হকি

৭ ম্যাচে বিকেএসপির মেয়েদের ১০২ গোল!

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

২২ মার্চ ২০২৫, ৯:০১ পিএম

news-details

নারী হকির চ্যাম্পিয়ন বিকেএসপি। কিশোরগঞ্জকে ৮-০ গোলে উড়িয়ে দিয়ে ব্র্যাক ব্যাংক নারী ডেভেলপমেন্ট কাপ হকিতে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে মাতে বিকেএসপির মেয়েরা। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু থেকেই একতরফা প্রাধান্য দেখায় বিকেএসপি। ৩টি করে গোল করেন অর্পিতা পাল ও আইরিন আক্তার। ১টি করে গোল করেন জাকিয়া আফরোজ ও তন্নী খাতুন। 


খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন হকি ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান মেহেরিয়ার এম হাসান। টুর্নামেন্টে সর্বোচ্চ ৩০ গোল দিয়ে সেরা গোলদাতার পুরস্কার জেতেন বিকেএসপির অধিনায়ক অর্পিতা পাল। আর সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন কিশোরগঞ্জের অধিনায়ক ফারদিয়া আক্তার রাত্রি।


এবারের টুর্নামেন্টে অংশ নেয় বিকেএসপি ও ১০টি জেলা দল। দুই গ্রুপে ভাগ হয়ে লিগ পদ্ধতিতে অংশ নেয় দলগুলো। দুই গ্রুপের শেরা চার দল খেলে সেমিফাইনালে। একমাত্র দল হিসেবে আসরের সবগুলো ম্যাচ জিতেছে বিকেএসপি। পুরো টুর্নামেন্টে ৭ ম্যাচে করেছে ১০২ গোল। খেয়েছে মাত্র ১টি গোল, ঠাকুরগাঁওয়ের বিপক্ষে।


আরও পড়ুন

হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য’র বিপক্ষে সেনাবাহিনীর জয় হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য’র বিপক্ষে সেনাবাহিনীর জয়


অপ্রতিরোধ্য বিকেএসপি ডজন ডজন গোল দিয়েছে প্রতিপক্ষের জালে। ওদের সামনে দাঁড়াতেই পারেনি কেউ। পারবেই বা কিভাবে? বিকেএসপির চেয়ে সব দিক থেকেই পিছিয়ে বাকি দলগুলো। নাম প্রকাশে অনিচ্ছুক জেলা দলের সাথে আসা এক কর্মকর্তা আক্ষেপ করে বলেন, ‘এই ধরনের টুর্নামেন্টে বিকেএসপি কেনো অংশ নেবে? বিকেএসপির সাথে কখোনোই অন্য দলগুলো পারবে না। এটা সবাই জানে। যদি প্রতিদ্বন্দিতা না হয় তাহলে তো টুর্নামেন্টও জমবে না।’ পাশেই দাঁড়ানো আরেক কর্মকর্তা বলেন, ‘বিকেএসপি দল হিসেবে না খেলে প্রতিটা দলে তাদের খেলোয়াড়রা খেলতে পারতো। তাহলে দলগুলো সমশক্তির হতো। প্রতিযোগিতা বাড়তো। আর আজকে যদি এই ট্রফিটা কোনো জেলা দল পেতো তাহলে সেই জেলায় হকির উন্মাদনা বাড়তো, কদর বাড়তো। হকির উন্নতি হতো।’


মেয়েদের ডেভেলপমেন্ট কাপ হকি শুরু হয় ২০২১ সাল থেকে। ২০২২ সালের পর এবার হলো তৃতীয় আসর। প্রথম আসরেও চ্যাম্পিয়ন হয়েছিলো বিকেএসপি। দ্বিতীয় আসরে প্রতিষ্ঠনটি অংশ নেয়নি। তবে বিকেএসপির খেলোয়ড়দের নিয়েই গঠন করা হয় হকি ফেডারেশন সবুজ ও লাল দল। সে দুইটা দলই জিতেছিলো চ্যাম্পিয়ন ও রানার্স-আপের শিরোপা। সুতরাং এখন পর্যন্ত বিকেএসপির গন্ডি পেরুতে পারেনি মেয়েদের এই টুর্নামেন্টের শিরোপা। 


আরও পড়ুন

বিজয় দিবস হকিতে জয় পেয়েছে হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদ বিজয় দিবস হকিতে জয় পেয়েছে হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদ


এবারের আসরে পৃষ্ঠপোষকতা করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। নারী হকির উন্নতিতে কাজ করতে চায় ব্যাংকটি। সমাপনী অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান মেহেরিয়ার এম হাসান জেলা পর্যায়ে মেয়েদের হকি নিয়ে কাজ করার ইচ্ছার কথা জানান। এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে ফেডারেশনকে। একইসাথে টুর্নামেন্টগুলো যেনো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় সে বিষয়টাও খেয়াল রাখতে হবে ফেডারেশনকে। না হলে জেলা দলগুলোর পাশাপাশি আগ্রহ হারাবে দর্শকরাও।

