মেয়েদের ফুটবল খেলা ঠেকাতে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ঘটেছে ব্যাপক ভাঙচুরের ঘটনা। তাতে চারদিকে বইছে সমালোচনার ঝড়। যা নাড়া দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকেও। এই ঘটনার নিন্দা জানিয়েছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
ঘটনার সূত্রপাত গত শুক্রবার। সেদিন আক্কেলপুর স্থানীয় 'টি-স্টার ক্লাব' জয়পুরহাট ও রংপুর নারী ফুটবল দলের প্রীতি ম্যাচ আয়োজনের ঘোষণা দেয়। এই ম্যাচের জন্য তারা টিনের বেড়া দিয়ে গ্যালারি তৈরি করে। সেই সাথে রাখা হয় টিকেটের ব্যবস্থাও। যা মোটেও ভালোভাবে নেয়নি স্থানীয়দের একটি অংশ।
ম্যাচের দিন মঙ্গলবার তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠের টিনের বেড়া হামলা চালিয়ে ভাঙচুর করে তৌহিদি জনতার একটি অংশ। ফলে বাতিল করতে হয় ম্যাচ। এমন ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে বাফুফে থেকে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিয়ে বুধবার নিন্দা জানিয়েছে বাফুফে।
“ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে নারীদের ফুটবল খেলা বন্ধ করার উদ্দেশ্যে টিনের বেড়া ভাঙচুরের ঘটনাকে সমর্থন করে না। ফুটবল সবার জন্য, এবং নারী ফুটবলারদের খেলাধুলায় অংশগ্রহণের পূর্ণ অধিকার রয়েছে। নারীদের খেলাধুলায় বাধা সৃষ্টি করা ক্রীড়ার উন্নয়ন ও অগ্রগতির পরিপন্থী। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিশ্বাস করে, দেশের ক্রীড়াঙ্গনে নারীদের অংশগ্রহণ অব্যাহত রাখতে সবাইকে সহযোগিতা করতে হবে।”
সংবাদ বিজ্ঞপ্তিতে এর সুষ্ঠ তদন্ত দাবি করা হয়েছে বাফুফে থেকে, “আমরা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানাই, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক এবং নারীদের ফুটবল খেলায় যেন কোনো ধরনের বাধা সৃষ্টি না হয়, তা নিশ্চিত করা হোক।”
বাফুফে ছাড়াও আরও বেশ কিছু সংঘঠন থেকে এই ঘটনায় তীব্র নিন্দার পাশাপাশি সুষ্ঠ তদন্তের দাবি করা হয়েছে।
No posts available.
৮ অক্টোবর ২০২৫, ৭:১২ পিএম
৮ অক্টোবর ২০২৫, ১০:৪০ এম
ফুটবল ইতিহাসের প্রথম বিলিয়নিয়ার খেলোয়াড় হলেন ক্রিস্তিয়ানো রোনালদো। স্বনামধন্য ব্যবসা ও অর্থনীতি ভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদন এমনটা জানিয়েছে। ব্লুমবার্গের বিলিয়নিয়ারস ইনডেক্স অনুযায়ী, আল নাসরের পর্তুগিজ তারকার মোট সম্পদের পরিমাণ ১.৪ বিলিয়ন মার্কিন ডলার।
প্রতিবেদনে বলা হয়েছে, রোনালদোর ক্যারিয়ারের উপার্জন, বিনিয়োগ ও বিভিন্ন ব্র্যান্ডের চুক্তির ভিত্তিতে এই হিসেব করা হয়েছে।
