বিদায় শব্দটার সঙ্গে কষ্ট কিংবা আবেগের সর্ম্পক বেশ গভীর। আর সেই বিচ্ছেদ যদি হয় এমন কিছুর সাথে, যেখানে হাসি-কান্না, ব্যর্থতা কিংবা উল্লাসের মতো হাজারও গল্প লেখা হয়েছে, তাহলে তো আর কথাই নেই।
আর্জেন্টিনার বুয়েন্স আইরেসের এস্তাদিও মনুমেন্তালেও এমনই এক বিদায়ী বাঁশির সুর শুনতে যাচ্ছে ফুটবল বিশ্ব। চেনা আঙিনায় নিজের শেষ ম্যাচটি খেলার সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।
বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি শুরু হতে ২৪ ঘন্টাও বাকি নেই। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসি ঘরের মাঠে শেষ ম্যাচ খেলবেন, আর আবেগের জোয়ারে পুরো দেশ ভেসে যাবে সেটাই যে স্বাভাবিক।
আরও পড়ুন
মেসির ২১ বছর আগের পাওনা ৬ হাজার টাকা ফেরত দিতে চান সাবেক সতীর্থ |
![]() |
এই আবেগ ছুঁয়ে গেছে মেসির একসময়ের সতীর্থ থেকে বর্তমানে আর্জেন্টিনার দলের কোচ লিওনেল স্কালোনিকেও। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনেও উঠে এসেছে নানান প্রসঙ্গ। আর্জেন্টাইন সুপারস্টারে বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে আবেগ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে স্কালোনির।
খেলোয়াড়ি জীবনের সঙ্গী মেসিকে ছোটবেলা থেকেই চেনেন স্কালোনি। তাই একসঙ্গে পথচলার স্মৃতি মনে করতে গিয়েই তার চোখ ভিজে ওঠে। এক পর্যায়ে উপস্থিত এক সাংবাদিকও আবেগাপ্লুত হয়ে পড়েন।
পরিবেশটা হালকা করতে স্কালোনি মৃদু হাসিতে বলেন, ‘আপনি কাঁদছেন? আমার তো এমন ইচ্ছে ছিল না।’ জবাবে সেই সাংবাদিক বললেন, ‘আপনি আমাকে জীবনের সবচেয়ে বড় আনন্দটা দিয়েছেন।’
এই কথা শুনে আর আবেগ সামলাতে পারেননি আর্জেন্টিনা কোচ। চোখের কোণে জল চলে আসে। তবে পরক্ষণেই হালকা রসিকতা করে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের বোধহয় এখানেই থামা উচিত।’
আর্জেন্টিনা জাতীয় দল ও স্কালোনির হৃদয়ে মেসি যে কতটা জায়গা জুড়ে আছে সেটাই বুঝালেন আলবিসেলেস্তাদের বিশ্বকাপ জয়ী কোচ।
“আমি তার সঙ্গে খেলেছি, কেবল বলটা তার কাছে পাস দেওয়াটাই ছিল এক বিশেষ অনুভূতি। বিশ্বকাপে তার পাশে থাকা, আর তাকে ট্রফি উঁচিয়ে ধরতে দেখাও এক অদ্ভুত আবেগের মুহূর্ত। সময় যত গড়াবে, আমরা সবাই আরও ভালোভাবে বুঝতে পারব সেটার মানে।”
“আগামীকাল হবে এক অনন্য ও আবেগঘন দিন। আমি নিশ্চিত, এটা তার আর্জেন্টিনায় শেষ ম্যাচ নয়। আমরা নিশ্চিত করব, যদি সে চায় তবে আবারও এখানে খেলুক। কারণ সে এর যোগ্য।”
আরও পড়ুন
ইংল্যান্ডের প্রথম মুসলিম ফুটবলার হয়ে স্পেন্স বললেন, ‘অনেক প্রার্থনা করি’ |
![]() |
মেসির আরও অনেক ভক্ত-সমর্থকের মতো স্কালোনিও বিশ্বাস করেন মেসির কোনো বিকল্প কখনো ছিল না, এমনকি ভবিষ্যতেও রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ীর কোনো উত্তরসূরি দেখা যাবে না।
“আর্জেন্টিনা কিংবা বিশ্ব ফুটবলে মেসির উত্তরসূরি? না, তেমন কেউ হতে পারে না। হবেও না। হয়তো কিছু মহান খেলোয়াড় আসবেন, যারা একটি যুগে ছাপ রাখবেন। কিন্তু তিনি যে কাজগুলো এত দীর্ঘ সময় ধরে করে গেছেন, আমি মনে করি তা আর পুনরাবৃত্তি হবে না।”
“ফুটবলে অনেক অবিশ্বাস্য ঘটনা ঘটে, তবু আমি প্রায় নিশ্চিত করে বলতে পারি ওর মতো কিছু আবার দেখা অসম্ভব। আমার বিশ্বাস, তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই।”
No posts available.
