১৮ জানুয়ারি ২০২৫, ৯:৫০ পিএম
গত বছরটা দুর্দান্ত কাটলেও ২০২৫ সালের শুরুটা হয়েছে একেবারেই বাজে। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার সামনে দাঁড়াতেই পারেনি রিয়াল মাদ্রিদ। কোপা দেল রের ম্যাচে এরপর জিতলেও সমর্থকদের কাছে দুয়ো পেতে হয় কোচ কার্লো আনচেলত্তিকে। তবে মোটেও চাপ অনুভব করছেন না এই ইতালিয়ান। তিনি বরং বলছেন, ক্লাবের শতভাগ সমর্থন আছে তার প্রতি।
আনচেলত্তির চাপে থাকার কারণটা অবশ্য নানা কারণেই স্পষ্ট। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের সফল দল হয়েও ক্লাবটি এবার পয়েন্ট তালিকায় আছে নাজুক অবস্থানে। লা লিগায় ভালো করলেও সুপার কাপে বার্সেলোনার কাছে যেভাবে ৫-২ গোলে হেরেছে রিয়াল, সেটা সমর্থকদের হতাশ করেছে বেশ। সেল্টা ভিগোকে এরপর ৫-২ গোলে হারালেও সেটা নিয়ে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া।
আরও পড়ুন
ইউনাইটেড ছাড়ছেন আন্তোনি? |
![]() |
তবে শনিবার সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানালেন, কোনো সমস্যা অনুভব করছেন না তিনি। “ক্লাবের সবার সাথে আমার ভালো সম্পর্ক আছে। আমি কোনো সমস্যাই দেখছি না। যখন থেকে এখানে এসেছি, তখন থেকেই আমি সমর্থন পাচ্ছি সবার। ক্লাবে শেষ দিন পর্যন্ত আমি সেটাই পাব। আমরা চেষ্টা চালিয়ে যাব এবং নিজেদের সেরাটা নিংরে দেওয়ার চেষ্টা করব।”
সেল্টার বিপক্ষে ম্যাচে রিয়াল সমর্থকদের কাছ থেকে আনচেলত্তির দুয়ো পাওয়ার মূল কারণ দলের পড়তি পারফরম্যান্স। স্কোরলাইন বড় হলেও এক ২-০ গোলে এগিয়ে থেকে দুই গোল হজম করে বসেছিল রিয়াল। সান্তিয়াগো বার্নাব্যুতে দলের এমন খেলা স্বাভাবিকভাবেই ভালো লাগেনি সমর্থকদের।
আরও পড়ুন
বর্ণবাদের শিকার বার্সা ডিফেন্ডার, ক্ষুব্ধ ফ্লিক |
![]() |
আতলেতিকো মাদ্রিদের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে লা লিগায় রিয়াল এখন আছে দুইয়ে। সব প্রতিযোগিতায় সময়টা কঠিন যাচ্ছে বলেই নিজ সমর্থকদের দুয়ো দেওয়াটাও মেনে নিচ্ছেন আনচেলত্তি। “আমার অনেক কিছুই উন্নতি করার আছে। কখনো কখনো আমরা ভালো খেলেছি, আবার কখনো কখনো আমরা তা করতে পারিনি। আর সেসব জায়গাতেই আমাদের উন্নতি করতে হবে। বার্সেলোনার বিপক্ষে বাজে পারফরম্যান্স করাটা আমার দায়। আর তাই দর্শকদের কাছ থেকে দুয়ো পাওয়াট গ্রহণযোগ্য এবং ন্যায্য।।”