১৫ জুলাই ২০২৫, ৪:৫২ পিএম
১৮তম জন্মদিন উদযাপনকে ঘিরে বিতর্কের মুখে পড়েছেন বার্সেলোনা তারকা লামিন ইয়ামাল। স্পেনের সামাজিক অধিকার মন্ত্রণালয়ের অভিযোগ, সেই অনুষ্ঠানে বামন বা উচ্চতায় ছোট আকৃতির মানুষদের বিনোদনের জন্য ভাড়া করা হয়েছিল, যা দেশটির প্রতিবন্ধী অধিকার আইনের লঙ্ঘন বলে বিশ্বাস তাদের।
ইয়ামাল গত ১৩ জুলাই ১৮ বছর বয়সে পা দিয়েছেন। এই উপলক্ষে তিনি বার্সেলোনার বাইরে এক প্রাইভেট পার্টির আয়োজন করেন। সেখানে আগে থেকেই আগত অতিথিদের ফোনে ভিডিও ধারণ নিষিদ্ধ করা হয়। তবে সোশ্যাল মিডিয়ায় কিছু সেই অনুষ্ঠানের কিছু ফুটেজ ছড়িয়ে পড়ে, যেখানে একদল খর্বাকৃতির মানুষদের পার্টিতে প্রবেশ করতে দেখা যায়।
আরও পড়ুন
‘ভবিষ্যতে চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও বড় হবে ক্লাব বিশ্বকাপ’ |
![]() |
এর প্রেক্ষিতে নড়েচড়ে বসেছে স্পেনের সামাজিক অধিকার মন্ত্রণালয়। তারা বিষয়টি নিয়ে স্পেনের পাবলিক প্রসিকিউটর অফিস, অম্বাডসম্যান এবং হেট ক্রাইম দমন দপ্তরের কাছে তদন্তের আবেদন জানিয়েছে। এই ঘটনায় স্পেনের প্রতিবন্ধী অধিকার আইন – যেখানে স্পষ্টভাবে নিষেধ করা হয়েছে এমন কোনো শো বা প্রদর্শনী আয়োজনের, যা প্রতিবন্ধী মানুষদের নিয়ে উপহাস করে বা তাদের অবমাননা করে, লঙ্ঘন হয়েছে বলে দাবি তাদের।
তবে স্পেনের বামন ও এই ধরণের রোগে আক্রান্ত ব্যক্তিদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন এর তীব্র নিন্দা জানিয়েছে। তাদের মতে, অহেতুক বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করা হচ্ছে। তারা আরও বলেছে, এটি নৈতিকতা ও আইন বিরোধী কাজ, আর এজন্য তারা আইনি ও সামাজিক পদক্ষেপ নেবে।
অন্যদিকে পরিচয় গোপন রেখে ইয়ামালের জন্মদিনের পার্টিতে পারফর্ম করা এক ব্যক্তি আরএসিওয়ান-কে বলেছেন, কোনো অন্যায়ের শিকার হননি তারা।
“আমরা শুধু আমাদের কাজটাই করেছি, সবাই সেখানে আমাদের প্রাপ্য সম্মান দিয়েছে। এটা নিয়ে তো কারো কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমাদের কাজ বিনোদন দেওয়া… আমরা নাচি, ম্যাজিক দেখাই, নানা ধরনের শো করি। আমাদের কেউ অপমান করেনি। এটা লামিন ইয়ামালের পার্টি ছিল বলেই এত কথা হচ্ছে।”
৩০ আগস্ট ২০২৫, ১২:৪১ পিএম
সারা দেশে ফুটবল জাগিয়ে তুলতে আজ শনিবার থেকে শুরু হয়েছে ১৮ কোটি টাকার জাতীয় চ্যাম্পিয়নশিপ। মুন্সিগঞ্জের শহীদ মীর মুগ্ধ স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের মোকাবিলা করে মাদারীপুর জেলা।
তারুণ্যের উৎসবের ব্যানারে নামকরণ করা হয় জাতীয় চ্যাম্পিয়নশিপের। সেখানে উপস্থিত সাংবাদিকদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল বলেছেন, জাতীয় চ্যাম্পিয়নশিপের মাধ্যমে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পাইপলাইন শক্ত হবে।