২০ অক্টোবর ২০২৫, ৮:১৩ পিএম
২০ অক্টোবর ২০২৫, ৭:৪৫ পিএম
২০ অক্টোবর ২০২৫, ৭:৩৪ পিএম
কিক অফের পর দ্রুতই মিলল গোল, লিড ধরে রেখে দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়িয়ে নিল বসুন্ধরা কিংস। স্টেডিয়ামে আগত দর্শকরা নিজ দলের জোড়া গোল উপভোগের পাশাপাশি দেখলেন কিউবা মিচেলের বাংলাদেশ ফুটবল লিগে অভিষেক। স্মরণীয় ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ল পাঁচবারের লিগ চ্যাম্পিয়নরা।
সোমবার বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ ফুটবল লিগের খেলায় ফর্টিসকে ২-১ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। দলের হয়ে একটি করে গোল করেন দরিয়েলতন গোমেজ নাসিমেন্তো ও ফয়সাল আহমেদ ফাহিম। ফর্টিসের হয়ে একমাত্র গোলটি করেন অনিকাচি ওকাফোর।
লিগের প্রথম ম্যাচে পিডব্লিউডির বিপক্ষে ২-২ গোলে ড্রয়ের পর ফর্টিসকে হারিয়ে চলতি মৌসুমে লিগে প্রথম জয় তুলে নিল বসুন্ধরা কিংস। এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে এল পাঁচবারের লিগ চ্যাম্পিয়নরা। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। তালিকার তিন ও চারে থাকা পিডব্লিউডি এবং বাংলাদেশ পুলিশ এফসিরও পয়েন্ট সমান চার করে। পাঁচে থাকা ব্রাদার্স ইউনিয়নের পয়েন্ট ৩।
ম্যাচ শুরুর পর প্রথম আক্রমণে বসুন্ধরা কিংসকে লিড এনে দেন দরিয়েলতন। মাঝ মাঠ থেকে রাফায়েল আগুস্তরের কাছ থেকে লং বল পেয়ে হেডে গোলকিপার সুজান পেরেইরাকে বোকা বানান কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। লিগের প্রথম ম্যাচেও গোল করেছিলেন দরিয়েলতন।
পঞ্চম মিনিটে গোল মিস করেন ফর্টিসের সাজ্জাদ। নয়নের দূরপাল্লার শটটি ছিল শ্রাবণের শরীর বরাবর; তালুবন্দি করতে গিয়ে হাত ফসকে বেরিয়ে যায় কিংস গোলকিপারের থেকে। সামনে থাকা সাজ্জাদ লাফিয়ে শট নেন, তবে এবারও ছিল শ্রাবণের শরীর বরাবর, যে কারণে অনায়াসে তালুবন্দি করেন তিনি। এমন সুযোগ হাতছাড়া করে ফর্টিস ফরোয়ার্ডেরও যেন বিশ্বাস হচ্ছিল না।
১১ মিনিটে ফের গোলের দারুণ সুযোগ মিস করে ফর্টিস। গোলকিপার শ্রাবণের কাছে চন্দনের ব্যাকপাসে বক্সের বাম প্রান্তে বল পেয়ে যান ফর্টিসের সাজ্জাদ; তবে তাঁর ক্রসে অনেকটা ফাঁকা পোস্টে বল জড়াতে পারেননি পা ওমর বাবু।
২৯ মিনিটে রাকিব হোসেন উঠে গেলে বদলি হিসেবে নামেন মজিবর রহমান জনি। ৩৭ মিনিটে পা ওমর বাবুর শট ফিস্ট করে ক্লিয়ার করেন শ্রাবণ।
