না আন্দ্রে রাসেল বিদায় বেলায়ও পারলেন না! জন্মস্থান কিংস্টনের স্যাবাইনা পার্কে বিদায়ী সংবর্ধনার ম্যাচেও পারলেন না তিনি! টেস্ট সিরিজ ৩-০ তে হারের পর এবার টি-টোয়েন্টি সিরিজেও ২-০ তে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ। যদিও সিরিজে এখনও তিন টি-টোয়েন্টি বাকি, কিন্তু সে পর্যন্ত আর অপেক্ষা করলেন না রাসেল, আর্ন্তজাতিক টি-টোয়েন্টিকে বিদায় বললেন এই ফর্মাটের মহাতারকা।
আগে ব্যাট করে ৮ উইকেটে ১৭২ রান করেছিল ক্যারিবীয়রা। বিদায়ী ম্যাচে ৩৬ রানের ইনিংস খেলেছেন রাসেল। ২৮ বল হাতে রেখে ৮ উইকেটের বিশাল জয় পেয়েছে অস্ট্রেলিয়া। বল হাতে ১৬ রান খরচ করে উইকেট পাননি রাসেল।
আরও পড়ুন
রোমাঞ্চকর জয়ে সিরিজও জিতে নিল বাংলাদেশ |
![]() |
এদিন জয় পাননি রাসেল, তবে গার্ড অব অনার পেয়েছেন সতীর্থ ও অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের কাছ থেকে। উপহার পেয়েছেন জ্যামাইকার পতাকায় মোড়ানো স্মারক ব্যাট ও বল। ৩৭ বছর বয়সী এই তারকা নিজের শহরে জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলতে চেয়েছিলেন, তাঁর সেই আব্দার রক্ষা করেছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড।
১৪ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ৫ উইকেটে ৯৯, শেষ ৬ ওভারে ৭৩ রান যোগ করে তারা! টস হারা ওয়েস্ট ইন্ডিজকে ভুগিয়েছে অ্যাডাম জাম্পার লেগস্পিন আর গ্লেন ম্যাক্সওয়েলের অফস্পিন। শাই হোপ আর শিমরোন হেটমায়ারের উইকেট তুলেছেন ম্যাক্সওয়েল, আর ব্রান্ডন কিং, রোস্টন চেইস ও শেরফানে রাদারফোর্ডকে ঘরে ফিরিয়েছেন জাম্পা। প্রথম ৬ ব্যাটসম্যানের পাঁচজনই এ দু’জনের শিকার। রাসেল ১৫ বলে খেলেন ৩৬ রানের ইনিংস, ছিল চারটি ছক্কা। জবাবে অস্ট্রেলিয়ার শুরুটাও খুব ভাল ছিল না। ৪২ রানের মাঝেই ফিরে যান দুই ওপেনার ম্যাক্সওয়েল ও মার্শ। এরপর ১৩১ রানের অবিচ্ছিন্ন জুটি জশ ইংলিশ ও ক্যামেরন গ্রিনের মাঝে। ইংলিশ ৭৮ ও গ্রিন ৫৬ রানে অপরাজিত থাকেন। ম্যাচসেরা হন জশ ইংলিশ।
আরও পড়ুন
মিরপুরের উইকেট ‘অগ্রহণযোগ্য’, যেখানে ‘ভুল’ পাকিস্তান কোচ হেসন |
![]() |
শনিবার সেইন্ট কিটস এন্ড নেভিসে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি, এই ম্যাচ জিতলে দুই ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নেবে সফররত অস্ট্রেলিয়া! সিরিজের বাকি অংশে আর দেখা যাবে না বিদায়ী আন্দ্রে রাসেলকে।
২৫ জুলাই ২০২৫, ২:৩৫ পিএম
২৪ জুলাই ২০২৫, ৬:১৩ পিএম
