লিভারপুলে যোগ দিয়েই আলোচনায় উঠে এসেছেন ফরাসি ফরোয়ার্ড হুগো একিতিকে। জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে ৬৯ মিলিয়ন পাউন্ডে লিভারপুলে নাম লেখান ২৩ বছর বয়সী এই তরুণ। অলরেডদের হয়ে ১০ ম্যাচে করেছেন ৫ গোল। বিশ্বকাপ বাছাইয়ে জন্য ফ্রান্সের ২৩ সদস্যের দলেও জায়গা পেয়েছেন তিনি।
রেইমস একাডেমিতে ফুটবলের হাতেখড়ি হয়েছিল একিতিকের। এরপর ডেনমার্কের ভেইলে বোল্ডক্লাবে অল্প সময় কাটিয়ে যোগ দেন প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি)। তবে ফরাসি ক্লাবটিতে তেমন সাফল্য পাননি। পরবর্তীতে ফ্রাঙ্কফুর্টে যোগ দিয়েই বদলে যায় তার ক্যারিয়ারের গতি। গত মৌসুমে বুন্দেসলিগায় ১৫ গোলের পাশাপাশি করেন ৮টি অ্যাসিস্ট।
লিভারপুলের হয়ে দুর্দান্ত শুরুর পর বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে একিতিকে কথা বলেছেন নিজের শৈশব, ক্যারিয়ারের মোড় ঘোরানো মুহূর্ত, লিভারপুল ও সতীর্থ মোহাম্মদ সালাহ সম্পর্কে।
আরও পড়ুন
সৌদি ছেড়ে ইউরোপে ফিরতে পারেন বেনজেমা |
![]() |
ছোটবেলায় সব জায়গায় ফুটবল খেলতেন বলে জানান একিতিকে, 'ছোটবেলায় আমি খুব লাজুক ছিলাম। তবে ফুটবল ছিল আমার জীবনের সব কিছু। ভাইদের সঙ্গে, স্কুলে, রাস্তায়, সর্বত্রই ফুটবল খেলেছি। পরিবার ফুটবল ভালোবাসে, তারা আমার মাধ্যমে তাদের স্বপ্ন পূরণ হতে দেখছে।'
ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট বলতে গিয়ে একিতিকে বলেন, 'আমার বয়স যখন ১৪, রেইমস একাডেমিতে খুব খারাপ খেলতাম। স্বপ্ন দেখতাম, কিন্তু মাঠে ঘুমিয়ে থাকতাম যেন। তখন কোচরা বাবা-মাকে ডেকে বলেন, এভাবে চললে মৌসুম শেষে ক্লাব ছাড়তে হবে। সেই মুহূর্তটাই আমার জন্য টার্নিং পয়েন্ট। তখন থেকে ঠিক করি, এখন থেকে আমি সেরা হবো। তারপর অনেক পরিবর্তন আসে।'
ডেনমার্কে খেলতে গিয়ে বেঞ্চে বসে থাকাটাকে জীবনের আরেকটি টার্নিং পয়েন্ট বলে উল্লেখ করেন একিতিকে, 'ডেনমার্কে খেলতে গিয়েও বেঞ্চে বসে থাকতাম। তখন প্রমাণ করার তাগিদ জাগে। রেইমসে ফিরে এসে প্রি-সিজনে দারুণ খেলি, তখন থেকে প্রথম একাদশে সুযোগ পেতে শুরু করি।'
পিএসজিতে সময়টা কঠিন ছিলো জানিয়ে একিতিকে বলেন, 'পিএসজিতে সময়টা আমাকে বদলে দিয়েছে, ওটাই ছিল জীবনের প্রথম ব্যর্থতা। তবে সেটাই আমাকে মানসিকভাবে শক্ত করেছে। এখন আমি আরও ভালো খেলোয়াড় ও ভালো মানুষ।'
লিভারপুলে যোগ দেওয়ার অনুভূতি প্রসঙ্গে একিতিকে বলেন, 'প্রথম অনুভূতিটা ছিল গর্বের। জানি ফুটবলে সময়ের মূল্য অনেক, আজ শীর্ষে, কাল নিচে। তাই সব সময় প্রস্তুত থাকি, কঠোর পরিশ্রম করি, যেন দলকে সাফল্য এনে দিতে পারি।'
মোহাম্মদ সালাহর সঙ্গে খেলার অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, 'দারুণ, মো (সালাহ) খুবই বন্ধুসুলভ ও খোলামেলা। টিভিতে ওকে দেখতাম, এখন পাশে খেলছি। তার কাছ থেকে অনেক কিছু শেখা যায়। আশা করি একসঙ্গে অনেক গোল করব ও দলকে জেতাতে পারব।'
আরও পড়ুন
অনেক চমক নিয়ে মেসির আর্জেন্টিনার দল ঘোষণা |
![]() |
ব্যক্তিগত জীবন গোপন রাখতে চান একিতিকে, 'আমি চাই মানুষ আমাকে চিনুক, কিন্তু আমার ব্যক্তিগত জীবন যেন গোপন থাকে। বাড়িতে বা অবসরে আমি কী করি, সেটা সবাই জানুক এটা চাই না'
ক্যারিয়ারের সবচেয়ে বড় লক্ষ্য জানাতে গিয়ে একিতিকে বলেন, 'অনেক কিছু অর্জন করতে চাই, কিন্তু এখন সবচেয়ে বড় স্বপ্ন লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ জেতা। আমি জানি এই শিরোপা ইংল্যান্ডে কতটা বিশেষ, বিশেষ করে লিভারপুলের জন্য।'
No posts available.
১১ অক্টোবর ২০২৫, ৪:৪৫ পিএম
১১ অক্টোবর ২০২৫, ৪:০০ পিএম
১১ অক্টোবর ২০২৫, ১:৫৬ পিএম
ফ্রান্সের জন্য বড় ধাক্কা। ডান পায়ের গোড়ালির চোটে বিশ্বকাপ বাছাইপর্বে আইসল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন না অধিনায়ক কিলিয়ান এমবাপে। ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) বিষয়টি নিশ্চিত করেছে।
গতকাল রাতে বাছাইপর্বের ম্যাচে আজারবাইজানকে ৩-০ গোলে হারায় ফ্রান্স। এক গোল ও এক অ্যাসিস্ট করে ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এমবাপে। এটি ছিল তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের ৫৩তম গোল। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭তম গোল।
তবে ম্যাচের ৮৩তম মিনিটে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন এমবাপে। ম্যাচ শেষে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম বলেন, ‘তার (এমবাপে) গোড়ালিতে ব্যথা ছিল এবং সেখানেই সে আঘাত পায়। সে নিজেই মাঠ ছাড়তে চেয়েছিল। ব্যথাটা বেশ তীব্র ছিল।’
চোটের কারণে এমবাপে রেইকিয়াভিক সফরে যাচ্ছেন না, বরং চিকিৎসার জন্য ফিরে যাচ্ছেন রেয়াল মাদ্রিদে। আন্তর্জাতিক বিরতির আগে লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে একই গোড়ালিতে আঘাত পেয়েছিলেন তিনি।
আগামী পরশু বাংলাদেশ সময় রাত পৌনে একটায় মাঠে নামবে ফ্রান্স-আইসল্যান্ড। ‘ডি’ গ্রুপে তিন ম্যাচে শতভাগ জয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রপ শীর্ষে রয়েছে ফ্রান্স। সমান ম্যাচে ১ জয় আর দুই হারে তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আইল্যান্ড।
ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন- জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক।
আজ জাতীয় প্রেস ক্লাবের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ক্রীড়া উৎসবের উদ্বোধন করেন আমিনুল। এ সময় তিনি বলেন, ভবিষ্যতে বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হলে শিক্ষা কারিকুলামে অন্তত পাঁচটি ক্রীড়া ইভেন্টকে বাধ্যতামূলক করা হবে। এর মাধ্যমে দেশের আনাচে-কানাচে লুকিয়ে থাকা প্রতিভাবানদের খুঁজে বের করা সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি।
এই উদ্যোগের মাধ্যমে বিভিন্ন ইভেন্টে শক্তিশালী পাইপলাইন তৈরি হবে বলে মনে করেন আমিনুল। একই সঙ্গে রাজনীতিতেও গুণগত পরিবর্তন আনার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
প্রেস ক্লাবের আয়োজিত এই ক্রীড়া উৎসবে ছয়টি ইভেন্টে চার শতাধিক প্রতিযোগী অংশ নিচ্ছেন। উৎসবটি চলবে ১৯ অক্টোবর পর্যন্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, ক্রীড়া উপকমিটির আহ্বায়ক শাহনাজ বেগম পলিসহ অন্যান্য সদস্যরা।
হংকং, চায়নার বিপক্ষে বাংলাদেশের জার্সিতে নিজের দ্বিতীয় ম্যচটি খেলতে নেমেছিলেন শমিত সোম। এই ম্যাচে ৩-২ ব্যবধানে পিছিয়ে পড়ার পর দলকে সমতায় ফেরানো গোল করেন এই মিডফিল্ডার। শেষ পর্যন্ত অবশ্য হার নিয়েই মাঠ ছাড়তে হয়ে বাংলাদেশকে।
