ওয়ানডে অভিষেকের প্রথম ম্যাচে বল হাতে দারুণ কিছু না করলেও দেখা পেয়েছেন জয়ের। তবে ক্যারিয়ারের শুরুতেই বড় এক ধাক্কা খেলেন দক্ষিণ আফ্রিকার অফ-স্পিনার প্রেনেলান সুব্রায়েন। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে তাকে সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে রিপোর্ট করা হয়েছে।
গত মঙ্গলবার কেয়ার্নসে হওয়া এই ম্যাচে তার সুব্রায়েনের বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে ম্যাচ অফিশিয়ালদের প্রতিবেদনে।
ম্যাচে নিজের কোটার পুরো ১০ ওভার বল করে অজি ওপেনার ট্রাভিস হেডের উইকেট নেন সুব্রায়েন। গুনেন ৪৬ রান।
৩১ বছর বয়সী সুব্রায়েনের টেস্ট অভিষেক হয়েছে চলতি বছর জিম্বাবুয়ের বিপক্ষে। অভিষেক ম্যাচের প্রথম ইনিংসে হাত ঘুরিয়ে চার উইকেট শিকার করেন তিনি।
আরও পড়ুন
সবচেয়ে বেশি ম্যাচ খেলার বিশ্ব রেকর্ড গড়লেন ব্রাজিলিয়ান গোলরক্ষক |
![]() |
তবে একটি ওয়ানডে খেলার পরই সন্দেহের মুখে তার বোলিং অ্যাকশন। সুব্রায়েনকে তাই এখন আইসিসি অনুমোদিত ল্যাবে স্বাধীন মূল্যায়নের জন্য তার বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে।
এর ফলে চলমান ওয়ানডে সিরিজে আর দেখা যাবে না সুব্রায়েনকে। সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা জয় পায় ৯৮ রানে। বাকি দুটি ম্যাচ যথাক্রমে ২২ ও ২৪ আগস্ট অনুষ্ঠিত হবে।
২০ আগস্ট ২০২৫, ৬:০৮ পিএম
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আগামী বছরের শুরুতে সাদা বলের সিরিজ খেলবে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা । এই সফরের সূচি প্রকাশ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সিরিজে দুই দল খেলবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি।
আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে হবে ১০ম টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের আয়োজক যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কা।
সূচি অনুযায়ী, সফরে প্রথমে ওয়ানডে সিরিজ খেলবেন বাটলার-আসালাঙ্কারা। ম্যাচগুলো হবে ২২, ২৪ ও ২৭ জানুয়ারি। তারপর টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৩০ জানুয়ারি থেকে। সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ১ ও ৩ ফেব্রুয়ারি। সিরিজের ম্যাচগুলোর ভেন্যু এখনো নির্ধারণ হয়নি।
আরও পড়ুন
আচরণবিধি লঙ্ঘনে শাস্তি জাম্পার |
![]() |
শ্রীলঙ্কা সফরে সবশেষ ২০১৮ সালে সাদা বলের সিরিজ খেলেছিল ইংল্যান্ড। সাত বছর আগে হওয়া সেই সিরিজে পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলেছিল দুই দল। সেই সফরে ওয়ানডে সিরিজে ৩-১ ব্যবধানে জয় পেয়েছিল ইংলিশরা, একমাত্র টি-টোয়েন্টি ম্যাচেও জিতেছিল তারা।
২০২৬ সালের ফেব্রুয়ারি ও মার্চে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য ইংলিশদের। উপমহাদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে তাই শ্রীলঙ্কা সফর বেছে নিয়েছে ইসিবি। ২০১০ ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ইংল্যান্ড।
ইংল্যান্ডের শ্রীলঙ্কা সফরের সূচী:
১ম ওয়ানডে : ২২ জানুয়ারি
২য় ওয়ানডে : ২৪ জানুয়ারি
৩য় ওয়ানডে : ২৭ জানুয়ারি
১ম টি-টোয়েন্টি : ৩০ জানুয়ারি
২য় টি-টোয়েন্টি: ১ ফেব্রুয়ারি
৩য় টি-টোয়েন্টি : ৩ ফেব্রুয়ারি
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে আইসিসির আচরণবিধির ১ নম্বর ধারা লঙ্ঘনে দোষী প্রমাণিত হয়েছেন অ্যাডাম জাম্পা। ম্যাচ চলাকালে অশোভন শব্দ ব্যবহারের কারণে অস্ট্রেলিয়ান লেগ স্পিনারকে শাস্তি দিয়েছে আইসিসি।