প্রায় চার বছর পর জাতীয় চ্যাম্পিয়নশিপ ফের মাঠে গড়াল। অংশ নিচ্ছে ৬৪ জেলা দল। আটটি পটে বিভক্ত করা হয়েছে জেলাগুলোকে। পটগুলোর নামকরণ করা হয়েছে জুলাই শহীদদের নামানুসারে। তাদের প্রতি স্মরণ রেখেই নিজের বক্তব্য শুরু করেন তাবিথ।
আরও পড়ুন
তাসকিনের ৪ উইকেট, ১৩৭ রানের লক্ষ্য বাংলাদেশের |
![]() |
“৫ আগস্টের পরে বাংলাদেশের একটা বড় পরিবর্তন এসেছে। তরুণ প্রজন্ম বারে বারে বলেছে আমরা পিছিয়ে থাকব না। তারই একটা লক্ষ্য নিয়ে ফুটবলকে নতুনভাবে আমরা ঢেলে সাজাতে সক্ষম হয়েছি। তারুণ্যের উৎসবের ব্যানারে বাফুফের নবনির্বাচিত কমিটির উদ্যোগ আবার আন্তঃজেলা জাতীয় চ্যাম্পিয়নশিপ হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে শুরু হতে যাচ্ছে।”
বাফুফের পরিকল্পনা আরও বড়। এই প্রতিযোগিতা চলার মধ্যেই মেয়েদের অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৪ নিয়ে টুর্নামেন্ট আয়োজন করা হবে। সামনে ছেলেদের অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ করার কথাও শোনা গেছে। প্রতি জেলায় ফুটবল ছড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তাবিথ। তাতে ঘরোয়া লিগ ও টুর্নামেন্ট শক্তিশালী হবে বলে মনে করেন তিনি।
“আমরা একদিকে নজর রাখতে চাচ্ছি না। আন্তঃজেলা ফুটবলের মাধ্যমে জেলাতেও লিগগুলো এবং ঘরোয়া লিগ শক্তিশালী হবে। এই লিগ গুলো থেকে যেন আন্তর্জাতিকভাবে কিছু না কিছু খেলোয়াড় বাইরে খেলার সুযোগ পায়। এরকম খেলা থেকে জাতীয় দলকে শক্তিশালী করার জন্য আমরা একটা স্ট্রং পাইপলাইন নিশ্চয়ই পাব।”
আরও পড়ুন
ক্রোয়েসকে ফিরিয়ে তাসকিনের ৪ উইকেট |
![]() |
এবারের জাতীয় চ্যাম্পিয়নশিপের সভাপতি করা হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপিকে। নিজের স্বাগত বক্তব্যে এদিন তিনিও সুর মিলিয়েছেন বাফুফে সভাপতির সঙ্গে। বলেছেন এই টুর্নামেন্ট থেকে জাতীয় দলের পাইপলাইন আরও অনেক বেশি সমৃদ্ধ হবে।
খেলাটাকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে ব্যাপক আয়োজনের প্রস্তুতি হিসেবেই এবার বড় বাজেট নিয়ে মাঠে নেমেছে বাফুফে। সামনে সেটি আরও বড় আকারে করার ইচ্ছার পোষণ করে তাবিথ আউয়ালের বর্তমান কমিটি।
“যেকোনো খেলা আমরা কোয়ালিটি মেইনটেইন করার জন্য করে থাকি। সেখানে অর্থনীতি অবশ্যই একটা বড় বিষয়। যে বাজেট নিয়ে আমরা প্রথমবারের মতো শুরু করেছি, চেষ্টা করব আরও বাড়ানোর জন্য।”
আরও পড়ুন
তাসকিনের তৃতীয় শিকার কাইল ক্লেইন |
![]() |
অন্তর্বর্তীকালীন সরকারকে সঙ্গে নিয়ে জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছে বাফুফে। বাজেটের ১৮ কোটি টাকার মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ আলাদা আলাদাভাবে ৫ কোটি করে মোট ১০ কোটি টাকা দিচ্ছে ফুটবল ফেডারেশনকে।