গত ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় শমিতের। দ্বিতীয় ম্যাচে পেলেন গোলের দেখা। ওই গোলের জন্য গতকাল কানাডিয়ান প্রিমিয়ার লিগ অভিনন্দন জানিয়ে শমিতকে।
কানাডিয়ান প্রিমিয়ার লিগ ফেসবুকে লিখেছে, ‘ক্যাভালরি এফসির মিডফিল্ডার শমিত সোমকে অভিনন্দন, যিনি বাংলাদেশের জার্সিতে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে প্রথম গোলের দেখা পেলেন।’ পোস্টে শমিতের একটি ছবি যুক্ত করা হয়। যেখানে দেখা যায় গ্যালারিতে থাকা তিনজন দর্শকের সঙ্গে বাংলাদেশের পতাকা ধরে দাঁড়িয়ে আছেন শমিত।
হংকংয়ের বিপক্ষে ফিরতি ম্যাচ খেলতে বর্তমানে হংকংয়ে আছে বাংলাদেশ। মঙ্গলবার ম্যাচ খেলবে দুই দল।
বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচ ঘিরে ইতালির উদিনে নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। মঙ্গলবার সেন্ট মারিনোর স্তাদিও ফ্রিউলিতে মুখোমুখি হবে ইতালি ও ইসরায়েল। একই দিনে শহরজুড়ে হবে প্রো–ফিলিস্তিনি বিক্ষোভ। যা নিয়ে প্রশাসনের উদ্বেগ তুঙ্গে।
সম্প্রতি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি সাক্ষরিত হয়েছে। তবে ইতালির শহর উদিনে ফিলিস্তিনের পক্ষে থাকা নাগরিকরা এখনই পুরোপুরি আশ্বস্ত হয়ে আন্দোলন থামাতে চান না।
বার্তাসংস্থা রয়টার্সকে ফিলিস্তিন-উদিনে’ সংগঠনের আয়োজকরা সাফ জানিয়েছেন, ফিলিস্তিন পুরোপুরি মুক্ত হওয়ার আগপর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাবেন তারা।
আরও পড়ুন
নেইমারকে নিয়ে মায়ামিতে ফিরছে ‘এমএসএন’ ত্রয়ী |
![]() |
“আমাদের দাবি এখনও আগের মতোই আছে। ফিলিস্তিনের মানুষের আত্ম নিয়ন্ত্রণের অধিকার, তাদের প্রত্যাবর্তনের অধিকার ও দখলমুক্ত জীবনের অধিকার। আমরা তখনই শান্ত হবো, যখন ফিলিস্তিনের জনগণ পুরোপুরি মুক্ত হবে।”
সংগঠনটির আশা, ম্যাচের দিন অন্তত ১০ হাজার মানুষ এই বিক্ষোভে অংশ নেবে। তারা এই ম্যাচটিকে ‘লজ্জার খেলা’ হিসেবে আখ্যা দিয়েছে। তবে ম্যাচ বাতিল করার কোনো ইচ্ছা নেই তাদের। বিক্ষোভের মাধ্যমে শান্তিপূর্ণভাবে দাবি তুলে ধরতে চান তারা।
একই দিনে প্রো-ফিলিস্তিনি বিক্ষোভ ও ইসরায়েল ম্যাচ হওয়ায়, ইতালির প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে। শুক্রবার থেকেই শহরে জারি হয়েছে নানা নিষেধাজ্ঞা।
শনিবার থেকে কিছু এলাকায় যান চলাচল ও পার্কিং সীমিত করা হয়েছে, স্টেডিয়াম ঘিরে বসানো হয়েছে কংক্রিটের ব্যারিয়ার। ম্যাচের দিন গ্লাস, সিরামিক বা টিনের পাত্রে খাবার-পানীয় বিক্রিতে নিষেধাজ্ঞা থাকবে। পাশাপাশি রেস্টুরেন্ট ও ক্যাফেগুলোর বাইরে থাকা আসবাবও সরিয়ে নিতে বলা হয়েছে।
এই ম্যাচটিকে সর্বোচ্চ ঝুঁকি হিসেবে নিয়েই বাড়তি নিরাপত্তা নেওয়ার ব্যবস্থা করছে ইতালির জাতীয় ক্রীড়া পর্যবেক্ষণ সংস্থা। উদিনের প্রশাসনের আশঙ্কা, এই বিক্ষোভে সহিংস গোষ্ঠী অনুপ্রবেশের চেষ্টা করতে পারে।
আরও পড়ুন
হেরে সুইডেনের বিশ্বকাপ স্বপ্ন ধোঁয়াশায়, বেলজিয়ামের ড্র |
![]() |
ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের 'আই' গ্রুপে ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে নরওয়ে। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইতালি। পাঁচ ম্যাচ ৯ পয়েন্ট ইসরায়েলেরও।
ঘরের মাঠে ইসরায়েলের মুখোমুখি হওয়ার আগে শনিবার এস্তোনিয়ার বিপক্ষে খেলবে ইতালি।
২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বার্সেলোনায় একসঙ্গে খেলেন লিওনেল মেসি, লুইজ সুয়ারেজ ও নেইমার জুনিয়র। এই তিনজনকে সংক্ষেপে বলা হতো ‘এমএসএন’ ত্রয়ী। প্রায়শই ক্লাব ফুটবল ইতিহাসের অন্যতম সেরা আক্রমণাত্মক ত্রয়ী হিসেবেও তাদের বিবেচনা করা হয়। ২০১৭ সালে ঐতিহাসিক এক দলবদলে বার্সাকে বিদায় বলে প্যারিসে পাড়ি জমান নেইমার। তাতে ভাঙে এমএসএন জুটি।
নেইমারের বিদায়ের তিন বছর পর বার্সেলোনা ছাড়েন সুয়ারেজ। তবে স্প্যানিশ ক্লাব আতলেটিকো মাদ্রিদে সময়টা ভালো যায়নি তার। নিজ দেশের পর ব্রাজিলের ক্লাব ঘুরে অবশেষে এখন তিনি আছেন ইন্টার মায়ামিতে। ২০২১ সালে স্পেন ছাড়ার পর মেসি পাড়ি দেন নেইমারের সঙ্গে পিএসজিতে। দুই মৌসুম পর ২০২৩ সাল থেকে মেসি এখনও আছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে।
আরও পড়ুন
মেসি কেন মাঠে নেই, কোচ বললেন ‘আমার সিদ্ধান্ত’ |
![]() |
মাঝের সময়টা খুব একটা ভালো কাটেনি নেইমারের। বারবার চোটে পড়ায় ছন্দপতন ঘটেছে। সৌদি আরবের ক্লাব আল হিলাল ছাড়ার পর এখন তিনি আছেন নিজ দেশের ক্লাব সান্তোসে। গুঞ্জন আছে সান্তোস ছাড়তে পারেন তিনি।
মায়ামিতে এমএসএন জুটির দুজন- মেসি, সুয়ারেজ এখন একসঙ্গে। ঐতিহাসিক সেই ত্রয়ীকে ফের দেখা যেতে পারে ডেভিড বেকহ্যামের ক্লাবে। মায়ামির গোলাপি জার্সিতে আবার সেই কিংবদন্তি ত্রয়ীকে একসঙ্গে দেখা- এই ভাবনাটাই যেন এক অসম্ভব সুন্দর স্বপ্ন। ভক্তদের জন্য এটি শুধু নস্টালজিয়া নয়; এটি সেই আশার প্রতীক, যেখানে তারা আবারও ফুটবলের জাদু ‘পুনর্জন্ম’ দেখতে চায়।
এ বছরের জানুয়ারিতে ছয় মাসের জন্য সান্তোসের সঙ্গে চুক্তিবদ্ধ হন নেইমার। সেটি পরে বাড়ানো হয়; তবে ডিসেম্বরে শেষ হবে সব চুক্তির মেয়াদ। এরপর পরবর্তী গন্তব্য নিজেই নির্ধারণ করতে পারবেন। সেই সম্ভাবনাই মূলত জল্পনা বাড়িয়েছে। ব্রাজিলিয়ান ক্লাবের চুক্তি শেষ হওয়ার পর ইন্টার মায়ামি তাকে দলে টানতে পারে।
তার আগে ইন্টার মায়ামির প্রধান অগ্রাধিকার হচ্ছে মেসি ও সুয়ারেজের ভবিষ্যৎ নিশ্চিত করা। দুজনেরই চুক্তি শীঘ্রই শেষ হতে চলেছে। জানা গেছে, ইন্টার মায়ামিতেই থাকছেন এই দুজন। এরপর নেইমারকে দলে ভেড়ানো হতে পারে ক্লাবটির দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
আরও পড়ুন
হেরে সুইডেনের বিশ্বকাপ স্বপ্ন ধোঁয়াশায়, বেলজিয়ামের ড্র |
![]() |
যদিও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি দুই পক্ষের মধ্যে। তবে স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, নেইমারের এজেন্ট স্বীকার করেছেন নেইমারের যুক্তরাষ্ট্রে যাওয়ার সম্ভাবনা প্রবল। বিশেষ করে ২০২৬ বিশ্বকাপের আগে মায়ামির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া নেইমারের জন্য আদর্শ এবং বড় সুযোগ হতে পারে, ধারনা অনেকের।