দিয়েছিলেন সালমান। চট্টগ্রামের বিপক্ষে ১৮৩ রানের লক্ষ্যে শেষ ওভারে ২৫ রান প্রয়োজন ছিল বরিশালের। ইফরান হোসেনের ওভারে তিন চারের সঙ্গে দুই ছক্কা মেরে ২৭ রান নিয়ে নেন সালমান।
আরও পড়ুন
সিলেটে মুশফিক, মেট্রোতে রিয়াদ, অধিনায়কহীন বরিশাল |
![]() |
ওই ম্যাচে একপর্যায়ে ১৭ বলে ১৬ রানে খেলছিলেন পেস বোলিং এই অলরাউন্ডার। সেখান থেকে পরের ১২ বলে ৩৭ রান করে দলকে জিতিয়ে আনন্দে মাতেন তিনি। টুর্নামেন্ট অবশ্য সার্বিকভাবে ভালো যায়নি বরিশালের। মাত্র ২ জয়ে সবার নিচে ছিল তারা।
ম্যাচ জেতানো ওই ইনিংস ছাড়া সালমানও আর তেমন কিছু করতে পারেননি। ৬ ইনিংসে ২৩.২০ গড়ে তার সংগ্রহ ছিল ১১৬ রান। তবে স্ট্রাইক রেট অবশ্য বেশ ভালো ছিল, ১৩৯.৭৫! আসরজুড়ে ৫ চারের সঙ্গে মারেন ৭টি ছক্কা। যার ৪টি একই ম্যাচে।
সব মিলিয়ে প্রায় এক যুগের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এখন পর্যন্ত মাত্র ২৩ ম্যাচ খেলেছেন ২৮ বছর বয়সী এই অলরাউন্ডার। ব্যাট হাতে ওই এক ফিফটিতে তার সংগ্রহ ২৫৪ রান। আর মিডিয়াম পেস বোলিংয়ে ক্যারিয়ারে করেছেন মোটে দুই ওভার।
বিপিএলে ফরচুন বরিশালের হয়ে দুই আসরে খেলেছেন সালমান। তবে খুব বেশি সুযোগ পাননি। সব মিলিয়ে ৪ ইনিংসে তার সংগ্রহ ৩৩ রান। তার নেতৃত্বেই এবার এনসিএল টি-টোয়েন্টি খেলবে বরিশাল বিভাগ।
কোচ-ক্রিকেটাররাই বলেন, টি-টোয়েন্টিতে ছোট-বড় দল বলে কিছু নেই। উপেক্ষা করার জো তো নেই-ই। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে জায়ান্ট কিলিংয়ের ঘটনা অহরহ। তীরে এসে তরি ডোবানো, অখ্যাত কোনো ক্রিকেটার ম্যাচের গতিপথ বদলে দেওয়ার ঘটনা এখানে একটু বেশিই দৃশ্যমান। যে কারণে কুড়ি ওভারের সংস্করণে খেলার ফল নিয়ে অগ্রীম বাজি ধরাও বেশ জটিল। তারপরও সম্প্রতি সময়ের পারফরম্যান্স ও দুই দলের শক্তি-দুর্বলতা বিবেচনা করে হয়তো মন্তব্য করা যায়।
এশিয়া কাপে কাল বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ। এটি এখন আর সাধারণ লড়াইয়ের তালিকায় ফেলা যায় না। দুই দলের ক্রিকেটীয় সম্পর্কের ইতিহাস রোমাঞ্চে ভরা। গত এক দশক ধরে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। তবে কাল দুবাইয়ে মনস্তাত্বিক শক্তি ছাড়াও আরও তিন কারণে লঙ্কানদের চেয়ে এগিয়ে থাকবে বাংলাদেশ। সম্প্রতি দুই দলের মুখোমুখি লড়াই, এশিয়া কাপে টাইগারদের উড়ন্ত শুরু এবং আসরে শ্রীলঙ্কার প্রথম মাঠে নামার অপেক্ষা।
আরও পড়ুন
খোঁচা দেওয়া অশ্বিনকে ইয়র্কার ছুড়লেন সাকিব |
![]() |
এশিয়া কাপে এখন পর্যন্ত মাঠে নামা হয়নি চরিত আসালাঙ্কাদের। বিপরীতে প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে অভিযান দারুণ শুরু করেছেন লিটন দাসরা। গতকাল প্রতিপক্ষকে অল্পতে আটকাতে না পারলেও লিটন-হৃদয়দের কার্যক ইনিংসের সৌজন্যে সহজ জয় পায় বাংলাদেশ। ফলে চাপমুক্ত থেকেই আজ লঙ্কানদের বিপক্ষে লড়বে তারা।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশকে এগিয়ে রাখার আরও একটি কারণ আছে ! সম্প্রকি দুই দলের মুখোমুখি পরিসংখ্যান। সব মিলিয়েটি-টোয়েন্টিতে ২০ বারের দেখায় জয়ের পাল্লা শ্রীলঙ্কার ভারী। তারা জিতেছে ১২ ম্যাচে, বাংলাদেশ ৮ ম্যাচে। তবে শেষটা আসালাঙ্কাদের বিপক্ষে। গত জুলাইয়ে লঙ্কানদের তাদের মাঠে হারিয়ে ফেরেন লিটনরা। সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে পরবর্তীতে নিজেদের মাঠে পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে দাপট দেখিয়ে সিরিজ জেতে বাংলাদেশ। এশিয়া কাপেও সেই ছন্দ ধরে রেখেছে তারা।
