ক্রিকেট

বাংলাদেশকে সুপার ফোরে ওঠাতে শ্রীলঙ্কার সমীকরণ

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৫ পিএম

news-details

আবু ধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে লড়ছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। এই ম্যাচে ঘুরে ফিরে উচ্চারিত হচ্ছে বাংলাদেশের নাম। এর যথেষ্ট কারণও আছে বৈকি। ‘বি’ গ্রুপ থেকে  সুপার ফোরে ওঠবে দুটি দল। আজ যে দল জিতবে তারা সরাসরি পা রাখবে সুপার ফোরে। হারলে যদি-কিন্তু আর সমীকরণের মারপ্যাঁচ।


আজ আবু ধাবিতে শেষ দুই ওভারে মোহাম্মদ নবির ভেলকিতে শ্রীলঙ্কাকে ১৭০ রানের টার্গেট ছুঁড়ে দিয়েছে আফগানিস্তান। বাংলাদেশকে সুপার ফোরে তুলতে এই চ্যালেঞ্জিং রান টপকাতে হবে শ্রীলঙ্কাকে। হেরে গিয়েও অবশ্য লিটনদের শেষ চারে উঠিয়ে দিতে পারে লঙ্কানরা। শ্রীলঙ্কা ১০০ বা এর কম রানে আটকে গেলেই আসালাঙ্কার দলকে নেট রান রেটে পেছনে ফেলবে বাংলাদেশ। আফগানিস্তানকে নিয়ে উঠে যাবে সুপার ফোরে।


আরও পড়ুন

শেষ ওভারে হিসাব নিকাশ বদলে দিলেন নবি শেষ ওভারে হিসাব নিকাশ বদলে দিলেন নবি


এদিন শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ২০ বলে অর্ধশতক তুলেছেন নবি। তা না হলে ১৫ রানের বেশি তোলাই হতো না আফগানদের। ইনিংসের শেষ দুই ভারে মূলত বানের পানির মতো রান যোগ হয় স্কোরবোর্ডে। ওভারে দুনিথ ভেল্লালাগকে ৫ ছক্কা মারেন নবি। শেষ ওভারে দলের স্কোরবোর্ডে যুক্ত হয় ৩২ রান। এর আগের ওভারে দুশমন্থ চামিরাকে টানা তিন চার মারেন নবি। অথচ ইনিংসের ১৮ ওভারকালীন মনে হচ্ছিল সাদামাটা পুঁজি গড়তে যাচ্ছে আফগানরা। এক নবিই সব হিসেব বদলে দিলেন।  ১৭তম ওভারের সময় আফগানদের রানরেট ছিল ৬.৬৬। পূর্ণাঙ্গ ইনিংস শেষে সেটি দাঁড়ায় ওভারপ্রতি ৮.৪৫ রান।

No posts available.

bottom-logo

ক্রিকেট

১৩ বলে ফিফটি করে হেড-যুবরাজের পরেই ফ্রাইলিংক

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

১৮ সেপ্টেম্বর ২০২৫, ৬:৫৯ পিএম

news-details

ক্রিজে গিয়ে দ্বিতীয় বলেই বাউন্ডারি মারলেন ইয়ান ফ্রাইলিংক। পরের বলে মারলেন আরেকটি। তৃতীয় বলে পেলেন হ্যাটট্রিক চারের দেখা। সেই যে শুরু, বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে মাত্র ১৩ বলেই ফিফটি করে ফেললেন বাঁহাতি ওপেনার। একইসঙ্গে রেকর্ড বইয়েও তুললেন ঝড়।


বুলাওয়ায়োতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ৩১ বলে ৭৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন নামিবিয়ার ওপেনার ফ্রাইলিংক। ৮ চার ও ৬ ছক্কার ইনিংসে একাধিক রেকর্ডে নাম তুলেছেন ৩১ বছর বয়সী অলরাউন্ডার। 


আরও পড়ুন

শ্রীলঙ্কার দিকে তাকিয়ে বাংলাদেশ, কাজ হতে পারে আফগানদের জয়েও শ্রীলঙ্কার দিকে তাকিয়ে বাংলাদেশ, কাজ হতে পারে আফগানদের জয়েও