২০০২ থেকে ২০২৩ সাল পর্যন্ত রোনালদো বেতন হিসেবে পেয়েছেন ৫৫০ মিলিয়ন মার্কিন ডলার। নাইকির সঙ্গে এক দশকের চুক্তি থেকে বছরে পেয়েছেন প্রায় ১৮ মিলিয়ন ডলার, সব মিলিয়ে ১৮০ মিলিয়ন ডলার। ২০২২ সালে সৌদি ক্লাব আল-নাসরে যোগ দিয়ে তিনি ফুটবল ইতিহাসের সর্বোচ্চ বেতনের খেলোয়াড় হন। তখন তাঁর বার্ষিক বেতন ছিল ১৭৭ মিলিয়ন পাউন্ড। গত জুনে আল নাসরের সঙ্গে দুই বছরের নতুন চুক্তি করেছেন রোনালদো, যার মূল্য ৪০০ মিলিয়ন ডলারের বেশি।
পর্তুগিজ তারকার আয় শুধু ক্লাবের পারিশ্রমিকের সীমাবদ্ধ নয়। বিশ্ব বিখ্যাত বিভিন্ন ব্র্যান্ড যেমন নাইকি, আরমানি, ট্যাগ হুয়্যার, হার্বালাইফ এবং বাইন্যান্সের পাশাপাশি আরো অনেক নামিদামি ব্র্যান্ডের সঙ্গে তাঁর স্পন্সরশিপ চুক্তি রয়েছে। চলতি বছর আরওয়া ক্রুজেস ও ই-স্পোর্টস ওয়ার্ল্ড কাপের সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করেন রোনালদো। পাশাপাশি নিজের ব্রান্ড সিআরসেভেনও প্রতিষ্ঠা করেছেন তিনি। এই ব্রান্ডের মাধ্যমে হোটেল, ফ্যাশন, জিম এবং সুগন্ধি পণ্যের ব্যাবসা করছেন এই তারকা।
আর্জেন্টিনা ও ইন্টার মায়ামি তারকা লিওনেল মেসি ক্যারিয়ারে এখন পর্যন্ত কর-পূর্ব বেতনে ৬০০ মিলিয়ন ডলার আয় করেছেন বলে জানিয়েছে ব্লুমবার্গ। বর্তমানে মায়ামিতে মেসি বছরে পান ২০ মিলিয়ন ডলার, যা রোনালদোর আয়ের প্রায় ১০ শতাংশ।
আন্তর্জাতিক বিরতিতে আগামী পরশু ওয়েলসের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। আগামী মঙ্গলবার লাটভিয়ার বিপক্ষে খেলবে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। তার আগে বড় ধক্কা খেল ইংলিশরা। ওয়েলসের বিপক্ষে প্রীতি ম্যাচে অনিশ্চিত অধিনায়ক হ্যারি কেইন। চোটে গোড়ালিতে অস্বস্তি অনুভব করছেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার।
চলতি মৌসুম সব প্রতিযোগিতা মিলিয়ে বায়ার্নের হয়ে ১০ ম্যাচে ১৮ গোল কেইনের। ইংল্যান্ডের ফুটবল ইতিহাসেও সর্বোচ্চ গোল তাঁর। ১০৯ ম্যাচে করেছেন ৭৪ গোল। স্কাই স্পোর্টসের প্রতিবেদন, কেইন ওয়েলসের বিপক্ষে ম্যাচে খেলার ব্যাপারে বড় ধরনের অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।
কেইন গোড়ালিতে চোটের সমস্যায় ভুগছেন। বুধবার দলের সঙ্গে অনুশীলনও করেননি। কোচিং স্টাফদের রুটিন মেনে ইনডোরে আলাদা অনুশীলন করছেন তিনি। সঙ্গে আছেন বায়ার লেভারকুজেনের সেন্টার-ব্যাক জারেল কোয়ানসাহ।
গত শনিবার আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ৩-০ গোলে হারানোর ম্যাচে বায়ার্নের হয়ে মৌসুমে ১৮তম গোল করেন। তবে ম্যাচের শেষ পাঁচ মিনিট বাকি থাকতে খুঁড়িয়ে মাঠ ছাড়েন। পরে বলেন, তিনি ‘ঠিক আছেন’ এবং ইংল্যান্ড দলে যোগ দেবেন।
