শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে বাংলাদেশ, সুফল মিলতেও তাই দেরি হয়নি। ধারার বিপরীতে গিয়ে ম্যাচ ফেরে চাইনিজ তাইপে। এরপর এগিয়েও যায় দলটি। আগের ম্যাচে এগিয়ে গিয়ে মালয়েশিয়ার বিপক্ষে হেরেছিল বাংলাদেশ, আবার তেমন হারের চোখরাঙানি নয়ত? এমন দুশ্চিন্তা দূর করতে সময় নেয়নি তারা। ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত চাইনিজ তাইপেকে ৮-৩ গোলে বিধ্বস্ত করেছে মশিউর রহমান বিপ্লবের শিষ্যরা।
ভারতের বিহারে রাজগীর স্পোর্টস হকি কমপ্লেক্সে বাংলাদেশের বাধা শুধু তাইনিজ তাইপে ছিল না, পরীক্ষা নিয়েছে ৩২ ডিগ্রি তাপমাত্রার গরমও। প্রথম দুই কোয়ার্টারে সমানতালে লড়ে দুই দল। পরের দুই কোয়ার্টারে স্রেফ বাংলাদেশের আধিপত্য। খেলায় দুটি করে গোল করেন মোহাম্মদ আব্দুল্লাহ, রাকিবুল হাসান রকি ও আশরাফুল ইসলাম। একবার করে প্রতিপক্ষের জাল কাঁপান সোহানুর রহমান সবুজ ও অধিনায়ক রেজাউল করিম বাবু।
চতুর্থ মিনিটে বাংলাদেশকে এগিয়ে দেন আব্দুল্লাহ। সোহানুর রহমান সবুজের পাস থেকে রিভার্স হিটে জাল কাঁপান তিনি। ১০ মিনিটে দূরপাল্লার শটে চাইনিজ তাইপেকে সমতায় ফেরান ইউ সুং সিয়ে। ১৩ মিনিটে পেনাল্টি কর্নার পায় বাংলাদেশ। তবে আশরাফুলের ড্রাগ ফ্লিক সহজেই ঠেকান চায়নিজ তাইপের গোলরক্ষক ওয়েই ইউ সিয়েন।
আরও পড়ুন
শেষ মুহূর্তে চেলসি ফরোয়ার্ডকে ছিনিয়ে নিল মিলান |
![]() |
দ্বিতীয় কোয়ার্টারের তৃতীয় মিনিটে পরপর দুটি পেনাল্টি কর্নার পায় চায়নিজ তাইপে। প্রথমবার জাল খুঁজে না পেলেও দ্বিতীয় পেনাল্টি থেকে গোল করেন সিয়েন। ডান পাশের দূরূহ কোণে জাল খুঁজে নিয়ে দলকে এগিয়ে দেন ১-২ ব্যবধানে।
মনে হচ্ছিল, দ্বিতীয় কোয়ার্টার শেষ করার আগে হয়ত পিছিয়েই থাকবে বাংলাদেশ। সেটি হতে দেননি আব্দুল্লাহ। ২৬ মিনিটে মাঝমাঠ থেকে আশরাফুলের বাড়ানো পাসে আলতো ছোঁয়ায় বল জালে পাঠান তিনি। ২-২ ব্যবধানে ড্র নিয়ে বিরতিতে যায় তারা।
তৃতীয় কোয়ার্টারে একক আধিপত্য বিস্তার করে বাংলাদেশ। ৩৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দুর্দান্ত ড্রাগ ফ্লিকে ব্যবধান ৩-২ করেন সবুজ। এরপর একই মিনিটে জোড়া গোল করেন রকি। দুটো গোলই আসে ৪২ মিনিটে। প্রথমটি মেহেদীর পাস থেকে। আর দ্বিতীয় গোলে অবদান কেবল তাঁরই। ৪৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে জোরালো শটে দলের ষষ্ঠ গোলটি করেন আশরাফুল।
আরও পড়ুন
একগাদা টেস্ট ক্রিকেটার নিয়েও ‘এ’ দলের ইনিংস হার |
![]() |