ইনিংসের মাত্র ৪ ওভারের মধ্যে ১৩ বলে ফিফটি করেন ফ্রাইলিংক। এই ৪ ওভারে নামিবিয়া করে ফেলে ৭০ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন তৃতীয় দ্রুততম ফিফটির মালিক হয়ে গেলেন বাঁহাতি এই ব্যাটার। 


মাত্র ৯ বলে ফিফটি করে বিশ্ব রেকর্ডটি নেপালের দিপেন্দ্র সিং আইরির। আর ২০০৭ বিশ্বকাপে ১২ বলে ফিফটি করে তালিকার দুই নম্বরে আছেন ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিং। এই দুজনের পরই এখন ফ্রাইলিংক।


তার সমান ১৩ বলে ফিফটির রেকর্ড আছে অস্ট্রিয়ার মির্জা আহসান, তুরস্কের মোহাম্মদ ফাহাদ ও জিম্বাবুয়ের তাদিওয়ানাশে মারুমানির। 


আরও পড়ুন

পাঁচ ম্যাচে চার শূন্য, যুক্তরাষ্ট্রের ব্যাটারকে দলে নিলো উইন্ডিজ পাঁচ ম্যাচে চার শূন্য, যুক্তরাষ্ট্রের ব্যাটারকে দলে নিলো উইন্ডিজ


ফিফটি ছুঁয়েই থেমে যাননি ফ্রাইলিংক। পাওয়ার প্লের মধ্যে তিনি করে ফেলেন ৬৭ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাওয়ার প্লের ভেতরে এর চেয়ে বেশি রান করার রেকর্ড আছে শুধু ট্রাভিস হেডের। গত বছর স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ৬ ওভারের মধ্যে ৭৩ রান করেছিলেন অস্ট্রেলিয়ার ওপেনার।


ওয়েলিংটন মাসাকাদজার করা প্রথম ওভারে হ্যাটট্রিক চার মেরে যাত্রা শুরুর পর দ্বিতীয় ওভারে ব্লেসিং মুজারাবানির বলে ৩ চারের সঙ্গে নিজের প্রথম ছক্কা মারেন ফ্রাইলিংক। 


আরও পড়ুন

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস ভারতীয় ওপেনারের অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস ভারতীয় ওপেনারের


এরপর তিনি টর্নেডো বইয়ে দেন ট্রেভর গুয়ান্ডুর ওপর। অভিজ্ঞ মিডিয়াম পেসারের প্রথম পাঁচ বলে দুই চারের সঙ্গে তিনটি ছক্কা মারেন ফ্রাইলিংক। শেষ বলে যায় ডট। ওভার থেকে আসে ২৬ রান। চতুর্থ বলে ফিফটি ছুঁয়ে ফেলেন ফ্রাইলিংক।


পরে পাওয়ার প্লের শেষ ওভারে মুজারাবানির বলে আবার ছক্কা-চার মেরে মাত্র ২২ বলে ৬৭ রানে পৌঁছে যান তিনি। এরপর কিছুটা খোলসে ঢুকে যান। তবে নবম ওভারে সিকান্দার রাজার বলে ছক্কা মেরে ঝড় তোলার আভাস দেন। 


পরের বলেই অবশ্য তাকে কট বিহাইন্ড করে ফিরিয়ে দেন জিম্বাবুয়ের অধিনায়ক। ফলে ৭৭ রানে থামে ফ্রাইলিংকের রেকর্ড গড়া ইনিংস। 

bottom-logo

ক্রিকেট

শ্রীলঙ্কার দিকে তাকিয়ে বাংলাদেশ, কাজ হতে পারে আফগানদের জয়েও

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩:৪৫ পিএম

news-details

এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের সব ম্যাচ খেলে এখন দুবাইয়ে অবস্থান করছে বাংলাদেশ দল। তবে নিশ্চিতভাবেই তাদের নজর থাকছে আবু ধাবিতে। কারণ সেখানে 'বি' গ্রুপের শেষ ম্যাচে লড়বে শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