মুন্সিগঞ্জের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ছাড়াও ছিলেন ফেডারেশনের একাধিক সদস্য। এছাড়া জাতীয় চ্যাম্পিয়নশিপের সভাপতি এবং বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মুন্সিগঞ্জের বিপক্ষে মাঠে নামে মাদারীপুর জেলা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে মুন্সিগঞ্জ ২-১ গোলে হারায় মাদারীপুর জেলাকে।
শেষ মুহূর্তে এসে জমে উঠেছে ইউরোপিয়ান লিগের গ্রীষ্মকালীন দলবদল। শেষ দিকে বড় চমক দিল এসি মিলান। চেলসি ফরোয়ার্ড ক্রিস্টোফার এনকুকুকে দলে ভেড়াল তারা। দুটি ক্লাবই আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে।
২০২৩ সালে জার্মান ক্লাব আরবি লাইপজিগ থেকে চেলসিতে যোগ দেন এনকুকু। তবে ইংলিশ ক্লাবটিতে নিজেকে সেভাবে মানিয়ে নিতে পারেননি ফরাসি তারকা। চোটের কারণে অভিষেক মৌসুমে খেলেছেন শুধু ১৪ ম্যাচে, করেছিলেন তিন গোল।
আরও পড়ুন
তীব্র গরমে বদলে গেল এশিয়া কাপের সময় |
![]() |
এনকুকুকে দলে ভেড়াতে কত খরচতে হয়েছে মিলানকে, সেটি অবশ্য জানায়নি কোনো ক্লাব। ইংলিশ ও ইউরোপিয়ান সংবাদমাধ্যমের প্রতিবেদন, ৪২ মিলিয়ন ইউরো খরচ করতে হয়েছে সান সিরোর ক্লাবটিকে। ৫ মৌসুমের জন্য তাঁকে দলে ভিড়িয়েছে তারা। ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তির মেয়াদ।
স্ট্যামফোর্ড ব্রিজে এনকুকুর দ্বিতীয় মৌসুম অবশ্য বেশ ভালো ছিল। সব মিলিয়ে ৪৮ ম্যাচে খেলেছেন তিনি, গোল করেছেন ১৫টি। এর মধ্যে পাঁচটি গোল ছিল কনফারেন্স লিগে। ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড সবশেষ চেলসির হয়ে গোল করেছেন ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে বেনফিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে।
দুই মৌসুমে সব মিলিয়ে ব্লুদের হয়ে ৬২ ম্যাচে ১৮ গোল করেছেন এনকুকু। তাঁকে ধন্যবাদ জানিয়ে বিবৃতিতে বলেছে, ক্লাবে থাকা সময়ের জন্য ক্রিস্টোকে ধন্যবাদ জানাই। তার ভবিষ্যৎ নতুন অধ্যায়ের পথে শুভ কামনা জানাই।
ইএফএল চ্যাম্পিয়নশিপে গত রাতে বার্মিংহামকে ২-০ গোলে হারিয়েছে লেস্টার সিটি। দলের দারুণ জয়ের ম্যাচে দুশ্চিন্তা বাড়ালেন হামজা চৌধুরী। ম্যাচের মাঝপথে চোট পেয়ে মাঠ ছাড়েন এই বাংলাদেশি মিডফিল্ডার।
ম্যাচের শুরুতে লেস্টারকে এগিয়ে নেন আব্দুল ফাতাউ। শেষ দিকে আরেকটি গোল করেন বারবোসা পেরেইরা। কিং পাওয়ার স্টেডিয়ামে ম্যাচে ৭২ মিনিট খেলার পর হামজাকে উঠিয়ে নেওয়া হয়। বার্মিংহাম স্ট্রাইকার ডেমিরাই গ্রের সঙ্গে চ্যালেঞ্জ করতে গিয়ে চোটে পড়েন তিনি।
আরও পড়ুন
রোনালদো পেলেন গোল, লিগ অভিষেক হ্যাটট্রিকে ঝলকালেন ফেলিক্স |