হকি থেকে আরও পড়ুন

সর্বশেষ খবর

No recent posts available.

bottom-logo

হকি

সংবর্ধনা পেল ছেলেদের ও মেয়েদের যুব হকি দল

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

৯ জানুয়ারি ২০২৫, ৯:৪৩ পিএম

news-details

বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলাতে বাংলাদেশ যুব হকি দলের ছেলে এবং মহিলা দলের একটি সংবর্ধনা দেওয়া হয়েছে। এই সংবর্ধনায় অনূর্ধ্ব ২১ছেলে দল যারা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছে তাদের প্রতি খেলোয়াড়, কোচ ,ফিজিও এবং ম্যানেজারকে ৫০ হাজার টাকা করে পুরস্কার এবং ক্রেস্ট দেওয়া হয়। এছাড়া মহিলা অনূর্ধ্য ২১ দলকেও  ক্রেস্ট দেওয়া হয়।


এটি সারাদিনের একটা অনুষ্ঠান ছিল, যেখানে পুরস্কার বিতরণী এবং দিবার ভোজের পরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।


সভাপতি বিসিবি সহ সকল প্রতিষ্ঠানকে ধন্যবাদ জ্ঞাপন করেন যাদের সাহায্যে যুবদলের প্রশিক্ষণ এবং বিদেশে পাঠানো সহজ হয়েছিল। 


সভাপতি মহোদয় তার বক্তব্যে খেলোয়াড়দের কে খেলার প্রতি আরো মনোযোগী হতে এবং ভালো করে খেলতে বলেন। তিনি আরো বলেন  দেশের জন্য খেলা একটি বিরাট অর্জন এবং আজকের এই সম্বর্ধনা কে সামনে রেখে তোমরা সবাই আরো ভালোভাবে প্রশিক্ষণ করো এবং দেশের নাম আরো উচা কর। 


তিনি বলেন, অনূর্ধ্ব ২১ দলকে আমরা টুর্নামেন্টের আগে পাঁচ থেকে ছয় মাস প্রশিক্ষণ দিব এবং এ প্রশিক্ষণের মাধ্যমেই তারা যেন তাদের খেলায় মানকে আরো উন্নত করতে পারে। তিনি আরো আশা ব্যক্ত করেন এই ক্যাম্পিংয়ের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান হিসাবে এগিয়ে আসবেন।


তিনি সকল সংগঠন যারা এই যুব হকি দলের প্রশিক্ষণের জন্য সাহায্য করেছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এই সংবর্ধনা অনুষ্ঠানে বিসিবির সভাপতি ফারুক সাহেব ও বক্তব্য রাখেন এবং উনি খেলোয়াড়দের কে বলেন তোমরা আমাদের এম্বাসেডর তোমরা যখন বিদেশে যাও তখন তোমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করো এবং তোমাদের খেলা এবং আচার ব্যবহার আমাদের দেশকে রিফ্লেক্ট করে।

bottom-logo

হকি

হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য’র বিপক্ষে সেনাবাহিনীর জয়

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

২৫ ডিসেম্বর ২০২৪, ৬:৫১ পিএম

news-details

মাওলানা ভাসানী স্টেডিয়ামে প্যারাগন গ্রুপ বিজয় দিবস হকিতে হকি খেলোয়াড় কল্যাণ ঐক্যকে বুধবার ২-১ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলদেশ সেনাবাহিনী।

হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য গত মঙ্গলবার বাংলাদেশ বিমান বাহিনীকে পরাজিত করে শিরোনাম হয়েছিল। মূলত তাদের প্রতিপক্ষের ফিটনেস লেভেলের সাথে তাল মেলাতে পারেনি। চতুর্থ কোয়ার্টারে তাই ম্যাচের ফলাফল নির্ধারিত হয় টানা দুই দিন কঠিন ম্যাচ খেলা হকি খেলোয়াড় কল্যাণ ঐক্যর জন্য ছিল কঠিন।

চতুর্থ কোয়ার্টার ছাড়া কমবেশি একটি সমান ম্যাচই ছিল এটি। প্রথম কোয়ার্টার গোলশূন্য ছিল, দ্বিতীয় কোয়ার্টারে ষষ্ঠ মিনিটে আমিরুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে হকি খেলোয়াড় কল্যাণ ঐক্যকে এগিয়ে দেন। 

