সময় বদলায়, যুগ পাল্টায় তবে বাংলাদেশ সাঁতার ফেডারেশনের আক্ষেপ শেষ হয় না। যুগের পর যুগ চলতে থাকে। সেই আক্ষেপের নাম ইলেক্ট্রনিক স্কোরবোর্ড। ৩৩তম জাতীয় সাঁতার প্রতিযোগীতা শুরু হচ্ছে শনিবার, তবে ইলেক্ট্রনিক স্কোরবোর্ড সচল না থাকায় এবারও প্রতিযোগীতা হবে হ্যান্ড টাইমিংয়ে।
সাঁতার ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে সংবাদ সম্মেলনে মোহাম্মদ সেলিম মিয়া বলেন, ‘জাতীয় ক্রীড়া পরিষদ সচিবকে আমাদের ইলেকট্রনিক স্কোর বোর্ডের বিষয়ে চিঠি দিয়েছি। আপাতত এটা সমাধানের কোনও সম্ভাবনা নেই। তাই আমাদের এবারও হ্যান্ডটাইমিংয়ে সাঁতার আয়োজন করতে হচ্ছে। ইলেকট্রনিক বোর্ড আমাদের দুঃখ হয়ে আছে।’
২০১৯ সালে ৫ কোটি টাকা খরচ করে ইলক্ট্রনিক স্কোরবোর্ড বসানো হলেও, সেটা পড়ে আছে অচলাবস্থায়। তাইতো প্রতি বছর জাতীয় সাঁতার প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় হ্যান্ড টাইমিংয়ে।
মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে জাতীয় সাঁতারে বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা, বিভিন্ন সার্ভিসেস দলসহ মোট ৫২ দলের ৫৫০ জন সাঁতারু অংশ নেবে। পুরুষ ও মেয়েদের ইভেন্ট ৩৮টি। এছাড়া পুরুষ বিভাগে ডাইভিংয়ে ৩টি ও ওয়াটারপোলোর ১টি ইভেন্ট রয়েছে।
৬ নভেম্বর ২০২৪, ৫:৩১ পিএম
দেশের জন্য দারুণ এই গৌরব বয়ে এনেছেন বিকেএসপির এ্যাথলেট তামিম হোসেন। তাইওয়ানে অনুষ্ঠিতব্য ন্যাশনাল স্কুল অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৪-এ ট্রিপল জ্যাম্পে ১৪.৭৭ মি. লাফিয়ে স্বর্ণ পদক লাভ করেছেন বাংলাদেশের তামিম হোসেন।
এই প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও মলয়েশিয়া, শ্রিলংকা, সিঙ্গাপুর ও স্বগতিক তাইওয়ান অংশগ্রহণ করছে। ১০ সদস্য বিশিষ্ট বিকেএসপি দলটি গত ৩ তারিখ রাতে যাত্রা করে।
আরও পড়ুন
আবারও স্বর্ণ জয়ের স্বপ্ন দেখাচ্ছেন ইমরানুর |
প্রতিযোগিতাটি আগামী ৯ নভেম্বর শেষ হবে। বাংলাদেশ দলের আগামী ১১ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে। বিকেএসপি দলের কোচের দায়িত্ব পালন করছেন ফৌজিয়া হুদা জুই ও শাহাদাত হোসেন ভূইয়া।
‘ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৪’ এর পুরুষ ক্যারম এককে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন জাগো নিউজের সাঈদ শিপন। এই নিয়ে তিনি মোট চারবার ক্যারম এককে শিরোপা জেতার গৌরব অর্জন করলেন। আর ফাইনালে হেরে প্রথমবারের মতো রানার্সআপ হয়েছেন দৈনিক নয়া দিগন্তের মনিরুল ইসলাম রোহান।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ’র ক্রীড়াকক্ষে প্রতিযোগিতার ফাইনাল খেলায় সাঈদ শিপন সরাসরি ২-০ গেমে পরাজিত করেন মনিরুল ইসলাম রোহানকে। প্রথম গেমে অবশ্য লড়াই হয় সেয়ানে-সেয়ানে। শুরুতে মনিরুল ইসলাম রোহান বেশ এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত ৩০-২৩ পয়েন্টে হেরে যান তিনি। তবে দ্বিতীয় গেমে রোহানকে দাঁড়াতেই দেননি শিপন। ৩৩-০০ পয়েন্টে জিতে নেন দ্বিতীয় গেমটি। এই ইভেন্টে তৃতীয় স্থান অধিকার করেছেন ঢাকা পোস্টের জসিম উদ্দিন।
আরও পড়ুন
শুরু হয়েছে ওয়ালটন-বিপিজেএ ক্রীড়া উৎসব |
প্রতিযোগিতা উপভোগ করেন ডিআরইউ’র সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ, সহ-সভাপতি শফিকুল ইসলাম শামীম, সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ, অর্থ সম্পাদক জাকির হুসাইন, দপ্তর সম্পাদক রফিক রাফি, তথ্য-প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক রাশিম মোল্লা, ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন, কাযনির্বাহী সদস্য সাঈদ শিপন, রফিক মৃধা, শরীফুল ইসলাম, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র অ্যাডিশনাল ডিরেক্টর ইমরান আল বারী, মো. সাজ্জাদ হোসেন এবং ডিআরইউ’র সাবেক নেতৃবৃন্দ ও সিনিয়র সদস্যগণ।
পুরুষদের ক্যারম এককের ফাইনালের মধ্য দিয়ে আজ শেষ হলো ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উতসব-২০২৪ এর সকল ইভেন্ট সমূহ।
৭ পয়েন্ট পেয়ে স্পোর্টস ‘উইমেন অব দ্যা ইয়ার’ হয়েছেন দৈনিক সমকালের সাজিদা ইসলাম পারুল। ৭ পয়েন্ট পেয়ে স্পোর্টস ম্যান অব দ্যা ইয়ার হয়েছেন ইন্ডিপেডেন্ট টিভির মাজহারুল ইসলাম মিথুন। প্রতি বছরের মতো এবারও বর্ষসেরা পুরুষ ও নারী ক্রীড়াবিদ হিসেবে তাদের আর্থিক পুরস্কার প্রদান করা হবে।
আরও পড়ুন
মাঠে গড়ালো ওয়ালটন-ইমা মিডিয়া কাপ |
এবারের আয়োজনে পুরুষ সদস্যদের জন্য ১০টি ইভেন্ট ছিল। সেগুলো হলো - দাবা, ক্যারম (একক), অকশন ব্রিজ, কলব্রিজ, রামি, অ্যাথলেটিকস (২০০ মিটার), গোলক নিক্ষেপ, সাঁতার, আর্চারি ও শ্যুটিং। নারী সদস্যদের জন্য ছিল ৫টি ইভেন্ট। সেগুলো হলো- অ্যাথলেটিকস (১০০ মিটার), ক্যারম (একক), লুডু, শ্যুটিং ও সাঁতার।
এই আয়োজনের সহযোগিতায় রয়েছে জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল।
No recent posts available.