শেষ কোয়ার্টারে তিনটি পেনাল্টি কর্নারের দুটি থেকে গোল আদায় করে বাংলাদেশ। ৫৬ মিনিটে গোলের খাতায় নাম লেখান অধিনায়ক বাবু। যদিও পেনাল্টি কর্নার থেকে ড্রাগ ফ্লিক করেছিলেন আশরাফুল। তাঁর শট বাবু স্টিক ছুঁয়ে আশ্রয় নেয় জালে। দুই মিনিট পর নিজের দ্বিতীয় গোলের দেখা পান আশরাফুল। ৬০ মিনিটে চায়নিজ তাইপে এক গোল পরিশোধ করলেও তা শুধু ব্যবধানই কমিয়েছে।
সোমবার ‘বি’ গ্রুপ থেকে শেষ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচে গতকাল মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে হার মানে বাংলাদেশ দল। এই গ্রুপ থেকে তিন পয়েন্ট করে পেয়েছে তিনটি দল দক্ষিণ কোরিয়া, বাংলাদেশ ও মালয়েশিয়া। বাংলাদেশ ম্যাচ খেলেছে দুটি। চাইনিজ তাইপে দুই খেলায় দুটিতেই হেরেছে।
No posts available.
২৯ সেপ্টেম্বর ২০২৫, ৭:৩২ পিএম
২৩ সেপ্টেম্বর ২০২৫, ৬:৫১ পিএম
চলতি বছরের ২৮ নভেম্বর থেকে ভারতের তামিলনাড়ুতে শুরু হবে অনূর্ধ্ব–২১ হকি বিশ্বকাপ। বৈশ্বিক এই আসরের লক্ষ্যে ২০ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। যেখানে জায়গা মেলেনি ওমানে খেলা আগের ৬ খেলোয়াড়ের।
দল থেকে বাদ পড়েছেন গোলকিপার নয়ন, সুমন্ত চাকমা, শহীদুল ইসলাম, তৈয়ব আলী, সাদ্দাম হোসেন ও শিমুল ইসলাম। এর মধ্যে মিডফিল্ডার তৈয়ব আলী সম্প্রতি ভারতের বিহারে অনুষ্ঠিত এশিয়া কাপে জাতীয় দলের হয়ে খেলেছিলেন।
মালয়েশিয়ায় চারটি প্রস্তুতি ম্যাচ খেলে আসার পরই দলটি অনেকটা নিশ্চিত হয়ে যায় বলে জানা গেছে। এরপর কোচের পরামর্শে চূড়ান্ত তালিকা তৈরি করে বাংলাদেশ হকি ফেডারেশন।
বাংলাদেশ অনূর্ধ্ব–২১ হকি দল
মাহমুদুল হাসান, আশরাফুল হক সাদ, মেহরাব হাসান সামিন, রামিম হোসেন, আমান শরিফ, রাহিদ হোসেন জীবন, আজিজার রহমান, সাব্বির হোসেন কনক, আশরাফুল আলম, দ্বীন ইসলাম, মাহাদী হাসান, ইসমাঈল হোসেন, হোজাইফা হোসেন, আমিরুল ইসলাম, তানভির রহমান সিয়াম, ওবাইদুল হোসেন জয়, রাকিবুল হাসান, মোহাম্মদ আবদুল্লাহ ও শহিদুর রহমান সাজু।
নভেম্বরের ১৩, ১৪ ও ১৬ তারিখে পকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় হকি দল। সিরিজজয়ী দলটি সুযোগ পাবে বিশ্বকাপ বাছাইয়ে। গুরুত্বপূর্ণ এই সিরিজ সামনে রেখে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে গতকাল বুধবার। আজ সকালে দল নেমেছে মাঠের অনুশীলন। তবে পুরোদমে অনুশীলন শুরু হবে আগামী রোববার, ওইদিন ক্যাম্পে যোগ দেবেন অনূর্ধ্ব-২১ দলের খেলোয়াড়রা।
সিনিয়র খেলোয়াড়ের ১১ জনের মধ্যে অধিনায়ক রেজাউল করিম বাবুসহ বুধবার ক্যাম্পে যোগ দিয়েছেন আরও ১০ জন। পূজার ছুটিতে আছেন গোলরক্ষক বিপ্লব কুজুর। তিনিও রোববার ক্যাম্পে যোগ দেবেন।