যদিও সেনাবাহিনী ম্যাচের শেষ অংশের জন্য তাদের সেরাটা সঞ্চয় করে রাখে। তাদের শারীরিক ফিটনেস খেলায় দৃশ্যমান প্রভাব রাখতে থাকে। শেষ দিকে এটি প্রায় একমুখী ট্র্যাফিক হয়ে যায়। হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য গোলকিপার নুরুজ্জামান নয়ন একাধিকবার সেনাবাহিনীকে হতাশ করেন। ম্যাচের ৩২তম মিনিটে সেনাবাহিনীর আব্দুল মালেক সমতা আনেন এবং ম্যাচের ৫৬ মিনিটে আহসান হাবিব গোল করেন পেনাল্টি কর্নার থেকে।


বৃহস্পতিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ বিমানবাহিনীর মুখোমুখি হবে বাংলাদেশ সেনাবাহিনী।


দিনের প্রথম ম্যাচে জনি ইসলামের জোড়া গোলে বিকেএসপি বাংলাদেশ পুলিশকে ৫-০ গোলে পরাজিত করে, মেহেদী হাসান অভি, হোজাইফা হোসেন ও তায়েব আলী বাকি তিনটি গোল করেন।


হকি থেকে আরও পড়ুন

bottom-logo

হকি

বিজয় দিবস হকিতে জয় পেয়েছে হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদ

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

২৪ ডিসেম্বর ২০২৪, ৫:২৬ পিএম

news-details

মঙ্গলবার মাওলানা ভাসানী স্টেডিয়ামে প্যারাগন গ্রুপ বিজয় দিবস হকিতে হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদ  অঘটন ঘটিয়ে বাংলাদেশ বিমান বাহিনীকে ৪-৩ গোলে হারিয়েছে।

হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদেও হয়ে মাঠে নামেন জাতীয় দলের ফরেয়ার্ড পুস্কর খীসা মিমো, হাসান জুবায়ের নিলয়, মিডফিল্ডার প্রিন্স লাল সামন্ত এবং জাতীয় যুব হকি দলের প্রতিশ্রুতিশীল বেশ কয়েকজন খেলোয়াড়। তার তাদের পারফেক্ট টিমওয়ার্কে শেষ পর্যন্ত হাসে বিজয়ের হাসি। 


সাত জাতীয় খেলোয়াড়ের সমন্বয়ে গঠিত বিমানবাহিনীর সাথে সমানে পাল্লা দিয়েই খেলেছে হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদ। ধীওে তারা বসে যায় চালকের আসনে। বিমান বাহিনী শেষ পর্যন্ত আপ্রান চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি। 


হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদের জার্স গায়ে মাঠে নামেন জাতীয় যুব দলের সদস্য আমিরুল ইসলাম, শিমুল ইসলাম, মোঃ আবদুল্লাহ এবং তারা সবাই বার বার প্রতিপক্ষ রক্ষণ ব্যূহ ভেদ করেন। 

প্রথম কোয়ার্টার শেষ পর্যন্ত গোলশূন্য থাকার পর ১৭তম মিনিটে রাকিবুল হাসান রকির দুর্দান্ত ফিল্ড গোলে এগিয়ে যায় বিমানবাহিনী। তবে এশিয়ান জুনিয়র হকিতে শীর্ষ ফর্মে থাকা আমিরুল ইসলাম  ৩৩তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে সমতা আনেন।

৩৫তম মিনিটে হাসান জুবায়ের নিলয় হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদকে এগিয়ে দেন এবং ৪২তম মিনিটে আব্দুল আলিমের গোলে তৃতীয় কোয়ার্টারের শুরুতে দল ৩-১ গোলে এগিয়ে যায়।

আরশাদ হোসেন ৪৪তম মিনিটে বৈদ্যুতিক ফ্লিকে বিমান বাহিনীর দ্বিতীয় গোল করে স্কোর লাইন ৩-২ করেন। তবে ম্যাচের ৫৭ মিনিটে আবদুল আলিমের দ্বিতীয় গোলটি বিমানবাহিনীকে হতাশায় ফেলে দেয়। ৫৯ মিনিটে বিমানবাহিনীর সোহানুর রহমান সবুজ তৃতীয় গোলটি করলেও কয়েক সেকেন্ডের মধ্যেই  বাজে খেরা শেষের লম্বা বাঁশি। হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদ খেলোয়াড়রা নেচে নেচে উদযাপন করেন তাদেও স্মরনীয় মুহুর্ত।

bottom-logo

হকি

বিজয় দিবস হকির উদ্বোধনী ম্যাচে নৌবাহিনীর জয়

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

২৩ ডিসেম্বর ২০২৪, ৬:২১ পিএম

news-details

পেনাল্টি কর্ণার মাস্টার মো: আশরাফুল ইসলামের করা পাঁচটি গোলে সোমবার প্যারাগন গ্রুপ বিজয় দিবস হকির উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ নৌবাহিনী বিকেএসপিকে ৮-২ গোলে হারিয়ে শুভসূচনা করেছে।