কেইনকে না পাওয়া বড়সড় ধাক্কা কোট টমসা টুখেলের জন্য। হয়তো তাঁর বদলি হিসেবে অলি ওয়াটকিনস, মার্কাস রাশফোর্ড বা জ্যারড বোয়েনের মধ্যে কাউকে বেছে নিতে পারেন ইংল্যান্ড কোচ। নিউক্যাসলের হয়ে দারুণ খেলেছেন অ্যান্থনি গর্ডনও। তাঁকেও দেখা যেতে পারে।
তারকা ফুটবলার জ্যাক গ্রিলিশ, জুড বেলিংহাম ও ফিল ফোডেন দলে নেই। সেপ্টেম্বরে আন্তর্জাতিক বিরতির ম্যাচগুলোয় যারা টুখেলকে মুগ্ধ করেছিলেন, তাঁদেরই আবার সুযোগ মিলেছে দলে।
আগামী মঙ্গলবার, ১৪ অক্টোবর ইংল্যান্ড লাটভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে। সেই ম্যাচে জিততে পারলে তারা নিশ্চিত করতে পারবে আগামী গ্রীষ্মের বিশ্বকাপে জায়গা, যদি না সার্বিয়া আলবেনিয়া ও অ্যান্ডোরাকে হারায়।
বয়স তো আর কম হলো না। অর্জনের পাল্লাও তো বেশ ভারী। এক বিশ্বকাপ বাদে সবকিছু জয়ের স্বাদও তো পেয়ে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। চাইলে তো এখনই ফুটবলকে বিদায় বলে দিতে পারেন পর্তূগিজ মহাতারকা। তবে সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের ক্ষুধা কি আর সহজে মেটে?
পর্তূগাল ফুটবল গ্লোব অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে গতকাল প্রথমবারের মতো 'প্রেস্টিজ অ্যাওয়ার্ড' গ্রহণ করেন রোনালদো। পুরস্কার নেওয়ার পর নিজের ফুটবল ভবিষ্যত নিয়ে মন খুলে কথা বলেন আল নাসর তারকা। এখনই ফুটবল অধ্যায়ের ইতি টানতে নারাজ রোনালদো বলেন, ‘আমি আরও কয়েক বছর খেলতে চাই, সত্যি কথা বলতে হয় খুব বেশি নয়। আমার সব সতীর্থকে ধন্যবাদ জানাতে চাই। কারণ সবার থেকে কিছু না কিছু শিখেছি, এমনকি এই তরুণ প্রজন্ম থেকেও। তাদের সঙ্গে থাকতে পারা আমার জন্য এক বিশাল সৌভাগ্য।’
বয়স এখন ৪০ ছুঁয়েছে। ফুটবলকে এক পাশে রেখে এই বয়সে অনেকেই পরিবার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। পুরো সময়টা স্ত্রী-সন্তানের পেছনে ব্যয় করতেই পচ্ছন্দ করেন অনেকে। পরিবারেরও তো চাওয়া থাকে সবসময় প্রিয়জনকে পাশে পাওয়ার।
রোনালদোর পরিবারও ব্যাতিক্রম নয়। পাঁচ সন্তানের জনক রোনালদোকে নাকি তাঁর পরিবার প্রায়ই অবসরের কথা বলেন। ‘সিআর সেভেনের’ ভাষায়, ‘লোকেরা, বিশেষ করে আমার পরিবার বলে, “এখন থেমে যাও। তুমি সবকিছুই অর্জন করেছ। এখন আর ১ হাজার গোলের পেছনে দৌড়াচ্ছ কেন?”
কিন্তু আমি সেটা ভাবছি না। আমার এখনও মনে হয়, আমি আমার দলকে ভালো কিছু দিচ্ছি, ক্লাব এবং জাতীয় দলকে সাহায্য করছি, তাহলে চালিয়ে যেতে দোষ কোথায় ?’
