ঢাকা টেস্ট শুরুর আগে কাগিসো রাবাদার অপেক্ষা ছিল এক উইকেটের। ২৯৯ টেস্ট উইকেটে শুরু করা রাবাদা মুশফিকুর রহিমকে বোল্ড করে স্পর্শ করেন টেস্টের ৩০০ উইকেট। ৬৫ ম্যাচেই ৩০০ টেস্ট উইকেট এই পেসারের।
৩০০ টেস্ট উইকেট স্পর্শে একগাদা রেকর্ড কেজির নামের সাথে। ১১,৮১৭ বল লেগেছে রাবাদার ৩০০ উইকেটের জন্য। টেস্ট ইতিহাসে বলের হিসেবে যা নতুন রেকর্ড। আর কোনো পেসার করতে পারেননি ১১ হাজার বলের মধ্যে। দুইয়ে ১২,৬০২ বলের পাকিস্তানের ওয়াকার ইউনুস।
রেকর্ড ছিল আরো। সবমিলিয়ে ৩৮ জন বোলার টেস্টে ৩০০ বা এরচেয়ে বেশি উইকেট নিয়েছেন। তবে সেরা স্ট্রাইক রেট (৩৯.৩) এই প্রোটিয়াস পেসারের।
ষষ্ঠ আফ্রিকান বোলার হিসেবে ৩০০ টেস্ট উইকেট রাবাদার। সর্বোচ্চ ৯৩ টেস্টে ৪৩৯ উইকেট পাওয়া ডেল স্টেশন।
রাবাদার রেকর্ডের দিনে প্রথম টেস্টের প্রথম দিনে ভুগছে আগে ব্যাট করা টাইগাররা। ৬০ রানে ৬ উইকেট হারিয়েছে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ। ৮ ওভারে ৩ মেডেনে ১৬ রানে ২ উইকেট নেওয়া রাবাদার এখন উইকেট সংখ্যা ৩০১।