২৬ ফেব্রুয়ারি ২০২৪, ৫:৩৮ পিএম
বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স, রমনায় ২৬ ফেব্রুয়ারি - ০১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ আইটিএফ ওয়ার্ল্ড টেনিস মাস্টার্স ট্যুর ২০২৪, এমটি-১০০’ টেনিস প্রতিযোগিতা। সোমবার, বিকেলে আনুষ্ঠানিক উদ্বোধন হয় প্রতিযোগিতার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
আরও পড়ুন: টেনিসের ভিন্ন রকম ‘বিশ্ব আসর’ ঢাকায়!
এরআগে বয়স ভিত্তিক বিভিন্ন আন্তর্জাতিক টেনিসের আয়োজন করেছে বাংলাদেশ। তবে ত্রশোর্ধ্ব খেলোয়াড়দের এই প্রতিযোগিতা এবারই প্রথম অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশে। যেখানে স্বাগতিক বাংলাদেশসহ ভারত, কোরিয়া, আমেরিকা ও সুইডেনের ১১২ জন খেলোয়াড় অংশগ্রহণ করেছেন।
প্রতিযোগিতায় পুরুষ একক ও পুরুষ দ্বৈত ইভেন্টে ৩০+, ৩৫+, ৪০+, ৪৫+, ৫০+, ৫৫+, ৬০+, ৬৫+ ও ৭০+ টেনিস খেলোয়াড়রা অংশ নিচ্ছেন।
উদ্বোধনী দিনে ৩০+ ক্যাটাগরিতে ৪টি, ৩৫+ ৪টি, ৪০+ ৯টি, ৪৫+ ৭টি, ৫০+ ২টি, ৫৫+ ৪টি, ৬০+ ৪টি, ৬৫+ ৪টি ও ৭০+ ক্যাটাগরিতে ৪টিসহ মোট ৪২টি খেলা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক টেনিস ফেডারেশন অনুমোদিত টেনিসের এই বিশ্ব আসর টেনিসের প্রচার ও প্রসারের ক্ষেত্রে অবদান রাখবে বলে আশা আয়োজকদের।
২৭ মে ২০২৪, ৫:৩২ পিএম
২৮ এপ্রিল ২০২৪, ১২:০৪ পিএম
এই টুর্নামেন্টে বছরের পর বছর ধরে যে আধিপত্য দেখিয়েছেন, তাতে নামের পাশে জুড়ে গেছে ‘লাল দুর্গে রাজা’ বিশেষণ। সেই রাফায়েল নাদালই কিনা ফেঞ্চ ওপেন থেকে বাদ পড়লেন প্রথম রাউন্ডেই, তাও যা কিনা হতে পারে রোঁলা গারোয় তার সম্ভাব্য শেষ উপস্তিতি!
ফ্রেঞ্চ ওপেনে সোমবার প্রথম রাউন্ডের ম্যাচে বিস্ময়ের জন্ম দিয়ে জার্মানির আলেক্সান্দার জভেরেভের কাছে ৬-৩, ৭-৬ (৭-৫), ৬-৩ গেমে হেরে গেছেন প্রতিযোগিতার ১৪ বারের চ্যাম্পিয়ন নাদাল। ক্যারিয়ারে এই প্রথম এই টুর্নামেন্ট থেকে এত দ্রুত বিদায় নিলেন এই স্প্যানিশ টেনিস তারকা।
রোঁলা গারোর সমার্থক হয়ে যাওয়া নাদাল এদিন নিজের সেরা ফর্মের ধারেকাছেও ছিলেন না৷ তাতে ফ্রেঞ্চ ওপেনে নিজের ১১৬তম ম্যাচে এসে মাত্র চতুর্থবার হারের তেতো স্বাদ পেলেন ৩৭ বছর বয়সী নাদাল।
যদি এটাই এই মঞ্চে নাদালের শেষ ম্যাচ হয়, তাহলে শেষটা চরম হতাশাজনকই হয়ে থাকবে তার জন্য। চোটের কারণে গত বছর ফ্রেঞ্চ ওপেন মিস করে বলেছিলেন, ২০২৪ সালেই হয়ত শেষবার তাকে এখানে দেখা যাবে।
চলতি আসরে পথচলা থামার নাদাল যা বলেছেন, তাতে তার আগের মন্তব্য সঠিক হওয়ার সম্ভাবনাই প্রবল। “আমি জানি না এটাই কী এখানে আপনাদের সামনে আমার শেষবারের মতো উপস্থিতি হতে যাচ্ছে কিনা। যদি তা হয়, তাহলে আমি এটা উপভোগ করেছি। পুরো সপ্তাহ ধরে অবিশ্বাস্য ভীড় ছিল। আমি যেভাবে লোকেদের ভালোবাসা অনুভব করেছি, সেটা আমার জন্য খুবই বিশেষ কিছু।”
আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে ও মালয়েশিয়া টেনিস এসোসিয়েশনের ব্যবস্থাপনায় মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত আইটিএফ হুয়াইট ব্যাজ স্কুল প্রতিযোগিতায় দারুণ স্বীকৃতি পেলেন বাংলাদেশের মাসফিয়া আফরিন। হয়েছেন ‘হুয়াইট ব্যাজ রেফারী’।
২৪ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত হওয়া এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে কৃতিত্বের সঙ্গে পরীক্ষায় উত্তীর্ণ হন মাসফিয়া। অফিসিয়েটিং স্কুলে মাসফিয়া ছাড়াও মালয়েশিয়া, ইরাক, ইরান, লেবানন, উজবেকিস্তান, ভারত, জাপান, ভিয়েতনাম, কাজাখস্তান, শ্রীলংকা, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া ও চীনের ১৬ জন অফিসিয়াল অংশগ্রহণ করেছিলেন।
এর আগে আইটিএফ এর ‘প্রজেক্ট: অফিসিয়েটিং পাথওয়ে’ এর আওতায় অফিসিয়েটিং এর বিষয়ে অভিজ্ঞতা অর্জনের জন্য ভারতের কোলকাতা ও দিল্লীতে দুটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় সহকারী রেফারী হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছিলেন মাসফিয়া।