আত্মতৃপ্তি নিয়েই একদিন বুটজোড়া তুলে রাখার কথা বলেন রোনালদো, ‘ আমি নিশ্চিত, যেদিন সব শেষ হবে, আমি আত্মতৃপ্তি নিয়ে বিদায় নিতে পারব— কারণ আমি আমার সবটুকু দিয়েছি।
আমি জানি, আমার হাতে আর বেশি সময় নেই, কিন্তু আমি যা আছে, তাতে প্রতিটা মুহূর্তকে উপভোগ করতে চাই।’
ক্যারিয়ারের অন্তিম লগ্নে এসে একটু একটু করে এগোনোর পক্ষে রোনালদো। খানিকটা দার্শনিকের সুরে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী বলেন, ‘বয়স মানুষকে ভিন্নভাবে ভাবতে শেখায়। এখন আমার জীবনদর্শন হলো একদিন করে বাঁচো। সময় খুব দ্রুত চলে যায়। সময় খুব দ্রুত চলে যায়, পরিস্থিতি বদলায়, আর তাই দীর্ঘমেয়দি পরিকল্পনা বাস্তবসম্মত নয়।’
রোনালদো আরও বলেন, ‘এখন আমি স্বল্পমেয়াদী পরিকল্পনা করি, কারণ এতে আমার মধ্যে বাঁচার আকাঙ্ক্ষা বাড়ে, উৎসাহ বাড়ে। আমি প্রতিদিন, প্রতিটা অনুশীলন, প্রতিটা ম্যাচ— একটা একটা করে উপভোগ করার চেষ্ট করছি। বাকি সব পরে দেখা যাবে।’
বর্ণাঢ্য ক্যারিয়ারে এখন পর্যন্ত রোনালদোর গোলসংখ্যা ৯৪৬। সহস্রতম গোলের অনন্য মাইলফলক ছুঁতে তাঁর প্রয়োজন আর ৫৪ গোল। সেই ‘মিশন’ চালিয়ে যাওয়ার পথে রোনালদোর পরবর্তী ধাপ— পর্তুগালের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ।
রবার্তো মার্তিনেজের পর্তূগাল দল আগামী শনিবার মুখোমুখি হবে আয়ারল্যান্ডের। তিন দিন পর রোনালদোর দল খেলবে হাঙ্গেরির বিপক্ষে। দুটি ম্যাচই হবে লিসবনের জোসে আলভালাদে স্টেডিয়ামে।
ফিফার কমিটিতে জায়গা পেয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। ফিফার ফুটবল টেকনোলজি, ইনোভেশন ও ডিজিটাল ট্রান্সফরমেশন কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন তাবিথ।
এই কমিটি সাধারণত কাজ করে থাকে বিশ্ব ফুটবলে প্রযুক্তি, উদ্ভাবন ও ডিজিটাল রূপান্তর নিয়ে। কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আইসল্যান্ডের থরভালদুর ওরলিগসন এবং ডেপুটি চেয়ারম্যান হিসেবে আছেন ভেনেজুয়েলার হোর্হে গিমেনেজ।
একই দিনে সুখবর পেয়েছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। তাকেও রাখা হয়েছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণ সংস্থার আরেকটি কমিটিতে।
ফিফার ইউথ গার্লস কম্পিটিশন কমিটির সদস্য করা হয়েছে বাফুফের নির্বাহী কমিটির সদস্য মাহফুজা কিরনকে।
