২১ অক্টোবর ২০২৪, ৪:০২ পিএম
ম্যাথু ব্রিটজকের স্টাম্প উপড়ে তাইজুল ইসলাম যেনো উড়তে চাইলেন! উড়তেই পারেন অর্জনে, তার ক্যারিয়ারের ২০০তম টেস্ট উইকেট বলে কথা। উদযাপন শেষে যখন থামলেন মিরপুরে মুশফিকুর রহিম এসে তাইজুলের জার্সির কলার উঁচু করে দিলেন।
৪৮ টেস্টে ২০০ টেস্ট উইকেট স্পর্শ বাঁহাতি স্পিনারের। সাকিব আল হাসানের নামের সাথে ২৪৬ উইকেট থাকলেও সাকিবের ২০০ স্পর্শ করতে লেগেছিল ৫৪ টেস্ট। ইনিংসের হিসেবেও অনেক এগিয়ে নাটোরের তাইজুলের। ৯১ ইনিংস লেগেছিল সাকিবের, তাইজুলের ৮৪।
মিরপুর টেস্ট শুরু করেছিলেন ১৯৬ টেস্ট উইকেট নিয়ে। টেস্টে ১৩ বার ইনিংসে চার উইকেট এই বাঁহাতি অর্থোডক্স বোলারের।
প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৯ ওভারে এক মেডেন ওভারে ২৫ রানে চার উইকেট তাইজুলের। ২৯ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার রান ৫ উইকেটে ১০১। নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ থেমেছিল ১০৬ রানে।