প্যারাগন গ্রুপ বিজয় দিবস হকি দিয়ে সাত মাস বিরতির পর হকি মাঠে ফিরলো হকি। 


আশরাফুল ইসলাম স্কুপ, প্লেসিংয়ের সম্বন্বয়ে থেকে পাঁচটি গোল করে নীল টার্ফে ছোটান আগুনের ফুলকি। ১ম, ১০ম, ২৬তম ২৭তম ও ৪১তম মিনিটে গোলগুলো করেন তিনি। 


বাকি তিনটি গোল করেন অধিনায়ক রাসেল মাহমুদ জিমি ৭ম মিনিটে, ফজলে হোসেন রাবি ৩৫ মিনিটে এবং মাহবুব হোসেন ৪৯ মিনিটে। 


এই ম্যাচটি মূলত ছিল অভিজ্ঞতা এবং শিক্ষার্থীদের মধ্যে একটি ম্যাচ। কারণ বাংলাদেশ নৌবাহিনী দলে ৯ জন জাতীয়  খেলোয়াড় রয়েছেন আর তাদের প্রতিপক্ষ সবাই  বিকেএসপির শিক্ষার্থী। তবে দ্বিতীয় কোয়াার্টারের মাঝামাঝি সাত মিনিটের মধ্যে দুটি গোল করে বিকেএসপি তাদের প্রতিভার স্বাক্ষর রাখে। 


তানভীর রহমান সিয়াাম ১৭ তম এবং হুজাইফা হুসাইন ২৪ তম পেনাল্টিতে গোল করে স্কোরলাইন ৩-২ এ নিয়ে আসেন। তবে শেষ পর্বন্ত সেই ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে পারেনি তারা।  দ্বিতীয় কোয়ার্টার শেষে স্কোরলাইন একই ছিল। 


এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহেদী প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন।  বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল (অব.) রিয়জুল হাসান। এনএসসির সচিব আমিনুল ইসলাম সহ ফেডারেশনের  অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলন।


হকি থেকে আরও পড়ুন

bottom-logo

হকি

২৩ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিজয় দিবস হকি টুর্নামেন্ট

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

২২ ডিসেম্বর ২০২৪, ৭:৫২ পিএম

news-details

বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে এবং প্যারাগন গ্রুপের পৃষ্ঠপোষকতায় মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে আগামী সোমবার থেকে শুরু হচ্ছে বিজয় দিবস হকি টুর্নামেন্ট।


টুর্নামেন্টের প্রথম ম্যাচে দুপুর ২.১৫ মিনিটে উদ্বোধনী ম্যাচে বিকেএসপির মুখোমুখি হবে বাংলাদেশ নৌবাহিনী।


রোববার স্টেডিযামের সম্মেলন কক্ষে আট দিনের এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল (অব.) রিয়াজুল হাসান সাংবাদিকদের সামনে টৃর্নামেন্ট উপস্থাপন করেন। 


উল্লেখ্য, এটি ফেডারেশনের নবগঠিত অ্যাড-হক কমিটির প্রথম টুর্নামেন্ট। সাধারণ সম্পাদক আসর নিয়ে জানিয়েছেন ইতিবাচক আশাবাদ। 

“আমরা ভবিষ্যতে কোন বিরতি ছাডাই হকি চালাতে চাই এবং এটি সেই লক্ষ্যের দিকে এটি প্রথম পদক্ষেপ, আমরা পৃষ্ঠপোষক হিসাবে এগিয়ে আসার জন্য প্যারাগন গ্রুপকে ধন্যবাদ জানাই।”

সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল (অব.) রিয়াজুল হাসান আরও জানান, প্রাক্তন জাতীয় ও অভিজ্ঞ খেলোয়াডদের নিয়ে হকি খেলোয়াড় কল্যাণ ্ঐক্য পরিষদ দলটি গঠিত হয়েছে। 

“তারা আমাদেরকে তাদের একটি দল হিসেবে খেলার জন্য অনুরোধ জানাবার পরিপ্রেক্ষিতে আমরা তাদের খেলার অনুমতি দিয়েছি, আমরা উদ্যোগটিকে স্বাগত জানাই কারণ এটি খেলোয়াড়দেও মাঠে ফেরাবে, ক্লাবগুলো প্রস্তুতির অভাবে এ টুর্নামিন্ট খেলতে পারছেনা।”

এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক কোচ ও নির্বাহী কমিটির বর্তমান সদস্য হোসেন ইমাম চৌধুরী শান্তা।


হকি থেকে আরও পড়ুন

bottom-logo