ক্লাব ক্যারিয়ারের প্রায় পুরোটা সময়ই এক সঙ্গে কাটিয়েছেন দু’জন। বার্সেলোনায় লিওনেল মেসি ও জর্দি আলবার রসায়ন ছিল অতুলনীয়। দুর্দান্ত বোঝাপড়ায় কত প্রতিপক্ষকেই তো নাকানিচুবানি খাইয়েছেন দু’জন।
মেসি-আলবা অধ্যায়ের ইতি ঘটছে। ২০২৫ সালের মেজর লিগ সকারে (এমএলএস) মৌসুমের শেষে পেশাদার ফুটবল থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন ইন্টার মায়ামির ডিফেন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত জানান আলবা। ফুটবল থেকে এই স্প্যানিশ লেফট-ব্যাকের অবসরের ঘোষণায় সতীর্থ আর ও ভক্তরা আবেগতাড়িত হয়ে পড়েছেন।
বার্সেলোনায় বর্ণাঢ্য ক্যারিয়ারে এক সঙ্গে অনেক সাফল্য পাওয়া সতীর্থরা সামাজিক মাধ্যমে ‘বন্ধুকে’ আবেগঘন বিদয়ী বার্তা জানান। ইন্টার মায়ামি ও বার্সেলোনার সতীর্থ মেসি লিখেন, ‘তোমাকে ধন্যবাদ, জর্দি। তোমাকে অনেক মিস করব। এত কিছু একসঙ্গে করার পর, এখন মাঠে বাঁ দিকে তাকিয়ে তোমাকে না দেখতে পাওয়া – ব্যাপারটা খুব অদ্ভুত লাগবে।’
আরও পড়ুন
ঢাকায় পা রেখেই শমিত শোনালেন আশার বানী |
![]() |
২০২১ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পর শেষ হয় কাতালান ক্লাবটিতে মেসি-আলবা জুটি। এরপর ২০২৩ সালে ইন্টার মায়ামিতে আবার পূর্ণমিলন ঘটে দু’জনের। বার্সায় একসঙ্গে খেলে তাঁরা জিতেছেন ৫টি লা লিগা, ১টি চ্যাম্পিয়নস লিগ ও ৫টি কোপা দেল রে। মায়ামিতেও চিরচেনা রসায়নে সমর্থকদের উদযাপনের উপলক্ষ্য এনে দিয়েছেন।
ক্লাব ক্যারিয়ারে মেসির অনেক গোলই এসেছে আলবার সহায়তায়। ২০১৭ সালে এল ক্লাসিকোতে শেষ মুহূর্তে মেসির বিখ্যাত সেই গোলের অ্যাসিস্টও করেছিলেন ৩৬ বছর বয়সী আলবা। ক্যারিয়ারে মেসির গোলের ৩৩টি অ্যাসিস্ট করেছেন আলবা। এ তালিকায় তিনি আছেন চারে। মেসির সবচেয়ে বেশি গোল এসেছে লুইস সুয়ারেজের (৬০) পাস থেকে।
এখন মাঠে সেই বন্ধু আর সতীর্থকে ছাড়াই খেলবে হবে মেসিকে। আবেগঘন বার্তায় সে সব স্মৃতির কথা স্বরণ করে মেসি বলেন, ‘তুমি আমাকে বছরের পর বছর যতগুলো অ্যাসিস্ট দিয়েছো, সেটা ভাবলে অবাকই লাগে। এখন আমাকে সেই পাসগুলো কে দেবে পেছন থেকে?’
আলবার অবসরের ঘোষণায় তাঁর আরেক বার্সা ও মায়ামি সতীর্থ সুয়ারেজ লিখেন, ‘ভাই, কী বলব! তুমি এককথায় অসধারণ। এখন বাকি সময়টা শুধু উপভোগ কর।’ আরেক সাবেক সতীর্থ নেইমার লিখেন ‘তুমি বিশাল এক জন, ভাই। জোর একটা আলিঙ্গন, ফোলেত্তি!’
২০২৬ মৌসুমে মেসিকে খেলতে হবে তাঁর দুই ঘনিষ্ঠ সহযোদ্ধা ছাড়াই । সার্জিও বুসকেটস এর আগেই অবসর ঘোষণা করেছেন, আর এবার সেই তালিকায় যোগ দিলেন জর্দি আলবা।