সেই ২০২৩ সালের জুলাইয়ে সবশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দেখা গিয়েছিল মেহেদি হাসান মিরাজকে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অভিজ্ঞ এই অলরাউন্ডার ডাক পেয়েছেন জাতীয় দলে। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে রাখা হয়েছে মিরাজকে।
আগামী মাসে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য রবিবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এর মধ্য দিয়ে ১৪ মাস পর মিরাজ ফিরলেন বাংলাদেশের ২০ ওভারের দলে। ২৫ ম্যাচে এই ফরম্যাটে প্রায় ১১৯ স্ট্রাইক রেটে করেছেন ২৪৮ রান। আর বল হাতে ৮.২৪ ইকোনমি রেটে উইকেট শিকার করেছেন ১৩টি।
মিরাজের দলে আসার মাধ্যেম বাংলাদেশ দল পরখ করে দেখতে পারে সাকিব আল হাসানের শূন্যস্থান পূরণের। সম্প্রতি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার।
দলে আরও ফিরেছেন বাঁহাতি ওপেনার পারভেজ হোসেন ইমন ও বাঁহাতি অর্থোডক্স স্পিনার রাকিবুল হাসান। অধিনায়কত্ব করবেন যথারীতি নাজমুল হোসেন শান্ত।
বাংলাদেশ-ভারতের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি আগামী ৬ অক্টোবর হবে গোয়ালিয়রে। বাকি দুটি ম্যাচ হবে ৯ অক্টোবর (নয়াদিল্লি) ও ১২ অক্টোবর (হায়দরাবাদ)।
বাংলাদেশ স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান।