৩০ সেপ্টেম্বর ২০২৪, ৯:৫২ পিএম
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গেল নির্বাচনেও কাউন্সিলর ছিলেন ১৩৯ জন। যাদের ভোটে নির্বাচিত হয়েছিলো বর্তমান কমিটি। তবে, আগামী ২৬ অক্টোবরের নির্বাচনে কমছে সেই সংখ্যা, ভোট দিতে পারবেন ১৩৭ জন।
বাদ পড়েছে যশোর ও সাতক্ষীরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচনের ডেলিগেট ফর্ম জমা দেয়ার শেষ দিন এই কথা জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার, “নির্ধারিত সময়ের মধ্যে আমরা ১৩৭টি ফর্ম জমা পেয়েছি। যশোর ও সাতক্ষীরা থেকে কোন প্রতিনিধি থাকবে না, কারণ উচ্চ আদালতে এই দুই জেলা ফুটবল অ্যাসোসিয়েশন নিয়ে মামলা চলমান।”
চট্টগ্রাম আবাহনীর ফুটবল কমিটির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করলেও, ক্লাবটির কাউন্সিলর হয়েছেন আসছে নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতার ঘোষণা দেয়া তরফদার রুহুল আমিন। তবে কাউন্সিলরশিপ নেননি আরেক সভাপতি প্রার্থী তাবিথ আউয়াল। যদিও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে অংশগ্রহণ করার জন্য কোন ক্লাবের কাউন্সিলর হওয়ার বাধ্যবাধকতা নেই।
শেষ দিনও ফুটবল ফেডারেশন ভবনে অভিযোগপত্রও দাখিল হয়েছে। অভিযোগ রয়েছে, বেশ কিছু জেলায় নিয়মের ব্যত্যয় ঘটিয়ে কাউন্সিলরশিপ জমা দেয়া হয়েছে। এ ব্যাপারে বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার জানান, “৩ সদস্যের কমিটি করা হয়েছে। যারা এই অভিযোগগুলো নিয়ে কাজ করবে। দুই পক্ষকে ডেকে নিয়মতান্ত্রিক উপায়ে সমাধান করা হবে। আর তা না হলে, বাদ দেয়া হবে সে সব জেলাকে।”
যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে ২ অক্টোবরের মধ্যে চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে। ৩ অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান কমিটির শেষ কার্যনির্বাহী পরিষদের সভা রয়েছে। কাউন্সিলরশিপের চূড়ান্ত অনুমোদন আসবে সেই সভা থেকে। একইসাথে গঠন করা হবে নির্বাচন কমিশন। এরপর নির্বাচন কমিশন পরিচালনা করবে দেশের ফুটবলের আগামী ৪ বছরের দায়িত্ব যারা নিতে যাবেন তাদের ভোটযুদ্ধের।
আরেক ঐতিহাসিক রাতের সাক্ষী হয়ে থাকলো আসুনসিওনের এল চাকো স্টেডিয়াম। সেপ্টেম্বরে এই মাঠেই হার মেনেছিল ব্রাজিল, দুই মাস ঘুরতে প্যারাগুয়ের কাছে এই মাঠে ধরাশায়ী আর্জেন্টিনাও। মিডফিল্ড প্রেসিং আর ডিফেন্স ট্র্যাপে দিশেহারা বনে আর্জেন্টিনা প্যারাগুয়ের কাছে হার স্বীকার করেছে ২-১ গোলে। সানাব্রিয়ার চোখ ধাঁধানো বাইসাইকেল কিক আর আলদেরেতের গোলে মেসিদের কপালে জুটেছে লাতিন বিশ্বকাপ বাছাই পর্বের তৃতীয় হার।
রাতটা শুরু হয়েছিল বলিভিয়াকে ৬-০ গোলে হারানোর আমেজ দিয়েই। ঠিক আগের লাইন আপ, সামনে লাওতারো-মেসি-আলভারেজ ত্রয়ী। শুধু দলে নিজের জায়গা বুঝে নিয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ। ১০ মিনিটে এনজো ফেরনান্দেজের দেওয়া বল থেকে দলকে এগিয়ে দিয়েছিলেন লাউতারো মার্তিনেজ। অফসাইডের সিদ্ধান্তে দীর্ঘ ভিএআর চেকে দেখা গেল, সামান্যর জন্য অনসাইডে ছিলেন তিনি। কিন্তু আর্জেন্টিনার বলার মতো উপলক্ষ্য এই রাতে শুধু এতটুকুই।
আরও পড়ুন
বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে, কখন? |
মিনিটখানেক পরই আসুনসিওনে জাদুকরি মুহূর্ত। গুস্তাভো ভেলাজকেজের ক্রস থেকে বক্সে একটা বাইসাইকেল কিক থেকে সমতা আনেন আন্তোনিও সানাব্রিয়া। পুরো স্টেডিয়ামজুড়ে এক বাঁধভাঙ্গা উল্লাস। সে উল্লাস দ্বিগুণ হয়ে বাড়ে দ্বিতীয়ার্ধের একদম শুরুতেই। ৪৭ মিনিটে দিয়েগো গোমেজের সেট পিস থেকে বক্সে আছড়ে পড়া বলের ফ্লাইট পড়তে পারেননি আর্জেন্টিনার ডিফেন্স লাইনের কেউই। সবার সামনে এসে ওমার আলদেরেতে হেড করে বল জালে জড়ান। প্যারাগুয়ে এগিয়ে যাওয়ার পর আর্জেন্টিনা সে ম্যাচ থেকে আর ফিরতে পারেনি।
লাওতারো-মেসি-আলভারেজ ফর্মুলা এ দফায় আর কাজ করেনি স্কালোনির জন্য। দ্বিতীয়ার্ধে গারনাচো-বালেরদিরা নেমে ভাগ্য ফেরানো ব্যর্থ চেষ্টা করেছেন শুধু। রেফারির সিদ্ধান্তে অসন্তুষ্টি থাকায় এর আগে হালকা বাগ্বিতণ্ডায়ও জড়িয়েছিলেন লিওনেল মেসি, আর এদিকে তাঁর দলের মাঝমাঠ এদিন নিষ্প্রভ। বলার মধ্যে ৬৮ মিনিটে একদম ফাঁকায় এসে রদ্রিগো দি পল গোলে শট নিয়েছেন অনেক বাইরে দিয়ে।
আরও পড়ুন
মাতুরিনের ‘খেলার অযোগ্য’ মাঠে আর্জেন্টিনার ভাগ্যে জুটল মাত্র এক পয়েন্ট |
আর্জেন্টিনার বাজে দিন অবশ্য প্যারাগুয়ের জন্য হয়ে রইলো স্মরণীয়। দুই মাস আগে প্যারাগুয়ের আর্জেন্টাইন কোচ গুস্তাভো আলফারো ব্রাজিলকে হারিয়েছিলেন ১-০ গোলে। এবার তো আর্জেন্টিনাও হার মানল আসুনসিওনে। গুস্তাভো আলফারোর অধীনে শেষ ৫ ম্যাচ অপরাজিত প্যারাগুয়ে, যার তিনটাতেই জিতেছে তারা। আর অন্যদিকে শেষ চার ম্যাচে মাত্র ১ জয় আর্জেন্টিনার, আছে দুইটি হারের ক্ষত। পরের ম্যাচ পেরুর সঙ্গে। এই হারের ক্ষত ভুলে ঘুরে দাঁড়াতে পারবে কি স্কালোনি-মেসির আর্জেন্টিনা
এই মাতুরিনে আগের মাসে আটকে গিয়েছিল আর্জেন্টিনা, তারও আগে উরুগুয়ে। একই মাঠে এবার আটকে গেল ব্রাজিলও। অথচ জিতেই ফিরতে পারত দরিভালের দল। সেটি হতে দেননি ভেনেজুয়েলার গোলকিপার রোমো। ভিনিসিয়ুসের পেনাল্টি মিসের রাতে রাফিনিয়ার গোলের পর সেগোভিয়ার আনা সমতায় ১-১ গোলে শেষ হয়েছে ভেনেজুয়েলা-ব্রাজিলের ম্যাচ।