প্রাথমিকভাবে টেস্ট সিরিজ থেকে মিলেছিল ছুটি। তবে গ্লেন ফিলিপস ছিটকে যাওয়ায় জিম্বাবুয়ের সফরে মাইকেল ব্রেসওয়েলকে দেখা যেতে পারে সাদা পোশাকেও। অভিজ্ঞ এই বোলিং অলরাউন্ডারকে ছুটি বাতিল করে টেস্ট সিরিজের স্কোয়াডে যোগ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজিসি)।
‘দ্য হান্ড্রেড’-এর ব্যস্ততা থাকায় শুরুতে ব্রেসওয়েল জিম্বাবুয়ে সফরের টেস্ট স্কোয়াডে ছিলেন না। তাকে ছুটি দেওয়া হয়েছিল। বর্তমানে তিনি নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দলের অংশ হিসেবে জিম্বাবুয়েতেই অবস্থান করছেন ত্রিদেশীয় সিরিজ খেলতে। ফলে সময়সূচি সামঞ্জস্যপূর্ণ হওয়ায় তাকে প্রথম টেস্টের দলে যোগ করার সিদ্ধান্ত নিয়েছে কিউইরা।
গত ১৩ জুলাই মেজর লিগ ক্রিকেট (এমএলসি)-এর ফাইনালে ওয়াশিংটন ফ্রিডমের হয়ে খেলতে গিয়ে গ্রোয়েন চোটের শিকার হন ফিলিপস। ফলে তাকে পুরো টেস্ট সিরিজ থেকেই বাদ দিতে বাধ্য হয় নিউজিল্যান্ড। দলটির প্রধান কোচ রব ওয়াল্টার বলেছেন, ফিলিপসের কোয়ালিটির সবচেয়ে কাছাকাছি বিকল্প হওয়ায় তারা ব্রেসওয়েলকে দলে নিয়েছেন।
তবে ব্রেসওয়েলকে নিউজিল্যান্ড দল পাবে কেবল প্রথম টেস্টের জন্যই। বুলাওয়েতে প্রথম ম্যাচের পর তিনি ফিরে যাবেন ইংল্যান্ডে, সাউদার্ন ব্রেভ দলে যোগ হতে। আর দ্বিতীয় টেস্টের জন্য এনজিসি পরে আরেকজন বিকল্প খেলোয়াড়ের নাম ঘোষণা করবে বলে জানিয়েছে।
১০ বছর পর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের উৎসবকে হোয়াইট ওয়াশের উৎসবে রূপ দেয়ার অপেক্ষায় ছিলেন বাংলাদেশ সমর্থকরা। ভেন্যুটা মিরপুর বলেই এমন স্বপ্ন দেখেছে দর্শক। টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচকে সামনে রেখে ১০ বছর আগে এই ভেন্যুতে পাকিস্তানকে ওডিআই সিরিজে হোয়াইট ওয়াশের ছবিটাও ভেসে উঠেছে বাংলাদেশ সমর্থকদের চোখে। তবে সিরিজ জয়ের উৎসব শেষ ম্যাচে ম্লান করেছে বাংলাদেশ। পাকিস্তান ক্রিকেট বোর্ড সভাপতির উপস্থিতিতে ৭৪ রানের সান্ত্বনা নিয়ে দেশে ফেরার উপলক্ষ্য পেয়েছে পাকিস্তান।
সিরিজের প্রথম দুই ম্যাচে পাকিস্তানের ব্যাটিংয়ে ছিল না টি-টোয়েন্টির উত্তাপ। প্রথম ম্যাচে ইনিংস টেনেটুনে ১১০ পর্যন্ত নিতে পেরেছে সফরকারী দলটি। দ্বিতীয় ম্যাচে ১৩৪ রানের চ্যালেঞ্জে থেমেছে পাকিস্তান ১২৫-এ। উইকেট নিয়ে পাকিস্তান কোচ মাইক হেসনের অসন্তুষ্টি প্রকাশের কোনো সুযোগ শেষ ম্যাচে দেননি কিউরেটর গামিনি সিলভা। ব্যাটিং ফ্রেন্ডলি পিচ উপহার পেয়ে সিরিজের শেষ ম্যাচে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সভাপতি স্টেডিয়ামে উপস্থিত থাকায় তাকে সন্তুষ্ট করতে প্রানান্ত চেষ্টা করেছে পাকিস্তান টপ অর্ডাররা। টি-টোয়েন্টির উত্তাপ দিয়ে স্কোর টেনে নিয়েছে ১৭৮/৭ পর্যন্ত।