আরও পড়ুন
‘শ্রীলঙ্কার বিপক্ষে জেতার জন্যই মাঠে নামব’ |
![]() |
টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সবশেষ দুই জয় ছিল বেশ চোখজুড়ানো। পাল্লেকেলেতে সাত উইকেটে হারের পর ডাম্বুলা ও প্রেমাদাসায় ঘুরে দাঁড়িয়ে প্রথমবার স্বাগতিকদের মাঠে এই সংস্করণে সিরিজ জয়। সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ হারের পর- যা তাদের সুপথে ফেরাতে সহায়তা করে। বিশেষ করে লিটন-হৃদয় লঙ্কা-স্মৃতি জাগিয়ে তোলার মোক্ষম সুযোগ পাচ্ছেন কাল আবারও।
সবশেষ শ্রীলঙ্কা সফরে দুর্দান্ত দুটি ইনিংস খেলেছেন লিটন। সিরিজের প্রথম ইনিংসে ব্যর্থ হওয়ার পর ৭৬ ও ৩২ রানের ইনিংস খেলেন দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টিতে। সেই ছন্দ ধরে রেখেছেন বাংলাদেশ অধিনায়ক। নিজের শেষ চার টি-টোয়েন্টিতে করেছেন তিনটি ফিফটি। হংকংয়ের বিপক্ষে তাওহীদ হৃদয়ের কচ্ছপ গতির ব্যাটিং নিয়ে ব্যাপক সমালোচনা হয়। দলে নিজের অবস্থান থিতু করার হয়তো আরেকটি সুযোগ পাবেন এই মিডল অর্ডার ব্যাটার।
আরও পড়ুন
র্যাঙ্কিংয়ের ৩০ নম্বর বোলারকে বিশ্বসেরা বলছেন পাকিস্তান কোচ |
![]() |
দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন ধারাবাহিক ছিলেন লঙ্কা সিরিজে। বিশেষ করে ইমন ৬৭, ২৮ ও ৩৮ রান করেছেন তিন ইনিংসে। তানজিদের অপেক্ষায় রানে ফেরার। আস্থার জায়গা বোলিংয়েও আছে উন্নতির সুযোগ।
তবে মাঠে নামার আগে এসব অতীত পরিসংখ্যান বা দ্বৈরথ নিয়ে ভাবতে চান না তানজিম হাসান সাকিব। প্রতিপক্ষ যারাই হোক জয়ের লক্ষ্যে মাঠে নামবেন বললেন এই তরুণ পেসার,
‘আমাদের অ্যাপ্রোচ একবারে সোজাসাপ্টা, আমরা জেতার জন্যই মাঠে যাব। শ্রীলঙ্কার সঙ্গে আমরা সিরিজ জিতেছি, এটা আমাদের আত্মবিশ্বাস দেবে। দ্বৈরথ আসলে থাকবেই। একটা টুর্নামেন্টে আপনি যে দলের বিপক্ষেই খেলেন না কেন জেতাটা মূখ্য বিষয়। এটা হোক শ্রীলঙ্কা, আফগানিস্তান, হোক ভারত-পাকিস্তান। সুতরাং আমরা মাঠে জেতার জন্যই মাঠে নামব। । দ্বৈরথ—আমার কাছে এগুলো কোনো কিছু মুখ্য বিষয় না। ম্যাচ জেতা গুরুত্বপূর্ণ।'
জয় দিয়ে এশিয়া কাপের শুরু করেছে বাংলাদেশ দল। অবশ্য হংকংয়ের মতো খর্বশক্তির দলের বিপক্ষে জয়টা প্রত্যাশিতই ছিল। লিটন দাসের দলের পরের পরীক্ষা শ্রীলঙ্কার বিপক্ষে। এই ম্যাচে জয় পেলেই গ্রুপ ‘বি’ থেকে সুপার ফোর অনেকটাই নিশ্চিত হবে বাংলাদেশের।
এশিয়া কাপ জয়ের লক্ষ্য নিয়েই আমিরাতে যায় টি-টোয়েন্টিতে দারুণ ছন্দে থাকা বাংলাদেশ। তবে প্রতিযোগিতার বাকি দলগুলোকে টপকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে কঠিন পথই পাড়ি দিতে হবে লিটনদের। সে পর্যন্ত যেতে ম্যাচ ধরে ধরে এগোতে চায় বাংলাদেশ।