কারণ ওই ম্যাচের ওপর নির্ভর করছে, দুবাই থেকে কবে দেশে ফিরবে লিটন কুমার দাসের দল। এখন সমীকরণ দাঁড়িয়েছে, শ্রীলঙ্কা জিতলে আর কোনো হিসেব ছাড়াই 'বি' গ্রুপের রানার্স-আপ হয়ে সুপার ফোরে চলে যাবে বাংলাদেশ।

তাই বৃহস্পতিবার রাতের ম্যাচে শ্রীলঙ্কার জয়ের প্রার্থনাই করার কথা বাংলাদেশের। তবে আফগানিস্তান জিতলেও সুযোগ থাকবে তাদের সুপার ফোর খেলার। সেক্ষেত্রে আফগানদের জয়ের ব্যবধানটা হতে হবে বেশ বড়।

সেই হিসেব করেছে ইএসপিএনক্রিকইনফো। তাদের প্রতিবেদন অনুযায়ী, শ্রীলঙ্কা যদি আগে ব্যাট করে ১৫০ রানের সংগ্রহ পায় আর আফগানিস্তান যদি সেটি ১১.৪ ওভার বা এর কমে তাড়া করে ফেলে তাহলে সুপার ফোরে যাবে বাংলাদেশ ও আফগানিস্তান। 

আর আফগানিস্তান যদি আগে ব্যাট করে ১৫০ রানের পুঁজি পায়, এরপর শ্রীলঙ্কা যদি ৮৪ রান বা এর কম করে, তাহলেও সুপার ফোরের টিকেট পাবে বাংলাদেশ ও আফগানিস্তান। এর বাইরে আফগানিস্তানের যে কোনো ব্যবধানের জয়ে এশিয়া কাপ শেষ হয়ে যাবে বাংলাদেশের। 

তাই বাংলাদেশের সামনে এখন দুটি পথ। প্রথমটি- যে কোনো ব্যবধানে শ্রীলঙ্কার জয় অথবা বৃষ্টিতে ম্যাচ ভেসে যাওয়া। আর দ্বিতীয়টি হলো, শ্রীলঙ্কার বিপক্ষে আফগানিস্তানের বড়সড় ব্যবধানে জয়। 

পরিসংখ্যানের বিচারে অবশ্য এই ম্যাচে পরিষ্কার ফেবারিট শ্রীলঙ্কা। দুই দলের এখন পর্যন্ত আট ম্যাচের মুখোমুখি সাক্ষাতে পাঁচবার জিতেছে এশিয়া কাপের ছয়বারের চ্যাম্পিয়নরা। আফগানিস্তানের তিন জয়ের একটি আবার এশিয়ান গেমসে। যেখানে ছিল না শ্রীলঙ্কার মূল দল।

এছাড়া চলতি এশিয়া কাপেও প্রথম দুই ম্যাচ জিতে সুবিধাজনক অবস্থায় রয়েছে শ্রীলঙ্কা। আর হংকংকে উড়িয়ে যাত্রা শুরু করলেও, বাংলাদেশের কাছে হেরে গিয়েছে আফগানিস্তান। তাই তাদের সামনে এখন জয়ের বিকল্প নেই।

bottom-logo

ক্রিকেট

পাঁচ ম্যাচে চার শূন্য, যুক্তরাষ্ট্রের ব্যাটারকে দলে নিলো উইন্ডিজ

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

১৮ সেপ্টেম্বর ২০২৫, ১:১০ পিএম

news-details

পাঁচ ম্যাচে তিন ফিফটিতে সিপিএলে উড়ন্ত শুরু। এরপর যেন আকাশ থেকে মাটিতে পতন। বাকি পাঁচ ম্যাচের চারটিতে আউট শূন্য রানে। অন্য ম্যাচেও ১ রানের বেশি করতে পারলেন না কারিমা গোর। তবে এমন পারফরম্যান্সের পরও বড় সুখবর পেলেন ২৭ বছর বয়সী ব্যাটার।