টানা দুই জয়ে সিরিজের ট্রফি নিশ্চিত করেই যেনো মহাখুশি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। সাইড বেঞ্চের শক্তি এদিন পরখ করতে সিরিজের শেষ ম্যাচে ৫ পরিবর্তনে প্রকারান্তরে তা জানিয়ে দিয়েছে টিম ম্যানেজমেন্ট। মিরাজকে ফিরিয়ে আনার সুফল এদিন বোলিংয়ে পাওয়া যায়নি। শ্রীলঙ্কা সফরে টি-টোয়েন্টি সিরিজে মিতব্যয়ী বোলিং থেকে এদিন টনিক নিতে পারেননি। এক ওভারে (১-০-১৪-০) থেমেছে তার বোলিং। আর এক অফ স্পিনার শেখ মেহেদীও এদিন ছিলেন অকার্যকর (৩-০-৩৬-০)। সাইফউদ্দিনের প্রত্যবর্তনটা এদিন ছিল চোখে পড়ার মতো। ১ ওভারের শেষ স্পেলটি ছিল খরুচে (১-০-১৯-০)। তবে তার প্রথম তিন স্পেল (১-০-৬-০, ১-০-২-০ ও ১-০-১-১) ছিল দারুণ মিতব্যয়ী। দুই বছর পর টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ম্যাচে দারুণ বোলিং করেছেন বাঁ হাতি স্পিনার নাসুম (৪-০-২২-২)। সিরিজের প্রথম ম্যাচে ৩ উইকেট পাওয়ার পর (৩/২২) এক ম্যাচ বিশ্রামে ছিলেন তাসকিন। ফিরেই নামতা গুনে তিন উইকেট শিকার করেছেন (৩/৩৮)। তার দ্বিতীয় স্পেলটি ছিল খরুচে (১-০-১৫-০)। এই ম্যাচে মার খেয়েছেন বাঁ হাতি পেসার শরিফুল (৪-০-৩৯-১)।
ব্যাটিং পাওয়ার প্লে'র প্রথম ৬ ওভারে এদিন একটু বেশিই অমিতব্যয়ী বোলিং করেছে বাংলাদেশ বোলাররা। শেখ মেহেদী-শরিফুল-তাসকিনের অমিতব্যয়ী প্রথম স্পেলে ওই ৬ ওভারে উইকেটহীন ৫৭ করেছে পাকিস্তান। শাহিবজাদা ফারহান-সাইম আইয়ুব ওপেনিং পার্টনারশিপে ৪৭ বলে ৮২ রান যোগ করে বাংলাদেশ দলকে রান পাহাড়ে চাপা দেয়ার আভাস দিয়েছিলেন। ৮২ রানে এই পার্টনারশিপ থামিয়েছেন বাঁ হাতি স্পিনার নাসুম। ২ বছর পর টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ম্যাচে প্রথম ওভারেই পেয়েছেন উইকেটের দেখা। ডিপ স্কোয়ার লেগে সাইম আইয়ুব (১৫ বলে ২ চার, ১ ছক্কায় ২১) দিয়েছেন ক্যাচ। মিরাজকে মিড উইকেটের উপর দিয়ে ছক্কার চুমোয় ২৮ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারে দ্বিতীয় ফিফটিতে ভয়ংকর রূপ ছড়িয়েছেন শাহিবজাদা ফারহান। তার উইকেটটিও পেয়েছেন নাসুম। নাসুমের লেগ স্ট্যাম্পে পিচিং ডেলিভারিতে সুইপ করতে যেয়ে ডিপ মিড উইকেটে ক্যাচ দিয়েছেন শাহিবজাদা ফারহান (৪১ বলে ৬ চার ৫ ছক্কায় ৬৩)।
দ্বিতীয় পাওয়ার প্লে'র ৯ ওভারে ৬৫'র বেশি রান নিতে দেয়নি বাংলাদেশ বোলাররা। শেষ পাওয়ার প্লে'র ৩০ বলে ৪৬ রানে ফেলে দিয়েছে ৩ উইকেট। মাঝে ২৬টি বলের একটিতেও পাকিস্তান ব্যাটারদের বাউন্ডারি মারতে দেয়নি বোলাররা। পুরো ইনিংসে ১২০টি বৈধ ডেলিভারির মধ্যে ৫৩টি ডট। তারপরও বাউন্ডারি এবং ছক্কার সংখ্যা কম নয়। ১২টি বাউন্ডারির পাশে সমসংখ্যক ছক্কা! তাতেই বাংলাদেশের জন্য চ্যালেঞ্জটা কঠিন করে দিতে পেরেছে পাকিস্তান।