যুব বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে অনূর্ধ্ব-২১ দল ছিলো মালয়েশিয়ায়। সেখানে কন্ডিশনিং ক্যাম্প ও পাঁচটি প্রস্তুতি ম্যাচ খেলে বুধবার ভোরে দেশে ফিরেছে যুব দল। ওই দলের খেলোয়াড়দের চারদিন ছুটি দিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। খেলোয়াড়রা বিমানবন্দর থেকে প্রথমে মওলানা ভাসানী স্টেডিয়ামের হোস্টেলে যান। তারপর সেখান যে যার বাড়িতে চলে গেছেন।
অনূর্ধ্ব-২১ হকি দল মালয়েশিয়ায় পাঁচটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। যার মধ্যে জয় পেয়েছে স্রেফ একটিতে; বাকি চার ম্যাচেই হারতে হয়েছে।
তিন ম্যাচের সিরিজ খেলতে আগামী নভেম্বরে ঢাকায় আসছে পাকিস্তান জাতীয় হকি দল। সিরিজটিকে ধরা হবে সদ্য শেষ হওয়া এশিয়া কাপের বর্ধিত অংশ হিসেবে। ওই টুর্নামেন্টে ষষ্ঠ হওয়া দলের বিশ্বকাপ বাছাই খেলার সুযোগ ছিল। প্রতিযোগিতায় বাংলাদেশ ষষ্ঠ হলেও র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় পাকিস্তানের বিপক্ষে প্রমাণ দিতে হবে। এই সিরিজে জয়ী দল খেলতে পারবে হকি বিশ্বকাপের বাছাইপর্ব।
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজি হবে ১০ থেকে ১৭ নভেম্বরের মধ্যে। সেভাবে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে) প্রস্তাব দিয়েছে পাকিস্তানকে। ফেডারেশনের সাধারণ সম্পাদক লেঃ কর্ণেল রিয়াজুল হাসান (অবঃ) আজ সন্ধ্যায় টি-স্পোর্টসকে বলেছেন, ‘পাকিস্তান খুব সম্ভবত ১০ নভেম্বর আসবে। ম্যাচ তিনটি হতে পারে ১২, ১৩ ও ১৫ নভেম্বর। আমরা সেভাবেই তাদেরকে প্রস্তাব দিয়েছি।’
আরও পড়ুন
মালয়েশিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়ছে হকি অনূর্ধ্ব-২১ দল |
![]() |
নভেম্বরের মাঝামাঝি সময়ে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল যাবে ভারতের হতে যাওয়া বিশ্বকাপ খেলতে। জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড় আছেন ওই দলে। তিনটি ম্যাচই হবে পল্টনের মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ অনুষ্ঠিত হবে দিনের আলোতে।
এর আগে গত ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর ভারতের রাজগিরে হয়েছে এশিয়া কাপ হকি। প্রতিযোগিতা শেষ হলেও শেষ হয়নি বাংলাদেশের মিশন। এশিয়া কাপ থেকে বিশ্বকাপে কোয়ালিফাই করার হিসাব এখনো বাকি লাল সবুজের জার্সিধারীদের। ষষ্ঠ হওয়ার কারণে বাংলাদেশকে খেলতে হবে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের প্লে-অফ।
চলতি বছরের ডিসেম্বরে ভারতের তামিলনাড়ুতে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপ। বৈশ্বিক এই আসরে অংশ নিতে ঢাকায় এক মাস ধরে অনুশীলন করেছে বাংলাদেশ দল। এবার অনুশীলন করতে মালয়েশিয়া সফর করছে লাল সবুজের যুবারা। আজ সন্ধ্যা সাড়ে ৭টার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশ ছাড়ছে সিগফ্রাইড আইকম্যানের দল।