![]() |
ডান পায়ে চোট পান হামজা। হাত দিয়ে যন্ত্রণায় কাতরাতে দেখা যায়। একটু পর ফিজিওরা এসে তাঁর অবস্থা পর্যবেক্ষণ করেন এবং তাঁকে তুলে নেওয়া হয়। ২৭ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডারের পরিবর্তে মাঠে নামেন ডিফেন্ডার বারবোসা পেরেইরা।
হামজার চোটের ধরন সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কিছু জানায়নি লেস্টার। তবে চোট গুরুতর হলে চিন্তা শুধু লেস্টারের নয়, বাংলাদেশরও আছে। তাঁকে নিয়েই নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের দল ঘোষণা করেছেন কোচ হাভিয়ের কাবরেরা। ধারণা করা হচ্ছে, চোট অতটা গুরুতর নয়।
আগমী ৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে এ দুই ম্যাচে হামজাকে পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা। ১৩ ও ২০ সেপ্টেম্বর চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ রয়েছে লেস্টারের।
ম্যাচ শুরুর আগে লেস্টার সিটির অফিশিয়াল ফেসবুক পেজে হামজা বলেন, ‘হ্যাঁ ভালো। ভীষণ রোমাঞ্চিত আমি। রাতের ম্যাচগুলো এখানে দারুণ হয়। বার্মিংহাম ছন্দে আছে। প্রত্যেকেই খেলতে উন্মুখ হয়ে আছে।’
চ্যাম্পিয়নশিপে চার ম্যাচে তিন জয় ও এক হারে পয়েন্ট টেবিলের তিন নম্বরে আছে। এক ম্যাচ খেলে টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে স্টোক সিটি, সমান পয়েন্ট নিয়ে দুই নম্বরে মিডলসব্রো
দাপুটে জয়ে সৌদি প্রো লিগের নতুন মৌসুম শুরু করেছে আল নাসর। গতকাল রাতে আল তাওউনের মাঠে ৫-০ গোলের বড় জয় পেয়েছে তারা। লিগ অভিষেক হ্যাটট্রিকে ঝলকালেন জোয়াও ফেলিক্স। গোল পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও নতুন সতীর্থ কিংসলে কোমানও।
চেলসি ছেড়ে আল নাসর যোগ দেওয়ার পর সৌদি সুপার কাপে ঝলক দেখিয়েছিলেন ফেলিক্স। এবার লিগের মঞ্চেও একই ধারাবাহিকতায় শুরুটা রাঙালেন। সপ্তম মিনিটে আঞ্জেলো গাব্রিয়েলের পাস থেকে বাঁ পায়ের নিখুঁত শটে দলের হয়ে প্রথম গোল করেন। যদিও প্রথমার্ধে আর গোল আসেনি। বিরতির ঠিক আগে রোনালদোর পাস থেকে কোমান দারুণ শট নিলেও আল তাওউনের গোলরক্ষক সেটি ফিরিয়ে দেন।
আরও পড়ুন
না থেকেও পর্তুগাল দলে আছেন জটা |
![]() |
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের খাতায় নাম তোলেন রোনালদো। পেনাল্টি থেকে বল জালে পাঠিয়ে দলকে ২-০ তে এগিয়ে দেন পর্তুগিজ মহাতারকা। তার পরের মিনিটেই স্কোরশিটে নাম লেখান কোমান।
৬৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ফেলিক্স। সাদিও মানের পাস পেয়ে বক্সের বাইরে থেকে বুলেট শটে জালে পাঠান বল। ব্যবধান দাঁড়ায় ৪-০। ৮৬ মিনিটে নাটকীয়ভাবে পূর্ণ করেন হ্যাটট্রিক। রোনালদোর শট ক্রসবারে লেগে ফিরে এলে, ফিরতি বল পাঠান ফেলিক্স।