১৭৯ রানের চ্যালেঞ্জ নিতে এসে ব্যাটিং পাওয়ার প্লে-তে ব্যাকফুটে নেমে গেছে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় বলে সালমান মীর্জাকে তানজিদ হাসান তামিম কাট করতে যেয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে (২ বলে ০) হতাশ করেছেন। ফাহিম আশরাফের ৪র্থ ডেলিভারিতে অধিনায়ক লিটন ফ্লিক করতে যেয়ে বোল্ড হয়েছেন (৮ বলে ৮)। ফাহিম আশরাফ নিজের দ্বিতীয় ওভারের ৪র্থ বলে মিরাজ মিড অফে দিয়েছেন ক্যাচ (৮ বলে ৯)। সালমান মীর্জার ৩য় ওভারে লো বাউন্সি ডেলিভারিতে জাকের আলী অনিক বোল্ড (২ বলে ১) এবং শেখ মেহেদী সুইংয়ে বোল্ড হলে বড় হারের শঙ্কা দেখা দেয়।
সালমান মীর্জা (৩-০-১৫-৩) এবং ফাহিম আশরাফের (২-০-১৩-২) প্রথম স্পেলে স্কোরশিটে ২৯ উঠতে ৫ উইকেট হারালে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সর্বনিম্ন স্কোরের শঙ্কা পর্যন্ত দেখেছে সমর্থকরা। তবে ২০১৬ সালে ইডেন গার্ডেনসে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৭০ রানে অল আউট হওয়ার সে লজ্জা পেতে হয়নি। ৮ নম্বরে ব্যাট করতে নেমে সাইফউদ্দিনের ব্যাটিংয়ে ( ৩৪ বলে ২ চার, ২ ছক্কায় ৩৫* ) বড় লজ্জা থেকে বেঁচে গেছে বাংলাদেশ।
অবশ্য সংক্ষিপ্ত সংস্করনের ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে সর্বনিম্ন স্কোরের অপবাদ নিয়ে শেষ হয়েছে টি-টোয়েন্টি সিরিজ। ২০১১ সালে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ৮৫/৯ ছিল এই প্রতিপক্ষের বিপক্ষে সর্বনিম্ন স্কোর। সেই স্কোর টপকে গেছে বাংলাদেশ। ২০০৮ সালে করাচিতে ২০৪ রান তাড়া করতে যেয়ে ১০২ রানে হার ছিল এতোদিন এই প্রতিপক্ষের বিপক্ষে রানের ব্যবধানে সবচেয়ে বড় হার। ১৭ বছর আগের সেই হারকেও উপরে রেখেছে বাংলাদেশ।
এদিন বিরক্তিকর ব্যাটিং করেছেন নাঈম শেখ। ১৭ বলে করেছেন মাত্র ১০ রান এই ওপেনার। আহমেদ দানিয়েলকে সিলি মিড অফে ক্যাচ দিয়ে তার আউটটিও দৃষ্টিকটু লেগেছে।
বাংলাদেশের ইনিংসের স্থায়ীত্ব ১০০ বল। এই ১০০ বলের ইনিংসে ৫০ টি ডট। ৮টি বাউন্ডারির পাশে ৩টি ছক্কা। তিনটি ছক্কার তিনটিতে বেছে নিয়েছেন বাংলাদেশের ২ টেল এন্ডার সাইফউদ্দিন-শরিফুল। সাইফউদ্দিন পর পর দুটি ছক্কা মেরেছেন এক্সট্রা কভার এবং লং অনের উপর দিয়ে। শরিফুল মেরেছেন লং অনের উপর দিয়ে।