মালয়েশিয়া অনূর্ধ্ব-২১ দলের সঙ্গে চারটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সংখ্যাটা ৫-৬ ম্যাচ করার চেষ্টা ছিল বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে)। ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্ণেল রিয়াজুল হাসান (অব.) আজ সন্ধ্যায় জানান ৪ ম্যাচই ফাইনাল।
আরও পড়ুন
বিশ্বকাপের আগে হকি কোচ আইকম্যানের পাঁচ কৌশল |
![]() |
মালয়েশিয়াতে অনুশীলন ক্যাম্প এবং প্রস্তুতি ম্যাচের পর অক্টোবরের প্রথম দিন দেশে ফিরবে হকি দল। এরপর সুইজারল্যান্ড যাবে যাবে তারা। সেখানে অনুশীলন ক্যাম্পের পাশাপাশি দেশটিতে অনূর্ধ্ব-২১ হকি দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। কথা চলছে অস্ট্রিয়ার সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলারও। কোচ আইকম্যান যোগাযোগ অব্যাহত রাখছেন বলেই জানা যায়।
আইকম্যান দেশে আসেন চলতি মাসের শুরুর দিকে। পল্টনের মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ২৬ জনের স্কোয়াড নিয়ে করেছেন নিবিড় অনুশীলন।
চলতি বছরের ডিসেম্বরে ভারতের তামিলনাড়ুতে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপ। বৈশ্বিক এই আসরে অংশ নিতে ঢাকায় এক মাস ধরে অনুশীলন করছে বাংলাদেশ দল। বিদেশে অনুশীলন করতে আগামী ২৩ সেপ্টেম্বর মালয়েশিয়া সফর করবে লাল সবুজের যুবারা।
বিশ্বকাপ প্রস্তুতি এবং দলের সার্বিক বিষয়ে জানাতে বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) সভাকক্ষে আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। যাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক লেঃ কর্ণেল রিয়াজুল হাসান (অবঃ) ছাড়াও ছিলেন দলের হেড কোচ সিগফ্রিড আইকম্যান।
আরও পড়ুন
হকি এশিয়া কাপের নিয়ম মেনেই ঢাকায় হবে পাকিস্তান সিরিজ |
![]() |
হকির সাধারণ সম্পাদক জানান,
‘‘মালয়েশিয়া অনূর্ধ্ব-২১ দলের সঙ্গে কমপক্ষে চারটি ম্যাচ খেলবে বাংলাদেশ। সংখ্যাটা ৫-৬ ম্যাচ করার চেষ্টা করব। এছাড়া ইউরোপে তথা সুইজারল্যান্ডে গিয়ে প্রস্তুতি ক্যাম্প এবং ম্যাচ খেলার বিষয়টি অনেকটাই চূড়ান্ত। কথা হচ্ছে অস্ট্রিয়ার সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলারও। কোচ যোগাযোগ অব্যাহত রেখেছে।’’
কোচ আইকম্যান দেশে আসেন চলতি মাসের শুরুর দিকে। পল্টনের মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ২৬ জনের স্কোয়াড নিয়ে করছেন নিবিড় অনুশীলন। বাংলাদেশি খেলোয়াড়দের নিয়ে বেশ ইতিবাচক ডাচ কোচ আইকম্যান।