ফেলিক্সের ঝলক, রোনালদোর অভিজ্ঞতা আর কোমানের গতিময় খেলা- সব মিলিয়ে মৌসুমের শুরুতেই আল নাসর বার্তা দিল শিরোপার দাবিদার হিসেবে।
দিয়োগো জটার নাম এখন কেবল আক্ষেপ আর শূন্যতার প্রতীক। এই ফরোয়ার্ডের অকাল প্রয়াণ মেনে নিতে পারছে না তাঁর দল লিভারপুল-পর্তুগালও। জটাকে ছাড়া বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করেছেন কোচ রবের্তো মার্তিনেস।
আগামী ৬ সেপ্টেম্বর আর্মেনিয়া ও ৯ সেপ্টেম্বর হাঙ্গেরির বিপক্ষে খেলবে পর্তুগাল। তবে মার্তিনেসের কাছে এই স্কোয়াড ২৩ নয়, ২৩ প্লাস ১। কারণ তার কাছে এখনও দলের অংশ জটা।
গত ৩ জুলাই সড়ক দুর্ঘটনায় ভাই আন্দ্রে সিলভার সঙ্গে প্রাণ হারান জটা। তবুও তার অনুপস্থিতিতেও কোচ মনে করছেন, জটা এখনও দলের ভেতরে আছেন, তিনি দলকে প্রেরণা জোগাবেন।
আরও পড়ুন
স্পেন দলে বার্সেলোনার সাত ফুটবলার |
![]() |
আবেগঘন কণ্ঠে মার্তিনেস বলেন, ‘দিয়োগো জটাকে ছাড়া প্রথম ক্যাম্প এটি। আমরা জানি দিয়োগো আমাদের ওপর কতটা প্রভাব রেখেছিল। ওর স্মৃতিকে প্রতিদিনই সম্মান জানাতে চাই। সে আমাদের সঙ্গেই থাকবে এবং লক্ষ্য পূরণের প্রেরণা হয়ে থাকবে। ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লড়াইয়ে আমাদের স্কোয়াড আসলে ২৩ প্লাস ১ (জটা)।’
পর্তুগালের কোচ এ দিন একটি গুরুত্বপূর্ণ ঘোষণাও দেন। প্রয়াত জটার ২১ নম্বর জার্সি এখন থেকে পরবেন তাঁর দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু রুবেন নেভেস। পোর্তো, উলভারহ্যাম্পটন ও জাতীয় দলে দীর্ঘদিন ছিলেন সতীর্থ, ব্যক্তিজীবনেও ছিল গভীর বন্ধুত্ব। জটার শেষকৃত্যে কফিন বহনকারীদের একজন ছিলেন আল হিলালের এই মিডফিল্ডার।
মার্তিনেস আরও বলেন, ‘দিয়োগোর অনুপস্থিতি আমাদের জন্য একতা, প্রেরণা ও দায়িত্বের প্রতীক। কারণ দিয়োগো বিশ্বকাপ জিততে চেয়েছিল। তাই আমরা সেই স্বপ্ন পূরণের জন্য লড়ব। দিয়োগোর জার্সি এখন নেভেসের গায়ে থাকবে, অর্থাৎ দিয়োগোও আমাদের সঙ্গেই মাঠে থাকবে।”
বিশ্বকাপ বাছাইয়ের পর্তুগাল দল:
গোলকিপার: দিয়োগো কস্তা, জোসে সা, রুই সিলভা
ডিফেন্ডার: দিয়োগো দালত, হোয়াও ক্যানসেলো, নুনো মেন্ডেস, গনসালো ইনাসিও, রুবেন দিয়াস, আন্তোনিও সিলভা, রেনাতো ভেইগা
মিডফিল্ডার: হোয়াও পালিনহা, রুবেন নেভেস, হোয়াও নেভেস, ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেস, পেদ্রো গনসালভেস, বের্নার্দো সিলভা
ফরোয়ার্ড: হোয়াও ফেলিক্স, ফ্রান্সিসকো ত্রিনকাও, ফ্রান্সিসকো কন্সেইসাও, পেদ্রো নেটো, গনসালো রামোস, ক্রিস্তিয়ানো রোনালদো
৪ দিন আগে
৪ দিন আগে
৫ দিন আগে
৫ দিন আগে
৭ দিন আগে
৯ দিন আগে
১১ দিন আগে
১২ দিন আগে
১৪ দিন আগে
১৪ দিন আগে
১৪ দিন আগে
১৯ দিন আগে
১৯ দিন আগে
১৯ দিন আগে