৪৪ মিনিটে আরেকবার জমে উঠেছিল আগুস্ত-দরিয়েলতন রসায়ন। বক্সের সামনে থেকে আগুস্তরের লং পাসে হেড নেন দরিয়েলতন; তবে অল্পের জন্য এই ফরোয়ার্ড খুঁজে পাননি জালের দেখা। বল বেরিয়ে যায় বক্সের ডান পাশ ঘেঁষে।
বিরতির পর লিড বাড়িয়ে নেওয়ার সুযোগ আসে বসুন্ধরা কিংসের সামনে। ৫১ মিনিটে তপুর কাছ থেকে পাওয়া দারুণ পাসে বলের নিয়ন্ত্রণ নিতে পারেননি দরিয়েলতন।
পরের মিনিটে নিশ্চিত গোল ঠেকিয়ে দেন ফর্টিস গোলকিপার; আগুস্তরের কাছ থেকে বল পেয়ে বা প্রান্ত দিয়ে একজনকে কাটিয়ে বক্সে ঢুকে ক্রস দেন ফাহিম। গোলমুখের সামনে দরিয়েলতনের টোকা ফিরিয়ে দেন সুজান পেরেইরা।
৬০ মিনিটে ফাহিমের গোলে লিড দ্বিগুণ করে বসুন্ধরা কিংস। আক্রমণের শুরুটা করেন তাজ উদ্দিন। ডান কর্নারের কাছ দিয়ে বক্সে ঢুকে পড়েন জনি। ফর্টিসের বোরহান ও মিঠুকে কাটিয়ে ক্রস দিলে বলে হালকা টাচে মঞ্জুরুর ও নয়নকে বোকা বানান দরিয়েলতন। এরপর অনেকটা আনমার্ক থাকা ফাহিম ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন।
৭১ মিনিটে জোড়া বদলি, ইমানুয়েল সানডের সঙ্গে মাঠে নামেন কিউবা মিচেল। সেই সঙ্গে বাংলাদেশ ফুটবল লিগেও অভিষেক হয় ইংল্যান্ড প্রবাসী ফুটবলারের।
কিংসের জার্সিতে অবশ্য এএফসি চ্যালেঞ্জ লিগেই অভিষেক হয়েছিল কিউবার। আর অভিষেক ম্যাচে গোলও পেতে পারতেন শুরুতেই। ৭৯ মিনিটে দরিয়েলতনের বাড়ানো বলে বক্সের একটু সামনে থেকে গোলে সরাসরি শট নেন কিউবা, তবে কর্নারের বিনিময়ে ক্লিয়ার করেন ফর্টিস গোলকিপার।
ম্যাচের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ওকাফোর এক গোল পরিশোধ করলেও হার এড়াতে পারেনি ফর্টিস। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস।
দিনের অপর ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘকে ১-০ গোলে জয় পেয়েছে পিডব্লিউডি।
ব্যাক টু ব্যাক জয়। ম্যানচেস্টার
ইউনাইটেড কবে এমন টানা জয় উপহার দিয়েছে? ভাবতে গিয়ে গুলিয়ে ফেলাটাই স্বাভাবিক। প্রিমিয়ার
লিগের ১৩ বারের শিরোপা জয়ী দলটি গত কয়েক সিজন ধরেই ধুঁকছে। ২০২৪-২৫ মৌসুমে ১৫তম স্থানে
থেকে যাত্রা শেষ হয় তাদের। স্থান হয়নি চ্যাম্পিয়নস লিগেও।
সমস্যায় জর্জরিত দলটি কোচ
পরিবর্তনের ঝুঁকি নেয়। এরিক টেন হাগের জায়গায় স্থলাভিষিক্ত করা হয় রুবেন আমোরিমকে।
