টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে সেমি-ফাইনাল খেলার আশা বাঁচিয়ে রাখার অভিযানে টস হারলেন নুরুল হাসান সোহান। ব্যাট ফ্লিপ জিতে আগে বাংলাদেশ 'এ' দলকে আগে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানালেন মেলবোর্ন স্টারস একাডেমি অধিনায়ক।
এখন পর্যন্ত ৪ ম্যাচে ২টি করে জয় পেয়েছেন বাংলাদেশ 'এ' ও মেলবোর্ন রেনেগেডস। নেট রান রেটে এগিয়ে থাকায় ৬ নম্বরে মেলবোর্ন। আর বাংলাদেশের অবস্থান অষ্টম। টুর্নামেন্টের সেরা চারে খেলতে তাই দুই দলের সামনেই জয়ের বিকল্প নেই।
এমন ম্যাচে নিজেদের একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। রিপন মন্ডলকে বাদ দিয়ে আসরে প্রথমবার সুযোগ দেওয়া হয়েছে আরেক তরুণ পেসার মুশফিক হাসানকে।
বাংলাদেশ একাদশ: নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটরক্ষক), মোহাম্মদ নাঈম শেখ, জিসান আলম, সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলি চৌধুরি, তোফায়েল আহমেদ, মুশফিক হাসান, নাঈম হাসান, রকিবুল হাসান, হাসান মাহমুদ।
২১ আগস্ট ২০২৫, ২:২৪ পিএম
সামনের এশিয়া কাপের জন্য সম্প্রতি দল ঘোষণা করেছে ভারত। ৫ জন স্ট্যান্ডবাইসহ ২০ সদস্যের সেই দলে শ্রেয়াস আইয়ারের নাম না থাকায় বিস্ময় প্রকাশ করেছেন ভারত জাতীয় দলের সাবেক ব্যাটিং কোচ অভিষেক নায়ার।
জিও হটস্টারে দেয়া এক সাক্ষাৎকারে নায়ার বলেন, “আমি ঠিক জানি না কী কারণে ২০ সদস্যের ঘোষিত স্কোয়াডে শ্রেয়াস আইয়ারকে রাখা হয়নি। আমি সেরা ১৫ জনের দলের কথা বলছি না, ২০ সদস্যের দলের কথা বলছি। এটা পরিষ্কার বার্তা দেয় যে, শ্রেয়াস আইয়ার বর্তমানে নির্বাচকদের ভাবনায় নেই, অন্তত টি-টোয়েন্টিতে সেটাই বোঝা যায়।"
২০২৩ সালের ডিসেম্বরে শেষবার ভারত জাতীয় দলের হয়ে আন্তজার্তিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন শ্রেয়াস আইয়ার। ভারত জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৫১টি আন্তজার্তিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৩১ গড়ে তিনি করেছেন ১১০৪ রান।
আইয়ারের নেতৃত্বে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ২০২৫ সালের আসরে রানার্সআপ হয়েছিল পাঞ্জাব কিংস।
পাঞ্জাবের হয়ে ব্যাট হাতে দারুণ অবদান রেখেছিলেন শ্রেয়াস আইয়ার। মিডল অর্ডারে ব্যাট করে ৫০ গড়ে ৬০৩ রান করেছিলেন পাঞ্জাব ক্যাপ্টেন। আইপিএল ২০২৫ মৌসুমে রান সংগ্রাহকের তালিকায় ষষ্ঠ স্থানে ছিলেন তিনি।
তৃতীয় ওভারে বোলিংয়ে এসে দ্বিতীয় বলে সিঙ্গেল দিলেন ম্যাট হেনরি। পরের ১২ বল থেকে আর কোনো রানই নিতে পারলেন না ব্যাটাররা। বাকি ৬ বলে হেনরির খরচ শুধু ৪ রান। সব মিলিয়ে ২০ বলের কোটায় মাত্র ৫ রান দিয়ে ২ উইকেট নিলেন ওয়েলশ ফায়ারের পেসার।
তবু কিপটে বোলিংয়ের রেকর্ডটা নিজের করতে পারলেন না হেনরি। তবে তালিকার দুই নম্বরে বসেছেন নিউ জিল্যান্ডের অভিজ্ঞ পেসার।
১০০ বলের ক্রিকেট, দা হান্ড্রেডে সাউদার্ন ব্রেভের বিপক্ষে ম্যাচে নিজের ২০ বলে মাত্র ৫ রান দিয়েছেন হেনরি। তবে এটিই টুর্নামেন্টে সবচেয়ে কম রান খরচের রেকর্ড নয়।
আরও পড়ুন
ব্যাটিংয়ে হতাশার পর বোলিংয়ে উইকেট, সাকিবের ৪৯৯ |
![]() |
২০২৩ সালের আসরে ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে নির্ধারিত ২০ বলের ১৯টিই ডট করে মাত্র ১ রান দিয়েছিলেন ওভাল ইনভিন্সিবলসের হয়ে খেলতে নামা অস্ট্রেলিয়ান পেসার স্পেন্সার জনসন। সেই রেকর্ড এখন পর্যন্ত অক্ষুণ্ণ রয়েছে।