গত ২১ জুলাই উত্তরায় মাইলস্টোন স্কুলে একটি বিমান বিদ্ধস্ত হয়। এই ঘটনায় এখন পর্যন্ত ২৯জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। তার প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একটি মানবিক উদ্যোগ নিয়েছে। পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচের টিকিট বিক্রির পুরো অর্থ বিসিবি দান করবে মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তায় এবং ‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন’-এর মাধ্যমে ২০২৪ সালের জুলাই বিপ্লবের শহিদ ও আহতদের পরিবারকে।
বিসিবি এক বিবৃতিতে লিখেছে, “বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছে যে আজ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের টিকিট বিক্রির পুরো আয় সাম্প্রতিক জাতীয় ট্র্যাজেডিগুলোর প্রেক্ষিতে মানবিক সহায়তায় দান করা হবে।”
অন্যদিকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়ানোকে নিজেদের দায়িত্ব হিসেবেই দেখছেন, “বাংলাদেশে ক্রিকেট শুধুই একটি খেলা নয়—এটি আমাদের জাতীয় আত্মার অংশ। শোকের এই সময়ে আমাদের একসঙ্গে থাকতে হবে। যারা তাদের প্রিয়জন হারিয়েছেন, তাঁদের আর্তনাদে আমাদের হৃদয় বিদীর্ণ। বিসিবি এ ক্ষত সামাল দিতে সামান্য ভূমিকা রাখতে পেরে কৃতজ্ঞ। আমাদের প্রার্থনা ও সহানুভূতি সব সময় তাঁদের সঙ্গে থাকবে।”
এই দুর্ঘটনার পর বিসিবি সিরিজ জয়ের উৎসর্গ করে নিহত ও আহতদের স্মরণে দ্বিতীয় ম্যাচের আগে এক মিনিটের নিরবতা পালন করে এবং দোয়া মাহফিলের আয়োজন করে।
তৃতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে লিটন কুমার দাসের দল। শেষ ম্যাচটা জিতলে পাকিস্তানকে ধবলধোলাই করাবে টাইগাররা। অন্যদিকে শেষ ম্যাচ জিতে নিজেদের মান বাঁচাতে মাঠে নামছে পাকিস্তান।
গত ম্যাচের একাদশ থেকে আজ পাঁচটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বিশ্রাম দেওয়া হয়েছে পারভেজ ইমন, তাওহিদ হৃদয়, তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনকে। তাদের জায়গায় একাদশে ফিরেছেন নাঈম শেখ, তানজিদ তামিম, মেহেদী মিরাজ, সাইফউদ্দিন ও নাসুম আহমেদ।
বাংলাদেশ একাদশ:
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাইম শেখ, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মো. সাইফউদ্দিন, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।
পাকিস্তান একাদশ:
সালমান আলি আগা (অধিনায়ক), সাহেবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হ্যারিস, হাসান নওয়াজ, হুসেইন তালাত, মুহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, আহমেদ দানিয়াল ও সালমান মির্জা।