ব্রায়ান এমবেওমো ও মাথেউস কুনহার মতো অভিজ্ঞ খেলোয়াড়দেরও দলে ভেড়ায়। তারপরও কোচের একগুয়ে
সিদ্ধান্ত ও চ্যালেঞ্জ নিতে না পারার কারণে বারবারই হোঁচট খাচ্ছে ম্যান ইউনাইটেড।
২০২৫-২৬ মৌসুমের শুরুটাও
ভুলে যাওয়ার মতো হয়েছিল রুবেন আমোরিমদের। তবে সবশেষ দুই ম্যাচে সান্ডারল্যান্ড ও লিভারপুলের
বিপক্ষে জয় তুলে নিয়েছে তারা। অদ্ভুত ব্যাপার হলো, টানা দুই ম্যাচ জিততে ৩৫টি ম্যাচ
অপেক্ষা করতে হয়েছে দ্য রেড ডেভিলসদের।
ঐতিহ্যবাহী একটি দল হিসেবে,
এই অপেক্ষাকে লজ্জাজনক বললেন হ্যারি মাগুইর। গতকাল অ্যানফিল্ডে লিভারপুলকে হারিয়ে দেওয়ার
নায়ক এই ইংল্যান্ড সেন্টারব্যাক। ১-১ ব্যবধানে নিষ্পত্তিতে যাওয়া ম্যাচের ফল বদলে দেন
তিনি।
ম্যাচ শেষে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক অধিনায়ক বলেছেন,
‘এটি সত্যিই লজ্জাজনক ব্যাপার। এটি এমন একটি পরিসংখ্যান, যার কথা আমরা আদৌ বলা উচিত না, কারণ এটি লজ্জাজনক।’
মাগুইর আরও বলেছেন,
‘এটি থেকে বের হতে আমাদের পরবর্তী ম্যাচে ব্রাইটনের বিপক্ষে জিততে হবে। কারণ আমাদের একটু বেশি ধারাবাহিকতা তৈরি করতে হবে। গত তিন বা চার বছর ধরে আমরা এমন একটি পারফরম্যান্স করে দেখিয়েছি এবং পরবর্তী ম্যাচে আবার নিচে চলে যাই।’
‘এটি থেকে বের হতে আমাদের পরবর্তী ম্যাচে ব্রাইটনের বিপক্ষে জিততে হবে।
কারণ আমাদের একটু বেশি ধারাবাহিকতা তৈরি করতে হবে। গত তিন বা চার বছর ধরে আমরা এমন
একটি পারফরম্যান্স করে দেখিয়েছি এবং পরবর্তী ম্যাচে আবার নিচে চলে যাই।’
লিভারপুলের বিপক্ষে হ্যারি
মাগুইরের গোলটি মৌসুমের প্রথম গোল। যদিও এর আগে একটি অ্যাসিস্ট ছিল ইংলিশ ডিফেন্ডারের।
বাংলাদেশ নারী ফুটবল দল
আগামীকাল দুইটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে রওনা দেবে থাইল্যান্ডের উদ্দেশে। আগামী বছরের
মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবেই এই সফর।
অক্টোবরের ফিফা উইন্ডোকে
কাজে লাগিয়ে দলকে গুছিয়ে নিতে চান ব্রিটিশ কোচ পিটার বাটলার। তাই এই সফরে মূল লক্ষ্য
জয় বা হার নয়, বরং উন্নতির দিকেই নজর রাখছেন তিনি।
থাইল্যান্ড সফরে ২৩ জনের
স্কোয়াডে দুই পরিবর্তন এনেছেন কোচ বাটলার। ডাক পেয়েছেন রুমা আক্তার ও সিনহা জাহান শিখা।
জুন-জুলাইয়ে মিয়ানমারে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইয়ের দল থেকে বাদ পড়েছেন নিলুফা ইয়াসমিন
