যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হওয়ার পর এই প্রথম বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আসেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বাফুফে ভবনে বৈঠক করেন সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের সাথে।
এর পর সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আসন্ন ২৬ অক্টোবরের নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। আসিফ মাহমুদ জানান,
“পূর্বের কাউন্সিলরদের রেখে নির্বাচন করার বিপক্ষে আমি। কিন্তু ফিফার নিয়ম ও বাফুফের যে স্বায়ত্তশাসন সেটার প্রতি সম্মান রাখতেই হবে। আমি যতটুকু জানতে পেরেছি, ডিএফএর অনেক কাউন্সিলরই পলাতক আছেন। এই পরিস্থিতিতে নির্বাচনটা আসলে কতটুকু গ্রহণযোগ্য হবে, সেটা নিয়ে সন্দেহ আছে।”
এরইমাঝে ভেঙ্গে ফেলা হয়েছে জেলা-বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটি। তবে জেলা ফুটবল অ্যাসোসিয়েশন রয়েছে আগের মতো। কারণ ডিএফএতে হাত দেয়ার সুযোগ নেই জাতীয় ক্রীড়া পরিষদের। বাফুফের নির্বাচনে ভোট দেয় ডিএফএ প্রতিনিধিরা। ডিএফএ নিয়ে সরাসরি সমালোচনা করেন তিনি,
“ভোট আসলেই ডিএফএগুলো সরব হয়। নিয়মিত জেলা পর্যায়ে লিগ হয় না। এরকমটাই শুনেছি। এর দায় যারা এত দিন ছিলেন বাফুফেতে তাদের।”
দেশের ফুটবলে সরকারি বিনিয়োগ বাড়ানোর ব্যাপারে সরকারের সর্বোচ্চ পর্যায়ে কথা বলা ও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কারকাজ ৩১ ডিসেম্বরের মধ্যেই শেষ হবে বলে জানিয়েছেন আসিফ মাহমুদ।
১৫ নভেম্বর ২০২৪, ৩:৫৩ পিএম
প্যারাগুয়ের বিপক্ষে বল দখলে রাখার ক্ষেত্রে নিরঙ্কুশ প্রাধান্য দেখালেও আসল কাজ যেটা, সেই গোলের সামনে গিয়ে বারবার খেই হারিয়েছে আর্জেন্টিনা। পুরো ম্যাচে মাত্র একটি শট লক্ষ্যে রাখতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা, যা থেকে এসেছিল একমাত্র গোল। আক্রমণের ধারহীন পারফরম্যান্সের দিন রক্ষণেও জমাট ছিল না দলটি। ফলে হেরেই গেছে মেসি-আলাভারেজরা। ভুলে যাওয়ার মত একটি ম্যাচের পরও অবশ্য খেলোয়াড়দের কাঁধে আস্থার হাত রাখচেন লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা কোচের কাছে দলগত প্রচেষ্টাই মূল ব্যাপার এবং এই ম্যাচে তিনি সেটা দেখতে পেয়েছেন বলেই জানিয়েছেন।
১১তম মিনিটেই দলকে এগিয়ে দিয়েছিলেন লাউতারো মার্তিনেজ। শুরুতে অফসাইড হলেও ভিএআর চেকে গোলটি বহাল থাকে। পুরো ম্যাচে আর্জেন্টিনার সেরা মুহূর্ত সেখানেই শেষ। ইন্তার মিলান স্ট্রাইকার, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজরা সুযোগ তৈরি করলেও কাজের কাজটা আর করতে পারেননি। প্রথমার্ধেই সমত টানা প্যারাগুয়ে গোল পেয়ে আরও মরিয়া হয়ে প্রচেষ্টা চালায়। তাতে তাল সামলাতে না পেরে ডিফেন্সের ভুলে বিরতির পর গোল হজম করে ২-১ ব্যবধানে হেরে গেছে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নরা।
ম্যাচের পর অবশ্য হারের মাঝেও ইতিবাচক দিক বের করার কথা শুনিয়েছেন স্কালোনি-
“আমি এখানে আমার খেলোয়াড়দের সমালোচনা করতে আসিনি। আমি এখানে তাদের সমর্থন যোগাতে এসেছি। এই ম্যাচগুলো খেলোয়াড়দের জন্য ভালো দিক। বিশেষ করে যারা অনেক খেলার সুযোগ পায় না তাদের জন্য। আমরা জানতাম যে এটা একটা কঠিন ম্যাচ হতে যাচ্ছে। আমরা এখানে ছেলেদের আত্মবিশ্বাস দিতে এসেছি।”