১৩৪ রানের চ্যালেঞ্জ দিয়ে ব্যাটিং পাওয়ার প্লে-তে কী দুর্বিষহ পরিস্থিতিতেই না পাকিস্তানকে ফেলে দিয়েছিল বাংলাদেশ বোলাররা। ব্যাটিং পাওয়ার প্লে'র ৩৬ বলে স্কোরশিটে ১৭ উঠতে ৫ উইকেট ফেলে দেয়ায় মিরপুরে সর্বনিম্ন স্কোরের রেকর্ডস বুকও ঘাটতে হয়েছে। বড় জয়ের আবহ দেয়া সেই ম্যাচটিই বাজে ফিল্ডিং-ক্যাচ ড্রপে শেষ পাওয়ার প্লে-তে জমিয়ে তুলেছে পাকিস্তান। শেষ পর্যন্ত অবশ্য বাংলাদেশ বোলারদের জয় হয়েছে। ১০ বছর আগে ১ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জয়টিই ছিল এতোদিন পাকিস্তানের বিপক্ষে এই ফরম্যাটের দ্বি-পাক্ষিক সিরিজে একমাত্র জয়। মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ম্যাচে শরিফুল (৩/১৭)-তানজিম হাসান সাকিব (২/২৩)-শেখ মেহেদীর (২/১৫) বোলিংয়ে ৮ রানে জিতে ১০ বছর পর পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের উৎসব করেছে বাংলাদেশ।
মিরপুরে ১০ বছর আগে ৩ ম্যাচের ওডিআই সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার ছবিটা এবার ভেসে উঠছে টি-টোয়েন্টি সিরিজে। এক ম্যাচ হাতে রেখে টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করে এখন প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশে চোখ এখন লিটনদের।
সিরিজের প্রথম ম্যাচ হেরে মিরপুরের উইকেট নিয়ে প্রশ্ন তুলেছিলেন পাকিস্তান কোচ মাইক হেসন। এই ম্যাচে ও কী সে প্রশ্ন তুলবেন তিনি ? চার-ছক্কার ফরম্যাটের ক্রিকেটে বোলারদের দাপটে সে প্রশ্নও কেউ কেউ করবেন। উভয় দলের ইনিংসের শুরুর চিত্রটা ভয়াবহ।
আরও পড়ুন
রোমাঞ্চকর জয়ে সিরিজও জিতে নিল বাংলাদেশ |
![]() |
টসে হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুটা ছিল হতাশার। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করে যে দুর্যোগে পড়েছে পাকিস্তান, ৪৮ ঘন্টা পর সেই একই চিত্র দেখা গেছে বাংলাদেশের ব্যাটিংয়ে! ১২০ টি বৈধ ডেলিভারির মধ্যে ৬১টি ডট করেছে বাংলাদেশ ব্যাটাররা। যে ইনিংসে ৬টি চারের পাশে ছক্কার সংখ্যা ৯টি। প্রথম ম্যাচে ব্যাটিং পাওয়ার প্লে-তে ৪১ রানে পাকিস্তান হারিয়েছে ৪ উইকেট। সিরিজের দ্বিতীয় ম্যাচে সেখানে ব্যাটিং পাওয়ার প্লে'র ৩৬ বলে স্কোরশিটে ২৯ উঠতে হারিয়েছে বাংলাদেশ সমসংখ্যক উইকেট! শেষ পাওয়ার প্লে-তে ৪৭ রানে হারিয়েছে ৫ উইকেট। জাকের আলী অনিক (৪৮ বলে ৫৫) এবং শেখ মেহেদী (২৫ বলে ৩৩) ছাড়া অন্য কোনো ব্যাটার প্রত্যাশিত ব্যাটিং করতে পারেননি। সালমান মীর্জা (২/১৭), আব্বাস আফ্রিদি (২/২৩), আহমেদ দানিয়েলের (২/২৩) বোলিংয়ে বাংলাদেশ থেমেছে ১৩৩/১০-এ।