ও সৌরভী আকন্দ প্রীতি।
ম্যাচ দুটি সামনে রেখে
চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে ২১ দিনের ক্যাম্প করেছে বাংলাদেশ নারী দল। যদিও সেই ক্যাম্পে
ছিলেন না ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমাসহ ৯ ফুটবলার। ভুটানের নারী লিগে ব্যস্ত ছিলেন
তাঁরা৷ দলের সঙ্গে দীর্ঘদিন না থাকায় নতুন করে মানিয়ে নিতে হচ্ছে তাদের।
আজ সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে সংবাদ সম্মেলনে কোচ বাটলার বলেন,
‘মানিয়ে নেওয়া তাদের (ঋতুপর্ণাদের) জন্য বেশ কঠিন হলেও আমি মনে করি, আমরা কীভাবে কাজ করি, সেটি ওদের জানা। তাই এই মেয়েদের নিয়ে কোনো সমস্যা দেখছি না। তাঁরা জানে, আমরা কীভাবে খেলি।’
কোচের কথার সঙ্গে সুর মিলিয়েছেন অধিনায়ক আফঈদা খন্দকার,
‘তাদের সঙ্গে ক্যাম্পে ৭-৮ বছর এক সঙ্গে থাকছি। আমরা একে অপরকে ভালো করে জানি। গত দুইদিন অনুশীলন করেছি কয়েক জনের সঙ্গে৷ কোনো রকম সমস্যা হয়নি। আশা করছি, বাকিদের ক্ষেত্রেও একই রকম হবে। কোনো সমস্যা দেখছি না।’
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১০৪-এ। লাল সবুজ দলের চেয়ে ৫১ ধাপ এগিয়ে থাইল্যান্ড (৫৩)। তবুও বাটলার দেখতে চান লড়াকু বাংলাদেশকে,
‘হার বা জিতের মানসিকতা নয়, এই ধরনের ম্যাচ থেকে আসলে আমরা কী পেতে চাই, তা নিয়ে কখনও কখনও বাস্তববাদী হতে হবে। আমি চাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্স। ’
ব্যাংককের চালের্ম ফ্রাকিয়াত
ব্যাং মড স্টেডিয়ামে ম্যাচ দুটি হবে ২৪ ও ২৭ অক্টোবর।
বাংলাদেশ দল:
গোলরক্ষক: রুপনা চাকমা,
মিলি আক্তার, স্বর্ণা রাণী মণ্ডল।
ডিফেন্ডার: নবীরন খাতুন
আফঈদা খন্দকার (অধিনায়ক), কোহাতি কিসকু, রুমা আক্তার,শামসুন্নাহার (সিনিয়র), হালিমা
আক্তার, জয়নব বিবি রিতা, শিউলি আজিম।
মিডফিল্ডার: মারিয়া মান্দা,
মনিকা চাকমা, মুনকি আক্তার, স্বপ্না রানী।
ফরোয়ার্ড: উমেহলা মারমা,
শাহেদা আক্তার রিপা, মোসাম্মৎ সুলতানা, মোসাম্মৎ সাগরিকা, তহুরা খাতুন, শামসুন্নাহার
(জুনিয়র), ঋতুপর্ণা চাকমা, সিনহা জাহান শিখা।
চেলসি ও ওয়েস্ট হ্যামের সাবেক কোচ গ্রাহাম পটার সুইডেন ফুটবল দলের দায়িত্ব নিয়েছেন। ৫০ বছর বয়সী পটার এর আগে সুইডেনে সাত বছর কোচিং করেছেন ওস্টারসুন্ড ক্লাবে, দলটিকে চতুর্থ বিভাগ থেকে দেশের শীর্ষ স্তর ও ইউরোপীয় প্রতিযোগিতায় নিয়ে গিয়েছিলেন। এবার তাঁর ওপর আস্থা রাখল সুইডিশ ফুটবল ফেডারেশন (এসভিএফএফ)।