সদ্য শেষ হওয়া এশিয়া কাপ নিয়ে তার মূল্যায়ন প্রত্যাশার চেয়ে ভাল খেলেছে বাংলাদেশ । কারণ হিসেবে বলেছেন অন্য দল যেখানে এক বছরের বেশি সময় অনুশীলন করেছে সেখানে ১০ দিনের অনুশীলনের পুঁজি নিয়ে মন্দ করেনি বাংলাদেশ।
আরও পড়ুন
ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান হকি সিরিজ |
![]() |
আইকম্যানের আপাতত দায়িত্ব বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল নিয়ে। যারা অংশ নেবে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে। হকির যেকোনো দল হিসেবে এবারই প্রথমবার বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। যে কারণে দলের কাছে প্রত্যাশাও অনেক। তবে বাস্তবতার নিরিখে সেখানে ভালো করা কঠিনই বটে। প্রিলিমিনারি রাউন্ডে বাংলাদেশ পড়েছে 'এফ' গ্রুপে। যেখানে রয়েছে অস্ট্রেলিয়া, ফ্রান্স ও দক্ষিণ কোরিয়া।
কঠিন গ্রুপ থেকে পরের রাউন্ড নিশ্চিত করা কঠিন হবে সেটি জানা আইকম্যানের। তবে বিশ্বকাপের আগে ভালো প্রস্তুতিতে মিলতে পারে সমাধান। কোচ বলেন,
‘‘আমরা সুইজারল্যান্ড ও অস্ট্রিয়াতে খেলব। তাদের সঙ্গে খেলে অভিজ্ঞতা অর্জন করতে পারব, যা আমাদের জন্য কাজে আসবে, বিশেষ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে। কারণ অস্ট্রেলিয়া আমাদের চূর্ণ করতে চাইবে, পাওয়ার প্লে খেলবে। আগে এই ধরনের ম্যাচ না খেললে হঠাৎ করে সেটা শক হতে পারে আমাদের জন্য।’’
আরও পড়ুন
কাজাখস্তানকে উড়িয়ে বিশ্বকাপ বাছাইয়ের পথে বাংলাদেশ |
![]() |
বিষয়গুলো মাথায় রেখে দলের ডিফেন্সলাইন নিয়ে কাজ করবেন আইকম্যান। সেজন্য নির্দিষ্ট ছকে আগাতে চান বলে জানান ৬৬ বছর বয়সী কোচ,
‘‘আমরা এখন কঠোর পরিশ্রম করছি রক্ষণভাগ নিয়ে। কীভাবে বল রক্ষা করতে হয়, পাঁচটি মূল রক্ষণ কৌশল নিয়ে কাজ করছি— টাইমিং, ফুটওয়ার্ক, প্রেসিং, ভিন্ন গতিতে খেলা এবং আলাদা আলাদা দিক দিয়ে ওপরে ওঠা।’’
অনুশীলনে যা শিখবে দল সেটিই মূল প্রতিযোগিতায় বাস্তবায়ন চান এই ডাচ কোচ। চার মাসের পরিকল্পনা নিয়ে হকি স্টেডিয়ামে ক্যাম্প করে বাংলাদেশ। প্রথম ভাগে আগস্ট মাসে স্থানীয় কোচ মশিউর রহমান বিপ্লব ও আশিকুজ্জামানকে নিয়ে হয় ফিজিক্যাল ফিটনেসের ট্রেনিং। দ্বিতীয়ভাগে তিন মাস দল তত্ত্বাবধানে থাকবে হেড কোচের অধীনে। দলের ফিটনেস ক্যাম্প থেকে ৭০-৮০ শতাংশ প্রত্যাশা পূরণ হয়েছে বলে জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক।
পরিকল্পনা মতো সব কিছু চলছে বলেও অবগত করেন রিয়াজুল হাসান,
‘‘৪০ জন থেকে নামিয়ে ২৬ খেলোয়াড় নিয়ে এখন চলছে ক্যাম্প। মালয়েশিয়া থেকে ফিরে অক্টোবরের শেষ দিকে দল যাবে সুইজারল্যান্ডে। আর বিশ্বকাপে মানিয়ে নিতে এক সপ্তাহ আগে ভারতে যাবে দল।’’