এই তালিকার দুই নম্বর নামটি এখন হেনরির। নিজের ২০ বলের মধ্যে ১৬টি ডট করেন হেনরি। বাকি ৪ বল থেকে আসে ৪টি সিঙ্গেল। আর একটি ওয়াইড ডেলিভারি করায় কোটার ২০ বলে সব মিলিয়ে তার খরচ ৫ রান।
হেনরির এমন বোলিংয়ের দিনও অবশ্য জিততে পারেনি ওয়েলশ। আগে ব্যাট করে নির্ধারিত ১০০ বলে ১২৯ রান করে সাউদার্ন ব্রেভ। ১৯ বলে ২ চার ও ৫ ছক্কায় ৫১ রানের ঝড়ো ইনিংস খেলেন হিলটন কার্টরাইট।
জবাবে নিজেদের ১০০ বলে ১২৫ রানে গুটিয়ে যায় সাউদার্ন। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করতে ২৮ বল খেলে ফেলেন টম কোহলার ক্যাডমোর।
পাকিস্তান জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য বিবেচিত হচ্ছেন না মোহাম্মদ রিজওয়ান। বাবর আজমের পাশাপাশি তাকেও রাখা হয়নি সামনের ত্রিদেশীয় সিরিজ ও পাকিস্তান দলে। তাই এখন ফাঁকা সময়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নাম লেখালেন অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার।
সিপিএলের বাকি সময়ের জন্য সেইন্ট কিটস ও নেভিস প্যাট্রিয়টসে যোগ দিলেন রিজওয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যমে রিজওয়ানকে দলে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয় সেইন্ট কিটস ফ্র্যাঞ্চাইজি।
আরও পড়ুন
ব্যাটিংয়ে হতাশার পর বোলিংয়ে উইকেট, সাকিবের ৪৯৯ |
![]() |
টুর্নামেন্টের মাঝপথে রিজওয়ান সুযোগ পেয়েছেন ফজলহক ফারুকির জায়গায়। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলতে আফগানিস্তান জাতীয় দলে চলে যাবেন দলটির তারকা বাঁহাতি পেসার ফারুকি।
দীর্ঘ ক্যারিয়ারে এবারই প্রথম সিপিএলে খেলবেন রিজওয়ান। এর আগে নিজ দেশের পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে শুধু খেলেছেন রিজওয়ান।
সিপিএলে খেলার মাধ্যমে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বেধে দেওয়া বছরে দুইটি বিদেশি লিগের কোটা পূর্ণ করে ফেলবেন রিজওয়ান। চলতি বছরের শুরুতে তাকে দলে নিয়ে রেখেছে বিগ ব্যাশ লিগের দল মেলবোর্ন রেনেগেডস।
দারুণ জয়ে প্রথম ম্যাচ জেতার পর টানা তিন ম্যাচ হেরেছে সেইন্ট কিটস। শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৫টায় নিজেদের পরের ম্যাচে বার্বাডোজ রয়্যালসের মুখোমুখি হবে তারা।
সাকিব আল হাসানের বোলিং সামর্থ্যের কথা যেন জানেনই না ইমাদ ওয়াসিমের। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে পরপর তিন ম্যাচে মাত্র ১ ওভার করে বোলিং দিলেন অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস অধিনায়ক। ফলে বেড়েই চলেছে সাকিবের ৫০০ উইকেটের অপেক্ষা।
অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ম্যাচে ব্যাট হাতে হতাশ করলেও বোলিংয়ে ১টি উইকেট নেন সাকিব। যার সৌজন্যে স্বীকৃত টি-টোয়েন্টিতে তার শিকার এখন ৪৯৯ উইকেট।
ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচটি ৮ রানে জিতেছে সাকিবের অ্যান্টিগা। আগে ব্যাট করে ৬ উইকেটে ১৬৭ রান করে স্বাগতিক দল। জবাবে ৬ উইকেটে ১৫৯ রানে থামে ত্রিনবাগোর ইনিংস।
আরও পড়ুন
শ্রীলঙ্কার বিপক্ষে বাটলারদের বিশ্বকাপ প্রস্তুতি |
![]() |