সবশেষ লন্ডনের ক্লাব ওয়েস্ট হ্যামে দায়িত্ব পালন করেছিলেন পটার। সুইডেনের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত পটার। আপাতত তাঁর লক্ষ্য, সুইডেনকে ২০২৬ বিশ্বকাপের মূলপর্বে নিয়ে যাওয়া, ‘আমি এই দায়িত্বে নিঃসন্দেহে গর্বিত, তবে এক সঙ্গে অত্যন্ত অনুপ্রাণিত। সুইডেনে অসাধারণ খেলোয়াড়রা রয়েছেন, যারা বিশ্বের সেরা লিগগুলোতে খেলেন। আমার কাজ হবে এমন পরিবেশ তৈরি করা যাতে আমরা দল হিসেবে সর্বোচ্চ পর্যায়ে খেলতে পারি এবং আগামী বিশ্বকাপে সুইডেনকে পৌঁছে দিতে পারি।’
পটারকে দায়িত্বে নেওয়ার আগে সুইডেনের দলের কোচ ছিলেন জোন ডাল টমাসন। বিশ্বকাপ বাছাইপর্বে হতাশাজনক শুরুতে দায়িত্ব থেকে বরখাস্ত হন তিনি। ফেব্রুয়ারি ২০২৪ সালে দায়িত্ব নেওয়া ডেনিশ কোচ টমাসনের বরখাস্তকরণ সুইডেনের পুরুষ দলের ইতিহাসে প্রথমবারের ঘটনা।
আরও পড়ুন
প্রতিপক্ষের দুই লাল কার্ডের ম্যাচে এমবাপের গোলে রিয়ালের জয় |
![]() |
সুইডিশ ফুটবল ফেডারেশনের চেয়ারম্যান সাইমন অ্যাস্ট্রোম বলেন, ‘আমাদের লক্ষ্য এখনো বিশ্বকাপে পৌঁছানো। মার্চে প্লে-অফ খেলার জন্য আমরা প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়েছি। গ্রাহাম পটার আমাদেরকে শক্তিশালী এবং অভিজ্ঞ নেতৃত্ব প্রদান করবেন, যা সর্বোচ্চ স্তরে পরীক্ষিত।’
পটারের অধীনে নভেম্বরে সুইজারল্যান্ড ও স্লোভেনিয়ার বিপক্ষে দুইটি ম্যাচ খেলবে সুইডেন। তাঁর চুক্তি বিশ্বকাপ প্লে-অফ পর্যন্ত সম্প্রসারিত হবে, যদি সুইডেন যোগ্যতা অর্জন করে।
‘বি’ গ্রুপে থাকা সুইডেন চার ম্যাচে মাত্র এক পয়েন্ট অর্জন করে টেবিলে সবার নিচে রয়েছে। কসোভোতে পরপর দুই পরাজয় এবং সাম্প্রতিক হোম ম্যাচে ১-০ গোলে হারের ফলে সুইডেনের সরাসরি বিশ্বকাপে যাওয়ার যোগ্যতার আশা শেষ। এসভিএফএফ টমাসনের বরখাস্তের কারণ হিসেবে দলের প্রত্যাশা পূরণে ব্যর্থতা দেখানো হয়েছে বলে উল্লেখ করে।
ফুটবল পরিচালক কিম ক্যালস্ট্রোম বলেন, ‘গ্রাহামের আগমন আমাদের জন্য আনন্দের। আমরা পরিস্থিতি জানি এবং বিশ্বাস করি, তার নেতৃত্বের দক্ষতায় দল একত্রিত হবে। তিনি ম্যাচ জেতার জন্য কৌশলগত দক্ষ এবং খেলোয়াড়দের শক্তি ও পারস্পরিক সহযোগিতা সঠিকভাবে কাজে লাগাতে সক্ষম।’