আরও পড়ুন
‘শ্রীলঙ্কার বিপক্ষে জেতার জন্যই মাঠে নামব’ |
![]() |
আগামীকাল বাংলাদেশের চ্যালেঞ্জ শ্রীলঙ্কা বাধা পেরোনো। সেই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হয়ে আসেন তানজিম হাসান সাকিব। দলের পরিকল্পনাসহ বিভিন্ন প্রসঙ্গে কথা বলেন এই তরুণ পেসার।
এশিয়া কাপে বাংলাদেশের সামর্থ্য কিংবা সম্ভাবনা নিয়ে রবিচন্দন অশ্বিনের করা খোঁচা দেওয়া মন্তব্য নিয়েও সাকিবের কাছে জানতে চাওয়া হয়। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে সাবেক ভারতীয় এই ক্রিকেটার বলেন,
‘আমরা তো বাংলাদেশ নিয়ে একটুও কথা বলি না। কারণ ওদের নিয়ে বলার মতো কিছু নেই। এরা আসলে কীভাবে ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে?’
আরও পড়ুন
র্যাঙ্কিংয়ের ৩০ নম্বর বোলারকে বিশ্বসেরা বলছেন পাকিস্তান কোচ |
![]() |
অশ্বিনের এমন মন্তব্যের জবাবে পাল্টা তোপ দাগলেন সাকিব,
‘আপনি কারও মুখ আটকে রাখতে পারবেন না। আমার মুখ আছে, আমি যা ইচ্ছা তাই বলতে পারব। বিশেষ করে যারা চুক্তির মধ্যে নেই। কে কী বলল না বলল, এগুলোয় আসলে কিছু আসে–যায় না।’
আরও পড়ুন
এশিয়া কাপে পাকিস্তানের ‘বড় সমস্যা’ |
![]() |
নিজেদের সেরাটা দিয়ে লক্ষ্য ধরে এগোনোর কথা বলেন সাকিব,
‘আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করি। এখানে একটা লক্ষ্য নিয়ে এসেছি। আমরা আমাদের সেরাটা খেলব। এখন কেউ আমাদের বড় দল বলল, ছোট দল বলল, ওটা আসলে দেখার কোনো সময়ই নেই।’
সমর্থকদের মধ্যে ক্রিকেট নিয়ে আবেগের কমতি নেই। তবে পেশাদার ক্রিকেটার হিসেবে আবেগকে প্রশ্রয় দেওয়ার বিপক্ষে সাকিব,
‘দেখুন, পেশাদার ক্রিকেটার হিসেবে আমরা যখন মাঠে নামি, তখন প্রক্রিয়াটা মেনে চলার চেষ্টা করি। সমর্থকদের পাগলামি থাকবে, তারা আবেগপ্রবণ হবে। কিন্তু পেশাদার ক্রিকেটার হিসেবে আমি যদি আবেগপ্রবণ হই, তাহলে তো হবে না।’
হংকংয়ের বিপক্ষে জয় দিয়ে নিজেদের এশিয়া কাপ অভিযান শুরু করেছে বাংলাদেশ দল। আগামীকাল দুবাইয়ে লিটন দাসরা মাঠে নামবে শ্রীলঙ্কার বিপক্ষে। সম্প্রতি লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও জিতেছেন তাঁরা। বিশ ওভারের ম্যাচে কোনো দলকেই অবশ্য হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।
তবে বাংলাদেশ দলে পেসার তানজিম হাসান সাকিব জানিয়েছেন, প্রতিপক্ষ যে দলই হোক, তাঁরা মাঠে নামবেন জয়ের জন্যই। দুবাইয়ে আজ মাচপূর্ব সংবাদ সম্মেলনে তানজিম সাকিব বলেন,
‘দ্বৈরথ আসলে থাকবেই। একটা টুর্নামেন্টে আপনি যে দলের বিপক্ষেই খেলেন না কেন জেতাটা মূখ্য বিষয়। এটা হোক শ্রীলঙ্কা, আফগানিস্তান, হোক ভারত-পাকিস্তান। সুতরাং আমরা মাঠে জেতার জন্যই মাঠে নামব। । দ্বৈরথ—আমার কাছে এগুলো কোনো কিছু মুখ্য বিষয় না। ম্যাচ জেতা গুরুত্বপূর্ণ।'
আরও পড়ুন
র্যাঙ্কিংয়ের ৩০ নম্বর বোলারকে বিশ্বসেরা বলছেন পাকিস্তান কোচ |
![]() |
বাংলাদেশ-শ্রীলঙ্কার ক্রিকেটীয় সম্পর্কের ইতিহাস রোমাঞ্চে ভরা। গত এক দশকে এই দুই দলের ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। তবে মাঠে নামার আগে এসব অতীত পরিসংখ্যান বা আবেগ নয়, জয়ের লক্ষ্যেই চোখ রাখতে চান তানজিম সাকিব,