৪ ম্যাচে ২ জয় ও ১ পরিত্যক্ত ম্যাচের পর ৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই সাকিবের অ্যান্টিগা।
ত্রিনবাগোর বিপক্ষে ব্যাটিংয়ে ৫৫ রানে ৩ উইকেট হারানোর পর পাঁচ নম্বরে নামানো হয় সাকিবকে। তবে তেমন সুবিধা করতে পারেননি অভিজ্ঞ বাঁহাতি ব্যাটার।
পাঁচ ওভার ক্রিজে থেকে ১৩ বল খেলে ৭ রান করে আউট হন সাকিব। তার ব্যাট থেকে আসে একটি চার।
ফাবিয়ান অ্যালেন মাত্র ২০ বলে ৪৫ ও ইমাদ ওয়াসিম ২৭ বলে ৩৯ রানের অপরাজিত ইনিংস খেললে লড়াইয়ের পুঁজি পায় অ্যান্টিগা।
এরপর শুরু হয় সাকিবের বোলিংয়ের জন্য দীর্ঘ অপেক্ষা। শেষ পর্যন্ত ষষ্ঠ বোলার হিসেবে ১৩তম ওভারে সাকিবের হাতে বল দেন অ্যান্টিগা অধিনায়ক ইমাদ ওয়াসিম।
আরও পড়ুন
অভিষেকেই প্রশ্নবিদ্ধ দক্ষিণ আফ্রিকান স্পিনার |
![]() |
নিজের তৃতীয় বলে ড্যারেন ব্রাভোকে আউট করেন সাকিব। ওই ওভার থেকে খরচ করেন মাত্র ২ রান। তবু এরপর আর সাকিবকে বোলিংয়ে আনেননি ইমাদ।
ফলে এই ম্যাচে সাকিবের পারফরম্যান্স ৭(১৩) এবং ১-০-২-১।
স্বীকৃত টি-টোয়েন্টিতে আর একটি উইকেট পেলে বিশ্বের প্রথম বাঁহাতি বোলার হিসেবে পাঁচশ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলবেন সাকিব। সব মিলিয়ে পাঁচশ উইকেট আছে চার জনের।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আগামী বছরের শুরুতে সাদা বলের সিরিজ খেলবে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা । এই সফরের সূচি প্রকাশ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সিরিজে দুই দল খেলবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি।
আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে হবে ১০ম টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের আয়োজক যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কা।
সূচি অনুযায়ী, সফরে প্রথমে ওয়ানডে সিরিজ খেলবেন বাটলার-আসালাঙ্কারা। ম্যাচগুলো হবে ২২, ২৪ ও ২৭ জানুয়ারি। তারপর টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৩০ জানুয়ারি থেকে। সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ১ ও ৩ ফেব্রুয়ারি। সিরিজের ম্যাচগুলোর ভেন্যু এখনো নির্ধারণ হয়নি।
আরও পড়ুন
আচরণবিধি লঙ্ঘনে শাস্তি জাম্পার |
![]() |
শ্রীলঙ্কা সফরে সবশেষ ২০১৮ সালে সাদা বলের সিরিজ খেলেছিল ইংল্যান্ড। সাত বছর আগে হওয়া সেই সিরিজে পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলেছিল দুই দল। সেই সফরে ওয়ানডে সিরিজে ৩-১ ব্যবধানে জয় পেয়েছিল ইংলিশরা, একমাত্র টি-টোয়েন্টি ম্যাচেও জিতেছিল তারা।
২০২৬ সালের ফেব্রুয়ারি ও মার্চে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য ইংলিশদের। উপমহাদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে তাই শ্রীলঙ্কা সফর বেছে নিয়েছে ইসিবি। ২০১০ ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ইংল্যান্ড।
ইংল্যান্ডের শ্রীলঙ্কা সফরের সূচী:
১ম ওয়ানডে : ২২ জানুয়ারি
২য় ওয়ানডে : ২৪ জানুয়ারি
৩য় ওয়ানডে : ২৭ জানুয়ারি
১ম টি-টোয়েন্টি : ৩০ জানুয়ারি
২য় টি-টোয়েন্টি: ১ ফেব্রুয়ারি
৩য় টি-টোয়েন্টি : ৩ ফেব্রুয়ারি
৮ ঘণ্টা আগে
১১ ঘণ্টা আগে
২ দিন আগে
২ দিন আগে
৪ দিন আগে
৪ দিন আগে
৫ দিন আগে
৫ দিন আগে
৫ দিন আগে
৬ দিন আগে
৭ দিন আগে
৭ দিন আগে
৭ দিন আগে
৭ দিন আগে
৭ দিন আগে