আরও একবার দলের জয়ে অবদান রাখলেন। সিরি‘আ’তে পরশু জুভেন্টাসের বিপক্ষে কোমোর ২-০ ব্যবধানের জয়ে একটি গোলের সঙ্গে সতীর্থে দিয়ে করিয়েছেন আরেকটি গোল। ধারে ইতালির ক্লাবটিতে যোগ দিয়ে নিয়মিতই চমক দেখিয়ে যাচ্ছেন আর্জেন্টিনার প্রতিভাবান অ্যাটাকিং মিডফিল্ডার।
কোমোর ঘরের মাঠ সিনিগালিয়ায় চার মিনিটে কর্নার থেকে দারুণ এক ক্রসে বল জুভেন্টাসের বক্সে পাঠান নিকো। সেখান থেকে বল জালে জড়ান মার্ক-ওলিভার কেম্প। ম্যাচের ৭৯ মিনিটে জাদুকরী মুহূর্তের স্বাক্ষী করেন নিকো। মাঝমাঠ থেকে বল পেয়ে বক্সের প্রান্তে এগিয়ে যান আর্জেন্টাইন মিডফিল্ডার। এরপর জুভেন্টাসের ডিফেন্ডার আন্দেয়া কম্বিয়াসোকে পরাস্ত করে বাঁ পায়ের অসাধারণ এক শটে জাল কাঁপান নিকো পাজ। নিকো পাজের দূত্যি ছড়ানোর ম্যাচে ১৯৫২ সালের পর জুভেন্টাসের বিপক্ষে প্রথম জয়ও পেল কোমা।
আরও পড়ুন
‘মাথা উঁচু রাখো ছেলেরা’, স্বপ্নভঙ্গের পর যুবাদের স্বান্ত্বনা মেসির |
![]() |
২০২৫-ে২৬ মৌসুমে সিরি‘আ’তে চারটি গোলের সঙ্গে সমান চারটি অ্যাসিস্ট করেছেন নিকো পাজ। মাঠে গোলের সুযোগ তৈরি করা, সতীর্থের গোলে সহায়তা করা, নিঁখুত ফিনিশিংয়ে বল জালে পাঠানোয় পারদর্শী হয়ে উঠেছেন নিকো পাজ।
রিয়াল মাদ্রিদ থেকে ধারে যোগ দেওয়া নিকোর প্রশংসা করতে একেবারেই কার্পণ্য করছেন না কোমোর কোচ সেস ফ্যাব্রেগাস। ডিএজেডএন-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সে একজন দুর্দান্ত খেলোয়াড়। আমি তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নই, কারণ আমি বুঝতে পারি কে ক্ষুধার্ত, কার মানসিকতা বড় কিছু হওয়ার মতো।’
শিষ্যকে নিয়ে ফ্যাব্রেগাস আরও বলেন, ’সে যেখানে যেতে চায় যেতে পারবে। শুধু বিনয়ী থাকতে হবে, পরিশ্রমের মানসিকতা ধরে রাখতে হবে—কারণ প্রতিভা ও শারীরিক সামর্থ্য দুটোই ওর আছে।’
কোমোয় নিকোর উন্নতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে রিয়াল মাদ্রিদ। মৌসুম শেষে তাঁর প্রত্যাবর্তন বিবেচনা করতে পারে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি। ক্লাবের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সে ইতোমধ্যেই আর্জেন্টিনা জাতীয় দলেও সুযোগ পেয়েছেন নিকো পাজ। ২০২৬ বিশ্বকাপে আলবিসেলেস্তেদের দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেই নিজের জায়গা নিশ্চিত করতে যেন দৃঢ় প্রতিজ্ঞ তিনি।