আর্জেন্টিনা এগিয়ে যাওয়ার আট মিনিট পরই সমতা টানা প্যারাগুয়ে পজেশন পুরো ম্যাচে রাখতে পেরেছে মাত্র ২৩ শতাংশ। তবে গোলের জন্য ৮টি শট নিয়ে দুটি লক্ষ্যে রেখে দুটিতেই গোল করে বাজিমাত করতে পেরেছে তারা। বিপরীতে ৯টি শট থেকে স্রেফ একটি লক্ষ্যে রাখাটাই বলে দেয়, মেসি-আলভারেজরা হতাশ করেছেন দলকে।
তবে সবসময়ই খেলোয়াড়দের আগলে রাখা স্কালোনি আরও একবার সেটাই করেছেন-
“তারা প্রথমার্ধে একটি ভালো ম্যাচ খেলেছে। শুরুতে তাদের গোল পাওয়া আমাদের জন্য কাজটা কঠিন করে তুলেছিল। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। তবে এটি সম্ভব হয়নি। আমাদের প্রতিপক্ষকে অভিনন্দন জানাতে হবে। এটা স্পষ্ট যে তারা খুব ভালোভাবে রক্ষণ সামলেছে এবং এটা আমাদের জন্য কঠিন ছিল।”
এই হারের পরও শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। ১১ ম্যাচে ২২ পয়েন্ট দলটির।
ম্যাচের শুরু থেকেই আক্রমণের পর আক্রমণে ভেনেজুয়েলাকে তটস্থ রেখে ভালো কিছুরই আভাস ছিল ব্রাজিলের খেলায়। তবে ভিনিসিয়ুসের পেনাল্টি মিসে একরাশ হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে দরিভাল জুনিয়রের দলকে। ড্র নিয়ে ভীষণ হতাশ রাফিনিয়া। ব্রাজিল ফরোয়ার্ড মনে করেন, নিশ্চিত জয় হাতছাড়া হয়েছে তাদের।
শুক্রবার সকালে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার সাথে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। ৬০ শতাংশ পজেশন রেখে গোলের লক্ষ্যে ১১টি শট নেয় সেলেসাওরা। রাফিনিয়া গোল করলেও দলের আরেক তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস গোলের ভালো সুযোগ মিস ছাড়াও পেনাল্টি তো নষ্ট করেননি, উল্টো পেনাল্টি গোলরক্ষক ঠেকিয়ে দেওয়ার পর ফিরতি বল পেয়ে সেটাও উড়িয়ে মারেন বাইরে। রিয়াল মাদ্রিদ তারকার শট পোস্টেও বাধাপ্রাপ্ত হয়েছে ম্যাচে।
ম্যাচের শেষের দিকে ১০ জন নিয়ে খেলা ভেনেজুয়েলাকে হারাতে না পেরে তাই ম্যাচ শেষে হতাশাই ঝড়ে পড়ল রাফিনিয়ার কন্ঠে-
“এটি দুঃখজনক। কারণ, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল জেতা এবং আমি মনে করি আমরা ম্যাচটা জিততে পারতাম।”
এই ম্যাচের আগে বাছাইয়ে পেরু ও চিলির বিপক্ষে টাবা দুই ম্যাচ জিতেছিল ব্রাজিল। ৪৩তম মিনিটে লিড এনে দিয়েছিলেন রাফিনিয়া। এর মাধ্যমে ২০০৫ সালে ভেনেজুয়েলার বিপক্ষে সাবেক রিয়াল মাদ্রিদের ফুলব্যাক রবার্তো কার্লোসের পর প্রথম ব্রাজিলিয়ান হিসেবে বিশ্বকাপ বাছাইপর্বের ফ্রি কিক থেকে গোল করেছেন তিনি।
তবে দল না জিতলে এসবই যে বৃথা, তা স্পষ্ট করেছেন রাফিনিয়া-
“আমরা জানতাম, এটা একটা জটিল ম্যাচ হতে চলেছে, তাদের দলেও ভালো মান রয়েছে। তবে কখনও কখনও আপনি যখন আপনার সুযোগগুলো থেকে গোল করতে ব্যর্থ হন, তখন পরিস্থিতি জটিল হয়ে যায়। জয়ের পথে ফিরে যাওয়ার জন্য আমাদের কাজ চালিয়ে যেতে হবে।”
পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল বাছাইয়ের টেবিলে ১৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। শীর্ষস্থান ধরে রাখা আর্জেন্টিনা চেয়ে পাঁচ পয়েন্ট পিছিয়ে দরিভালের দল।
২ দিন আগে
৩ দিন আগে
৩ দিন আগে
৬ দিন আগে
৭ দিন আগে
৮ দিন আগে
১৯ দিন আগে