ম্যাচের আগে বাড়তি নজর ভিনিসিয়ুস আর রাফিনিয়ার দিকে। ব্যালন ড’অর না জেতার পর প্রথম ইন্টারনিউশাল ডিউটি ভিনিসিয়ুসের, আর ফর্মের তুঙ্গে থাকা রাফিনিয়া আজ ব্রাজিলের নাম্বার টেন। ব্রাজিলের প্রথম গল্পটা সাফল্যের, সেটা এই বার্সেলোনা ফরোয়ার্ডের কল্যাণে। ৪৩ মিনিটে বক্সের বাইরে পাওয়া ফ্রি কিক থেকে বাঁকানো এক শটে ব্রাজিলকে এগিয়ে দেন রাফিনিয়া। যার অবর্তমানে নাম্বার টেন জার্সিটা পেয়েছেন, উদ্যাপনে স্মরণ করলেন নেইমারকে।
আরও পড়ুন
ব্রাজিলের শীর্ষ লিগে ফিরে নেইমারের অপেক্ষায় সান্তোস |
প্রথমার্ধে বেশ কয়েকবার আক্রমণ আর গোল পেয়ে শেষ করলেও দ্বিতীয়ার্ধের চিত্র ব্রাজিলের জন্য ভিন্ন। নিজেদের হাফে বল জিতে লং বল থেকে ব্রাজিলকে বিপদে ফেলার অনেক চেষ্টা করেছে এর আগে ভেনেজুয়েলা। তবে এবার সফলতা মিলল দ্বিতীয়ার্ধের শুরুতেই। ডিফেন্স থেকে একটা লং বল বক্সে এসে পড়লে সেটা গোলে রূপ থেকে তেলাসকো সেগোভিয়া, যিনি নেমেই ছিলেন মাত্র দ্বিতীয়ার্ধের শুরুতে।
গল্পের শেষ নায়কটা হতে পারতেন ভিনিসিয়ুস জুনিয়র। কিন্তু ব্রাজিলকে আবারো এগিয়ে দেওয়ার লড়াইয়ে তিনিই ট্র্যাজেডির সাক্ষী। ৫৮ মিনিটে বক্সের একদম শেষ অংশে ভিনিসিয়ুসকে ফাউল করেন ভেনেজুয়েলার গোলকিপার রোমো। ভিএআরে সিদ্ধান্ত আসে পেনাল্টির। ভিনিসিয়ুস যেদিকে পেনাল্টি শটটা নিয়েছিলেন, রোমোও ঝাঁপ দিলেন সেদিকেই। বল ভিনিসিয়ুসের পায়ে ফেরত আসায় আবার সুযোগ পেয়েছিলেন। রিবাউন্ড শট চলে গেছে গোলের অনেক বাইরে দিয়ে। রোমোর কারণে বঞ্চিত ভিনিসিয়ুস, বঞ্চিত ব্রাজিল।
পরিবর্তন করিয়ে দলের আক্রমণে আরো ধার বাড়িয়েছেন দরিভাল, কিন্তু তাতে কাজের কাজ হয়নি। গেরসনের ডিফেন্সচেরা পাস থেকে ভিনিসিয়ুস ভালো সুযোগ তৈরি করেছিলেন রাফিনিয়ার জন্য, রাফিনিয়া সময়মত বলের কাছে পৌঁছাতে পারেননি। লুইস হেনরিক ভালো সুযোগ পেয়েছিলেন ৭৮ মিনিটে। ম্যাচের শেষে এসে ভিনিসিয়ুসের উপর এক হাত নিয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে ভেনেজুয়েলার আলেক্সান্দার গনজালেজকে। মাঠের পানি ব্যবস্থায় গণ্ডগোল হয়ে ভিজেছেন দুই দলের খেলোয়াড়, তাতে বিরক্তিটা বেশি বেড়েছে ব্রাজিলের জন্যই। মাতুরিনে তাই পয়েন্ট ভাগাভাগির রাতে তুলনামূলক সন্তুষ্টির পাল্লাটা ভারী ভেনেজুয়েলার জন্যই।
আরও পড়ুন
বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে, কখন? |
টানা তিন বিশ্বকাপ বাছাই ম্যাচ জেতার সুযোগ হাতছাড়া করলো দরিভাল জুনিয়ের ব্রাজিল। ব্রাজিলের পরবর্তী চ্যালেঞ্জ আরো কঠিন। বুধবার ঘরের মাঠে খেলতে হবে বিয়েলসার উরুগুয়ের বিপক্ষে। ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লাতিন বিশ্বকাপ বাছাই অঞ্চলের তৃতীয় স্থানে আছে ব্রাজিল।
২ দিন আগে
৩ দিন আগে
৩ দিন আগে
৬ দিন আগে
৭ দিন আগে
৮ দিন আগে
১৯ দিন আগে