নেপালের বিপক্ষে ঐতিহাসিক সিরিজের জন্য যুক্তরাষ্ট্রের হয়ে ২৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ব্যাটারকে দলে নিলো ওয়েস্ট ইন্ডিজ। বুধবার রাতে আকিল হোসেনের নেতৃত্বে ঘোষণা করা হয় ১৫ সদস্যের এই স্কোয়াড।


সিপিএলের এলিমিনেটর ম্যাচে বুধবার বাংলাদেশ সময় ভোরে পাঁচ ম্যাচের মধ্যে চতুর্থ 'ডাক'টি করেন কারিমা। এর ১৫ ঘণ্টার মধ্যেই তিনি পেয়ে যান ওয়েস্ট ইন্ডিজ দলে সুযোগ পাওয়ার সুখবর। 


এর পেছনে অবশ্য কাজ করেছে তার প্রথম পাঁচ ম্যাচের পারফরম্যান্স। যেখানে তিন ফিফটিতে ৭২.৬৬ গড়ে ২১৮ রান করেন কারিমা। পরের পাঁচ ম্যাচে মাত্র ১ রান করার পরও সিপিএলে অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকনসের সর্বোচ্চ রান তারই।


কারিমার জন্ম ও বেড়ে ওঠা মূলত অ্যান্টিগাতেই। বয়সভিত্তিক ক্রিকেটেও সেখানে খেলেন তিনি। তবে ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের জার্সিতে শুরু হয় তার আন্তর্জাতিক ক্যারিয়ার। ২০২১ পর্যন্ত দেশটির হয়ে ১৬ ওয়ানডে ও ৮ টি-টোয়েন্টি খেলেন এই স্পিনিং অলরাউন্ডার।


এবার চার বছর পর আবার আন্তর্জাতিক ক্রিকেটের হাতছানি কারিমার সামনে। তবে সেটি যুক্তরাষ্ট নয়, ওয়েস্ট ইন্ডিজের হয়ে। 


কারিমা ছাড়াও  দলে নতুন মুখ আছে আরও চার জন- আমির জাঙ্গু, জিশান মোতারা, রামন সিমন্ডস ও আকিম অগাস্ট।


ওয়েস্ট ইন্ডিজ ও নেপালের সিরিজটি নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সিরিজের আয়োজক নেপাল ক্রিকেট বোর্ড। ২৭ সেপ্টেম্বর শারজাহ গড়াবে প্রথম টি টোয়েন্টি। একই ভেন্যুতে ২৯ ও ৩০ তারিখ দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ।  


bottom-logo

ক্রিকেট

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস ভারতীয় ওপেনারের

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৪ পিএম

news-details

ভারতের নারী ক্রিকেট দলের ইতিহাসে অন্যতম সেরা ক্রিকেটার স্মৃতি মান্ধানা। ব্যাট হাতে অরেক রেকর্ডেরেই স্বাক্ষী এই ওপেনার। এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত এক শতকে রেকর্ড বইয়ের পাতা আবারও ওলট-পালট করলেন মান্ধানা।


নিউ চন্ডিগড়ে অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ১০২ রানের রেকর্ড জয় পায় ভারত। ৫০ ওভারের ক্রিকেট অসি মেয়েদের বিপক্ষে কোনো দলের বড় এটি। আর এই রেকর্ড গড়া জয়ে ৯১ বলে ১১৪ রানের অসাধারণ ইনিংস খেলেন মান্ধানা। ৭৭ বলেই সেঞ্চুরি করেন তিনি। অস্ট্রেলিয়ারে বিপক্ষে কোনো ব্যাটারের সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি এটি।


টসে হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে ৪৯.৫ ওভারে সব উইকেট হারিয়ে ২৯২ রান করে ভারত। জবাবে ৪০.৫ ওভারে ১৯০ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। রেকর্ড গড়া এই জয়ে সিরিজেও সমতায় ফেরে হারমানপ্রিত কাউরের দল। তাতে সিরিজের শেষ ম্যাচটি রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে।


