পাশেই চলছিল একটা টেস্ট ম্যাচ, কিন্তু লোকেরা কিনা তা না দেখে দেখছিল কারো ব্যাটিং। তিনি কে? নাম তার বিরাট কোহলি… এটাই তো যথেষ্ট। আর কাউকে লাগে নাকি চিপকের দর্শকদের?
তার নামের সঙ্গে ‘কিং’ জুড়ে দেওয়া হয়েছে বেশ আগেই। অথচ কিং যেনো নিজের মুকুট হারিয়েছেন সম্প্রতি। রান নেই বাংলাদেশের সাথে, অবশ্য শেষ ১০ আন্তর্জাতিক ইনিংসেও ফিফটি কেবল একটাই। বিশ্বকাপ ফাইনালটা।
বড় রানে না থাকা কী আর মেনে নিতে পারেন কোহলি। না, তিনি পারেন না। ম্যাচ চলছে চলুক। চিপকে আলাদা করে সময় বের করে সেরে নিয়েছেন অনুশীলন। বাংলাদেশের সাথে ৬ আর ১৭ রান যেনো ক্ষত বাড়িয়েছে কোহলির। যখন উইকেটে পন্ত আর গিল, কোহলি আছেন আবার নিজেকে ফিরে পেতে।
স্পিনটাও ভোগাচ্ছে বেশ। চেনা এশিয়ায় হলে যা আরো প্রবল হয়ে ওঠে। ২০২১ এর পর থেকে এশিয়ায় ১ হাজার ৯৪ বলে রান করেছেন কেবল ৪৯৯ রান। ১৮ বার আউট হয়ে স্পিনের বিপক্ষে গড় নামিয়েছেন ২৭ এ।
এমনিতেই যেকোনো মানদণ্ডে ৫০ এর বেশি গড়। বাংলাদেশের সাথেও তাই। তবে শেষ ২৯ টেস্ট ইনিংসের তিন বার সিঙ্গেল ডিজিটে আউট হওয়া তিনবারই লাল সবুজের সাথেই। হাসানের পর চিপকে ফিরেছেন মিরাজের বলে। কানপুরে ফিরতেই চাইবেন।
১১৪ টেস্ট, ৯ হাজার রান ডাকছে। বয়সটাও ৩৫ বছর চুকিয়ে ৩৬ এর পথেও। তবুও দিল্লির চিকু গোটা ভারতের হয়ে ওঠে, এই নিবেদনটাই দিয়ে। লোকে যার জন্য ম্যাচ রেখে কেবল অনুশীলন দেখতে যায়! ভিরাট কোহলি বলেই হয়তো, 'কিং' শব্দটা বাদ গেলে সুবিধামতো বসিয়ে নিন!