‘আমাদের অ্যাপ্রোচ একবারে সোজাসাপ্টা, আমরা জেতার জন্যই মাঠে যাব। শ্রীলঙ্কার সঙ্গে আমরা সিরিজ জিতেছি, এটা আমাদের আত্মবিশ্বাস দেবে।’
আরও পড়ুন
এশিয়া কাপে পাকিস্তানের ‘বড় সমস্যা’ |
![]() |
এশিয়া কাপের আগে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলে এসেছে বাংলাদেশ দল। প্রতিপক্ষের খুঁটিনাটি জানে বলেই সঠিক পরিকল্পনার আশ্বাস দিলেন সাকিব। এ তরুণ এই পেসার বলেন,
‘আমরা তো পূর্ণাঙ্গ একটা সিরিজ খেলেছি—টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি ছিল। আমরা তাদের সব খেলোয়াড়কেই ভালো জানি। আমরা ঠিকঠাক পরিকল্পনা করব। অবশ্যই, তাদের বেশ কয়েকজন ভালো খেলোয়াড় আছে এবং আমরা তাদের আটকানোর চেষ্টা করব। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলব, ইনশাআল্লাহ।’
এশিয়া কাপের শুরুটা ভালো হয়েছে বাংলাদেশের। গতকাল তারা ৭ উইকেটে হারিয়েছে হংকংকে। কাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে রাত সাড়ে ৮টায়।
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আজ ওমানের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান। কোচ মাইক হেসনের ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে প্রশ্ন হলো বেশি ভারত ম্যাচ প্রসঙ্গে! টুর্নামেন্টে ব্যাটিং নিয়ে চিন্তার কথা বললেন পাকিস্তান কোচ। তবে তৃপ্তির ঢেকুর তুললেন বোলিং আক্রমণ নিয়ে।
হেসনের মতে, পাকিস্তানের বোলিংয়ে দারুন বৈচিত্র্য। পেসারদের সঙ্গে আছে পাঁচ স্পিনার। অফ স্পিন, বাঁহাতি স্পিন, রিস্ট স্পিন-সবই আছে তাঁর দলে। হেসনই বললেন,
‘আমাদের দলে পাঁচজন স্পিনার আছে, যা আমাদের জন্য একটা বড় সুবিধা।’
সম্প্রতি ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তান ও আরিব আমিরাতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। ফাইনালে আফগানদের বিপক্ষে হ্যাটট্রিক করেন বাঁহাতি স্পিনার মোহাম্মদ নওয়াজ। তারপর টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় ১৩ ধাপ টপকে ৩০ নম্বরে উঠেন তিনি।
হেসন মনে করেন, ৩০ নম্বরে থাকা নওয়াজ এখন বিশ্বসেরা স্পিনার। পাকিস্তান কোচ বলেন,
‘আমাদের কাছে মোহাম্মদ নওয়াজ আছেন, যিনি এই মুহূর্তে বিশ্বের সেরা স্পিনার। দলে ফেরার পর থেকে গত ছয় মাস ধরে তিনি এভাবেই র্যাঙ্কিংয়ে আছেন। এ ছাড়া আমাদের কাছে আবরার আহমেদ এবং সুফিয়ান মুকিম আছেন, যারা দারুণ করছে। সাইম আইয়ুব এখন বিশ্বের শীর্ষ দশ অলরাউন্ডারের মধ্যে চলে এসেছে, আর সেটি এসেছে তার বল হাতে উন্নতির কারণেই।'
আগামী পরশু চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। সে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত হেসন,
‘আমরা জানি ভারত দারুণ আত্মবিশ্বাসী এবং সেটাই স্বাভাবিক, কারণ তারা অসাধারণ ক্রিকেট খেলছে। তবে আমরা প্রতিদিন নিজেদের উন্নতির দিকে নজর দিচ্ছি। খুব বেশি আগে কিছু ভাবছি না, কিন্তু আমরা সামনে থাকা চ্যালেঞ্জ সম্পর্কে সচেতন। এটিকে কোনো বিশাল দায়িত্ব বলব না, বরং বলব একটি কঠিন চ্যালেঞ্জ, আর আমরা সেটির অপেক্ষায় আছি।'