নতুন বলে সালমান মীর্জার প্রথম স্পেলে (৩-১-৯-১) ধুঁকেছে বাংলাদেশ টপ অর্ডাররা। ফাহিম আশরাফকেও সমীহ করেছে বাংলাদেশের উপরের সারির ব্যাটাররা।
ইনিংসের দ্বিতীয় ওভারে ফাহিম আশরাফের শর্ট বল উইকেট কিপারের মাথার উপর দিয়ে খেলতে যেয়ে দিয়েছেন উইকেট কিপারের হাতে ক্যাচ (৭ বলে ৩)। দ্বিতীয় উইকেট জুটি ২০-এর বেশি টেনে নিতে পারেনি লিটনের ক্যাচ প্র্যাকটিস করে আসায়। সালমান মীর্জার বলে ডিপ মিড উইকেটের ফিল্ডারের হাতে ক্যাচ তুলে দিয়েছেন বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক (৯ বলে ৮)। ৪ বল পর হৃদয় রান আউটে কাটা পড়ে (৩ বলে ৯) দলকে ফেলে দিয়েছেন বিপদে। ফাহিম আশরাফকে ছক্কা মেরে বাহাদুরি দেখানো পারভেজ হোসেন ইমন মিড অফে সফট ডিসমিসাল হয়েছেন (১৪ বলে ১৩)।
ব্যাটিং পাওয়ার প্লে-র দুঃসহ চিত্র কাটিয়ে উঠতে চেষ্ঠা করেছেন জাকের আলী অনিক-শেখ মেহেদী। ৫ম উইকেট জুটিতে ৪৯ বলে ৫৩ রান যোগ করেছেন তারা। খুশদিল শাহ এবং নেওয়াজকে ছক্কার শটে নিজেকে চেনানো শেখ মেহেদী নিজেকে নিবৃত্ত রাখতে পারেননি। নেওয়াজের বলে লং অফে দিয়েছেন ক্যাচ (২৫ বলে ২ চার, ২ ছক্কায় ৩৩)।
শামীম পাটোয়ারীর ব্যাট এদিন গর্জে ওঠেনি। অভিষিক্ত পাকিস্তান পেসার আহমেদ দানিয়েলকে লেট কাট করতে যেয়ে বোল্ড হয়েছেন (৪ বলে ১)। টেল এন্ডার তানজিম হাসান সাকিব সালমান মীর্জাকে ডাউন দ্য উইকেটে খেলতে যেয়ে এক্সট্রা কভারে দিয়েছেন ক্যাচ (৪ বলে ৭)। আব্বাস আফ্রিদিকে লং অফে ছক্কা মেরে রিশাদও নিজেকে নিবৃত্ত রাখতে পারেননি। পরের বলে ইয়র্কারে হয়েছেন বোল্ড (৪ বলে ৮)।
দলকে একাই টেনে নিয়ে গেছেন জাকের আলী অনিক। ৩২ রানের মাথায় সালমান মীর্জার বলে খুশদিল শাহ'র হাত থেকে বেঁচে যাওয়া জাকের আলী অনিক এদিন টি-টোয়েন্টি ক্যারিয়ারে দ্বিতীয় ফিফটি উদযাপন করেছেন। গত বছরের ডিসেম্বরে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেছিলেন প্রথম ফিফটি (৪৩ বলে ৭২*)। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে চারের চেয়ে ছক্কার আধিক্যের ইনিংসে (১ চার ৫ ছক্কা) ছক্কার চুমোয় ফিফটি পূর্ণ করেছেন জাকের আলী অনিক। ইনিংসের শেষ ওভারে আব্বাস আফ্রিদিকে মেরেছেন ২টি ছক্কা। সেই ওভারেই লং অনে থেমেছেন জাকের আলী (৪৮ বলে ১ চার ৫ ছক্কায় ৫৫)।
১৩৪ রানের চ্যালেঞ্জ দিয়ে পাকিস্তানকে শুরুতে ব্যাকফুটে নামিয়ে এনেছেন বাংলাদেশের দুই পেসার শরিফুল-তানজিম হাসান সাকিব। ব্যাটিং পাওয়ার প্লে-তে বাঁ হাতি পেসার শরিফুলের ৩ ওভারের স্পেলের (৩-০-৮-২) পাশে তানজিম হাসান সাকিবের ভয়ংকর ১ ওভার (১-০-১-২)! তাতেই স্কোরশিটে ১৭ উঠতে ৫ উইকেট হারিয়ে এলোমেলো হয়েছে পাকিস্তান।