আইসিসি প্লেয়ার্স ও সাপোর্ট স্টাফের আচরণবিধির ধারা ২.৩ অনুসারে, উক্ত ঘটনার দায়ে জাম্পার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। এটি ২৪ মাসের মধ্যে অভিজ্ঞ এই স্পিনারের প্রথম শাস্তিযোগ্য অপরাধ।
গত মঙ্গলবারের ম্যাচে ঘটনাটি ঘটে দক্ষিণ আফ্রিকার ইনিংসের ৩৭তম ওভারে। একটি মিসফিল্ড এবং ওভারথ্রো-এর পর অশোভন শব্দ ব্যবহার করেন জাম্পা, যা স্টাম্প মাইকে ধরা পড়ে। স্পষ্ট শোনা যায় সরাসরি সম্প্রচারেও।
ম্যাচ রেফারির কাছে জাম্পা নিজেই দোষ স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। আইসিসি এলিট ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট এরপর তাকে প্রস্তাবিত শাস্তি দেন।
আরও পড়ুন
অভিষেকেই প্রশ্নবিদ্ধ দক্ষিণ আফ্রিকান স্পিনার |
![]() |
আইসিসির ১ নম্বর ধারার শৃঙ্খলাভঙ্গের শাস্তির মধ্যে সর্বনিম্ন হল ভর্ৎসনা, আর সর্বোচ্চ থাকে ৫০ শতাংশ ম্যাচ ফি জরিমানা এবং এক বা দুইটি ডিমেরিট পয়েন্ট।
উল্লেখ্য, প্রথম ওয়ানডে অস্ট্রেলিয়া হেরে যায় ৯৮ রানে। বল হাতে ৫৮ রান খরচায় ১ উইকেট পাওয়া জাম্পা ব্যাট হাতে করেন ১১ রান।
ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরিতা আর নতুন কিছু নয়। এর প্রভাব থেকে রেহাই পায় না খেলাধুলাও। পেহেলগাম হত্যাকাণ্ডের পরবর্তী দুই দেশের মধ্যে কয়েক দিনের সামরিক যুদ্ধ সম্পর্ক আরও উষ্ণ করে তুলেছে। পাকিস্তানের বিপক্ষে খেলাও এড়িয়ে যাচ্ছে ভারত। লেজেন্ডস কাপে হাফিজ-মালিকদের বিপক্ষে খেলেননি ধাওয়ান-রায়নারা। ভারতে ২০২৫ হকি এশিয়া কাপ থেকে সরে দাঁড়িয়েছে পাকিস্তান।
আলোচনা হচ্ছে, সেপ্টেম্বরে টি-টোয়েন্টি এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ হবে কি না। ফখর-সালমানদের বিপক্ষে সূর্যকুমার-গিলদের ম্যাচ এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন অনেকে। তবে পাকিস্তানের সাবেক পেসার ওয়াসিম আকরাম মতে, ভারত এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে খেলুক বা না খেলুক, খেলা চালিয়ে যাওয়া উচিত।
সম্প্রতি স্টিক উইথ দ্য ক্রিকেট পডকাস্টের সাক্ষাৎকারে এশিয়া কাপের প্রমঙ্গে ওয়াসিম বলেন,
‘সূচি প্রকাশ হয়েছে, প্রতিক্রিয়াও হয়েছে। তবে আমরা (পাকিস্তান) শান্ত আছি। আমরা দুই দেশ খেলি বা না খেলি, খেলা চালিয়ে যাওয়া উচিত।’
ভারত-পাকিস্তানের টেস্ট সিরিজ হয় না এক যুগেরও বেশি সময় ধরে। ওয়াসিমের আশা মৃত্যুর আগে এই দুই দলের লাল বলের ম্যাচও দেখে যাবেন,
‘আমার জীবদ্দশায় ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ দেখতে চাই। রাজনীতি আলাদা বিষয়। আমরা সবাই নিজেদের দেশ নিয়ে গর্বিত। ভারত তাদের দেশ নিয়ে আর আমরা আমাদের দেশ নিয়ে গর্বিত। দেশ নিয়ে কথা হোক, তবে সীমার মধ্যে থাকা উচিত।’
আগামী সেপ্টেম্বরে হবে ১৭তম এশিয়া কাপ। ৯ থেকে ২৮ সেপ্টেম্বর দুবাই ও আবুধাবিতে হবে এশিয়া কাপের সব ম্যাচ। এবারের এশিয়া কাপ হবে টি টোয়েন্টি সংস্করণে। গ্রুপ 'এ'তে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। গ্রুপ 'বি'তে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
২০২৫ এশিয়া কাপের অফিশিয়াল আয়োজক দেশ ভারত। ভারত-পাকিস্তানের সামরিক উত্তেজনার কারণে নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে হবে এবারের টুর্নামেন্ট। বিসিসিআই ও পিসিবির মধ্যে চুক্তি অনুযায়ী, আগামী তিন বছর ভারত-পাকিস্তানের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে। ৯ সেপ্টেম্বর আফগানিস্তান-হংকং ম্যাচ দিয়ে পর্দা উঠবে এশিয়া কাপের।
১০ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে আরব আমিরাতের বিপক্ষে। ১৪ সেপ্টেম্বর একই ভেন্যুতে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচটি হবে।
নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন লিটন কুমার দাস, তাসকিন আহমেদরা। সিলেটে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের বিপক্ষে হবে বিশ ওভারের ওই ম্যাচ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার বাংলাদেশ দলের সিলেট পর্বের প্রস্তুতির সূচি জানিয়েছে বিসিবি। এদিন দুপুর থেকেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়ে গেছে স্কিল ট্রেনিং।
ডাচদের বিপক্ষে তিন ম্যাচের এই সিরিজের জন্য এখনও দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রাথমিক দলে থাকা ক্রিকেটারদের নিয়ে গত ৬ থেকে ১৭ আগস্ট পর্যন্ত মিরপুরে হয়েছে ফিটনেস ও স্কিল ট্রেনিং।
আরও পড়ুন
অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে ৯৪ রানে অলআউট নিগার-ফাহিমারা |
![]() |
সিরিজ খেলতে এবার তারা চলে গেছে সিলেটে। সেখানে প্রাথমিক দলে থাকা ক্রিকেটারদের নিয়েই হবে প্রস্তুতি পর্বের বাকি অংশ। এক সপ্তাহের এই ক্যাম্পের শেষ দিন অর্থাৎ ২৬ আগস্ট একমাত্র প্রস্তুতি ম্যাচটি খেলবে বাংলাদেশ। সন্ধ্যা ৬টায় শুরু হবে খেলা।
প্রতি দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা ও সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে অনুশীলন। এর মধ্যে ২৩ আগস্ট বিশ্রাম পাবেন ক্রিকেটাররা। আর ২৪ ও ২৫ আগস্ট হবে ম্যাচের আদলে অনুশীলন। পরে শুরু হবে মূল স্কোয়াডে ডাক পাওয়া ক্রিকেটারদের প্রস্তুতি।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৩০ আগস্ট শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। পরের দুই ম্যাচ যথাক্রমে ১ ও ৩ সেপ্টেম্বর।
বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। ৩০ আগস্ট সিলেটে শুরু হবে দুই দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ডাচদের ১৫ সদস্যের দলে নেতৃত্ব থাকছেন নিয়মিত অধিনায়ক স্কট এডওয়ার্ডসই।
দলে পরিচিত মুখই বেশি। রয়েছেন অভিজ্ঞ ব্যাটার ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিত সিং, এডওয়ার্ডস, অনিল নিদামানুরু, পল ফন মিকেরেনরা।
তবে নেদারল্যান্ডেসের জন্য ইতিবাচক দিক হতে পারেন প্রধান কোচ রায়ান কুক। এই দক্ষিণ আফ্রিকান কোচ ২০১৮ সালে বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ হয়ে এসেছিলেন। এখানকার কন্ডিশন সম্পর্কে তাঁর বেশ ভালো জানা। ডাউড-বিক্রমজিতরাও বাংলাদেশ সফর করেছিলেন।
আরও পড়ুন
বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্কের ফ্যাসিলিটিজ দেখে বাকিদের লজ্জা লাগা উচিত: মুশফিক |
![]() |
আরিয়ান দত্ত-টিম প্রিঙ্গেলদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বাংলাদেশেরও। লিটন দাসদের জন্য এটা এশিয়া কাপের প্রস্তুতিও। এরই মধ্যে সিলেটে চলছে তাঁদের অনুশীলন ক্যাম্প।
২৭ আগস্ট সিলেটে পা রাখবে নেদাল্যান্ডসের টিম বহর। পর দিন থেকেই অনুশীলন শুরু করবে তারা। সিলেটে আগামী ৩০ আগস্ট থেকে শুরু হবে বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ। ১ ও ৩ সেপ্টেম্বর হবে শেষ দুই ম্যাচ। সব ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।
নেদারল্যান্ডস দল:
ম্যাক্সওয়েল ও’ডাউড, বিক্রমজিত সিং,অনিল নিদামানুরু, স্কট এডওয়ার্ডস, নোয়াহ ক্রোয়েস, সাকিব জুলফিকার, রায়ান ক্লেইন, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ভান মিকেরেন, শরিজ আহমাদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, টিম প্রিঙ্গেল।
১ দিন আগে
১ দিন আগে
১ দিন আগে
২ দিন আগে
৩ দিন আগে
৩ দিন আগে
৩ দিন আগে
৪ দিন আগে
৪ দিন আগে
৪ দিন আগে
৪ দিন আগে
৪ দিন আগে
৪ দিন আগে
৫ দিন আগে
৬ দিন আগে