ঘরের মাঠে সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের শেষ জয় এসেছিল ২০০৭ সালে। আর সব মিলিয়ে অস্ট্রেলিয়াকে তারা হারের তেতো স্বাদ দিয়েছিল ২০২১ সালের সেপ্টেম্বরে। এ ছাড়া টানা ১৩ ম্যাচ পর হার দেখল অস্ট্রেলিয়া নারী দল।


মান্ধানার ৯১ বলে ১১৭ রানের মহাকাব্যিক ইনিংসেই ভর করেই বড় জয়ের ভিত পায় ভারত। ১৪ চার আর ৪টি ছয়ে এই ইনিংস সাজান তিনি। ২৯ বছর বয়সী এই ওপেনারের ইনিংসে মেয়েদের ক্রিকেটে অনেক রেকর্ডই নতুন করে লিখা হলো। দেখে নেওয়া যাক ভারতের সেরা ব্যাটারের রেকর্ডগুলো।


অস্ট্রেলিয়ার বিপক্ষে এটাই সবচেয়ে দ্রুততম শতক (৭৭ বল) – আগের রেকর্ড ছিল ইংল্যান্ডের ন্যাট স্কিভারের (৭৯ বল, ২০২২ বিশ্বকাপ)।


অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বাধিক (৩) শতক হাঁকানো একমাত্র এশিয়ান ব্যাটার এখন মান্ধানা। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর শতকের সংখ্যা দাঁড়াল ১৫। যা কোনো এশিয়ান নারী ক্রিকেটারের সর্বাধিক।


ভারতের হয়ে দ্বিতীয় দ্রুততম শতক। প্রথমটিও অবশ্য মান্ধানারই, চলতি বছরের জানুয়ারিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ৭০ বলে সেঞ্চুরি করেন তিনি।


ক্যারিয়ারে এ নিয়ে ১২তম ওয়ানডে শতক পেলেন মান্ধানা। নারী ক্রিকেটে শতকের তালিকায় তিনি যৌথভাবে তিনে আছেন। সুজি বেটস (নিউজিল্যান্ড) ও ট্যামি বোমন্ট (ইংল্যান্ড)-এর রেকর্ড ছুঁয়েছেন তিনি। তিন অঙ্কের জাদুকরি সংখ্যায় তাঁর ওপরে আছেন কেবল মেগ ল্যানিং (১৫) ও বেটস (১৩)।


bottom-logo

ক্রিকেট

আকিলের নেতৃত্বে নেপাল সফরে ওয়েস্ট ইন্ডিজ

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

১৮ সেপ্টেম্বর ২০২৫, ১:৩৫ এম

news-details

সেপ্টেম্বরের শেষদিকে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। সে লক্ষ্যে আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। সিডব্লিআইয়ের ঘোষিত দলের অধিনায়ক আকিল হোসেন। 


ওয়েস্ট ইন্ডিজ ও নেপালের সিরিজটি নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সিরিজের আয়োজক নেপাল ক্রিকেট বোর্ড। ২৭ সেপ্টেম্বর শারজাহ গড়াবে প্রথম টি টোয়েন্টি। একই ভেন্যুতে ২৯ ও ৩০ তারিখ দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ।  


আরও পড়ুন

ভারতের সঙ্গে সুপার ফোরে পাকিস্তান ভারতের সঙ্গে সুপার ফোরে পাকিস্তান


ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের ডিরেক্টর মাইলস বাসকম্ব জানিয়েছেন, নেপালের বিপক্ষে সিরিজটি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের দিগন্ত প্রসারের একটি গুরুত্বপূর্ণ ধাপ। 


ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: আকিল হোসেন (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, জুয়েল অ্যান্ড্রু, অ্যাকিম অগাস্ট, নাভিন বিডাইস, জেডিয়াহ ব্লেডস, কিয়াসি কার্টি, কারিমা গোর, জেসন হোল্ডার, আমির জ্যাঙ্গু, কাইল মায়ার্স, ওবেড ম্যাককয়, জিশান মোতারা, রামন সিমন্ডস, শামার স্প্রিঙ্গার।

bottom-logo