মাসফিয়া আফরিন-এর হুয়াইট ব্যাজ স্বীকৃতির ফলে তিনি আইটিএফ-এর অনুমোদিত আন্তর্জাতিক প্রতিযোগিতা পরিচালনার জন্য যোগ্যতা অর্জন করেছেন।
প্রথম বাংলাদেশী হিসেবে সারোয়ার মোস্তফা জয় ২০০০ সালে ‘আইটিএফ হুয়াইট ব্যাজ চেয়ার আম্পায়ার’ এর স্বীকৃতি পেয়েছিলেন।
২৬ ফেব্রুয়ারি, সোমবার থেকে ঢাকায় বসতে যাচ্ছে ৩০ বছর বয়সোর্ধ্ব খেলোয়াড়দের নিয়ে আর্ন্তাজাতিক টেনিস প্রতিযোগিতা। রমনাস্থ শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে এই আসর চলবে ১ মার্চ পর্যন্ত। প্রতিযোগিতার নাম ‘বাংলাদেশ আইটিএফ ওয়ার্ল্ড টেনিস মাস্টার্স ট্যুর ২০২৪, এমটি-১০০’। শনিবার, দুপুরে বাংলাদেশ টেনিস ফেডারেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার নানা দিক তুলে ধরেন আয়োজকরা। উপস্থিত ছিলেন টেনিস ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মো: মোতাহার হোসেন (সাজু), সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার, নির্বাহী সদস্য আ.ম. আখতারুজ্জামান (মুকুল), মিসেস শিরিন আক্তার চৌধুরী, টুর্নামেন্ট ডিরেক্টর ভারতের বরুন প্রাসাদ লালা ও ভারতের স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানী ‘স্পোর্টসকেডিয়া’ এর পরিচালক আশিষ সেন।
আরও পড়ুন: প্রাইজমানি র্যাংকিং টেবিল টেনিস শুরু
আয়োজকরা জানান, বিশ্বব্যাপী টেনিসের জনপ্রিয়তা বৃদ্ধিসহ টেনিসকে আরও বেশী প্রতিযোগিতামূলক করার জন্য আন্তর্জাতিক টেনিস ফেডারেশন ৩০+ বয়সের খেলোয়াড়দের সমন্বয়ে এই প্রতিযোগিতার আয়োজন করে থাকে। সেখানে অংশ নিতে হলে খেলোয়াড়দের আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের নিবন্ধন সম্পন্ন করে ‘আইপিন’ অর্থাৎ ইন্টারন্যাশনাল প্লেয়ার্স আইডেনটিফিকেশন নাম্বারের রেজিস্ট্রেশন করতে হয়। এবং অনলাইনে প্রতিযোগিতার জন্য এন্ট্রি প্রেরণ করতে হয়।
গত বছর স্পেনে আয়োজিত টুর্নামেন্টে ১৬টি পদক জেতে আস্ট্রেলিয়া
গত কয়েক বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত হচ্ছে মাস্টার্স টেনিস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। ইউরোপে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এই টেনিস টুর্নামেন্ট। এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে। এরআগে, বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় আইটিএফ মেনস ফিচার, ডেভিস কাপ, জুনিয়র ডেভিস কাপ, আইটিএফ অনূর্ধ্ব-১৮, অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১২ এর মতো টেনিসের আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন করেছে বাংলাদেশ। এবারই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩০+ বয়স ভিত্তিক ওয়ার্ল্ড টেনিস মাস্টার্স ট্যুর। এরইমধ্যে স্বাগিতিক বাংলাদেশসহ ভারত, কোরিয়া, আমেরিকা ও সুইডেন থেকে ১১২ জন টেনিস খেলোয়াড় এন্ট্রি জমা করেছেন অনলাইনে। প্রতিযোগিতায় ৩০+, ৩৫+, ৪০+, ৪৫+, ৫০+, ৫৫+, ৬০+, ৬৫+, ৭০+ ও ৭৫+ এর পুরুষ একক ও পুরুষ দ্বৈত ইভেন্ট অন্তর্ভূক্ত থাকবে।
টুর্নামেন্ট আয়োজন নিয়ে বেশ ততপর ফেডারেশন। গত ০৬ ফেব্রুয়ারী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে একটি আন্ত:মন্ত্রণালয় সভাও অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা আয়োজনের জন্য সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান আয়োজকরা। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে আগামীকাল, ২৬ ফেব্রুয়ারী, বিকাল ৫টায়, রমনাস্থ শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করার কথা রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনের। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলে জানিয়েছে ফেডারেশন।