আরও পড়ুন
মিরপুরের উইকেট ‘অগ্রহণযোগ্য’, যেখানে ‘ভুল’ পাকিস্তান কোচ হেসন |
![]() |
শুরুটা রান আউট দিয়ে। ইনিংসের ৬ ষ্ঠ বলে শেখ মেহেদীকে পয়েন্টে খেলে সাইম আইয়ুব হাফ পিচ থেকে স্ট্রাইক এন্ডে ফিরতে পারেননি। পারভেজ ইমনের থ্রো রিশাদ হয়ে লিটন রান আউটে ফিরিয়ে দিয়েছেন সাইম আইয়ুবকে (৪ বলে ১)। শরিফুল নিজের তৃতীয় বলে হারিস মোহাম্মদকে এলবিডাব্লুউতে ফিরিয়ে গোল্ডেন ডাক (১ বলে ০) এর লজ্জা দিয়েছেন।
শরিফুলের দ্বিতীয় ওভারে লেগ স্ট্যাম্পের বাইরে পিচিং ডেলিভারি ফখর জামান পুল করতে যেয়ে ব্যাটে বলের আলতো স্পর্শ লেগেছে,তা আম্পায়ার তানভিরের চোখ এড়িয়ে গেলে লিটন যখন রিভিউ আপীল করেছেন, তখন রিভিউ চেক করার আগেই ফখর জামান ড্রেসিং রুমের দিকে হাঁটা শুরু করেছেন (৮ বলে ৮)।
শরিফুল ইন অ্যাকশন। ছবি-বিসিবি
বোলিং চেঞ্জে তানজিম হাসান সাকিবের হাতে বল দিয়েই ম্যাচটি হাতের মুঠোয় এনেছেন লিটন। তার তৃতীয় ডেলিভারিতে হাসান নেওয়াজ (৬ বলে ০), চতুর্থ বলে মোহাম্মদ নেওয়াজ দিয়েছেন উইকেটের পেছনে ক্যাচ। প্রথম স্পেলে (১-০-৪-০) উইকেটহীন শেখ মেহেদী দ্বিতীয় স্পেলে দেখেছেন উইকেটের মুখ। সালমান আগা (২৩ বলে ৯) সহজ ক্যাচ দিয়ে থেমেছেন।
লেগ স্পিনার রিশাদকে রিভার্স সুইপ করতে যেয়ে খুশদিল শাহ ব্যাকওয়ার্ড পয়েন্টে দিয়েছিলেন ক্যাচ। পারভেজ ইমন সহজ সেই ক্যাচটি ড্রপ করেছেন। ১২ রানের মাথায় বেঁচে যাওয়া সেই খুশদিল শাহকে থামিয়েছেন শেখ মেহেদী ক্রস খেলতে যেয়ে এলবিডাব্লু হয়েছেন খুশদিল (১৮ বলে ১ বাউন্ডারিতে ১৩)।
আরও পড়ুন
পেস ত্রয়ীর গর্জনের পর ইমন ঝড়, পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ ব্যবধানে জয়ে শুরু সিরিজ |
![]() |
৮ম উইকেট জুটিতে ফাহিম আশরাফ-আব্বাস আফ্রিদি ম্যাচে ফেরার আভাস দিয়েছিলেন। ওই পার্টনারশিপকে ৪১ রানে থামিয়েছেন শরিফুল দ্বিতীয় স্পেলের প্রথম বলে। তার লো বাউন্সি বলে আব্বাস আফ্রিদি হয়েছেন বোল্ড (১৩ বলে ২ চার, ১ ছক্কায় ১৯)।
১৫তম ওভারে রিশাদের অমিতব্যয়ী বোলিংয়ে ২০ রান এবং ১৯ তম ওভারে ১৫ খরচা শঙ্কার আলামত দিয়েছে। তবে ভয়ংকর হয়ে ওঠা ফাহিম আশরাফ ১৯তম ওভারের শেষ বলে লো বাউন্সি ডেলিভারিতে বোল্ড হলে (৩২ বলে ২ চার, ৪ ছক্কায় ৫১) ৮ রানে জিতে ১০ বছর পর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ট্রফি পুনরুদ্ধার করেছে বাংলাদেশ।
২ দিন আগে
৯ দিন আগে
১৯ দিন আগে
২০ দিন আগে
২০ দিন আগে